বসত বাড়ির জমি ১৪ শতকের মধ্যে আমার আছে অর্ধেক ৭ শতক আমার নামে।সেখানে আমার পিতা বাড়ি করছে,, আমার পিতার ইচ্ছে ছোট্ট ছেলেকে দিবো। ঐ ৭ শতকের বাড়ি নির্মাণ হয়েছে। এখন আমি বাড়িটা দখল নিতে চাইলে বাবার কাছ থেকে বাবা আমাকে কিভাবে দিবে। এই বাড়ি নিতে গেলে কোনো কাগজ করতে হবে নাকি।কারণ এই বাড়ির দখল নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার আরো ৩ ভাই আছে তারা আলাদা বাড়ি করছে নিজেরা।যে বাড়িটা নিতে চাচ্ছি সেটা বাবা তৈরি।,