পাওয়ার ব্যাংক কেনার সময় যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি । Bijoy TV

  Рет қаралды 37,403

BIJOY TV

BIJOY TV

Күн бұрын

স্মার্টফোনের চার্জ প্রায় শেষ! চার্জার থাকলেও বিদ্যুৎ নেই। বর্তমানে এমন সমস্যার সহজ সমাধান পাওয়ার ব্যাংক। কয়েকবছর থেকেই স্মার্টফোনের সঙ্গে পাওয়ার ব্যাংকও মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
শুধু তাই নয় ঘোরাঘুরির সময় বিদ্যুৎ যদি সহজলভ্য না হয় তাহলে পাওয়ার ব্যাংক তো চাই-ই চাই! ব্যাপক চাহিদার কারণে বাজারে এখন নানা ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক পাওয়া যাচ্ছে। এগুলোর মধ্যে সেরা কোনটি? বুঝবেন কীভাবে? চলুন জেনে নেওয়া যাক পাওয়ার ব্যাংক কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখতে হবে।
আপনার স্মার্টফোনের ব্যাটারি যদি হয় ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার তবে পাওয়ার ব্যাংকের ব্যাটারি ক্যাপাসিটি ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার হলে সবচেয়ে ভাল সার্ভিস পাবেন। অর্থাৎ স্মার্টফোনের চেয়ে অন্তত দ্বিগুণ ব্যাটারি থাকতে হবে পাওয়ার ব্যাংকে। পাশাপাশি স্মার্টফোনের মতোই যেন পাওয়ার ব্যাংকের ব্যাটারি ক্যাপাসিটি মিলিঅ্যাম্প আওয়ারস তালিকাভুক্ত থাকে কেনার সময় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
চার্জিং পোর্ট। পাওয়ার ব্যাংকে যত চার্জিং পোর্ট থাকবে আপনি একসঙ্গে ততগুলো ডিভাইস চার্জ দিতে পারবেন। কেমন হয় যদি একটি পাওয়ার ব্যাংক দিয়ে একই সঙ্গে স্মার্টফোন, স্মার্টওয়াচ, ট্যাবলেট, ক্যামেরা চার্জ দেওয়া যায়? এমন সুবিধা পেতে চাইলে পাওয়ার ব্যাংকে কতগুলো চার্জিং পোর্ট রয়েছে তা দেখে কিনবেন।
বিল্ড কোয়ালিটি। একটি পাওয়ার ব্যাংকের কোয়ালিটি নির্ভর করে তার পারফরম্যান্সের উপরে। কত দ্রুত একটি ডিভাইস চার্জ হচ্ছে - সেটি একটি ভালো পাওয়ার ব্যাংকের অন্যতম বৈশিষ্ট্য। কম দামের অধিক মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংক কেনার পর যদি দেখেন ফোন ঠিকমত চার্জ হচ্ছে না! এমন পাওয়ার ব্যাংক প্রিয় ফোনটাও নষ্ট করে দিতে পারে।
আউটপুট ভোল্টেজ। একটি পাওয়ার ব্যাংক কেনার আগে অবশ্যই নিশ্চিত হোন যেন তার আউটপুট ভোল্টেজ আপনার ডিভাইসে ম্যাচ করে কিনা। ডিভাইসের চেয়ে যদি পাওয়ার ব্যাংকের আউটপুট ভোল্টেজ কম হয়, তাহলে সেটি কাজ করবে না।
লিথিয়াম-পলিমার ব্যাটারি। পাওয়ার ব্যাংকে যদি নিম্নমানের পাওয়ার সেল থাকে তাহলে তা ওভারচার্জ করে ডিভাইসকে বিস্ফোরণের দিকে নিতে পারে। তাই পাওয়ার ব্যাংক সব সময় এমন হওয়া উচিৎ, যাতে উচ্চমানের লিথিয়াম-পলিমার ব্যাটারি থাকবে।
ক্যাবল কোয়ালিটি। একটি ভাল মানের চার্জার শুধু যে আপনার ডিভাইস দ্রুত চার্জ করতে পারে এমনটা নয়, ডিভাইসকে পাওয়া সংক্রান্ত যে কোনও সমস্যা থেকেও রক্ষা করতে পারে। ওভারহিটিং থেকেও সুরক্ষিত রাখতে পারে। তাই পাওয়ার ব্যাংকের ক্যাবল যেন ভালো মানের হয় তা অবশ্যই নিশ্চিত করা উচিৎ।
copyright © A BIJOY TV Production-2022
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: bijoy.tv/
Facebook: / bijoytvlimited
KZbin: / bijoytvofficial

Пікірлер: 7
@redwanr5316
@redwanr5316 2 жыл бұрын
ANKER সবচেয়ে বেস্ট পাওয়ার ব্যাংক
@MdShakil-gd8sr
@MdShakil-gd8sr 2 жыл бұрын
হো আনতাজি সব গুলা এক সাথে চার্জ দিলে চার্জ স্লো হবে আর আপনি আনতাজি বলতাছেন কি।।
@reshmajannat70
@reshmajannat70 3 ай бұрын
কতো ওয়াট এর ভালো সেটা তো বলবেন।
@RobiulAlam-er6nw
@RobiulAlam-er6nw 6 ай бұрын
আসসালামুয়ালাইকুম ভাইয়া অনলাইনে পাওয়ার ব্যাংক কিনতে চাচ্ছি
@MdNasirAhmed-b4t
@MdNasirAhmed-b4t 7 ай бұрын
পাওয়ার ব্যাংক কি নিতে পারবো তিনটা মোবাইল চার্জ দেওয়া যায় এপার পেন্টের লাগবে করতে হবে দাম বলে দেন ওকে
@adittabarua8032
@adittabarua8032 3 ай бұрын
20000 mh নিলে ভালো হয় দাম পড়বে 1700 টাকার মতো
@Mr_Misir
@Mr_Misir 4 ай бұрын
৫০০০ এমবিআর টা কত হবে দাম
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,2 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 1,4 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 30 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,2 МЛН