পাসপোট এর সাথে এনআইডি মিল না থাকলে কি করবেন// passport correction // nid correction

  Рет қаралды 5,818

Ismail Tech

Ismail Tech

Күн бұрын

যারা ইতিপূর্বে পাসপোট করেছেন এবং পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা যখন পার্সপোট নবায়ন করতে যাবেন তখন কিন্তু আপনার পাসপোর্ট এবং এনআইডি তথ্য সম্পূর্ণ মিল দেখাতে হয়। অথবা আপনি হঠাৎ লক্ষ করলেন আপনার পাসপোটের সাথে আপনার এনআইডির তথ্য মিল নেই ! তখন কি করবেন ? কি করলে আপনার সমসাটি সমাধান হবে ।
যাদের পূর্বের পাসপোর্ট আছে এবং পাসপোটটির মেয়াদ উত্তীণ হয়ে গিয়েছে তারা যখন পাসপোট নবায়ন করবেন তখন আবশ্যই আপনার পাসপোর্টের সাথে এনআইডির সমস্ত তথ্য মিল আছে কিনা চেক করে নিবেন। যদি দেখেন যে কোন ১টি তথ্য মিল নেই তাহলে অনুগ্রহ করে পাসপোট নবায়নের আবেদন করবেন না, যদি আবেদন করেন বিপদে আপনিই পড়বেন কারণ পাসপোর্ট অফিস আপনার আবেদনটি গ্রহণ করবে না। আপনার আবেদনটি গ্রহণ করার পূর্বে তারা আপনার এনআইডি এবং পাসপোর্ট এর তথ্য মিল আছে কিনা তা চেক করে গ্রহণ করে। তাই সাবধান! এখন আসি যদি পাসপোটের সাথে এনআইডির তথ্য মিল না থাকে তাহলে কি করবো ? তো প্রথমে আপনকে দেখতে হবে যে পাসপোর্টের সাথে এনআইডির কোন তথ্যটি মিল নেই। যদি দেখেন যে আপনার নিজের নামে সমস্যা, আর সমস্যাটি হচ্ছে আপনার পাসপোটের নাম আছে এনামুল হক, কিন্তু আপনার এনআইডি তে আছে এনামুল ইসলাম, অথবা Passport e ase Enamul Haque, R NID te ase Anamul Haq তো এখন কি করবেন ? এখন আপনাদের আপনার আরো কিছু ডকুমেন্ট চেক করতে হবে, যেগুলো হচ্ছে, আপনার সার্টিফিকেট এবং জন্ম সনদ , যদি দেখেন যে আপনার সার্টিফিটেক এবং সনদ পাসপোর্টের সাথে মিল আছে তাহলে আপনি আপনার এনআইডি কার্ডটি সংশোধন করে নিতে পারবেন খুব সহজেই, শুধু অনলাইনে আবেদন করে আর সাথে , আপনার সার্টিফিকেট, জন্ম সনদ এবং পাসপোর্ট সংযুক্ত করে আবেদন করবেন আশা করি দ্রুত আপনার সংশোধন হয়ে যাবে আপনার এনআইডি টি।
আর যদি দেখেন আপনার নিজের নাম সম্পূর্ণ ঠিক আছে কিন্তু বাবা-মা এর নামে সমস্যা তো তখন আপনাকের দেখতে হবে সমস্যাটা কোথায় নামে নাকি নামের বানানে ? যদি দেখেন নামের বানানে অথবা নামেই সমস্যা তখন আপনি আগে দেখবেন যে আপনার পাসপোট এর সাথে আপনার বাবা-মার এর এনআইডি মিল আছে কিনা ? এবং আপনার সমস্ত সাটিফিকেট এবং জন্ম সনদ পাসপোর্টের সাথে মিল আছে কিনা ? যদি দেখেন সব কিছু পাসপোর্টের সাথে মিল আছে তাহলে এটা আপনি এনআইডি সংশোধন আবেদন করতে পারিবেন এবং আবেদনের সাথে আপনার বাবার এনআইডি, আপনার পাসপোট, আপনার সাটিফিকেট এবং জন্ম সনদ সংযুক্ত করে আবেদন করবেন। আর যদি দেখেন সমস্ত ডকুমেন্টের সাথে আপনার এনআইডি ঠিক থাকে কিন্তু পাসপোট ঠিক নেই তাহলে আপনাকের পাসপোর্ট সংশোধন করতে হবে।
পাসপোট সংশোধন এর কিন্তু কোনো অনলাইন আবেদন নেই, আপনি নরমালি আবেদন করবেন নতুন আবেদন যেভাবে করেন শুধু আবেদনের সময় আপনার সঠিক তথ্যটি দিয়ে আবেদন করবেন এবং আবেদনের সাথে একটি হলফনামা সংযুক্ত করতে হবে, এই হলফনামাটি আপনি কোট থেকে অথবা কোন ১ম শ্রেনির উকিল অথবা ম্যাজিসসেট থেকে হলফ নামা করিয়া সেটি সাথে সংযুক্ত করতে হবে।
মুল কথা হচ্ছে আপনাকে দেখতে হবে আপনার ভুলটি কোথায় হয়েছে এবং এটা যে ভুল তার উপযুক্ত শক্ত প্রমানাদী বেশি কোনটায় আছে যদি পাসপোর্টের পক্ষে প্রমান বেশি থাকে এবং তাহলে এনআইডি সংশোধন করবেন আর এনআইডির পক্ষে প্রমানাদী বেশি থাকলে পাসপোট সংশোধন করবেন।

Пікірлер: 15
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 27 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 10 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 109 МЛН
Breaking Leptop in Every Possible Way! 💻💔" #shorts
0:52
Light Movies
Рет қаралды 2,2 МЛН
Что лучше ноутбук или ПК в бюджете 100к?
0:34