Рет қаралды 58
Swaraj Barta is a new Bengali News Channel to promote different democratic views of common people.
পারিবারিক হিংসা মুক্ত পশ্চিমবঙ্গ | Swraj Barta
"পারিবারিক হিংসা মুক্ত পশ্চিমবঙ্গ" গড়ার লক্ষ্যে ও সারা রাজ্য জুড়ে চলতে থাকা নারী নির্যাতন, নারী পাচার রুখতে, মহিলা স্বরাজ ২৭শে জুন, ২০২২ (সোমবার), ডায়মন্ড হারবার পুলিশ জেলার ৮টি থানা অধীন অঞ্চলে যাত্রা করবে। বাংলার গ্রাম থেকে শহরে নানা কর্মসূচী মহিলা স্বরাজ লাগাতার নিয়ে চলেছে যাতে রাজ্যের মহিলা অধিকার ও সুরক্ষার বিষয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা যায়। এই “মহিলা অধিকার যাত্রা” কর্মসূচী সেই আন্দোলনেরই অঙ্গ এবং তারই ধারাবাহিকতায় নেওয়া। আজ (২৫ জুন), বিকাল ৩ টের সময় এই যাত্রার উদ্দেশ্য এবং কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনায় থাকবেন মহিলা স্বরাজ পশ্চিমবঙ্গ শাখার সভানেত্রী সুফিয়া খাতুন। আসুন জাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে "পারিবারিক হিংসা মুক্ত পশ্চিমবঙ্গ" গড়তে সকলে সকলে পায়ে পা মেলাই।