পাকিস্তানে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের: হাইকমিশনার || Bangladeshis do not need visa to visit Pak

  Рет қаралды 2,573

Milon The Explorer

Milon The Explorer

Күн бұрын

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী
🇧🇩 ✈ 🇵🇰 ভিসা আবেদন:
প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করা যাবে। বর্তমানে ভিসা ফ্রি হওয়ায় কোন টাকা পয়সার প্রয়োজন নেই। আবেদন সম্পন্ন করার পর আপনি ই-ভিসা পেয়ে যাবেন।
★টিকেট বুকিং:
ভিসা পাওয়ার পরেই টিকেট কনফার্ম করতে হবে। উত্তরাঞ্চল ঘুরতে চাইলে লাহোরকে বেছে নিন, কারণ ইসলামাবাদ বা করাচীর তুলনায় লাহোরের টিকেটের দাম তুলনামূলক কম। ঢাকা থেকে লাহোর রাউন্ড ট্রিপের টিকেটের দাম ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ওঠানামা করতে পারে। তাই নিজের সুবিধা অনুযায়ী কম খরচের একটি এয়ারলাইন্সের টিকেট বুক করুন।
★লাহোর থেকে ইসলামাবাদ:
লাহোর এয়ারপোর্টে পৌঁছে সিটি বাস স্টেশনে যেতে হবে। এখান থেকে কোনো একটি বাসে উঠে ৫ ঘণ্টার জার্নি শেষে পৌঁছাবেন ইসলামাবাদে। বাস ভাড়া প্রায় ১ হাজার টাকা।
★ইসলামাবাদে থাকা:
ইসলামাবাদে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে, আপনার বাজেট অনুযায়ী একটি হোটেল বেছে নিন। ইসলামাবাদকে বিশ্বের অন্যতম সুন্দরতম রাজধানী হিসেবে বিবেচনা করা হয়, তাই এখানে কিছুদিন অবস্থান করে শহরটি ঘুরে দেখা দারুণ অভিজ্ঞতা হতে পারে।
★কারেন্সি চেঞ্জিং:
লাহোরে পৌঁছানোর পর প্রথম কাজ হবে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করা। ১০০ টাকা সাধারণত ১৯০ রুপি সমান, তবে কনভার্টের সময় কিছুটা কম পাওয়া যেতে পারে।
★প্রাথমিক থাকা/হোটেল বুকিং:
পাকিস্তানে যাওয়ার আগে বা পৌঁছে প্রথমে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। আপনি চাইলে আগেই অনলাইনে হোটেল বুক করতে পারেন, তবে অনলাইন বুকিং করা হোটেলগুলো সাধারণত ব্যয়বহুল হয়। পরিবারের সাথে থাকলে আগে থেকে হোটেল বুকিং করে রাখুন।
★মূল ট্যুর:
ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মূল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীরের যেকোনো অঞ্চল থেকে ঘুরতে পারবেন।
★ট্যুরের পদ্ধতি:
1. স্বাধীনভাবে: নিজের ইচ্ছামতো ট্যুর করতে পারেন, তবে খরচ কম হবে।
2. ট্রাভেল এজেন্সি: একাধিক এজেন্সি আপনার জন্য গাইডসহ জিপ গাড়ির ব্যবস্থা করে দেবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সুবিধা বেশি।
খরচ বিবরণ:
পাকিস্তানে থাকা-খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াত খরচ বাংলাদেশের মতো বা তার চেয়ে কম হতে পারে। তবে মূল খরচ হবে বিমান ভাড়া। অনুমান করা খরচ:
• ভিসা: ফ্রি
• ঢাকা-লাহোর বিমান ভাড়া: ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা
• লাহোর-ইসলামাবাদ বাস ভাড়া: প্রায় ২/৩ হাজার টাকা
• ১৫-২০ দিন অবস্থানের জন্য আনুমানিক খরচ: ১৫-২৫ হাজার টাকা (হোটেল, খাবার, যাতায়াত ও ঘোরাঘুরি)
ভ্রমণস্থল:
নর্থ পাকিস্তানে পর্যটন স্থানের অভাব নেই। কয়েকটি আকর্ষণীয় স্থানের মধ্যে:
1. সোয়াত: কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মহোদন্ড লেক
2. হুনজা: হুনজা ভ্যালি, আতাবাদ লেক, বালতিত ফোর্ট
3. স্কার্দু: সার্ফারাঙ্গা কোল্ড ডেজার্ট, কাচুরা লেক
4. আজাদ কাশ্মীর: মুজাফফরাবাদ সিটি, নীলাম ভ্যালী
★থাকা/হোটেল:
সব প্রধান পর্যটন অঞ্চলে আবাসিক হোটেল আছে, বিশেষ করে হুনজা এবং সোয়াতে হোটেলের পরিমাণ বেশি। স্কার্দুতে হোটেল কম। বড় হোটেলের লোকেশন অনলাইনেই পাওয়া যায়। আপনি চাইলে পোর্টেবল তাবু নিয়ে নিরিবিলি স্থানে থাকতে পারেন।
★অতিরিক্ত অভিজ্ঞতা:
• কারাকোরাম হাইওয়ে: পৃথিবীর সবচেয়ে সুন্দর সড়কগুলোর মধ্যে অন্যতম।
• বাবুসর পাস: বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক, যেখানে মেঘও আপনার নিচে দিয়ে বইবে।
সুইজারল্যান্ডের মতো জায়গা ঘোরার খরচের তুলনায় পাকিস্তান ট্যুর অনেক সস্তা।
ধন্যবাদ সবাইকে, আশাকরি এই নির্দেশনা আপনার ট্যুরকে আরো সহজ ও আনন্দময় করে তুলবে

Пікірлер: 67
@bray6623
@bray6623 12 күн бұрын
দাদা, হাত জোড় করে অনুরোধ করছি আপনি বাংলাদেশের লোকেদের পাকিস্তান যেতে উৎসাহিত করুন ও ভারতে আসতে বারণ করুন। এতে ভারত আপনাদের থেকে রেহাই পাবে।
@goutamgupta5391
@goutamgupta5391 12 күн бұрын
ঠিক কথা
@taraknathpanja7486
@taraknathpanja7486 11 күн бұрын
বাংলাদেশি জনগণের জন্য খুব ভালো খবর এবার তাদের চিকিৎসার জন্য পাকিস্তান যাবেন, ভারতবর্ষে আর আসতে হবে না
@probaldebnath1904
@probaldebnath1904 12 күн бұрын
এর পর পাকিস্তান ভিসা সেন্টারের ভিডিও চাই দেখতে চাই কেমন লাইন লাগার আম জনতা 🐸
@atikulIslam-vt4le
@atikulIslam-vt4le 12 күн бұрын
ভিসা লাগুক আর না লাগুক যেই টাকা flight খরচ হবে সেই টাকা দিয়ে Thailand, Singapore, Malaysia, ঘুরে আসা যাবে
@rupamjiko
@rupamjiko 11 күн бұрын
পুরো দেশটাই তো গ্যাস এ চলে 😂😂।
@ashrafullhasan3239
@ashrafullhasan3239 12 күн бұрын
সব বাংলাদেশী পাসপোর্ট একবার হলেও পাকিস্তানের ভিসা লাগাইতে দেন প্লিজ 😂তারপর বুজবে এরা😂
@jashimuddinjashim5573
@jashimuddinjashim5573 12 күн бұрын
Visa free air ticket free but Pakistan 🇵🇰 jea kormoda ki ?
@mrt3904
@mrt3904 12 күн бұрын
Brother পাকিস্তানি গিয়ে ভিডিও বানান
@AmlanRay-f9b
@AmlanRay-f9b 11 күн бұрын
নিজের দেশে যাইতে আবার ভিসা কিসের? আলহামদুলিল্লাহ।
@Ikut1405
@Ikut1405 10 күн бұрын
Thik kothaa.. Onaraa amader maiya der gonimoter maal mone korleo orai amader bhai
@mdmoshiurrahman7996
@mdmoshiurrahman7996 11 күн бұрын
❤️❤️❤️❤️❤️
@ashokdey1530
@ashokdey1530 12 күн бұрын
মিলন ভাই আপনি তো বরাবর ভালো মানুষ। একবার পাকিস্তান ঘুরে আপনার ভিসায় পাকিস্তান সিল দেখতে চাই। তারপর ভারতীয় এম্বেসী আপনাকে দাওয়াত করে চা খাওয়াবে। নিশ্চিত থাকুন
@Milon_The_Explorer
@Milon_The_Explorer 12 күн бұрын
তাই নাকি ?
@junakyislam
@junakyislam 12 күн бұрын
টি ইজ ফ্যান্টাস্টিক
@jm9183
@jm9183 11 күн бұрын
​@@Milon_The_Explorer Tore Kolkata dekhle ekta maar mati te porbo na
@redrock8513
@redrock8513 6 күн бұрын
বাল ছেরা গেছে ভারতীয় এম্বাসীর 😆😆 যে চা খাওয়াবে
@ShomonShomon-z3o
@ShomonShomon-z3o 12 күн бұрын
ভিসা চালু হয়ে গেলে ভাই জানাইয়েন
@FunSterFactBD02-
@FunSterFactBD02- 11 күн бұрын
ভাই সিরিয়াল পাব পাকিস্তানে ভিসা সেন্টারে 😅
@SleepyHammerheadShark-yd7zf
@SleepyHammerheadShark-yd7zf 12 күн бұрын
সত্যি তোরা পারিস
@অসভ্য
@অসভ্য 12 күн бұрын
কিন্তু পাকিস্তান গিয়ে করবো কি?
@user-bn6bt9ze7w
@user-bn6bt9ze7w 12 күн бұрын
কেন ভাই পাঁচ বার নামাজ আদায় করবে, আর সাথে রোজাও হয়ে যাবে, কারণ ওঁরাও রোজা রেখে আছে।
@স্বচ্ছদেশেরস্বপ্ন
@স্বচ্ছদেশেরস্বপ্ন 11 күн бұрын
ভিসা ফি লাগা বা না লাগার সাথে পর্যটক কম বা বেশি হওয়ার কোনো সম্পর্ক নেই।
@Milon_The_Explorer
@Milon_The_Explorer 11 күн бұрын
হুম
@rifatsiddique1702
@rifatsiddique1702 11 күн бұрын
এক কাজ করো ফ্লাইটে তো যাওয়া সম্ভব না আরব সাগর দিয়ে নৌকা দিয়ে চলে যাও 😂
@somnathsinhababu7642
@somnathsinhababu7642 12 күн бұрын
Bangladesher manus ra jodi Pakistan jai seta tader personalbapar...Amader Indian der kichu jai ase na..kintu ekta jinisjate mathai thake apnader passport jodi Pakistan Visa thake tahole next time jodi kono kaje India aste chan khub jhamela hobe,,,amader Govt kintu Visa debe na....eta kintu India policy...
@rafinur2428
@rafinur2428 12 күн бұрын
😂 areh Vai keo e jabena. 1.50 lacks Ticket Fare 😂
@soyebuddin6808
@soyebuddin6808 12 күн бұрын
Flight free kore dileo pakistan jabona
@debarshibagchi6991
@debarshibagchi6991 10 күн бұрын
পাকিস্থান এ গেলে ইন্ডিয়াতে আর কোনোদিন ঢুকতে পারবেন না এটাই আমার দেশের নিয়ম
@j.s.rsarker2772
@j.s.rsarker2772 12 күн бұрын
চল বাঙালি পাকিস্থান চল
@Changename8867
@Changename8867 12 күн бұрын
চল মোসলমান পাকিস্তান চল😂
@rubelshana1986
@rubelshana1986 12 күн бұрын
খবর সত্য মিথ্যা যাই হোক পাকিস্তান যাওয়ার খরচ আছে তো বাংলাদেশের মানুষের।
@UzzalMiya-g5q
@UzzalMiya-g5q 12 күн бұрын
ভাই আমরা ডাবলএনটি ভিসা করতে চটটোগাম যাবো আমাদেরকি ভিসা লাগবে আমাদের ওয়াক পারমিট ওআপোয়েন্টের কাগজ আছে।
@keshabnath8149
@keshabnath8149 12 күн бұрын
আবেদন করছেন??
@UzzalMiya-g5q
@UzzalMiya-g5q 12 күн бұрын
@@keshabnath8149 না
@UzzalMiya-g5q
@UzzalMiya-g5q 12 күн бұрын
@@keshabnath8149 না কেনো
@mangoking4323
@mangoking4323 12 күн бұрын
Pakisthanei jawa uchit ... plane o free kora hok
@mrt3904
@mrt3904 12 күн бұрын
Best of luck
@soyebuddin6808
@soyebuddin6808 12 күн бұрын
Pakistan gele indian visa pabenna
@rezaurrahman4220
@rezaurrahman4220 11 күн бұрын
এরকমই, কোন দিন শোনা যাবে মালদ্বীপ, ভূটান, শ্রীলঙ্কা ভ্রমণ করলে ভারতীয় ভিসা পাওয়া যাবে না
@nayanbiswas3364
@nayanbiswas3364 12 күн бұрын
Good news 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Bs987-ui1im
@Bs987-ui1im 12 күн бұрын
😂😂😂pakistani visa ekbar lagle abar baki world visa de na😂😂😂😂😂😂
@vandemataram8352
@vandemataram8352 12 күн бұрын
Jao kavi Pakistan pe
@probaldebnath1904
@probaldebnath1904 12 күн бұрын
😂
@rashedulislam9412
@rashedulislam9412 12 күн бұрын
ও ভাই পাকিস্তানে যেতে ভিসা লাগবো না ঠিক কথা। তাহলে দেশটাকে পাকিস্তান থেকে আলাদা করলেন কেন তাহলেই তো আর অসুবিধা হতো।
@SM-eu9wt
@SM-eu9wt 12 күн бұрын
পাকিস্তান কিভাবে যাবে ভাই বাস নাকি গরুের গাড়িতে।
@user-bn6bt9ze7w
@user-bn6bt9ze7w 12 күн бұрын
গরুর গাড়ি ছাড়া আর কিছুই হবে না, কারণ ভারত তেলের মুখে তালা ঝুলিয়ে দিচ্ছে। পাকিস্তান তবু ইরান থেকে চোরাই তেল আনে বাই রুটে এদের তো তা-ও হবে না।
@RakibHassan-dk4kj
@RakibHassan-dk4kj 11 күн бұрын
নিজের পাসপোর্ট টা অপমানিত করবনা😊
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 60 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 49 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 55 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН