পাসপোর্টের ভুল সংশোধন করার নিয়ম। Passport correction rules।। পাসপোর্ট।। সহজ আইন।। Shohoz Ain।।

  Рет қаралды 144,935

সহজ আইন

সহজ আইন

2 жыл бұрын

প্রিয় দর্শক
এই পর্বের মাধ্যমে আমি আলোচনা করেছি পাসপোর্ট এর ভুল সংশোধন করার নিয়ম কি?
পাসপোর্ট সংশোধন করার নিয়ম আমরা সবারই জানার প্রয়োজন, কারণ কোন সময় আমাদের অজান্তেই পাসপোর্ট এর মধ্যে কোনো ভুল হয়ে যাবে তখন আমাদের Passport Correction করার প্রয়োজন পড়বে।
আমাদের অজান্তেই অনেক সময় অনেক ভুল হয়ে থাকে! আমাদের পাসপোর্ট এর মধ্যে ভুল সহজে কিভাবে সংশোধনের করবো। আমাদের পাসপোর্ট হয়ে যাওয়ার পর অনেক সময় পাসপোর্টে ভুল থাকতে পারে। অনেকে সময় হয়তো সঠিকভাবে সব তথ্য না দেয়ার কারণেও ভুল হতে পারে। পাসপোর্টে যেভাবেই ভুল হোক না কেন তা সংশোধনও করা অবশ্যই সম্ভব। আমাদের মধ্যে অনেকেই হয়তো মনে করতে পারে Passport সংশোধনে অনেক ঝামেলা রয়েছে, এ কারণে আমাদের অনেকেই পাসপোর্টের ভুল সংশোধনও করতে চান না। আসলে এমন কোন জামেলা না বরং আপনি খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। তাহলে জেনে নিন পাসপোর্টে ভুল সংশোধন করার নিয়ম বিস্তারিত ভাবে।
পাসপোর্ট সংশোধন করার নিয়ম
বাংলাদেশে MRP পাসপোর্ট হক অথবা E- Passport হক যে কোন কোনো ধরনের পাসপোর্টের তথ্য সংশোধন বা পরিবর্তন করতে চাইলে পাসপোর্টটি রি-ইস্যুর জন্য আপনাকে সর্বপ্রথম আবেদন করতে হবে।
পাসপোর্টের কি কি সংশোধন করতে পারবেন?
জন্ম তারিখ, বাবা মায়ের নাম, পেশা, পাসপোর্টের মধ্যে আপনার ঠিকানায় কোনো ভুল থাকলে সংশোধন করতে পারবেন।
পাসপোর্টে জন্ম তারিখ সংশোধন করতে কি কি লাগবে?
জন্ম তারিখ সংশোধন করার জন্য ভোটার আইডি কার্ড, এস এসসি পরীক্ষার সার্টিফিকেট, অথবা জি এ সি এর সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড এর সাথে জন্ম নিবন্ধন এর অনলাইনে থাকলে অনলাইন কপি, বিবাহিত হলে নিকাহনামা এ গুলো প্রয়োজন হবে পাসপোর্টের জন্ম তারিখ সংশোধন এর জন্য। আর জন্ম তারিখ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত হল সংশোধন করতে পারবেন।
পাসপোর্টে বাবা মায়ের নাম সংশোধন করতে কি কি লাগবে?
পাসপোর্টে বাবা মায়ের নাম সংশোধন করার জন্য, আপনার ভোটার আইডি কার্ড, এইচএসসি অথবা এস এসসি সার্টিফিকেট, বাবা মায়ের ভোটার আইডি কার্ডের কপি।
পাসপোর্টে পেশা পরিবর্তন করতে কি লাগবে?
পাসপোর্টের মধ্যে কেউ যদি পেশা পরিবর্তন করতে চান, আপনার কর্মক্ষেত্রের প্রত্যয়নপত্র দিতে হবে। আর এর সাথে আপনাকে জমা দিতে হবে প্রাতিষ্ঠানিক পরিচয়পত্রের ফটোকপি।
পাসপোর্টে স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে কি লাগবে?
কারো যদি স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চান, এক্ষেত্রে আপনার আবার নতুন করে পুলিশ প্রতিবেদন লাগবে। তবে বর্তমান ঠিকানা পরিবর্তন করার জন্য বা সংশোধনের ক্ষেত্রে এ ধরনের কোনো নিয়ম নেই।
বৈবাহিক অবস্থা পরিবর্তন করতে কি লাগবে?
আপনার যদি বৈবাহিক অবস্থা পরিবর্তন করতে চান তাহলে পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে নিকাহনামা দিতে হবে।
কিভাবে পাসপোর্ট সংশোধনের জন্য আবেদন করবেন?
সর্বপ্রথম আপনার মোবাইলের ব্রাউজার ওপেন করে সার্চ করবেন পাসপোর্ট সংশোধন ফরম বা পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞা এটি লেখে সার্চ করার প্রথমে যে ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে ডুকে আপনি পাসপোর্ট সংশোধন ফরম ডাউনলোড করে নিবেন।
পাসপোর্ট সংশোধনের আবেদন ফরমের এই বক্সের মধ্যে আপনি যে ব্ল্যাংকে ফি জমা দিবেন সেই ব্যাংক থেকে একটি চালান বা রিসিট নিয়ে আসবেন এবং এখানে ফি তথ্য বসিয়ে নিবেন।
তারপর আপনি এই আবেদন ফরম এবং অন্যান্য সব ডকুমেন্ট একসাথে নিয়ে আপনার পাসপোর্ট অফিসে জমা দিয়ে দিবেন ২১ দিনের মধ্যে আপনার পাসপোর্ট আবেদন ফরমে দেওয়া নাম্বারে মেসেজ আসলে আপনি পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
পাসপোর্ট সংশোধন করার ফি কত?
আবেদন ফরম জমা দেওয়ার সময় এক কপি রি-ইস্যু ফরম এবং এক কপি সত্যায়িত নতুন আবেদনপত্র, আপনার পাসপোর্টের তথ্য সংশোধন করার জন্য সাথে জমা দিতে হবে। পাসপোর্ট সংশোধনের ফিস আবেদনপত্র জমা দেওয়ার পর আর্জেন্ট বা ৭ দিনের মধ্যে Passport পেতে চাইলে ৬ হাজার ৯শ টাকা ফিস জমা দিতে হবে। আর ২১ দিনের মধ্যে সাধারণ সময় অনুযায়ী পাসপোর্ট পেতে চাইলে ফি দিতে হবে ৩ হাজার ৪শ ৫০ টাকা।
পাসপোর্ট সংশোধনের ফি কোথায় জমা দিবেন সরকারি ব্যাংক গুলোতে জমা দিতে পারবেন, তবে বিশেষ করে, সোনালীর ব্যাংকের পাশাপাশি ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক এই ব্যাংক গুলোতে পাসপোর্ট সংশোধনের জন্য ফি জমা নিয়ে থাকে পাসপোর্টর ফি জমা দেওয়ার পর আপনাকে একটি রিসিট দিবে এই রিসিটের প্রয়োজন হবে পরবর্তীতে।
আশা করি আমাদের পোস্টটি আপনাদের হেল্পফুল হলে শেয়ার করবেন এবং কোন কিছু জানার হলে কমেন্ট করবেন আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব।
#পাসপোর্টসংশোধন #passportcorrection
Contact Information
Phone- 01671-043256
E-mail- lemon.law14@gmail.com
Facebook Page- / advocateamirhamza.lemon
Instagarm- / advocatelemon
Twitter- / advocatelemon

Пікірлер: 604
@mdjahirulislam1451
@mdjahirulislam1451 Жыл бұрын
স্যার আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন আপনার কথা গুলি ভালো লাগলো কিন্তু পাসপোর্ট অফিসে গেলে এই বুজ আর থাকে না সেখানে টাকা ছাড়া কোনো কাজই হয় না । আমার পাসপোর্টের সাথে আইডি কার্ডের 3 বছর ডিফারেন্স এখন পাসপোর্ট টা সংশোধনের জন্য ৪০হাজার টাকা চায় । এবার বলেন কিসের আইন আছে এই দেশে ।দেশের একটা নাগরিক হয়ে যদি ৪০ হাজার টাকা দিয়ে ছোট্ট একটা ভুল সংশোধন করা হয় তাইলে দেশের নাগরিকদের কোনো দাম নেই তাই না
@masadurrahman5716
@masadurrahman5716 Жыл бұрын
আমার ৮ বছর টাকা চাই ৮০ হাজার
@tamimiqbal9805
@tamimiqbal9805 Жыл бұрын
অ্যাডভোকেট সাহেবের কাছে প্রশ্নের উত্তর চাই। আমার পাসপোর্ট এর নাম বয়স ঠিক নাই। এখন ৮০ হাজার টাকা চায়। এখন কি করব সেটা অ্যাডভোকেট সাহেবের কাছে জানতে চাই।
@alaminhawlader918
@alaminhawlader918 Жыл бұрын
আমি 2016 সালে কিছু কাগজ পত্র দিছিলাম আমার পাসপোর্ট তখন করে দিছে। কিন্তু আমি বিদেশ যাওয়ার পরে ৭ মাস পরে চলে আসলাম, এখন ২০২৩ সাল, আমি আবার বিদেশ যাবো। কিন্তুু আইডি কার্ড করছি আমার সার্টিফিকেট অনুযায়ী, আমার 2016 সালের পাসপোর্টে বয়স 1993,,,আর আইডি কার্ডে হলো 1/05/2002। এখন আমি ই পাসপোর্ট বানাবো কিভাবে, আমি 2016 সালের পাসপোর্ট গোপন রেখে আমি কি আইডি কার্ড অনুযায়ী সার্টিফিকেট অনুযায়ী ই পাসপোর্ট বানাতে পারবো, 🙏প্লিজ একটু উপকার করেন,
@llblitu
@llblitu Жыл бұрын
অনেক কিছু জানতে পারলাম ভাই। ধন্যবাদ ভাই।
@FaruanFarkan
@FaruanFarkan Жыл бұрын
অসাধারণ আলোচনা 🙏🏼🙏🏼🙏🏼
@md.kawsarsiddiqui
@md.kawsarsiddiqui 8 ай бұрын
ধন্যবাদ আপনাকে।খুব ভালো লাগলো আপনার ভিডিও টা।
@aminulislam196
@aminulislam196 Жыл бұрын
অনেক ধন্যবাদ ভাই আপনাকে
@atiqulislam1881
@atiqulislam1881 Жыл бұрын
অসাধারণ ভাই। ভাই আপনার সাথে কথা বলতে পারলে আমার ভীষণ উপকার হতো ভাই।
@rakibahmed3960
@rakibahmed3960 Жыл бұрын
অনেক কিছুই জানলাম, জাজাকাল্লাহ খায়ের
@ShohozAin
@ShohozAin Жыл бұрын
ধন্যবাদ
@jubayerhossain5046
@jubayerhossain5046 2 жыл бұрын
স্যার,আমার ই পাসপোর্ট আমার পাসপোর্টের বয়স, এন আই ডির বয়স,এবং ড্রাইভিং লাইসেন্স এর বয়স,জম্মনিবধনে বয়স একই, কিন্ত আমার এস এস সি পাশের সাটিফিকেট এর বয়স সেইম না, কিন্ত আমি এখন এস এস সি পাশের সাটিফিকেট সাথে মিল করে কি আমার পাসপোর্ট আর এই সংশোধন করতে পারবো,জানাবেন।
@habibtechnology5692
@habibtechnology5692 2 жыл бұрын
ধন্যবাদ দাদা অনেক সুন্দর ভাবে বলেছেন।
@hridirahi2312
@hridirahi2312 Жыл бұрын
দাদা কি বলেছেন।
@asrt5537
@asrt5537 Жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ
@catodcchandpur6826
@catodcchandpur6826 Жыл бұрын
ধন্যবাদ স্যার।
@rafiqkwt2357
@rafiqkwt2357 2 жыл бұрын
Vhai apnr khota onk valolaglo
@nazmulbro5668
@nazmulbro5668 Жыл бұрын
রাইট আলহামদুলিল্লাহ আজ আমি করে ছি
@mustakiminternational9626
@mustakiminternational9626 2 жыл бұрын
স্যার আপনার ভিডিওগুলি আমার অনেক ভালো লাগে
@sarkers3951
@sarkers3951 2 жыл бұрын
Thanks :)
@bishwaroy1448
@bishwaroy1448 2 жыл бұрын
স্যার আমিতো প্রবাসে আছি, আমার জন্মনিবন্ধন, আইডি কার্ড দুটোই ঠিক আছে কিন্তু পাসপোর্টে আমার নামের একটি অক্ষর ভুল আছে,কিন্তু পাসপোর্ট অনুযায়ীই আমার এখানে ( প্রবাসে) আমার ভিসা,লেবার কার্ড, আইডি কার্ড হয়েছে তো এই অবস্থায় আমি কিভাবে পাসপোর্টে নামের সংশোধন করতে পারবো!? আর যদি এই এমুহূর্তে সংশোধন না করা হয় তাহলে কি এয়ারপোর্টে কোন সমস্যা হবে!? দয়া করে জানাবেন স্যার। ধন্যবাদ স্যার
@abirvai4923
@abirvai4923 2 жыл бұрын
ধন্যবাদ ভাই
@tanveerahsan1039
@tanveerahsan1039 2 жыл бұрын
Thanks....
@mdazimhossain8432
@mdazimhossain8432 Жыл бұрын
Helpful video sir
@mdshohag-lv1uk
@mdshohag-lv1uk Жыл бұрын
Thanks a lot
@rujinabegum2272
@rujinabegum2272 2 жыл бұрын
Assalamualaikum vaia amar passport a vul asil tai shongshudon er jonno joma diyeci akon sent rework er jonno bolce ekon ki korbo please bolben?
@user-os1ju4jk8k
@user-os1ju4jk8k 2 жыл бұрын
স্যার আমি ২০১৪ জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করেছিলাম, জন্ম নিবন্ধনের কোড নং পাসপোর্টে আছে, বর্তমান nid কার্ডের সাথে মিল রেখে অনলাইন নিবন্ধন করে পেলছি, আগের নিবন্ধন দিয়ে পাসপোর্ট করেছিলাম ঐ নিবন্ধন হারিয়ে গিয়েছিলো ওটা বাতিল হয়ে গেছে ,এখন nid নং তো পাসপোর্টে নাই, নামে বয়সে কিছু অমিল আছে, এখন আমি কি ভাবে সংশধন করতে পারি দয়া করে জানাবেন।
@shahadatmollah2435
@shahadatmollah2435 Жыл бұрын
ধন্যবাদ স্যার
@rahatfahmida6932
@rahatfahmida6932 2 жыл бұрын
Afidafid,ongikarnama,re correction form kobe joma dite hoa,e passport reissue ar online apply ar somoy naki sobi fingerprint ar din?
@ismailhossain976
@ismailhossain976 2 жыл бұрын
Assalamualaikum bhai,ami Dubai house driving job kori 15 bochar Dore. Ekhon amar passport brith day change korle pore problem hobe ki na. Amar ssc certificate and my real birthday 5 years deference. Amar passport bananur somoy, passport dalale 5 bochar beshi diyeche. Tokhon ami bollam sab thik ache kintu boyos 5 bochar beshi. Tokhon passport dalal bole tomarto muchh uthe nai, bidesh jete hole 22 bochar mil korte hobe. Please tell me OK. Ami ekhon jodhi brith day change kori ,amar Dubai driving licence renewal korte parbo ki na. Abar amar visa lagate problem hobe ki na. Oi somoy passport dalale bole ai beta sara bochar Dore bidesh korbi naki. Ekhon ami dekhi morar poreo jodhi bidesh kori magar kopal gurbe na.
@opusharma3965
@opusharma3965 Жыл бұрын
ভাইয়া, আমার আইডি কার্ডের ডাকঘরের সাথে আমার পাসপোর্টের ডাকঘর নাম এক না, তবে ডকঘর কোট এক আছে। ভাইয়া এই ভুলটা থাকলে কী কোন সমস্যা হবে।
@memran2425
@memran2425 2 жыл бұрын
#passport 29 may এর আগে 48 পেজের আবেদন করছিলাম, এখন কত টাকা দিতে হবে?( আগারগাঁও অফিসে)
@apumollah8855
@apumollah8855 Жыл бұрын
Thanks.
@hcfggg5280
@hcfggg5280 Жыл бұрын
Eakjon passport holder er poro name + poro Father name + poro thikana + boiosh ( age) eaisob thik korile ki korite hoibe?
@MDRobiul-ks6eq
@MDRobiul-ks6eq Жыл бұрын
বলাটা অনেক সহজ করা অনেক কঠিন
@baridhidevsharma7938
@baridhidevsharma7938 Жыл бұрын
Vaiya ami amr passport a vul kre occupation a farmer diye dici but ami in future a student visa niye masters krte chai taile ami kivbe amr occupation ta change krbo aktu bolbn??ami already farmer diye passport paici 5year er... 5year por ami student visa te apply krbo taile kivbe ata solve krbo ??
@MahinRizvi
@MahinRizvi Жыл бұрын
আমি নতুন passport করতে সকল ইনফরমেশন(স্বাক্ষর,ফিঙ্গার সহ) ও ব্যাংকের টাকা জমা দিয়েছি কিন্ত আমার emergency contact( জরুরী যোগাযোগের ঠিকানা) এ আমার ভাইয়ের নাম দিয়েছিল , কিন্ত ব্যাক্তিগত কারনে ভাইয়ের নামের সামান্য পরিবর্তন করা প্রয়োজন, কিভাবে করা যাবে? অভিজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছি।
@md.shimulhossen9337
@md.shimulhossen9337 2 жыл бұрын
ভাই, আমার পাসপোর্ট বয়স একরকম আছে আর Nid, নিবন্ধন, সাটিফিকেট অন্য রকম এটা ঠিক করা যাবে কি না
@sharifulislam8183
@sharifulislam8183 Жыл бұрын
Assalamualaikum sir amar passport renew korta deslam oi delivery silp akta okur vul aca kono problem boba naki aca passport Shariful ar delivery slip aca shafiful ki kora jai bolan to
@alaminsorkar4476
@alaminsorkar4476 Жыл бұрын
স্যার, আমার ডাবল ফিংগার পাসপোর্ট বানাইতে গেলে ফিংগার দিতে গেলে ২টি পাসপোর্ট নাম্বার আসে এখন করণিয় কি?
@sanatanmusicnew1448
@sanatanmusicnew1448 2 жыл бұрын
আমি সংশোধন এবং রিইস্যু দুটোই একসাথে করতে চাই।সে ক্ষেত্রে করনীয় কী?
@kamalhossain4425
@kamalhossain4425 2 жыл бұрын
ধন্যবাদ
@sourovroy4976
@sourovroy4976 Жыл бұрын
পার্সপোর্টে বাবার নাম ভুল আছে,ফলে হলফনামার জন্য কি চেয়ারম্যান কর্তৃক প্রেরিত নাম পরিবর্তনের প্রত্যয়ন পত্র প্রয়োজন হবে?
@iloveqatar4769
@iloveqatar4769 2 жыл бұрын
আসসালামু আলাইকুম স্যার আমার পাসপোর্টটা করছিলাম টাঙ্গাইল থেকে টাঙ্গাইল যে কোনো কাজ কথা পায়খানা ঠিকানা করছি আর আমার বাড়ি হল কুমিল্লা তে আমি সৌদি যাওয়ার সময় পাসপোর্ট করেছি তখন পাসপোর্ট হয়ে গেছে আর পাশের নামটা বেশ কমে গেছে আমি কি করতে পারি
@rejaulmia5874
@rejaulmia5874 2 жыл бұрын
❣️
@raihansojeeb1092
@raihansojeeb1092 Жыл бұрын
vaiya Amar passport er name a vule ase ar oi passport er expire date o sesh akhone Ami name correction Kore new e passport kivhabe Korte parbo bolben please...
@mofajjalhossain5365
@mofajjalhossain5365 2 жыл бұрын
thanks
@azizurrahmanaziz6900
@azizurrahmanaziz6900 2 жыл бұрын
Nid/mrp passporte nam boyos thik ache.kinto nid te md ache passporte sodho nam ache.ami e passport reissu korte parbo?
@MdShamim-wg6sr
@MdShamim-wg6sr Жыл бұрын
thanks sir
@amirhosain1124
@amirhosain1124 Жыл бұрын
Vaiya amar husband er passport a r amar passport a gram r post-office alada ate ki soudi family visa pete problem hobe
@ashikislam2084
@ashikislam2084 2 жыл бұрын
Anguara Begum Md. Alal Uddin এইটা হইল আমার বাবা,মা Nid card এ আছে।কিন্তু আমার SSC,HSC Certificate এ Anjuara Begum এর জাইগাই শুদু j এর জাইগাই g টা ভুল। আর বাবার টা Md দেইয়া নাই। কিন্তু আমার NID Card a amar Certificate মিল রেখে করেছি।এখন সব জাইগাই কি জাইতে পারব ভাইয়া
@MdShahin-uv9tb
@MdShahin-uv9tb Жыл бұрын
ভাই আমকর এন আই ডি তে গ্রামর নাম, বালিয়াকান্দা, মৌজার নাম, বামনকান্দা,ভাঙ্গা,ফরিদপুর। কিন্তু আমার পাসপোর্টে সুধু মৌজার নাম বাদ পরছে বামনকান্দা এখন আমি কি করবো এতে কোন সমস্যা হবে কিনা।
@redoykhan7923
@redoykhan7923 Жыл бұрын
আমার পাসপোর্টে spouse,name এর সাথে এন আইডি নাম মিলে না এখন কিভাবে সংশোধন করবো যদি বলতেন উপকার হবে । চালান করে এখন বিপদে আছি।
@ridwanCoxs
@ridwanCoxs 2 жыл бұрын
আমার আইডি কার্ড জন্ম নিবন্ধন কলেজে সাটিফিকেট ১/১/২০০৩সাল আমার পাসপোর্ট আগে করেছিলাম ১৫/০৬/১৯৯৭সাল। ৫বছর + আইডি কার্ড আর পাসপোর্ট। এখন কি ভাবে আমার আইডি কার্ড এর সাথে পাসপোর্ট টা করা যায়। সে বিষয় একটু হেল্প চাই।
@mdrubelhosain6106
@mdrubelhosain6106 Жыл бұрын
আসসালামুয়ালাইকুম ভাই আমি ২০১৫ সালে এক নামে পাসপোর্ট করেছিলাম এখন কি আমি দুই নামে পাসপোর্ট রেনু করতে পারবো কিনা একটু জানাবেন প্লিজ
@mokaromislam6695
@mokaromislam6695 2 жыл бұрын
প্রায় লোকেরই প্রায় ভুল নাম ঠিকানা অথবা জন্ম কর্মকর্তারা এসব ভুল করে কখনো কেউ খতিয়ে দেখেছে পরবর্তীতে ভুল সংশোধন করতে গেলে কি আবার ফ্রি দেওয়া লাগবে এ ব্যাপারে সরকারের গাফিলতি রয়েছে বলে আমি মনে করি
@babuali8320
@babuali8320 Жыл бұрын
চোরের দেশে ভাই এগুলো কোন ব্যাপার না। আল্লাহ সবকিছুর হিসাব নিবেন, আমি আপনি অপেক্ষা করি।ইনশাআল্লাহ এগুলোর হিসাব নিকাশ আল্লাহ নিবেন।
@user-zk3ru5bg1r
@user-zk3ru5bg1r Жыл бұрын
আমার বালের দেশ বাংলাদেশ ধনের দেশ বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গ বল্টু ✌️✌️😂
@RakibulIslam-eg9ei
@RakibulIslam-eg9ei Жыл бұрын
I fuk bd system
@jihadhasan7658
@jihadhasan7658 Жыл бұрын
তাহলে আমাদের কি করা উচিৎ
@jihadhasan7658
@jihadhasan7658 Жыл бұрын
আমার একটা ভুল 5 বছর
@MdAlam-dk5wq
@MdAlam-dk5wq 2 жыл бұрын
আসসালামু আলাইকুম আমার এন আইডি কার্ড থেকে পাসফোর্টের বয়স ১৬ বছর বেশি আমার পাসপোর্ট এখন আইডি মতে করতে চাই।পারবোকী স্যার জানাইবেন প্লিজ।
@munsurabegum9809
@munsurabegum9809 2 жыл бұрын
NID‌ তবে সহায়ী ঠিকানা পরিবর্তন কি করে সম্ভব? জানালে উপকৃত হব।
@shawonbin9411
@shawonbin9411 Жыл бұрын
Vaiya amar babar name Mizanur Rahaman theke Mizanur Rahman korte cai amar certificate diye babar NID card chara para jabe ki?
@Sultan-id5iu
@Sultan-id5iu Жыл бұрын
স্যার আমার পাসপোর্টে জন্ম ঠিকানা বাবা মার নাম ভুল আছে আমি অন্য জায়গায় থেকে পাসপোর্ট করছিলাম পরে আমার জন্মস্থান জায়গা থেকে ভোটার আইডি কার্ড করছে এই আইডি কার্ডের সঙ্গে মিল রেখে পাসপোর্ট সংশোধন করতে চাই আমার কি কাগজ পাতি লাগবে জানাবেন স্যার প্লিজ পাসপোর্ট এর ঠিকানা হচ্ছে লালমনিরহাট জেলা থানা হাতীবান্ধা বর্তমান আমার আইডি কার্ডের ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা বাগমারা থানা আমি এখন কি করব
@ShohozAin
@ShohozAin Жыл бұрын
আমি আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন
@abdullatanjim1534
@abdullatanjim1534 Жыл бұрын
আমার পূর্বোক্ত থানা পরিবর্তন করে নতুন থানা দিতে বলেছে। কিন্তু আমার এনআইডি ও জন্ম নিবন্ধন কোথাওই তা উল্লেখ নেই। বর্তমানে আমি এই সমস্যা থেকে উত্তরণ এর জন্য কি করতে পারি?
@cuteboyahmed6578
@cuteboyahmed6578 Жыл бұрын
ভাইয়া জম্ম সনদ দিয়ে আমার পাসপোর্ট করেছিলাম কিন্তু সেটা হারিয়ে গেছে দুই বছর আগে এখন এনআইডি কার্ড হয়েছে কিন্তু জন্ম সনদ আগেরটা নেই এখন কি করে পাসপোর্ট ফিরে পাবো
@yourtips4892
@yourtips4892 2 жыл бұрын
বাড়ি দালানকোঠা তৈরি সময় বাধা ও বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিও চায় জমি নিয়ে।
@smchannelyt1227
@smchannelyt1227 2 жыл бұрын
Fast view
@Habiburrahman-vt7nj
@Habiburrahman-vt7nj 2 жыл бұрын
পাসপোর্ট এর বয়স id সাথে মিল নাই ঠিক করা যাবে কি
@shawonbin9411
@shawonbin9411 Жыл бұрын
Songsodon korte kotodin somoy lagbe..please answer 🙏🙏🙏🙏
@timulata
@timulata 2 жыл бұрын
ভাই আমি প্রথমে ১৫বছর আগে একটা পাসপোর্ট করে ছিলাম নেশনাল আইডি কার্ড দিয়ে ৫বছর পর বয়স কমিয়ে জর্মনিনন্দন কাগজ দিয়ে আবার নতুন করে দ্বিতীয় পাসপোর্ট করে ছিলাম তার পর আর কুন পাসপোর্ট রিনিউ করা হয় নাই এখন যদি আমি আমি আমার প্রথম পাসপোর্ট টা রিনিউ করাতে চাই তাহলে কি কুন সমস্যা হবে ভাই প্লিজ রিপ্লাই দিবেন নাকি দ্বিতীয় পাসপোর্ট রিনিউ করা লাগবে আর দ্বিতীয় পাসপোর্ট রিনিউ করতে চাইলে আইডি কার্ড এর সাঠে বয়স মিলবে না তাই প্রথম টা ই করতে চাচ্চি
@naimuddin7431
@naimuddin7431 2 жыл бұрын
বাংলাদেশের থেকে আমেরিকার শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করলে কি তা মানি লন্ডারিং এর মধ্যে পড়বে।
@stonewild693
@stonewild693 2 жыл бұрын
ভাই পাসপোর্ট সংশোধন এর ফিস নিয়ে একটা ভিডিও দেন
@shafiqul1993
@shafiqul1993 2 жыл бұрын
স‌্যার , আঞ্চ‌লিক অ‌ফিস ছাড়া কি ঢাকা হেড অ‌ফি‌সে কি সং‌শোধন আ‌বেদন করা যাবে কি ?
@mdali9307
@mdali9307 Жыл бұрын
@Tech Pro SOHRAB ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমার আব্বুর পাসপোর্ট এর মেয়াদ শেষ হবে ২০২৫ সালে। এখন আমার আব্বুর ইংরেজি নাম টা আছে হচ্ছে [ Rafiq ]..এই নাম টা আমার আব্বুর বর্তমান এনআইডি & পাসপোর্টেও আছে... আমি নাম সংশোধন করার পর হবে [Rafique]...অর্থাৎ, (UE) টা যোগ হবে...কারণ আমার সার্টিফিকেট এর সাথে নামটা মিল রাখতেছি...তো যখন পাসপোর্ট রেন্যু করতে যাবে তখন পাসপোর্ট এর নামের সাথে নতুন নামটা মিল না থাকলে কোনো সমস্যা হবে নাকি এরা রেন্যু করার সময় নামটাতে (UE) যোগ করে দিবে?
@Mdsaidul-sm5nv
@Mdsaidul-sm5nv Жыл бұрын
এক জেলার পাসপোর্ট আরেক জেলায় করা যাবে কিনা যেমন আমার বাড়ি রংপুর আমি বরিশাল পাসপোর্ট করতে পারবো কিনা
@milonmahmud63
@milonmahmud63 2 жыл бұрын
Sir amar mrp passprot ar kono docomens nei.sob kiso hariye gese akhon ami kemon kore passports ber korbo
@allsubjectak6572
@allsubjectak6572 Жыл бұрын
tnx
@LogoDesignbyHalima
@LogoDesignbyHalima Жыл бұрын
আমি নতুন আবেদন করেছি টাকাও জমা দিয়েছি কিন্তু পূরণ করার সময় ভুল হয়েছে এখন কি করে ঠিক করতে পারবো
@ziaulhaq6571
@ziaulhaq6571 2 жыл бұрын
bai amar pasport ar sob tik ase sodo jonmonibondan ar number a boll ase karo holo jonmo nibondon age online silona amar jonmonibondon online howar por dehlam amar age jonmonibondon ar number ar sate mil nai ahon ami ki babe songsodon korbo bolle onek upokar hobe
@Rabbani08
@Rabbani08 2 жыл бұрын
Baire theke ki songsodon kora jabe ki na janaben pleace
@smmithunkumar
@smmithunkumar 2 жыл бұрын
Vai ami to abedhn korechi Tar pore kon kichu Hoyche na Chobi o fingar korechi 25 din hoyeche ekhono kon rejal pai nai je
@jc-qd6md
@jc-qd6md Жыл бұрын
পুরাতন পাসপোর্ট সংশোধন করার আগে, পাসপোর্ট অফিস গুলো থেকে অধক্য কর্মকর্তাদের বের করে ধক্য কর্মিদের সজুগ দেওয়া হোক।।।প্রাই পাসপোর্ট আকার ভুল একার ভুল,,তাদের মন গিয়ে থাকে শুধু ধান্দা করার দিকে।।
@ShohozAin
@ShohozAin Жыл бұрын
সুন্দর পরামর্শ
@user-km7ct9sk7h
@user-km7ct9sk7h Жыл бұрын
100% Right
@yunusali1546
@yunusali1546 Жыл бұрын
ভাই আমার পাসপোর্ট এর বাবার নামের বানাম একটি অখর ভুল আমি চাচ্ছি রিনিউ করার সময় কালেকশন করে বাবার nid যুক্ত করে দেব তাতে কি হবে?
@abuhasan3614
@abuhasan3614 Жыл бұрын
অসম্পূর্ণ! আপনি পাসপোর্টের জন্য এপয়ন্টম্যান্ট লাগবে কিনা বল্লেন না। এক কথা বেশ কয়েকবার রিপিট করেছেন!
@jiaurrahman3964
@jiaurrahman3964 Жыл бұрын
❤️❤️❤️
@nurealambishal5049
@nurealambishal5049 2 жыл бұрын
3450/6999 tk bank a joma diyar pore ki amk E-passport dibe??naki MRP passport dibe??
@GO0DBOY7377
@GO0DBOY7377 Жыл бұрын
Passport a ase RAZIB, NID te ase RAJIB. মেয়াদ শেষ।e passport করবো NID অনুযায়ী , কোনো সমস্যা হবে কি?
@mdforid2669
@mdforid2669 2 жыл бұрын
Vai assalamualaik Kemon asen Amar passport nam thikana nid card ar namber bul ase see khetre Amar ki kora ochit Ki babe kaj korle Amar sonsodon hobe???
@monirulalam3423
@monirulalam3423 2 жыл бұрын
স্যার আমার পাসপোর্টে ১৩ বছর বয়স বাড়া আছে , বাকি সব ঠিক আছে। এখন আমি কি পাসপোর্ট সংশোধন করতে পারবো? দয়া করে পরামর্শ দিয়ে ধন্য করবেন।
@mdjanayalamshantoJapan
@mdjanayalamshantoJapan 2 жыл бұрын
পারবেন
@Y2mate.bd22
@Y2mate.bd22 2 жыл бұрын
@@mdjanayalamshantoJapan কিভাবে
@sajalrabidas6909
@sajalrabidas6909 2 жыл бұрын
Bochor proti 10 hajar tk chaise amar kache amar 4 bochor besi tai 40 hajar r extra 5 hajar vai bolse jar proyojon se korbei
@hrsobuj4885
@hrsobuj4885 2 жыл бұрын
@@sajalrabidas6909 চেয়েছে কে? দালাল নাকি পাসপোর্ট অফিস থেকে?
@mdrabby8108
@mdrabby8108 Жыл бұрын
@@sajalrabidas6909 আপনার মতো আমার ও চার বছর। আপনি কি পাসপোর্ট করতে দিছেন।
@aryanvlogs1.
@aryanvlogs1. 2 жыл бұрын
Sir doran amr nid card a amr name only aryan now ami ke passport korta parbo?
@ctdizainsarvecing8612
@ctdizainsarvecing8612 Жыл бұрын
আমার N ID তে Md: tahsin ahmed আবার পাসপুটে mohammod tahsin ahmed, টিক আমার বাবার নামের পাসেও। এখন আমি পাসপুট রেনু করবো, এখন আমার করনিও কি??
@Ehtazzemon
@Ehtazzemon 2 жыл бұрын
ই পাসপোর্ট করার ক্ষেত্রে কি এ আবেদন পত্র লাগে?
@raselmehedi5246
@raselmehedi5246 Жыл бұрын
স্যার আমার পাসপোর্ট-এ অনেক ভূল আছে, আমি ঠিক করতে গেছি কিন্তু ঠিক করে দিচ্ছেনা। স্যার আমার আপনার সাহায্য দরকার।
@thefirstlady.4044
@thefirstlady.4044 2 жыл бұрын
sir,আমি নতুন পাসপোর্ট করবো কিন্তু আমার বাবার নাম আমার জন্ম নিবন্ধনে মোঃ মিজান মিয়া, আর সার্টিফিকেট এ শুধু মিজান মিয়া, আমি ভোটার আইডি কার্ড করবো, এখন আমি ভোটার আইডি কার্ড করতে কোন নামটা ঠিক রাখবো সার্টিফিকেট এর নাকি জন্ম নিবন্ধন এর। আর পরে পাসপোর্ট করতে কোনো সমস্যা হবে নামের জন্য ? plz sir reply diben
@md.amzadhossain4690
@md.amzadhossain4690 Жыл бұрын
আমার পাসপোর্ট এর মেয়াদ শেষ। তাই এখন রিনিউ করতে হবে এবং কিছু তথ্য কারেকশন করতে হবে সেক্ষেত্রে কি পাসপোর্ট ফি এবং কারেকশান ফি আলাদা আলাদা দিতে হবে নাকি শুধু পাসপোর্ট ফি দিয়ে কারেকশান ও করা যাবে?
@Mohsin__22
@Mohsin__22 Жыл бұрын
আমি ২৩/১১/২০২২ তারিখ আগারগাঁও পাসপোর্ট অফিস হতে পাসপোর্ট আবেদন করেছি। অইদিন ফিংগার এবং ছবি অ তুলেসি কিন্তু আজকে আমার স্থানীয় ঠিকানা গ্রামের বাড়ি থেকে ফোন দিয়েছে বল্ল আমার থানা ভুল হইছে। আমার বর্তমান গ্রাম অন্য থানার মধ্যে পরেছে।। এখন আমি কি করব ভাই?? একটু হেল্প করেন.😞
@MdAlamin-eq7ez
@MdAlamin-eq7ez Жыл бұрын
স্যার আমার পুরো তথ্য চেস করার জন্য দালাল ছারা কাজ হচ্ছে না তাই দালালের কাছে গিয়ে ছিলাম ৮০ হাজার টাকা চাচ্ছে তাহলে বলেন আমরা কি দেশের নাগরিক না আপনার সাথে কথা বলতে পারলে অনেক ভালো হতো
@myvlogeanwar1759
@myvlogeanwar1759 2 жыл бұрын
ভাই আমার আগের পাসপোট করা আছে মেয়াদ শেষ এখন কি জন্ম নিবন্ধন দিয়ে করা আমি কি আগের পাসপোট আনতে পারবো জন্ম নিবন্ধন দিয়ে
@Sagartannu
@Sagartannu Жыл бұрын
amr passport e 7 yr er mil nai NID card er sate. ekhn ki korbo
@shawanroy1947
@shawanroy1947 Жыл бұрын
ভাই আমি ২০১৬ সালে জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করি তখন ভোটার আইডি কার্ড ছিলোনা এখন ভোটার আইডি কার্ড হয়েছে, আমার জন্মনিবন্ধন আর ভোটার আইডি কার্ডের নামের সাথে অমিল আছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, একটু বল্লে খুব উপকৃত হবো ধন্যবাদ
@BirohiJahidSorkar-3954
@BirohiJahidSorkar-3954 Жыл бұрын
স্যার আমার নামের অক্ষর ভুল আমার নাম-বাংলা=মোঃজাহিদুল ইসলাম জাহিদ ইংলিশ-MD.JAHID ISLAM JAHID স্যার দয়া করে কি কি কাগজ পএ লাগবে আমাকে জানাবেন
@MDSAFIULISLAM-rv1dt
@MDSAFIULISLAM-rv1dt 4 ай бұрын
আসসালামুয়ালাইকুম স্যার পাসপোর্ট অনলাইনে আবেদন করার সময় আমার নামের একটা অক্ষর ভুল হয়। আমি যখন ছবি ও ফিঙ্গার দেয় তখন তাদের বলি যে আমার একটু ভুল আছে তারা তা সংশোধন করে দেয় । এবং delivery sleep এ সেই সঠিক নামটাই আসে ।কিন্তু আমার online check status এ সেই ভুল নামটাই দেখাচ্ছে যেটা application এর সময় ভূল লিখেছিলাম। স্যার এখন আমার সঠিক নামটাই আসবে না ভুল নামটা আসবে।দয়া করে একটু জানাবেন ❤
@hridirahi2312
@hridirahi2312 Жыл бұрын
দেশের আইন শুধু পয়সা ওয়ালা লোকদের জন্য। গরিবের জন্য কোন আইন নেই স্যার। আমরা ৭জন বন্ধু একসাথে মিলে পাসপোর্ট সংশোধন সমশ্যা নিয়ে ঢাকা হাই কোর্টে রিট পিটিশন মামলা করি। ৬ মাস পর আমাদের পক্ষে রায় হয়। সেই রায় এর কপি নিয়ে ৭জন সাত জেলায় পাসপোর্ট সংশোধন এর আবেদন করি। সেই আবেদন এর কপি নিয়ে এডি স্যার এর কাছে যাই,এডি স্যার ১ম বলেন বয়স সংশোধন হবেনা।৩/৪ দিন গুরার পর জমা নেন, তার পর বলেন পাসপোর্ট পেতে অনেক লেইট হবে। আমি জমা করি ২৪ মার্চ ২০২২ সংশোধন হলো নিজের নামের ২ টি অক্ষর, + মায়ের নাম এবং বয়স ৩ বছর ১১ মাস। আজ ৫ মাসের উপর হলো, ৩ মাস backend verification এ ছিলো। গত সপ্তাহে Rework correction মেসেজ আসে। তার পর এডি স্যার এর সাথে দেখা করি।এডি স্যার বলেন আপনার পাসপোর্ট আবেদন পাইল ঢাকা আগারগাঁও থেকে কেনসেল করে দিয়েছে😢 এখন আমার করনীয় কি? কি করলে পাসপোর্ট পেতে পারি?
@hridirahi2312
@hridirahi2312 Жыл бұрын
যদি পারেন,আমাকে সু পরামর্শ দিয়ে সহযোগীতা করবেন।পাসপোর্ট এর জন্য বেকার জীবন কাটতেছি
@hridirahi2312
@hridirahi2312 Жыл бұрын
কিছুই তো বলেন নি?
@jannatulkeya9222
@jannatulkeya9222 Жыл бұрын
@@hridirahi2312 apni ja bolsen aitai hose bastobota amader mto middle class er manush er shte amon ee hoi. Amr passport ay onek vul information dewaa ase akn onk stress asi j asole ki korbo . Adewo ki sombov hbe naki Allah ee jane
@mdhobir6079
@mdhobir6079 Жыл бұрын
পাসপোর্ট সংশোধন করতে হলে কি সিঙ্গার বাধ্যতামূলক দিতে হবে
@shilabegum3379
@shilabegum3379 Жыл бұрын
ভাইয়া আমার বাবা হল সৎ বাপ আপন বাপ ভুলবশত আমি সৎ বাপের নামটা পাসপোর্টে ব্যবহার করেছিলাম এখন এনআইডিতে আমার আসল বাপের নাম সেই অনুযায়ী পাসপোর্ট করতে চায় এটা কি সম্ভব হবে
@mrshawkutali4452
@mrshawkutali4452 2 жыл бұрын
আমার এনআইডি বয়স ১৯৮৬,পাসপোর্ট বয়স ১৯৮০,আমি এনআইডি দিয়ে পাসপোর্ট করেছি ভুল করেছে পাসপোর্ট অফিস আমি পাসপোর্ট বয়স সংশোধন করতে চাই সহজগিতা করবেন
@humairahumaira-yg8ih
@humairahumaira-yg8ih 7 ай бұрын
স্যার আমি বিবাহিত। কিন্তু পাসপোর্ট এ অবিবাহিত আছে,,,এখন এটা কি আমার বিদেশ যাওয়াতে কোন প্রবলেম হবে?
@kamrulislam8308
@kamrulislam8308 2 жыл бұрын
Name poriboton hobe ki?
@jahidulbright9566
@jahidulbright9566 2 жыл бұрын
passport ki satha deta hoi..?? porton ta
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 59 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 7 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН