আমি ভারত থেকে দেখছি, আপনি খুব বড়ো মনের মানুষ স্যার 🙏🙏
@SarifulIslamShaikatАй бұрын
আপনার আত্মার ব্যাখ্যা আমার হৃদয় কেড়ে নিয়েছে ভাই❤। আমি এতো ধৈর্য ধরে কোন আলোচনা শুনি না কিন্তু আপনার কথা শেষ পর্যন্ত না শুনে পারলাম না। আসলে ধর্মের আগ্রাসন আমাদের সংস্কৃতি শেষ করে দিচ্ছে ভাই😢
@Exposer_Boy25 күн бұрын
একদম😢
@litonbiswas183624 күн бұрын
একদম ঠিক বলেছেন আপনি। বাঙালি সংস্কৃতি ভুলতে চলেছে বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা। এরা শুধু ই মুসলিম। আপনার মত উদার লোকের বড়ো অভাব
@AlorPathe518 күн бұрын
ঠিক,👍👍👍
@sukantadas410Ай бұрын
ইলিয়াছ ভাই আমি একজন আপনার ভক্ত, ছোটকালে আপনার অনেক ছবি দেখেছিলাম, সবই আজ স্মৃতি, ভাল থাকুন, আপনাদের মতো উদার মনের মানুষের জন্য মনে হয় আজো পৃথিবীটা ঠিকে আছে। দিন শেষে একটাকথা বলতে চাই, ধর্মান্ধতা যখন বৃদ্ধি পায়, মানবতা তখন হারিয়ে যায়।
@saswapan1185Ай бұрын
আমিও আপনার একজন পরম ভক্ত, তবে এই কথাটার অর্থ বুঝে নিতে হবে।
@prodipchandrasarker3988Ай бұрын
plpp😊p😊plppp
@anondokumar220423 күн бұрын
Apnar kothata khub Bhalo Laglo
@biplobkumardas842220 күн бұрын
ভাই হিন্দুদের বোধবুদ্ধি কবে হবে আমি জানি না। উদার বলতে কি বোঝেন আপনি?
@Parijat7615Ай бұрын
সত্যিকারের নায়ক। আসলেই মহানায়ক আপনি
@MinaSarker-zi4pjАй бұрын
সঠিক সময় সঠিক কথা উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ ও অভিনন্দন।
@MintuShil-ft2wwАй бұрын
আপনি সুন্দর কথা বলছেন, যার যার সৃষ্টিকতাকে সেই জবাবদিহি করবে, মুসলিমদের কেন এত মাথাব্যথা, এলেস কাঞ্চন ভাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সত্য কথা বলার জন্য
@KalyanpalChoudhury16 күн бұрын
Apnar mawto manusher shankhya khub Kam
@suchitrarani2739Ай бұрын
এজন্যই বুঝি লোক রা বলে শিল্পীরা উদার হয়। ধন্যবাদ ভাই।
@sudangshuroy931827 күн бұрын
অত্যন্ত মানবিক মানুষ আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@eugenegomes6868Ай бұрын
সেলুট মহানায়ক ইলিয়াস কাঞ্চনকে। আমাদের অনেকের মনের কথা তিনি হৃদয় থেকে উদ্বগিরণ করেছেন। অসাম্প্রদায়িক বক্তব্য।
সত্যি অসাধারণ 💖 ইলিয়াস কাঞ্চন একজন বড় মাপের অভিনেতা ছিলেন ❤ তার চেয়ে বড় পরিচয় চিনি একজন মহৎ মনের, মানুষ 💝
@MosiurRahman-z8rАй бұрын
চমৎকার স্মৃতিচারণ। সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
@pratyaighoshpratyaighosh7025Ай бұрын
ধন্যবাদ ইলিয়াস কাঞ্চন স্যার,সমাজে আপনাদের মত মানুষের আরও প্রয়োজন, একেবারে মনের কথা গুলো কি সুন্দর ভাবে ব্যাক্ত করে বুঝিয়ে দিলেন, এভাবে সবাই যদি বুঝতো আজকে দেশের এই অবস্থা হত না,হিন্দু মুসলিম এত ভেদাভেদ সৃষ্টি হত না, আশা করি আপনাদের মত মানুষের সান্নিধ্যে এসে সবার শুভ বুদ্ধির উদয় হবে, সবাই সেই আগের মত হাতে হাত রেখে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যাতে সুন্দর সমাজ, ও সুন্দর নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি এই আশা রাখি। ❤
@105-c3mАй бұрын
জীবন জীবিকা ও অস্তিত্ব, নিরাপত্তার কারনেই দেশ ছেড়ে চলে যায়।
@MdrobiHossain-f4eАй бұрын
আজকের কথা গুলো খুব সুন্দর বলেছেন ইলিয়াস কাঞ্চন সাহেব ধন্যবাদ আপনাকে
@fakirchandhalder588426 күн бұрын
আপনার মতো মানুষ এখনো আছেন বলেই, পৃথিবী এতোটা সুন্দর। ধন্যবাদ, বাটানগর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ।
@shefalimallick2379Ай бұрын
আমি ছোট বেলার থেকে আপনার ভক্ত।আজ আপ নার কথায় কেন যেন চোখ দিয়ে অজান্তেই ক ফোটা জল গড়িয়ে পড়ল। আপনি আমার প্রাণের কথা বলেছেন। ভাল থাকবেন, খুব ভালো। ভগবান আপনার মংগল করুন। ❤❤❤❤❤❤❤❤
@abutaleb2200Ай бұрын
আসলেই ইলিয়াস কাঞ্চন ভাই মনের দিক দিয়ে ভালো মানুষ, তার স্মৃতি চারণে আমি খুব ব্যথিত।।👍🤝🥰
@AparnaChoudhury-ve7dkАй бұрын
আপনার কথাগুলো শুনে আমার চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়েছে।খুব ভাল থাকবেন।🙏
@swapanmondal959625 күн бұрын
ইলিয়াস বাবু, আপনার অতীতের স্মৃতি বিজড়িত আলোচনা আমার খুব ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ!
@ajitchowdhury4937Ай бұрын
ইলিয়াস দা, নমস্কার। আপনি আমার একজন প্রিয় মানুষ এবং আপনার একজন ভক্তই ছিলাম। কিন্তু ভাই আপনি যে উঁচু মনের অসম্প্রদায়িক মানবতা বাদী ঐ মানুষ বর্তমান সমাজে অনেক কমে গেছে। নাহলে বাংলাদেশে হিন্দুরা নিপীড়িত, লাঞ্চিত, লুণ্ঠিত, ধর্ষিত হতো না। আপনাদের কলেজ জীবন, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ প্রিয বন্ধুরাই মুসলিম ছিল। আমরা একে অপরের জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকতাম। দোয়া করি ভাই, সৃষ্টিকর্তা আপনাকে আরো অনেকদিন বাঁচিয়ে রাখুন।
@sabitrimallick884228 күн бұрын
বেঁচে থাক আপনার বকুলের জন্য ভালোবাসা, অসাধারণ আলোচনা করলেন, প্রনাম র্্্ই্লো।
@KrishnamoyDasАй бұрын
ইলিয়াস ভাই বাংলাদেশ ছেড়ে হিন্দুরা নিজের দেশে ছেড়ে ইচ্ছে করে যেতে চাই না?? তাদের কে বাধ্য করা হচ্ছে দেশ ছেড়ে যেতে?? যারা দেশ ছেড়েও খুবই কষ্ট হয়
@Khan22-ee4gk7vo7zАй бұрын
অনেকে তো খুশিতে ঠ্যালায় ভারতে চলে গেছে 😂 আমাদের পাড়ার সব থেকে ভালো যে বাড়ি সেটা ছিল বাড়োই দের,,,, বাড়ি এবং বাড়ির পাশের জমি মিলে দশ বিঘার উপরে হবে,, অতো বড় বাড়ি আমাদের এলাকায় আর নেই,,,,বড়ো পুকুর,,,, এতো ভালো লাগতো বাড়ই বাড়ি,,,, ওই বাড়ির ছেলে নিতাই গৌর,, ওরা জমজ ভাই আমরা এক সাথে দশম শ্রেণী,, পর্যন্ত পড়েছি,,,এক সাথে সিনেমা দেখতে গেছি অনেক,,,,যে বছর হিন্দি সিনেমা গাদার মুক্তি পেয়েছিল,, সেই বছর সর্বশেষ নিতাই এসেছিল,,,, এরপর আর আসেনি,,,, ওদের মোট সম্পদের পরিমাণ ছিল বিশ বিঘার উপরে,,,, যাওয়ার সময় পাশের এলাকার এক হিন্দুর কাছে বিক্রি করে গেছে,,,সব জমি,,,, সেই বাড়িতে এখন এক হিন্দু পরিবার বসবাস করছে,,বিশ বছর ধরে,,,ক ই কেউ তো এতো বছরে ওই বাড়ি দখল দেয়নি,,,, শুধু শুধু ওরা এই দেশ ছেড়ে চলে গেছে,,, আসে পাশে অনেক হিন্দু আছে। সব দুঃখের বিষয়,,,এই দেশের বিশ বিঘা জমি বিক্রি করে,,, নদিয়া জেলায় মাত্র আট কাঠা জমি কিনে বসবাস করছে। ও দেশে খুব একটা ভালো নাই,,, এই জন্য আমাদের সাথে যোগাযোগ রাখে না,,,, অনেক চেষ্টা করেছি যোগাযোগ করার।
@papelchandradas170929 күн бұрын
@@Khan22-ee4gk7vo7zভাই আগের দিন বাঘে খাইছে। আগে অনেক মিল ছিলো হিন্দু মুসলমান, এখনো আছে তবে আগের মত নাই।
@kumodroy37927 күн бұрын
@@Khan22-ee4gk7vo7z আপনার কথায় যুক্তি আছে কিন্ত সেই সময়ের সম্প্রীতি আজকের সম্প্রীতির পার্থক্য টুকু বলবেন?
@soumitrabiswas920014 күн бұрын
@@Khan22-ee4gk7vo7z৫৭ মুসলিম দেশ আছে কোন দেশে হিন্দু raa nei কেনো জঙ্গিবাদের জন্য আর মুসলিম র চিকিৎসার জন্য ইন্ডিয়া জায় পাকিস্তানে নয় ,কিন্তু জঙ্গী দের তান পাকিস্তানের দিকে ok
@soumitrabiswas920014 күн бұрын
@@Khan22-ee4gk7vo7zআর মিরফাজার কিন্তু তোমারই দর্মের
@AdvocateRazzakSarker26 күн бұрын
অনেক স্মৃতি জড়িত পুরাতন কথা উপস্হাপন করার জন্য,ধন্যবাদ
@komolpauljoy8532Ай бұрын
অসাধারণ কথা বলেছেন। স্যালুট আপনাকে
@RotiKantaDas-b7oАй бұрын
স্যার আপনার এই কথা বলা প্রত্যেকটা মানুষের হৃদয়ে দাগ কাটবে
@subashahir9530Ай бұрын
সত্য ও বাস্তবমুখী কথাগুলো বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ইলিয়াস ভাই আমেরিকার সিটিজেনশিপ এর সুযোগ আমার এসেছিল। মেয়ে ওখানকার নাগরিক এবং ভালো চাকরি করে। শুধু দেশ আর মানুষের প্রতি ভালবাসায় যেতে পারিনি। দেশ প্রেম কখনো হিন্দু বা মুসলিমের মধ্যে ভেদাভেদ করে না। দেশ মাতা ত আমাদের সবার। আমরা এর অযোগ্য সন্তান। আপনার কথা শুনে নিজের কথা মনে পড়ে গেল।
@md.hamidurrahman8016Ай бұрын
আপনার কথা গুলো শুনে হৃদয় টা অনেক বড় হয়ে যায়, এত ধর্মীয় এবং ইসলামের প্রতি প্রগাঢ় ভালোবাসা শ্রদ্ধাবোধ নিয়েও অন্য ধর্ম এবং অন্য মানুষের স্বাধীনতা প্রতি মহান থাকাটা সত্যি আরো আপনার প্রতি এবং ভক্তি আজ থেকে আরো বাড়িয়ে দিলো।
@datacombd1624Ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে, যারা চলে গেছে তারা কেউ জন্মভূমিকে ভুলতে পারেনি, পারবে না।
@Khan22-ee4gk7vo7zАй бұрын
আমরাও ভুলতে পারি নাই,, যারা আমাদের এলাকার লোকজন ভারতে চলে গেছে 😢 অনেকে তো খুশিতে ঠ্যালায় ভারতে চলে গেছে 😂 আমাদের পাড়ার সব থেকে ভালো যে বাড়ি সেটা ছিল বাড়োই দের,,,, বাড়ি এবং বাড়ির পাশের জমি মিলে দশ বিঘার উপরে হবে,, অতো বড় বাড়ি আমাদের এলাকায় আর নেই,,,,বড়ো পুকুর,,,, এতো ভালো লাগতো বাড়ই বাড়ি,,,, ওই বাড়ির ছেলে নিতাই গৌর,, ওরা জমজ ভাই আমরা এক সাথে দশম শ্রেণী,, পর্যন্ত পড়েছি,,,এক সাথে সিনেমা দেখতে গেছি অনেক,,,,যে বছর হিন্দি সিনেমা গাদার মুক্তি পেয়েছিল,, সেই বছর সর্বশেষ নিতাই এসেছিল,,,, এরপর আর আসেনি,,,, ওদের মোট সম্পদের পরিমাণ ছিল বিশ বিঘার উপরে,,,, যাওয়ার সময় পাশের এলাকার এক হিন্দুর কাছে বিক্রি করে গেছে,,,সব জমি,,,, সেই বাড়িতে এখন এক হিন্দু পরিবার বসবাস করছে,,বিশ বছর ধরে,,,ক ই কেউ তো এতো বছরে ওই বাড়ি দখল দেয়নি,,,, শুধু শুধু ওরা এই দেশ ছেড়ে চলে গেছে,,, আসে পাশে অনেক হিন্দু আছে। সব দুঃখের বিষয়,,,এই দেশের বিশ বিঘা জমি বিক্রি করে,,, নদিয়া জেলায় মাত্র আট কাঠা জমি কিনে বসবাস করছে। ও দেশে খুব একটা ভালো নাই,,, এই জন্য আমাদের সাথে যোগাযোগ রাখে না,,,, অনেক চেষ্টা করেছি যোগাযোগ করার।
@kohinoorakther4453Ай бұрын
কমেন্টস পরে খারাপ লাগল
@samratpaul2709Ай бұрын
না ভাই ভুলে গেছি এখন বাংলাদেশের মুল্লাদের ঘিনা করি অনেক অত্যাচার করছে নোংরা দেশ যে দেশে সব জায়গায় ধর্ম কে নিয়ে আসে হুজুরা ছি লজ্জা লাগে এদের কথা বলতে
@basabendraburman851026 күн бұрын
@@Khan22-ee4gk7vo7zthis is the story of lakhs of Hindu Families since 1947; & the exodus of HINDUS ve continued repeatedly; 47; 71 & till date..
@galachipamultymediaАй бұрын
মাশাআল্লাহ খুব সুন্দর একটি আলোচনা শুনলাম খুব ভালো লাগলো আমি আপনার সাথে সহমত পোষণ করছি ধন্যবাদ আল্লাহ তায়ালা আপনাকে নেক আমল এবং নেক হায়াত দান করুন আমীন
@shilabarua8490Ай бұрын
আপনার কথা গুলো একদমই সত্যি, খুবই ভালো লেগেছে আমার। আপনার সুস্থ ও ভালো দীর্ঘায়ু জীবন কামনা করছি।
@MdAkash-xs3wbАй бұрын
অসাধারণ কথা বলেছেন। স্যালুট আপনাকে।
@MortexSportsАй бұрын
খুব মনদিয়ে শুনতে গিয়ে কান্না ধারা বয়ে গেল, ধরে রাখতে পারলাম না ভাই। আমি ওইদলের একজন।ভাই মনে কিছু করবেন না ছোট বেলায় কোরান শিখতে গিয়ে এমন একটা শিক্ষা দেয়া হয় পরবর্তী কালে উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষ গুলোও যেন সব গুলিয়ে ফেলে।আমার ঘনিষ্ট বন্ধু রাও অতিভালোবেশে বলে বন্ধু মুসলিম হলি না কেন?যেন আমার হিন্দু হওয়াটা তার দুর্ভাগ্যের বিষয়। ভাবুনতো কোন মাদ্রাসা নয় ঢাকাবিশ্ববিদ্যালয়ের ছাত্র দেশের ৩য় গ্রেডের বিসিএস সহকর্মীর এই মানসিকতা কে কি হিসেবে মূল্যায়িত করা যায়! ওদের পরপারের সুখ আমাকে যে নির্বাসনে পাঠানো হলো তার বিচার কোনো খোদা কি করবে?
@ppaul19867 күн бұрын
Ei manoshikota thekei jongibad er uthan hoi. Desh, shomaj,dhormo monushotto bachate hole shongjoto howa khubi proyojon. Nahole dhongsho onibarjo.
@mohimsamaddar801728 күн бұрын
আপনাকে প্রনাম জানাই, সত্য কথাগুলো তুলে ধরেছেন🙏🙏
@DulalMajumder-y9r8 күн бұрын
🎉d.majumdar, (১)প,বঙ্গ, বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের শৈশবের স্মৃতি চারণ শুনলাম এসব আমি ও দেখেছি, আমার বাড়ী চট্ট গ্ৰাম জিলার স্বন্দীপ থানায়,ছিলো,
@DulalMajumder-y9r8 күн бұрын
চট্টগ্রাম জিলার স্বন্দীপ থানায়, মামলা করেন,(৭১)সনে পাক সেনারা পূর্ব পাকি স্তানের গ্ৰামে ভয়ের সঞ্চার করছিল,আম র,মা, বোনকে এক মুসলিম বাড়ীতে রাখ ছিলাম,
@DulalMajumder-y9r8 күн бұрын
(৩) রেখেছিলাম, সেই মুসলিম পরিবারে র, কাছে আমরা কৃতজ্ঞ, যুদ্ধের আগে আ মরা,(৫)জন রাতের(৪টার সময় ফেনী ন দী, সাঁতরে এপারে এসে ছিলাম, কাঞ্চন অসম্প্রদায়িক বড় মনের মানুষ, ধন্যবাদ,
@kaberidas494325 күн бұрын
আপনার কথা গুলো হৃদয় স্পর্শ করল ৷ এগুলো যখন বাস্তবে ঘটবে তখনই দেশের উন্নতি হবে ৷ এর জন্য মানুষের মনে সচেতনতা আনতে হবে এবং তার জন্য সংগঠন করে এগোতে হবে ৷ তা করতে পারলেই উদ্দেশ্য সার্থক হবে ৷৷
@MSalimuddin-d7rАй бұрын
আপনি শত ভাগ সত্য বলছেন
@supansutradhar444828 күн бұрын
খুব ভালো লাগল আপনার কথাগুলো শুনে। সবার মন মানসিকতা যদি আপনার /অত হত তবে এই দেশ সবাইকে নিয়ে সত্যিকার অর্থে স্বাথর্ক হত
@mafiakhaton2182Ай бұрын
কাঞ্চন মানেই স্বর্ণ, যেমন নাম, তেমন কাম। ধণ্যবাদ।
@mdshamsulhoque401624 күн бұрын
ইলিয়াস কাঞ্চন ভাই অত্যন্ত ভাল মানুষ। আমি তাঁকে শ্রদ্ধা করি। আল্লাহ যেন তাঁকে নেক হায়াত দান করেন। আমিন।
@anjanbarua924823 күн бұрын
খুবই সুন্দর ভাবে পুরনো ঐতিহ্য কে তুলে ধরেছেন কাঞ্চন ভাই। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা । 11:15
@purnimaranihalderАй бұрын
এত মূল্যবান একটা কথা কি যে ভালো লাগছে। আপনি যেমন একজন উচ্চ মাপের শিল্পী ঠিক তেমনি আপনার মন মানসিকতা উঁচু মানের।আপনার জন্য অনেক অনেক প্রার্থনা থাকলো।
@baappa3984Ай бұрын
ভালো লাগল আপনার কথাগুলো .... ভালো থাকুক দুই পাড়ের বাঙালি ভালো থাকবেন আপনিও 🇮🇳 থেকে অনেক অনেক ♥️
@evanmondal461025 күн бұрын
বড্ড মধুর স্মৃতি চারণ,ভীষণ ভাল লাগলো,ভাল থাকবেন।
@arijitbanerjee820615 күн бұрын
আপনি খুব ভালো মানুষ।প্রকৃত শিল্পী। আজ থেকে আমি আপনার Fan।From India
@SampaMondal-k9c29 күн бұрын
ধন্যবাদ। প্রকৃত শিক্ষিত ও ধার্মিক মানুষ ❤।
@madhusudhandas940028 күн бұрын
আপনার সৃতিচারণ শুনে খুব অভিভূত হলাম ♥️
@SanjibBiswas-g5jАй бұрын
আমি আপনার একজন ভক্ত। আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি। আপনার কথাগুলো খুব ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@FathemaBegum-z2r17 күн бұрын
আপনার দশ'ন, আপনার বোধ, আপনার চিন্তা চেতনা আপনার প্রথম চলচ্চিত্র 'বসুন্ধরা ' কে মনে করিয়ে দেয় । আমাদের চলচ্চিত্র জগতের পাশাপাশি সমাজের মানবিক দিকগুলো তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ । স্যালুট আপনাকে।
@evanmondal461025 күн бұрын
বর্তমানে মানুষ হয়েছে বিবেক শুন্য,অনুভুতি শুন্য তার জন্যই তো এত বৈষম্য।আপনাকে হৃদয় থেকে ধন্যবাদ
@RajibKumar-vo5fvАй бұрын
আপনারা লাইভে আসুন কথা বলুন, মানুষকে সচেতন করুন,এই ধর্মান্ধ মানুষ গুলোকে বোঝান,সাবাই মিলে একটা সমতার দেশ তৈরি করি। অনেক ধন্যবান স্যার আপনাকে।
@hkgyy-en5kmАй бұрын
খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। জনাব ইলিয়াস কাঞ্চন সহ সিনেমা জগতের জনপ্রিয় শিল্পীরা যদি অনলাইনে নিয়মিতভাবে অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে জোর প্রচার প্রচারনাশুরু করতেন, ধর্মান্ধতার বিরুদ্ধে সোচ্চার হতেন তাহলে হয়তো অচিরেই সমাজ থেকে কিছুটা হলেও বিদ্বেষ দূর হতো। মুসলিমদের মধ্যে যারা প্রাকটিসিং মুসলিম তাঁরা যদি এগিয়ে আসতেন তাহলে আরো ভালো হতো।এইতো কয়েকদিন আগে ঝিনাইদহে পূজা মন্ডপে গিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় একজন নেতা সনাতন ধর্মাবলম্বী দের মন্ত্রোচ্চরণ বা গীতা পাঠ করলেন এবং অত্যন্ত ভক্তি সহ সেটি পাঠ করলেন। উদ্দেশ্য যাইহোক না কেনো আমি ওনার সাহসিকতা এবং উদারতার প্রশংসা করছি। সংকীর্ণতা, ধর্মান্ধতা, ঘৃণা মানুষের পারস্পরিক সম্পর্ক, শ্রদ্ধাবোধ, মানবিকতা সবশেষ করে দিচ্ছে। জনাব ইলিয়াস কাঞ্চনের মতো মানুষদের এগিয়ে আসতে হবে। মানুষের বিবেক জাগাতেই হবে। ধন্যবাদ।
@hkgyy-en5kmАй бұрын
খুব সময়োপযোগী কথা বলেছেন। জনাব ইলিয়াস কাঞ্চন সহ সিনেমা জগতের জনপ্রিয় শিল্পীরা যদি অনলাইনে নিয়মিতভাবে ধর্মান্ধতার বিরুদ্ধে কথা বলতেন, মানুষকে সচেতন করতেন, তাহলে সমাজে ইতিবাচক প্রভাব পড়তো এটা বলাযায়। শিল্পীদের পাশাপাশি বিশেষকরে প্রাকটিসিং মুসলিমরা যদি ধর্মান্ধতার বিপরীতে বেশি বেশি করে কথা বলতেন তাহলে তা আরো কার্যকরী হতো।এইতো কয়েকদিন আগে ঝিনাইদহে পূজা মন্ডপে গিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির একজন নেতা সনাতন ধর্মাবলম্বীদের মন্ত্রোচ্চারণ করলেন বা গীতা থেকে পাঠ করলেন অত্যন্ত আবেগ ভরে। উদ্দেশ্য যাইহোক না কেনো, ওনার উদারতা, সাহসিকতার প্রশংসা করতেই হবে।ধর্মান্ধতা,অমানবিকতার বিরুদ্ধে প্রচার চালাতে হবে। সংকীর্ণতা, ধর্মীয় ঘৃণা বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।তাহলেই হয়তোবা মানুষের প্রতি মানুষ শ্রদ্ধাশীল হতে শিখবে,সমাজে মানবিকতার চর্চা বৃদ্ধি পাবে।ইলিয়াস কাঞ্চন সাহেবকে মন থেকে দোয়া করছি। শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ।
@alex031527 күн бұрын
Maulana ra chotobela theke amader onno dhormer manush ke ghrina korte shikhay. Jar karone majority manush brainwashed hoye jay. Amra kichu manush achi jara oishob niye care kori na. Kintu majority manush brainwashed hoye eishob dhan dharona baad dite pare na.
@familyvideos5512Ай бұрын
অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অসাধারণ মর্মস্পর্শী সূক্ষ্ম বিশ্লেষণ।
@debasishdebu309115 күн бұрын
আপনার কথা গুলো বেশ বাস্তব সমৃদ্ধ। আপনার প্রতি শ্রদ্ধা
@rajansarker7123Ай бұрын
সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য ধন্যবাদ স্যার। আপনি আমার প্রিয় ব্যক্তিত্ব। আপনি সত্যিই পর্দার মত বাস্তব জীবনে একজন নায়ক।
@GoneshSarker-z8eАй бұрын
ধন্যবাদ,ভাই পুরাতন স্মৃতি চারণ করার জন্য।
@mahtabchowdhury1224Ай бұрын
আপনার মূল্যবান বিশ্লেষণ করার জন্য ধন্যবাদ। আপনার প্রতি অনেক শ্রদ্ধা বেড়ে গেলো।
ও ভাই ইলিয়াস কাঞ্চন আপনি খুব ভালো মনের মানুষ। আপনার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল ।আমি ভারত থেকে বলছি ।
@ShovanRoy-gu3byАй бұрын
অনেক ভালো লাগলো আপনার কথা গুলো। আপনার মত মন যদি সবার থাকত পৃথিবীতে অশান্তি থাকত না।
@kusheeinternational4128Ай бұрын
ইলিয়াস সাহেব আপনাকে সশ্রদ্ধ নিরন্তন প্রণাম। আপনার বিবেকের অন্তস্থল থেকে যে আলোচনাটুকু করলেন, নিশ্চিন্তেই বলা যায় আপনি যে রক্ত থেকে তৈরি হয়েছেন এবং আপনার পারিবারিক শিক্ষা সভ্যতা অত্যন্ত সুদৃঢ এবং সম্মানজনক ফ্যামিলি থেকে বেড়ে উঠেছেন। বোদ করি আপনার সন্তানরাও আপনার মতন বিচক্ষণ বিবেকবান হয়ে উঠবেন । পরিশেষে আপনার সুস্থ এবং সুদীর্ঘ জীবন কামনা করি। আমি "উত্তম কুমার "
@biswaskumer1631Ай бұрын
সেলুট আপনাকে ,এত সুন্দর ভাবে হৃদয়ের রক্তক্ষরণ কে ফুটিয়ে তুলেছেন ,বাস্তবতাকে এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, ভুক্তভোগী ছাড়া অন্য কেউ এর মর্মার্থ উপলব্ধি করতে পারবে না ।আপনি সত্যিকারের একজন সরল ,উদার, অসাম্প্রদায়িক এবং মানবতার প্রতি সংবেদনশীল মানুষ।
@zuthikaranishil-y3iАй бұрын
ইলিয়াস দাদা আপনি অনেক ইতিহাস তুলে দরেচেন খুব ভাল লেগেছে । আপনার অনেক চবি দেখেছি ৩৫ বছর আগে । আপনার কথা গুলো মূল্য বান । ধন্যবাদ আপনাকে দাদা। দিলীপ চাটখিল নোয়াখালী চাটখিল
@scs664818 күн бұрын
হে মহানায়ক,তুমি যেমন গুণী তেমনি তুমি মহৎ মনের অধিকারী
@gonascakroborty9494Ай бұрын
ধন্যবাদ, কাঞ্চন ভাই, আপনার মানবতাবাদী কথা বলার জন্য। আপনার সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন কামনা করি।
@narendranathroy228426 күн бұрын
আপনার এই মানবিক ব্যাখ্যার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
@sonaramdas9261Ай бұрын
পুড়ানো কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
@ashutoshsaha753816 күн бұрын
আপনার অনুভূতি গুলো হৃদয় ছুঁয়ে গেল। সবাই আপনার মত উদার না, বেশির ভাগই উন্মাদ।
@uttamkumarbiswas158929 күн бұрын
❤ Sir আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা ও অনন্ত প্রণাম অসাধারণ তাৎপর্য পূর্ণ আলোচনার জন্য। পৃথিবীর সকল মানুষের কল্যাণ হোক। ❤
@AmalKarmaker-f2y19 күн бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর কথা গুলোর জন্য সঠিক সময় সঠিক কথা উপস্থাপন করার জন্য আপনি একজন উঁচু মনের মানুষ সবাই যদি আপনার মত ভাবতো এই দেশের মানুষের জন্য তাহলে দেশটা আরো অনেক সুন্দর হতো
@ramendrahoomchawdhury3225Ай бұрын
ধন্যবাদ, সুন্দর এবং বাস্তবধর্মী একটি উপস্থাপনার জন্য !
@aminurislam3448Ай бұрын
এক সময় ইলিয়াস কাঞ্চনকে আমার সাম্প্রদায়িক মনে হতো, এখন সেই ভুল টা ভেঙ্গে গেল। সত্যি অসাধারণ মনের মানুষ,
@mithunshaha114117 күн бұрын
স্যার আপনাকে শুধু আমার একটা প্রিয় নায়ক বা অভিনেতা ভাবতাম। আর এখন জানলাম আপনার মনটাও অনেক সুন্দর আপনার মনে কোনো জাতি ভেদাভেদ নাই। আপনার দীর্ঘায়ু কামনা করি ভালো থাকবেন স্যার।
@SangitaDas-b9b27 күн бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর কথা গুলোর জন্য।
@nimaidas560113 күн бұрын
আপনার ছবি গুলো ভালো লাগে এবং এ যুগের সাহসী বক্তা। ধন্যবাদ আপনাকে। ❤
@samirkumarmistri8354Ай бұрын
সুন্দর বিশ্লেষণের জন্য ধন্যবাদ। আসলে শারীরিক আঘাত কখনও মন ভাঙ্গে না, বিচ্ছেদ ঘটায় না (এগুলো দৃশ্যমান)কিন্তু আত্মার আঘাত খুব কঠিন(অদৃশ্য)। যা ভিতর ভিতর শেষ করে।
@apurbabiswas274815 күн бұрын
অসাধারণ অনুভব। শুনতে শুনতে চোখে জল চলে এলো।কেন যে মাতৃভূমি ছেড়ে যায় তা কিছু লোক বোঝে না।আপনি বুঝেছেন মনে হয় কিন্তু কি হবে জানিয়া।পর জনমে যেন আমরা তোমাদের বন্ধু হয়ে আসতে পারি।
@a.dcomedy4074Ай бұрын
ইলিয়াস কাঞ্চন আমার প্রিয় একজন অভিনেতা । আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে । আমি ভারত থেকে আপনার সুস্বাস্থ্য কামনা করছি ❤
@PulakGhose9821Ай бұрын
Ader majhe amon Lok khub kom ache Bhai. Bangladesh Lok j poriman Islam Tara chai kalke deshta Afghanistan banak
@GautamGhosh-yx9is25 күн бұрын
Bokul is your own picture.
@paritoshroy237016 күн бұрын
আপনার জাগ্রত বিবেকের তাড়নায় যেভাবে স্মৃতি চারণ করলেন তাতে সত্যিই আমি অভিভূত। এজন্য আপনাকে অশেষ ধন্যবাদ ও অভিনন্দন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
@donsahin4771Ай бұрын
ধন্যবাদ ইলিয়াস ভাই কথা গুলো শুনে ভালো লাগলো ভালো থাকবেন
@monojkar205017 күн бұрын
আপনার স্মৃতি কথা এবং নৈতিকতার ব্যাখ্যা আমাকে এতই মুগ্ধ করেছে তা বলে বুঝাতে পারব না প্রিয় ইলিয়াস ভাই।এমন অসাম্প্রদায়িক মন নিয়ে আপনি বেঁচে থাকুন অনন্তকাল।
@nitaisaha152917 күн бұрын
মহান ব্যক্তি ভাই তুমি
@shilahalder6318Ай бұрын
অসাধারন বলেছেন। ধন্যবাদ 🙏
@priyamistry4407Ай бұрын
সুন্দর কথা বলেছেন,,, স্যার....।।
@TCFwithpurno20 күн бұрын
খুব সুন্দর আলোচনা। নিরাপদ সড়কের জন্য সবসময় সরব থেকেছেন। ধন্যবাদ প্রিয় অভিনেতা।
@tapashmajumder581518 күн бұрын
অতুলনীয়। এমন করে আরও বেশি বেশি নামী মানুষেরা বললে সমাজে পরিবর্তন আসবে- আশা করি।
@TulipAlomАй бұрын
ছোট্ট বেলায় আমি আপনার অনেক ছবি দেখেছি । সত্যিই আপনি অনেক উদার এবং একজন ভালো মনের মানুষ। আপনার মত এরকম মনের মানুষ খুব কমই দেখা যায়। কারণ আপনি যতটা একে অপরের ব্যথা, অনুভূতি বুঝেন এরকম লোক খুব কমই আছে আমাদের বাংলাদেশে। তাই আমি বলব, ভালো লোকদের সাথে কোন কিছুর তুলনা চলে না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে সুস্থ রাখেন,ভালো রাখেন।❤❤❤।
@TaponDas-gv9rs20 күн бұрын
ধন্যবাদ খুব ভালো লাগছে। আপনার মতো প্রগতিশীল অসাম্প্রদায়িক চেতনার মানুষ নিরব থাকতে পারে না। জয় হোক মানবতার।
@rajonbabu8056Ай бұрын
ইলিয়াস কাঞ্চন সাহেব আপনার জন্য ভালো বাসা অবিরাম। আপনি আমার মহা নায়ক। আপনাকে কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছিল আমার। কিশোর গন্জ জেলার হোসেন পুরের। ওয়াল্টন শে রুম উদ্বোধন অনুষ্ঠানে।
@arunkumarpal964320 күн бұрын
কাঞ্চন ভাই আপনার কথাগুলো শুনে আমার চোখে জল চলে এলো। আমাদের ছেড়ে চলে যাওয়ার সময় মনটা কেমন লাগে তা শুধু আমরাই জানি ।
@sporshobiswas3036Ай бұрын
ধন্যবাদ সত্য কথা সঠিক কথা বলার জন্য
@smartboyapurbo886414 күн бұрын
ইলিয়াস কাঞ্চন অনেক ভাল মনের মানুষ, অনেক ধন্যবাদ।।
@sobujbiswas5117Ай бұрын
দারুণ বললেন , মনের ব্যাথা বড় ব্যাথা।
@sureshmajumdar260816 күн бұрын
দাদা আমি আপনার নাম শুনেছি বাংলাদেশের একজন নাম করা ফিল্ম এস্টার । আপনার কথা গুলো মন দিয়ে সুনলাম, অবশ্যই আপনি একজন বড়ো মনের মানুষ, সব শেষে বলবো দুনিয়ার সব মানুষ যদি মানুষ হতো দুনিয়া টা স্বর্গ হত ।
@priyalalnath9446Ай бұрын
আপনি সত্যিই একজন ভালো মানুষ।
@onindorudro224926 күн бұрын
খুব ভালো লাগলো আপনার কথা গুলো।
@barun868224 күн бұрын
আমি একজন আপনার একনিষ্ঠ ভারতীয় ভক্ত, বেদের মেয়ে জোসনা আপনার সর্বশ্রেষ্ঠ বাংলা সিনেমা| আপনার কথাগুলো আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, আমি একসময় বাংলাদেশে ছিলাম ,ছোটবেলায় বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছি ,তার মূল কারণ বাংলাদেশি মুসলমানরা হিন্দুদের প্রতি খুব একটা ভালো ধারণা রাখে না, তারা দেশ সারতে বাধ্য করেছে, তাই আমরা আজ ভারতের চলে এসেছি ,আপনার মতন মুসলমান 10 % আছে 90% মুসলমান হিন্দু বিদ্বেষী|
@princekumarhowlader922914 күн бұрын
আপনাকে অনেক ধন্যবাদ রইলো আপনাকে অনেক ভালো লাগে আমার ছোট থেকে। আপনার কথা গুলো যৌক্তিক বলে মনে করি।
@ArjunDey-p4fАй бұрын
ইলিয়াস ভাইয়া আমি আপনার একজন পুরনো ভক্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন 🎉🎉
@nepalhalder63926 күн бұрын
স্মৃতি রোমন্থন এক হৃদয় বিদারক ঘটনা। যা মনে হলে অনেক ব্যথা লাগে । আপনার কথায়, আমার আনেক কথস মন পরে গেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
@MiltonNandiАй бұрын
আপনি তো বাংলা সিনেমা জগতের একজন বড়ো মাপের হিরো দেশের বিভিন্ন সামাজিক রাষ্ট্রীয় অনেক কাজে আপনার বলিষ্ঠ কন্ঠস্বর দেখেছে বাংলার মানুষ আপনি অসাধারণ প্রতিভাবান বিবেকের মানুষ আপনাকে অনেক অনেক প্রনাম।