Рет қаралды 3,220
বাচ্চাদের জন্য একটি আনন্দময় অ্যানিমেটেড গান! 🎶
এখানে পাবেন রঙ্গিন কার্টুন, মজার গান, এবং শিক্ষামূলক বিষয়বস্তু। শিশুদের শেখার আনন্দ এবং বিনোদন একত্রে! 🐣💖
#শিশুরগান #অ্যানিমেশন #শিক্ষামূলকভিডিও #বাচ্চাদেরবিনোদন #বাংলাগান #কিচিরমিচির
পাঁচটি বানর ঘুম থেকে ওঠে,
উল্লুক! উল্লুক! শরীরটাকে তোলে।
ব্যায়াম করে, লাফালাফি, খায় কলা,
উল্লুক! উল্লুক! মজা করে সারা!
পাঁচটি বানর হাসে আর খেলে,
উল্লুক! উল্লুক! ধুম ধুম ঝরে।
লাফায়, দৌড়ায়, গানে মেতে ওঠে,
উল্লুক! উল্লুক! মন ভালো রাখে!
পাঁচটি বানর যায় গাছে গাছে,
উল্লুক! উল্লুক! লাফ দেয় উঁচু ডালে।
নাচে আর খেলে সারাদিন মিলে,
উল্লুক! উল্লুক! খুশি হাসে হেসে!
পাঁচটি বানর হাসে আর খেলে,
উল্লুক! উল্লুক! ধুম ধুম ঝরে।
লাফায়, দৌড়ায়, গানে মেতে ওঠে,
উল্লুক! উল্লুক! মন ভালো রাখে!
পাঁচটি বানর ঘরে ফিরে আসে,
উল্লুক! উল্লুক! ক্লান্ত, চোখ ভাসে।
ঘুমের দেশে যায়, মিষ্টি স্বপ্নে,
উল্লুক! উল্লুক! শান্তি খোঁজে মনে।
পাঁচটি বানর হাসে আর খেলে,
উল্লুক! উল্লুক! ধুম ধুম ঝরে।
লাফায়, দৌড়ায়, গানে মেতে ওঠে,
উল্লুক! উল্লুক! মন ভালো রাখে!