চমৎকার পরিবেশন । তিরঙ্গা বরুণ হালদার আমি দুহা মান্ডি, জমিন হামদের মা, আমার দাদু ইংরেজের গুলি খাইছিল, আমরা এখনও কামিন খাইটে খাই। তোমরা স্বাধীনতার কথা বলো, চারদিক দেইখে শুনে আমার ভারী কষ্ট হয়। ভোট আইলেই ন্যাতার মুখে বড় বড় কথা শুনি, খ্যতের কাম বাদ দি ভোট দিতে যাই, বহুবার তো যাওয়ার আগেই, আমদের ভোট হইয়ে যায়। লেতা চেয়ারে বসে, দামি গাড়ি চড়ে, চুরি কইরে কইরে দ্যশ ফাঁক কইরে দেয়। বিদেশি ব্যাংকে ট্যাকার পাহাড় বানায়, দ্যাশ ছাড়ে পালায় যায়, অবশ্য কেউ কেউ আবার জেলও খাটে। আমরা ভোট দিয়ে লেতা বানাই। তোমরা বল স্বাধীন দ্যাশ, এসব দেখে শুনে আমার ভারী কষ্ট হয়। আগে রেশনে চাইল ডাইল চিনি গম ছোলা কত কী দিত! এহন সরকারের ঘর লেহ, রেশন পাড়ায় আইতে আইতে, রাহু পুকায় অর্ধেক রেশন খায়ে ফেলে। তোমরা তো বলো স্বাধীন দ্যাশের লোক আমরা, তা বটে চারিদিকের দুর্নীতির কথা ভাইবলে আমার ভারী কষ্ট হয়। বাপের মুখে শুনতাম দাদুর সপুনের কথা, বন্দে মাতরম ধ্বনিতে, বুড়া দাদু যুবক হইয়ে যাইত, তার রক্তে দ্যাশ মুক্তির জোয়ার বইত। তার মা তারে বারণ কইরত বঠে, কোনহ লাভ হইত না, দাদু বইলত এই মাটি হামদের মা, মা মুক্ত না হওয়া তক্ক কোনহ শান্তি নাই। বুকে কত সপুন লিয়ে বন্দেমাতরম বইলতে বইলতে মিছিল আগাই যাইতেছিল শহরের পথে। ফটাস্ ফটাস্ শব্দ হইল, ইংরেজের গুলিতে আমর দাদু মাটিতে লুটাই পড়ল , সেই দাদুর লাতি আমি । খড়বিচলির কুইড়াঘর, রদে পুড়ি, বিষ্টিতে ভিজি কামিন খাটে বাঁচতে হয়, সবকিছুর দাম বাড়ে গেইলছে, মুনিশের দামটা তেমন বাড়ে নাই। দাদুর রক্ত আমার শরীরে বইছে, পনেরই আগস্ট আইলে, ভেপুর বাজনা আর বন্দেমাতরম শুইনলে, পেটের খিদা ভুইলা যাই, মনটা কেমন আনন্দে ভইরে ওঠে। পতাকার দিকে তাকাইলে চখ ছল ছল করে, পতাকা হাতে দাদুরে দেখতে পাই। পতাকা জনগণের আছা আকাঙ্ক্ষা স্বপ্নের প্রতীক, আত্ম মর্জাদার প্রতীক, আমদের সাধের তিরঙ্গা। ।।। ।।। ।।।
@joyeetachakraborty3105 Жыл бұрын
অসাধারণ বললেও কম, যতবারই শুনি ততবারই ভালো লাগে 👌👌
@dipikanath4286 Жыл бұрын
অপূর্ব।আপনার কবিতা পাঠ বার বার শুনি।আশ মেটেনা যেন।
@ashokebhaumik Жыл бұрын
Ek kothai apurbo...bar bar suntey bhalo laghey...
@tapasmukherjee65 Жыл бұрын
খুব সুন্দর পরিস্কার পরিচ্ছন্ন একেবারে অনবদ্য
@satyanweshi_byomkesh Жыл бұрын
আপনার পাঠ করা কবিতাগুলো বারবার শুনতে ইচ্ছে করে! ❤
@iranibhattacharya9625 Жыл бұрын
অপূর্ব!! অনবদ্য!! অতুলনীয়!!!
@somnathbanerjee2534 Жыл бұрын
হৃদয়ের কবি কে অন্তরের বিনম্র শ্রদ্ধা অঞ্জলি
@kalikishoremukherjee6187 Жыл бұрын
আপনার এই কবিতা পাঠ শুনেই আমার রবীন্দ্র প্রণাম শুরু করলাম। 🙏🙏🙏🙏
@tapankumarbasu4126 Жыл бұрын
খুব সুন্দর উপস্থাপন।
@ShahidulIslamPappuOfficial Жыл бұрын
আপনার পরিবেশনা অনলাইনে জনপ্রিয় সবার চেয়ে অনেক এগিয়ে ❤️।
@sancharimukherjee3544 Жыл бұрын
অসাধারণ 👌🏻👏🏻🙏🏻
@momitadey9931 Жыл бұрын
Osadharon❤
@rupachaki20919 ай бұрын
অপূর্ব।
@chandrakanarudra5228 Жыл бұрын
খুব খুব সুন্দর ❤❤
@kalyanbratachakraborty1911 Жыл бұрын
Bhaĺo abritti
@dulalchshil6154 Жыл бұрын
অসাধারণ পরিবেশন ❤️❤️
@antara_Bera Жыл бұрын
Ahaaa.....Apurba...🙏🙏🙏
@shantanubag5419 Жыл бұрын
অসাধারণ 🌷❤🌷
@silpibose1656 Жыл бұрын
অপূর্ব দিদি
@moumitabaksi3433 Жыл бұрын
অসাধারণ দিদি
@SusmitaMaji-vq3yy8 ай бұрын
Darun ❤
@nabanitamukherjee80997 ай бұрын
Beautiful
@RakhiPalChoudhury Жыл бұрын
খুব ভালো লাগলো
@sahanachaudhuri9816 Жыл бұрын
অপূর্ব!
@papiyaghosal8394 Жыл бұрын
Apurbo
@ভালোবাসারকবিতা-স৬ড Жыл бұрын
অসাধারণ
@herokroyofficial8184 Жыл бұрын
অসাধারণ দিদি❤
@abduljalilmondal1951 Жыл бұрын
VV Good.
@kakalipal6715 Жыл бұрын
Darun
@parthapratimmusica3421 Жыл бұрын
দারুন.......
@aishide3011 Жыл бұрын
কি ভালো❤️❤️❤️❤️
@skchowdhury8507 Жыл бұрын
High volume of background music makes it difficult to listen with concentration. Music should not be distraction.
@Sayantani765 Жыл бұрын
❤❤❤
@baban2010 Жыл бұрын
❤❤❤❤❤
@mallikahalder1806 Жыл бұрын
1st view, love you di❤
@Kobitarasor21 Жыл бұрын
1st viewer ❤❤
@moumita22 Жыл бұрын
আপনি কি আবৃত্তি শেখাবেন? বড় সুন্দর আবৃত্তি করেন আপনি।