আলহামদুলিল্লাহ আমারও পীর আছে, যে পীর জান্নাত, জাহান্নাম দেখেছে!! তিনি হলেন মোহাম্মদ (সাঃ)!!
@eiarhossain42172 жыл бұрын
উত্তম বলেছেন ভাই
@robiulsehik3765 Жыл бұрын
সে তো নবি সে পির হলো কি করে
@ssnsnetnetrokona9 ай бұрын
islame fir muride bolta kechu nai
@syedemdadulislam49258 ай бұрын
Right
@MashiurRahman-dt7st8 ай бұрын
আদালতে গেলে ওকিল লাগে বিচারক আমাদের চিনেনা তাহলে কি আল্লাহ তার বান্দাকে চিনেনা কতটা জাহেল হলে এমন কথা বলতে পারে আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক
@MdIbrahim-kv1jr5 жыл бұрын
মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ এই কমেন্টগুলি পরে বুঝতে পারলাম মুসলিম এখন থেকে আগের চেয়ে অনেক, অনেক, অনেক সচেতন হয়েছে।
@chandondas65443 жыл бұрын
এটার ব্যাখ্যা কি দিবেন? kzbin.info/www/bejne/gpSmpYCoqNebabc
@chandondas65443 жыл бұрын
প্রধানমন্ত্রী আমার কথা শুনবে না মন্ত্রী ছাড়া। বড় বড় মানুষের সাথে দেখা করতে মিডিয়া লাগে কারন তিনি আমাকে চেনেন না। কিন্তু আল্লাহর ইবাদত করতে মাধ্যম লাগবে না কারণ আল্লাহ আমাকে চেনে।
@chandondas65443 жыл бұрын
ভাই প্রধান মন্ত্রী ও বড় বড় লোকের সাথে দেখা করতে মিডিয়া লাগে ২ কারনে: ১. তারা আমাকে চেনে না। ( ভাই আপনার কাছে আমার প্রশ্ন আল্লাহ কি আমাকে চেনেন না ? যে মিডিয়া লাগবে) ২. যাদের সাথে দেখা করতে মিডিয়া লাগে তাদের জ্ঞান কম। আমার সম্পর্কে তাদের ধারনা( জ্ঞান) নেই।( ভাই আপনার কাছে আমার প্রশ্ন আল্লাহর কি আমার সম্পর্কে কোন জ্ঞান নেই? যে মিডিয়া লাগবে?
@monjuralom15312 жыл бұрын
মাসআল্লাহ ভাই আমার ও তাই মনে হচ্ছে
@ssnsnetnetrokona9 ай бұрын
alhamdulillah
@Moksedurrahman-x5q6 ай бұрын
আমার প্রশ্ন মুর্শিদ জান্নাত পাবে গেরানটি দিতে পারবেন কিন্তু আমার নবীর গেরানটি আছে তিনি জন্নাতী তাই সবাই তাওবা করি আল্লাহ কাছে আমিন।
@naemhasan90733 жыл бұрын
আমাদের সব চেয়ে বড় পরিচয় আমরা মুসলিম, , আমরা তো একজনের মুরিদ হয়েই আছি, আমাদের প্রিয় নবী রাসুলের, যদি আল্লাহ পেয়ে চাই তাহলে আল্লাহর মুরিদ হতে হবে, মুসজিদে যেতে হবে, আর কোরআন মানতে হবে, আর যতোটৃকু পরি সৎ থাকার চেষ্ঠা করবো, তাতেই আমরা আল্লাহ পাবো, ইনসাআল্লাহ। ( এরকম আলেম নামের জালেমরা হচ্ছে, মাজার পুজারী তাই এরকম বক্তব্য)
@Murshed2224 жыл бұрын
নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ, সিয়াম পালন, কোরআন মাজীদ পড়া,দান সদকা করা ইত্যাদি আল্লাহর কাছে পছন্দনীয় কাজ।
@ronytalukdar47933 жыл бұрын
সুধু এই কয়টা করলে হবে না আরো করতে হবে
@sureyesno25762 жыл бұрын
@@ronytalukdar4793 Um....R.O.. PiR Dore take wife dara Service Na dile Jannat Paben ......Na.....????? Ki..
@moynamia27812 жыл бұрын
মাশাআল্লাহ জাজাকাল্লাহ
@mdzahirulislamzahirul67432 жыл бұрын
@@sureyesno2576 হাঁসালেন ভাই
@MD--KALU----00000 Жыл бұрын
আপনার আলোচনা শুনে অনেক শান্তি পাইলাম বাবা আপনার জয় হোক
@Kabir-ou5iq7 ай бұрын
রাইট।ধন্যবাদ আপনাকে।
@shaifogaming48675 жыл бұрын
রাসুল ﷺ বলেন, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, (মিশকাত-২৩৭২)
@shahin_sarkar4 жыл бұрын
Hmm vai thik bolecen ...
@AmirulislamJuyel3 жыл бұрын
apni ki bujhate chesen???
@saifalrobin86713 жыл бұрын
@@AmirulislamJuyel Uni ki bujabe,,ata Hadis,, Unar amr -tar baper na, Nobi s. Er Hadis
@zubayerzarif55423 жыл бұрын
@@AmirulislamJuyel - জান্নাতে যেতে হলে আল্লাহ তা'য়ালার রহমত লাগবে।-এটাই বুঝানো হয়েছে। [Mashuk Alam] 19/07/2021
@mdbiddut25442 жыл бұрын
১০০%
@NazrulIslam-ls6iq5 жыл бұрын
এম্পি-মন্ত্রীর সীমাবদ্ধতা আছে, আল্লাহর কোনো সীমাবদ্ধতা নাই। বিকৃত-বিপদজনক ব্যাখ্যা। জীবনের প্রতিটি পদে ওস্তাদ থাকবে এটাই সাভাবিক, কিন্তু ঐ ঘরে আল্লাহ ব্যাতীত আর কাউকে বসানো বিপদজনক। আল্লাহ! আমাদেরকে সরল পথের উপর রাখো। আমীন।।
@moynamia27812 жыл бұрын
right
@ssnsnetnetrokona9 ай бұрын
islame fir muride bolta kichu nai
@MdSamsul-rk1cp5 ай бұрын
ওনেক সুনদর আলোচনা
@muhammedsijan30782 жыл бұрын
আল্লাহ এদের মত বক্তা কে হেদায়েত দান করুক।।
@s.msujonmahamud877Ай бұрын
আল্লাহ যেন আপনাকে হেদায়েত দেয়।
@naimhossain17134 жыл бұрын
আমাদের মাধ্যম হজরত মুহাম্মদ (সঃ)
@hmshaheen74872 жыл бұрын
আল্লাহ মাধ্যম হিসেবে নবীকে নির্বাচিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাই হিসসালাম এর পর..... তিনি মাধ্যম হিসেবে আউলিয়াদের কথা বলে গেছেন। সমস্যা কোথায়?
@ssnsnetnetrokona9 ай бұрын
right
@JahirulIslam-zk7kg Жыл бұрын
হুজুরকে অনুরোধ করছি সুরা কাহফ ১৭ নং আয়াত আবার একটু ভালো করে দেখেন।
যাই হোক কমেন্ট পরে দেখা গেলো আমরা মুসলিমরা ঈমানদার, এসব কথায় ঈমান হারাবেন না,,,,সব কিছুর মালিক মহান আললাহ,
@pappuvaiislampappuvaiislam18683 жыл бұрын
সথিক বলছেন
@mdrafiq70422 жыл бұрын
টাটকা শয়তান
@moynamia27812 жыл бұрын
Yes
@moynamia27812 жыл бұрын
আল্লাহু,আকবার
@shuvofokir8844 Жыл бұрын
Right
@syedaakhi40353 ай бұрын
খুবই সুন্দর ওয়াজ করলেন মাওলানা হাবিবুর রহমান রেজভী. 👌👍👌👍🥰💛🥰💛
@tusharahmed2823 жыл бұрын
মাজার বিষয়ক কিছু কথা সাথে রেফারেন্স....ভুল হলে ধরিয়ে দিবেন।🙂 আল্লাহ তায়ালা বলেন, ‘আপনি বলুন! আমার নামাজ, আমার কোরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্বপ্রতিপালক আল্লাহরই জন্য। তাঁর কোনো অংশীদার নেই, তাই আমি আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আনুগত্যশীল’ (সূরা আনআম : ১৬২-৬৩)। আর এক আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না। আল্লাহ বলেন, ‘আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই (সূরা ফাতিহা : ৫)। সন্দেহবাদীদের উদ্দেশে আল্লাহ বলেন, ‘এই সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, যা আমি আমার বান্দার প্রতি নাজিল করেছি, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো এবং এক আল্লাহ ছাড়া তোমাদের সেসব সাহায্যকারীকেও সঙ্গে নাও (যাদের কাছে তোমরা কামনা করো)। যদি তোমরা (তোমাদের দাবিতে) সত্যবাদী হয়ে থাকো’ (সূরা বাকারা : ২৩)। হজরত আদম আ: থেকে শুরু করে হজরত মুহাম্মদ সা: পর্যন্ত দুনিয়াতে যত নবী-রাসূল আগমন করেছেন, সবার জীবনের উদ্দেশ্যই ছিল দুনিয়ার বুকে তাওহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠা করা। আর তাওহিদের সম্পূর্ণ বিপরীত হলো শিরক বা অংশীবাদ। অর্থাৎ ঈমান ও ইবাদতে কাউকে অংশীদার বানানো। আল্লাহ ছাড়া অন্যের জন্য ইবাদত করা, কোরবানি করা, মানত করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা, অন্য কারো কাছে কোনো কিছু পাওয়ার আশা করা। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কিছু চাওয়া সম্পর্কে আল্লাহ বলেন, ‘এবং তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না, যারা তোমার লাভ ও তি সাধন করতে পারে না। আর যদি তাই করো তাহলে তুমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে’ (সূরা ইউনুস : ১০৬)। পীর-মাজারকে সিজদা করা সম্পর্কে ইরশাদ হচ্ছে, ‘আল্লাহ ওই জাতিকে অভিশাপ দিয়েছেন, যারা তাদের নবীদের কবরকে সিজদার স্থল বানিয়েছে।’ রাসূলুল্লাহ সা:ও এর থেকে পানাহ চেয়ে বলেছেন, ‘হে আল্লাহ! আপনি আমার কবরকে প্রতিমা বানাবেন না।’ পীরের নামে কোরবানি প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘ওই সব প্রাণী যা আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তা হারাম’ (সূরা মায়েদা : ৩)। শিরক জঘন্যতম অপরাধ এবং কবিরা গুনাহ। কারণ, শিরক হচ্ছে স্রষ্টার সাথে সৃষ্টির রবুবিয়াতের বৈশিষ্ট্য ও গুণের তুলনা করা। সুতরাং যারা আল্লাহর সাথে অন্যকে শরিক করল, তারা আল্লাহকে অন্যের সমান হওয়ার তুলনা করল। আর এটাই হচ্ছে বড় জুলুম। আল্লাহ বলেন, ‘নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম’ (সূরা লুকমান : ১৩)। রাসূলুল্লাহ সা: বলেন, ‘আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে সংবাদ দেবো না? আমরা (সাহাবিগণ) বললাম, হে আল্লাহর রাসূল! অবশ্যই বলে দিন। তিনি বললেন, আল্লাহর সঙ্গে শরিক করা এবং পিতা-মাতার অবাধ্য হওয়া’ (বুখারি ও মুসলিম)। যে ব্যক্তি শিরক থেকে তাওবা করবে না, আল্লাহ তাকে মা করবেন না। আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরিক করার অপরাধ মা করেন না, তা ব্যতীত অন্য যে কোনো অপরাধ যাকে ইচ্ছা মা করবেন’ (সূরা নিসা : ৪৮)। আল্লাহ অন্যত্র বলেন, ‘যে ব্যক্তি তাঁর (আল্লাহর) সাথে শিরক করবে, তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং সে চিরস্থায়ী জাহান্নামে অবস্থান করবে’ (সূরা মায়েদা : ৭২)। শিরক সব রকম নেক আমল নষ্ট করে দেয়। আল্লাহ বলেন, ‘যদি তারা শিরক করত, তাদের কাজকর্ম নষ্ট হয়ে যেত’ (সূরা আনআম : ৯৯)। কুরআন-হাদিসের উপর্যুক্ত আলোচনার ভিত্তিতে উলামায়ে কেরাম বলেন, মানুষ এ ধরনের মাজারে যায় তাদের ঈমান নিয়ে, আর সেখান থেকে ফিরে আসে অবচেতন মনে মূল্যবান ঈমান বিকিয়ে। কারণ সেখানে যাওয়ার আগে তার ঈমান ঠিকই ছিল; কিন্তু সেখানে গিয়ে বিভিন্ন শিরকি কাজ করে মুশরিক হয়ে ফিরে আসে।
@sheikhmohammedsharif75812 жыл бұрын
হক কথা
@msnahida41393 жыл бұрын
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দেখানো পথ অনুসারে আমরা চলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ অন্য কারো প্রয়োজন মনে করিনা
@bitlesawa45462 жыл бұрын
Ryt
@romjanhossaain6332 жыл бұрын
হুম💜💜
@mozammelhuq29722 жыл бұрын
ভনঢবেটা
@alihossen56612 жыл бұрын
জ্ঞিয়ানির জন্য তরিকা অজ্ঞিয়ানির জন্য না। কারন যারা কোরানের সারমর্ম বুঝতে পারেনা তারাই অজ্ঞিয়ানি। সুরা কাহাব ১৭ নম্বরের সারমর্ম বুঝতে হবে।
@ssnsnetnetrokona9 ай бұрын
islame fir muride bolta kichu nai
@quranhikmha1955 жыл бұрын
পীরদের কে সম্মান করো তাদের অনুসরণ করো না কারণ তাদের ভুল হতে পারে আমাদের নবীকে অনুসরণ করো আমাদের নবীর কখনোই ভুল হয়নি
@moynamia27812 жыл бұрын
একদম,সঠিক
@mrahosan868 Жыл бұрын
শুনেন ভাই। ওলী আউলিয়া রা আল্লাহর হুকুম ছারা কোনো কাজ তারা করেন না। তাদের কোন কাজ যদি আপনার কাছে খারাপ ও লাহে তাও তা নিজের ভুল মনে করে তওবা করবেন কারন। কোনো কামেল পির বা ওলী আল্লাহরা আল্লাহর হুকুম ছারা কোনো কাজ করেন না।
@quranhikmha195 Жыл бұрын
akdom vul
@ssnsnetnetrokona9 ай бұрын
right
@ssnsnetnetrokona9 ай бұрын
islame fer muride bolta kichu nai
@ershadmuniry40837 ай бұрын
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
@AbdulHakim728555 жыл бұрын
অতি সুন্দর কথা বলছেন ,দলিল ভিত্তিক। হাজার হাজার ফুলের মাঝে তুমি একটি গোলাপ হয়ে বেচে থাকো,তার কামনা করছি।
@afrojkhan10992 жыл бұрын
Right
@jsp80742 жыл бұрын
ভাই সব ভুয়া দলিল।
@islamisaspecialstar-66532 жыл бұрын
উনার কথাগুলো আল্লাপাক কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সরাসরি মুনাফিক না এই হুজুর আবু জেহেলের মত মুশরিক তাতে আমার কোন সন্দেহ নাই। একটা লিঙ্ক দিয়েছি। সবাই যাচাই করে নিবেন প্লিজ। তার কারণ যার কবরের হিসাব শুধু তাকেই দেয়া লাগবে। কোন কোন ভন্ডবাবা দিতে আসবে না। kzbin.info/www/bejne/qZbbn6qGicSChc0
@jamalhossain1842 жыл бұрын
আল্লাহ যেমন আপনাকে চিনে তেমনি সকল বন্দাকে আল্লাহ চিনে।
@nasrinsultana57942 жыл бұрын
উনি ২৪ ঘন্টাই আল্লাহর কাজ করে আর আপনি বাল পাকামি করেন।আপ্নারে আল্লাহ চিনব??
@mdsmalmamunyoutube29252 жыл бұрын
তাহলে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর সাহাবাদের পীর কে ছিলেন
@mahabuburrahman33615 жыл бұрын
প্রিয় দশর্ক আপনাদের যদি শয়তান দেখার ইচ্ছা হয়; তাহলে এই হাবিবুর রহমান রেজভীকে ভালো করে দেখুন। ইনশাআল্লাহ আপনাদের মনবাসনা পূরণ হবে। ধন্যবাদ সকলকে।
@farukahammedraj73403 жыл бұрын
কাউকে সরাসরি শয়তান বলা যাবেনা আল্লাহ বলেন আমি যে কাউকে হেদায়েত দান করতে পারি তাই আপনি শয়তানের অনুসারী বলতে পারেন।আসলে তিনি ইহুদি ও খ্রিস্টানদের মত পথভ্রষ্ট ভুলের ভিতর বসবাস করছে আল্লাহ তাকে যেন বুঝার তৌফিক দান করুক আমিন।
@mdshahanowaz83253 жыл бұрын
💯 💯💯😂☺️😂☺️😂%right
@nasrinsultana57942 жыл бұрын
ওরে শয়তানের বাপ রে।
@shahidislam7918 Жыл бұрын
100% কথা।
@RobulHossen-w6x7 ай бұрын
মাশাআল্লাহ সঠিক কথা বলেছেন ভাই আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাইশ দান করুন আমিন
@mdanik3873 жыл бұрын
আমাদের জন্য কাল কেয়ামতের মাঠে নবিজী সুপারিশ করবেন আমাদের পীরের দরকার নাই
@NasirKhan-li3mv7 ай бұрын
ইয়া মুর্শিদ মাওলা ইয়ারি পাকপান্জাতন আলী
@xgaming47482 жыл бұрын
পির শব্দের অর্থ শিক্ষক ❤️ আপনি যদি বলেন যে ধর্ম শিক্ষা জন্য পির এর কাছে যাও আমি তাতে রাজি আছি কিন্তু পির আমার কোন ক্ষতি বা উপকার করতে পারে না যদি আমার সৃষ্টিকর্তা না চায় 😡
@aminabibi626 Жыл бұрын
Hmm think
@SaddamHosen-ey4qg11 ай бұрын
রাইট
@ssnsnetnetrokona9 ай бұрын
islame fir muride bolta kechu nai
@mdshohiduzzamanahad91303 жыл бұрын
হুজুর তুমি শোন আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের বায়াত গ্রহন করেছি।তুমি কি সব চিনে ফেলেছো?
@akhlasudddin89802 жыл бұрын
ইতি পুর্বের কমেন্ট মেন কে বলছি তুমরারে তো ময়দানে পাওয়া যায় না, রেজবী নাম শুনছো,? উনি রেরবীর ছাত্র,
@mdjahangir77012 жыл бұрын
Massahalla amin beshaq
@limonislam77235 жыл бұрын
অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে। [ সুরা ইউসুফ ১২:১০৬ ]
@chandondas65443 жыл бұрын
প্রধানমন্ত্রী আমার কথা শুনবে না মন্ত্রী ছাড়া। বড় বড় মানুষের সাথে দেখা করতে মিডিয়া লাগে কারন তিনি আমাকে চেনেন না। কিন্তু আল্লাহর ইবাদত করতে মাধ্যম লাগবে না কারণ আল্লাহ আমাকে চেনে।
@mdjoynalabedin25553 жыл бұрын
এইগুলা হল ঐসব মানুষের ওস্তাদ
@HabiburRahman-fx7pg3 жыл бұрын
@Hacha Kotha ধন্যবাদ আপনাকে।সুন্দর তথ্য প্রমান উপস্হাপনের জন্য।
@kaydeazam77583 жыл бұрын
তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয়েছে, তা মেনে চল,, এছাড়া ওলী আওলিয়াদের অনুসরণ করোনা। সুরা আরাফ3 আয়াত,।,, আল্লাহ আরশে আযীমে সমাসীন আছেন,, সুরা আরাফ৫৪ য়ূনুছ3 রাদ2 তহা5 ফুরকান59 সাজদাহ4 হাদীদ4, । ,যারা বলবে আল্লাহ কলবে,। এরা যায় হোক, মুসলমান নয়,,,।01740600390
@kaydeazam77583 жыл бұрын
আল্লাহ আরশে আযীমে সমাসীন আছেন,, সুরা আরাফ৫৪ য়ূনুছ3 রাদ2 তহা5 ফুরকান59 সাজদাহ4 হাদীদ4,, এটা মানা ফরয,,,। আর ঐ ভন্ডপীর ও তাঁর অনুসারীদের, আল্লাহ হেদায়েত দান করুন,,, আমীন ,।01740600390
@Md.Mithunraj Жыл бұрын
হজুর আপনি সত্যিই বলছেন,,,,,,,যারা কানা তারা এগুলা কিছুই বুজবো না এটাই সত্যি 😊
@robiulsehik3765 Жыл бұрын
সঠিক ভাই
@zpeducation291310 ай бұрын
পাগল
@ssnsnetnetrokona9 ай бұрын
ora dekta to mushrik dr moto lage
@ssnsnetnetrokona9 ай бұрын
islame fir muride bolta kechu nai@@robiulsehik3765
এদের কথা আমল যতটুকু ঈমান আছে তা ও হারিয়ে যাবে! আল্লাহ হেদায়েত করুন৷
@md.firojhossain18894 жыл бұрын
আল্লাহ হিদায়াত দান করুক !
@MdAlamin-pk3yl2 жыл бұрын
আমার প্রিয় নবী চারা কোনো পিরের কথা কাজে আসবে না আল্লাহ কে চিনার জন্য আল্লাহর দেওয়া কোরআন আছে পরার জন্য সটিক আলেম আছে
@motiurrahman9604 жыл бұрын
যা ইচ্ছে বলে যাচ্ছে আর আমরা সুবাহানাল্লাহ সুবাহানাল্লাহ বলে যাচ্ছি
@bgb99562 жыл бұрын
আল্লাহর কাছে চাইতে কারো উছিলা লাগে না। আল্লাহ অতি দয়ালু।
@moynamia27812 жыл бұрын
right
@srabonyaktar9541 Жыл бұрын
আপনি কখনো আল্লাহ কে দেখেছেন?
@md.anwarcm38385 ай бұрын
@@srabonyaktar9541 একটু বুঝিযে বলুন কি বোঝাতে চেয়েছেন
@dolleducationassam37322 жыл бұрын
পীর দৰবনা আমি
@AkashIslam-yy9to4 жыл бұрын
দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়েত দেয়।
@02aharunorrashid705 жыл бұрын
আল্লাহ এদের সঠিক বুঝ দান করুক।
@MDsheikhSadi-is5fq7 ай бұрын
আলহামদুলিল্লাহ,, অসাধারণ আলোচনা ❤❤❤❤
@মামাভাগিনানীলহক5 жыл бұрын
খুব দারুণ আলোচনা আমিন
@MDARMAN-lo8st2 жыл бұрын
আল্লাহ্ পাক এরকম আলেম দের কোথায় যে অবস্থান করাবেন আল্লাহ ই জানেন আল্লাহ্ এদের কে হেদায়েত দাঁন করুন আমিন
@nehalhasnain12653 жыл бұрын
তোর পির সয়তান, যারা আল্লাহ ও রাসুলকে মানে, কোরআন ও সুন্নাহ ফলো করে, তারাই সত্যিকার ঈমানদার, তারাই সফল কামী হবে । প্রিয় নবীর একটা হাদিস আছে, আমার উম্মতরা আমার মৃত্যুর পর ৭০ ভাগে বিভক্ত হবে, একটি ছাড়া বাকী সব জাহান্নামে যাবে । আর এই ১ টি হচ্ছে কোরআন ও সুন্নাহ যারা মানবে ও আমল করবে । আমিন ।।।
@nojeebkamal15622 жыл бұрын
হে আল্লাহ্ এই আলেমকে হেদায়েত করে দ্বীন বুঝার তৌফিক দিন আমিন,,,,,,,,,,
@abulbashar31342 жыл бұрын
😃 Ke bhai apni... Study kren
@nasrinsultana57942 жыл бұрын
উনি তো হেদায়েত এর উপরেই আছেন।আপনার কি উপায় হবে সেটা একবার চিন্তা করেন।এতো সত্য দলিল শুনেও আপনার এমন ধারনা হুজুরের উপর।
@sazidsajib46922 жыл бұрын
@@nasrinsultana5794 কুরআনের আয়াতের অপব্যাখা করেছেন হুজুর, আপনি কুরআনের আয়াতের বাংলা তরজমা পড়ে দেখেন, সব বুজতে পারবেন
@Apurbo880 Жыл бұрын
আমিন। এরকম জাহেল বক্তা কিছু সাধারণ মানুষদের পথভ্রষ্ট করছে
@ssnsnetnetrokona9 ай бұрын
amen
@foridahmed56084 жыл бұрын
যার মনে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভালোবাসা থাকে। তার কোন পীর লাগেনা।
@akkashali6562 жыл бұрын
Allah tumi ei alim ke hedayet dan korun
@LIAKOTKHAN-gf8gs3 жыл бұрын
আল্লাহ এক স্রেনীর আলেম দিয়া জাহান্নাম পু্র্ন করবে৷ আল্লাহ মালুম এই আলেম সেই দলের কি না৷
@hamidurrahman28122 жыл бұрын
এরা ইসলামের শত্রু।
@jashimuddin47182 жыл бұрын
হাবিবুর রহমান রেজভী তরে কুওায় চুদে।
@alaminmondalthecrazyrider30352 жыл бұрын
হ্যা এরাই তারা শিরিক কারী কখনো জান্নাত পাবে না
@nurnabi6812 жыл бұрын
@@jashimuddin4718 tomar bhasa valo na
@ssnsnetnetrokona9 ай бұрын
oboshoi
@Anamul1475 жыл бұрын
বদমায়েশ। লালনের গানকে ঊদৃতি দিয়ে বলতেছে এটা কুরআনে আছে। আল্লাহ তুমি এদের হেদায়েদ নসিব করো। আমাকে সঠিক পথে চলার তওফিক দাও। (আমিন)
@chandondas65443 жыл бұрын
প্রধানমন্ত্রী আমার কথা শুনবে না মন্ত্রী ছাড়া। বড় বড় মানুষের সাথে দেখা করতে মিডিয়া লাগে কারন তিনি আমাকে চেনেন না। কিন্তু আল্লাহর ইবাদত করতে মাধ্যম লাগবে না কারণ আল্লাহ আমাকে চেনে।
@Shantirchowa2 жыл бұрын
Masallah
@bdonlinejob6328 Жыл бұрын
আল্লাহ বলেন :- যে আল্লাহর ব্যপারে মিথ্যা রটায় তার চেয়ে বড় জালিম আর কে? সূরা কাহাফ. আয়াত ১৫ আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুক
@mdabdulhaque42592 жыл бұрын
আপনি মহা গেনি ও মহা পুরুষ,আপনার কথা শুনে আমি ধন্য হয়ে গেছো।
@banglasong-new Жыл бұрын
হুজুর কে হায়াত যেন দেই আল্লাহ সঠিক কথা বলার জন্য.আমরা সাধারণ মানুষ অনেক ভুল পথে আছি বিভিন্ন আলেমদের ওয়াজ শুনে ,ঈমান যেন ধরে রাখতে পারি আল্লাহ যেন হেফাজত করে আমিন
@mdsumonkhan3947 Жыл бұрын
❤
@ssnsnetnetrokona9 ай бұрын
allaho oboshoi dongsho koruk adrka
@akhiaktar42635 жыл бұрын
হক কথা, অলি আউলিয়া গাউস কুতুব পীর-মুর্শিদ পাক পাঞ্জাতন এবং সুন্নি মুসলমানদের জয় হোক
@adnanbabu49535 жыл бұрын
চোট বেলায় ওয়াজে ইবলিশের কথা শুনে খুব ইচ্ছে হয়েছিল শয়তানকে দেখার।তোকে দেখে ইবলিশ দেখার মনের আশা পূর্ণ হল।
@mdhabibislam363 Жыл бұрын
খুব সুন্দর আপনার বানী
@babitaabdullatif65962 жыл бұрын
আল্লাহপাক আপনি ধরনের মানুষরূপী শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুন
ভাই ওনি আলেয়াতে পড়ছে কিন্তু সহীহ বুখারী, সহীহ মুসলিম, কোরআন তাফসির পড়েছে বলে মনে হয় না। ওনি আব্দুল কাদের জিলানী কে বলে রাদিআল্লাহু তাআ'লা আনহু। যেটা একজন সাহাবী কে বলা যায়। ওনার এই নূন্যতম জ্ঞানও নাই
@mrshahjan3835 Жыл бұрын
আপনি রাদিআল্লাহু তাআ'লা আনহুর, ব্যাকা বুঝ
@Apurbo880 Жыл бұрын
@@mrshahjan3835 না বুঝলে তো বলতাম না, আর কাদেরকে বলা হয় সেটাও ক্লিয়ার করে বলে দিছি
@salmansk81765 жыл бұрын
আরে ঞ্জানপাপী আল্লাহ পেতে কোনো মাধ্যম আবশ্যক না। মহান আল্লাহ'র কাছে সবাই সমান, তিনি সর্বশ্রেষ্ট ন্যায়বিচারক।
@salmansk81765 жыл бұрын
@@abdulmazed9163 আপনার কমেন্ট কোথায় দেখতে পাচ্ছি না দয়া করে লিঙ্ক দেন।
@salmansk81765 жыл бұрын
@@abdulmazed9163 আাঁটি মুখো সেটাইতো
@nasrinsultana57942 жыл бұрын
ওরে বদমাশ তোর নসিব খারাপ।আল্লাহ নিজেই ২ টা উসিলা ধরছেন।আর আমাদের উসিলা ধরতে বলছেন।তুই আর আমি কি আল্লাহর কাছে যাবার রাস্তা চিনি?তাই যারা চিনে তাদের সাথে যেতে হবে তো।আরে পাগলা না জেনে কিছু বলবিনা।তাহলে উসিলা ধরার দলিল দিয়ে তোকে কবর দিয়ে ফেলতে পারবে।
@ssnsnetnetrokona9 ай бұрын
right
@satrosena5786 Жыл бұрын
Masayallah i love YOU habibur Rahman h kabla Alhamdulillah
@abuilhum7334 жыл бұрын
এই সমস্ত ভন্ডরা ইসলামের যত ক্ষতি করেছে!আবু জেহেল ও তত ক্ষতি করেনি৷
@asraftechtube3278 Жыл бұрын
রাইট ভাই
@সত্যকথনমিডিয়া5 жыл бұрын
জনাব, আপনি যে আস্তা একটা মুশরিক এটা স্পষ্টভাবেই খাটি সকল মুসলিমরা জানে ।
@MdsahaAlom-vx4wr11 ай бұрын
সঠিক আলোচনা করলেন - ধন্যবাদ ও সালাম ও শুভেচ্ছা জানাই
@onemessagedawah5 жыл бұрын
আল কাহাফ আয়াত ১৭ -------- আর তুমি দেখতে পেতে, সূর্য উদিত হলে তাদের গুহার ডানে তা হেলে পড়ছে, আর অস্ত গেলে তাদেরকে বামে রেখে কেটে যাচ্ছে, তখন তারা ছিল তার আঙিনায়। এগুলো আল্লাহর আয়াতসমূহের কিছু। আল্লাহ যাকে হিদায়াত দেন, সে হেদায়াতপ্রাপ্ত। আর যাকে ভ্রষ্ট করেন, তুমি তার জন্য পথনির্দেশকারী কোন অভিভাবক পাবে না।
@ranamohammod28195 жыл бұрын
কুরআন এর আয়াত নিয়ে এতবড় মিথ্যা কথা,, আল্লাহ ক্ষমা করবেন না,
@computersolution96315 жыл бұрын
ঠিক
@MDASRAFULISLAM-rg2ii2 жыл бұрын
আল্লাহ আপনি আমাদের সবাইকে সঠিক ভাবে বুঝার তৌফিক দান করুন। আমিন
যখন সাগরে তোমাদের ওপর বিপদ আসে তখন সেই একজন ছাড়া আর যাকে তোমরা ডাকো সবাই অন্তর্হিত হয়ে যায়৷ কিন্তু যখন তিনি তোমাদের রক্ষা করে স্থলদেশে পৌঁছিয়ে দেন তখন তোমরা তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নাও৷ মানুষ সত্যিই বড়ই অকৃতজ্ঞ৷ (সুরা বনী ইসরাঈল ১৭:৬৭)।
@bongomela447511 ай бұрын
akmatro sedin kothin bipoder din amader prener prio.nodi Mohammadur rasulllah
@imranhossion13535 жыл бұрын
প্রধনমন্ত্রী আমাকে চিনে না তাই অনেক কাছে যেতে আমার মাধ্যম লাগবে ,, কিন্তু আমার আল্লাহ তো আমাকে ভালো করে চিনেন জানেন ত ওনার কাছে যেতে কেনো মাধ্যম লাগবে,, আমরা জা চাইবো আল্লাহ কাছে সরাসরি চাইবো,,,
@salmansaib46743 жыл бұрын
নবীর দুরুদ ছাড়া দোয়া কাজ হবেনা
@mdmasum3332 жыл бұрын
yes
@sohelmahmud20012 жыл бұрын
আমাদের উচিত সঠিক ইসলামি জ্ঞান অর্জন করা।
@ssnsnetnetrokona9 ай бұрын
right
@MDLokmanAhmed-yc7ed Жыл бұрын
হুজুরের কাছে আমার একটি প্রাশ্ন সর্ব প্রথম আল্লাহ তায়ালা আদম আঃ কে এই পৃথিবীতে পাঠিয়েছেন আদম আঃ কার মাদ্দোমে আল্লাহ তায়ালার ইবাদত বন্দীগি করতো। তার মাদ্দম কে ছিলেণ
@mitumiya48082 жыл бұрын
মন গরা দলিল
@shakilislam20925 жыл бұрын
সূরা কাহাফ ১৭ আর তুমি দেখতে পেতে, সূর্য উদিত হলে তাদের গুহার ডানে তা হেলে পড়ছে, আর অস্ত গেলে তাদেরকে বামে রেখে কেটে যাচ্ছে, তখন তারা ছিল তার আঙিনায়। এগুলো আল্লাহর আয়াতসমূহের কিছু। আল্লাহ যাকে হিদায়াত দেন, সে হেদায়াতপ্রাপ্ত। আর যাকে ভ্রষ্ট করেন, তুমি তার জন্য পথনির্দেশকারী কোন অভিভাবক পাবে না। হুজুর কিসের মধ্যে কি আনলো.....
@সুহাগহোসেন-চ৩ব Жыл бұрын
শ্রী শ্রী হাবিবুর ঠাকুর
@zahedulislam23155 жыл бұрын
আল্লাহর কাছে সরাসরি চাইতে হবে। ইসলামে দালাল দরকার হয় না।
@prokitibangla9352 жыл бұрын
আল্লাহ আপনি এদের মতো লোকদের কে হেদায়েত দান করুন,, না হলে এদের কে ধ্বংস করে দিন
@TV-xe6os Жыл бұрын
মাশাআল্লাহ, ❤❤❤❤❤❤ হুজুরের প্রতি ভালোবাসা রইলো
@hemalhabib94715 жыл бұрын
নাউজুবিল্লাহ,,,, আল্লাহ পাক যেন ওনাকে হেদায়েত দান করেন
@singershifatamiry14445 жыл бұрын
Hemal Habib উনাকে নয়, আল্লাহ যেন আপনাকে হেদায়ত দান করেন।
বোকার মতো কতা বলিয়েন না। তাছাউফ সম্পর্কে আপনার কোনো গেয়ান আছে? হুট করে কোনে হাদিস কুরআনে ছারা একটা কথা বলে দিলেন😑
@kashemali7372 Жыл бұрын
@@mrahosan868 to giyani vai kun pirer vokto apni
@mrahosan868 Жыл бұрын
@@kashemali7372 kno vai?
@Apurbo880 Жыл бұрын
আরে পীর সাহেব জান্নাতে যেতে পারবে কিনা সেটার গ্যারান্টি কেউ দিতে পারবে? মহান আল্লাহ অন্তর্যামী। তিনি তাকওয়া সম্পন্ন লোক পছন্দ করেন, আমরা শরীয়ত বিষয়ক কোন কিছু না জানলে হক্কানি আলেমদের কাছ থেকে সেটা জেনে নিবো। মাজার পুজারী এসব আলেমদের কাছ থেকে নয়
@alifalslam11602 жыл бұрын
আল্লাহ আপনাকে সটিখ বুজ দান করূন সোনেন আপনি মানুষকে বিভ্রান্ত করবেনা আমার নাবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পেরিত রাসুল ছিলেন তিনি নিজে তার উমমত কে বলেছেন আল্লাহ কে সরাসরি ডাকো আমার
@formangaming11782 жыл бұрын
আল্লাহ সব জায়গায় থাকেনা / আল্লাহ সব দেখেন
@mohammadmuhtasimmahfuzlikh81535 жыл бұрын
১ মিনিট ১৫ সেকেন্ডের পর সে যে কোরআনের ভুল ব্যাখ্যা করে যে আয়াত বর্ণনা করলো তা মিথ্যা।নিম্নে প্রমাণসহ সে আয়াতের অর্থসহ দেওয়া হলোঃ সূরা আল-কাহফ আয়াত ১৭ وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَتْ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَإِذَا غَرَبَتْ تَقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِنْهُ ۚ ذَٰلِكَ مِنْ آيَاتِ اللَّهِ ۗ مَنْ يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ ۖ وَمَنْ يُضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا ওয়া তারাশশামছা ইযা-তালা‘আততাঝা-ওয়ারু ‘আন কাহফিহিম যা-তাল ইয়ামীনি ওয়া ইযা-গারাবাত তাকরিদুহুম যা-তাশশিমা-লি ওয়া হুম ফী ফাজওয়াতিম মিনহু যালিকা মিন আ-য়া-তিল্লা-হি মাইঁ ইয়াহদিল্লা-হু ফাহুওয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহূত্তয়ালিইইয়াম মুরশিদা-। তুমি সূর্যকে দেখবে, যখন উদিত হয়, তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায় এবং যখন অস্ত যায়, তাদের থেকে পাশ কেটে বামদিকে চলে যায়, অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত। এটা আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম। আল্লাহ যাকে সৎপথে চালান, সেই সৎপথ প্রাপ্ত এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন, আপনি কখনও তার জন্যে পথপ্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না।
@aljamiurahat42795 жыл бұрын
vai apni last er duita line ektu dekhben doya kore.....tahulei apnar bujhe asbe... Inshallah.....
@jahidkhan-nx9bz5 жыл бұрын
চুদনারপু রেডিং তো এখন দুধের বাচ্চাও পরতে পারে কিন্তু কথাটার মানে বুজে না......... ছাগলের তিন নাম্বার বাচ্চার মত ধুদ না খাইয়া লাফাইস না
@aljamiurahat42795 жыл бұрын
@@jahidkhan-nx9bz vai kake bollen?🤔🤔amk?
@jahidkhan-nx9bz5 жыл бұрын
জি ভাই আপনাকেই বলিছি
@aljamiurahat42795 жыл бұрын
@@jahidkhan-nx9bz keno vai apni ki apnar mathay bari diyechilam....bebohar ki thik kora jay na vai.....evabe osovver moto bebohar koren keno?baba ma ki bebohar shikhay nai...
@asiyakhatun453011 ай бұрын
Lakh lakh shukriya ❤❤❤❤
@bdssagorgaming18692 жыл бұрын
আল্লাহ এদের সহি বোজ দান করুক
@nyeemkhan2855 жыл бұрын
এই ভিডিও টা ডিলিট করার জন্য রিকুয়েষ্ট রইলো। আপনার বিউয়ার বারতে পারে কিন্তু ইসলামের অনেক ক্ষতি হবে।
@shylashirin23963 жыл бұрын
আমি সহমত।।না হলে সবাই মিলে রিপোর্ট মারে উরিয়ে দিব
@shimuakter25563 жыл бұрын
ফালতু লোক
@saifalrobin86713 жыл бұрын
@@shimuakter2556 এরা ইসলামের ফেতনাবাজ,,ইসলামকে দলে দলে বিভক্ত করতে চাই, আল্লাহ সবাইকে হেদায়েত দিন,,আমিন
@mithonkhan31872 жыл бұрын
ভালো লাগলো রেজভী সাহেবের ওযাজ
@mrmashud90575 жыл бұрын
মহান আল্লাহ্ আমাদেরকে এই সব শিরক বেদাতি থেকে রক্ষা করুন।
সুরা কাহাফের ১৭ নং আয়াতে বলা আছে---আল্লাহ যাকে সৎপথে চালান তিনি সৎপথ প্রাপ্ত, এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন, আপনি কখনোও তার জন্যে পথপ্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না। তার অর্থ কি তাহলে এই