অসাধারণ পরিবেশনা। প্রেম ও বিরহের এমন কণ্ঠ উপস্থাপন, মুগ্ধ করে। শীলিত সাধনার ছাপ এই পদাবলী গানকে অন্য মাধুর্য দিয়েছে। মর্মের গভীরে এক অনাস্বাদিত ভাব সঞ্চারিত হয়। প্রমীলা চক্রবর্তীর গানে আজ ভোর অন্য অনুভব হয়ে ছুঁয়ে গেল। শিল্পীকে অভিনন্দন। মুগ্ধতা অশেষ।
@MahenderNath-y7g Жыл бұрын
Radhe Radhe Ogo Bordi Madhumay Sukanthi Khub Sunder Athi Sunder Ei Tuchu Abhomer Pranam Joto Suni Lage Aro Suni Aro Suni. Jay Shree Radhe ❤❤❤
@pratulsen83802 ай бұрын
অপূর্ব! অপূর্ব কন্ঠস্বর!! এত বড় একজন শিল্পীর সুমধুর পদাবলী কীর্তন এই প্রথম শ্রবণ করলাম। তাঁর প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। শ্রবণে আজি ধন্য হলো পরাণ আমার। 🙏
@TapasDas-xm1mx2 жыл бұрын
হরে কৃষ্ণ। অনবদ্য পরিবেশন।। প্রতিটি শব্দ পরিবেশনা র সময় যেন সখী পরিবেষ্টিত অবস্থায় শ্রী ময়ী রাধারানীর লীলা দর্শন করছি। জয় বৃষভানু নন্দিনী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী। 🌷🌷🌷🌷🙏🙏🙏🙏
@sayanti8383 жыл бұрын
মুগ্ধতা ছাড়া কিছু রেখে যাওয়ার রইলো না 😊🌸
@zanendranathsarker97532 жыл бұрын
মুগ্ধতা চির ভাস্বর
@saradindubanerjee99552 жыл бұрын
সব মুগ্ধতা আপনার জন্য 🌹
@shantilota3057 Жыл бұрын
eeeeeeeeeeeeeeeeeeeeeee3ee
@dulalchandrabera23742 жыл бұрын
খুব সুন্দর পদাবলী কীর্তন টি গাওয়ার জন্য অসংখ্য সাধূবাদ। হরেকৃষ্ণ।
অনবদ্য পরিবেশন। আরও আরও বেশী করে শুনতে চাই। প্রমীলা দেবীকে ও যন্ত্র শিল্পীদের অনেক ধন্যবাদ। জয় শ্রী রাধে। জয় শ্রী কৃষ্ণ। জয় জয় রাধে কৃষ্ণ। জয় গুরু।
@sanatandutta8096 Жыл бұрын
JoyGuru
@kanchanmandal2444 Жыл бұрын
কমলা ঝরিয়া দেবী অনেক ভালো। 🙏🙏
@NiranjanSadhukhan-tc6zq11 ай бұрын
Pramila Man ke Dhanbad contact of Sundar and padabali kirtan
@nirmalkumarsarkar22263 жыл бұрын
কীর্তন বাংলার এক নিজস্ব সম্পদ এবং সঙ্গীত শাখায় একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে,এর প্রসারে ও প্রচারের জন্য বেঙ্গল ফাউন্ডেশনের ভূমিকা অপরিসীম। তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। গায়িকা সহ অন্যান্য সবার জন্য র-ইল আমার নমস্কার ও অভিনন্দন।
@RanjitSarkar-bq5yb9 ай бұрын
Barbar sunlyo mon vorena
@RanjitSarkar-bq5yb9 ай бұрын
Monehoy aro suni endless pra nam
@anitadatta13033 жыл бұрын
অসাধারণ গায়নশৈলী !
@sumanbiswas78653 жыл бұрын
অপুর্ব লাগল দিদি।আমার দাদু,জেঠু,কাকা রা এই পদাবলী গুলি গাইতেন।কানে বসে গেছে কীর্তন গুলো। আপনার contact no.পেলে খুব আনন্দিত হবো।
@kingshukchoudhury3463Ай бұрын
এই কীর্তন কৃষ্ণচন্দ দে-র রেকর্ডে ছিলো,মধু ! মধু!
@artandcraft3501Ай бұрын
হর কৃষ্ণ
@dipanwita20003 жыл бұрын
মন ভাল হয়ে গেল 🙏
@sunilkumardas594110 ай бұрын
মন ভরে গেল।
@KanchanRajbari9 ай бұрын
ভালো ই লাগলো
@pollymukherjee89373 жыл бұрын
Please upload the entire collection, specially all the lokgeeti and ppdaboli and lalan geeti. You are serving bengalees to stand apart in today's homogeneous time. We are grateful to you. From Calcutta.
@bishnupadamajumder58933 жыл бұрын
কীর্তনে একবিংশ শতাব্দী ! স্বাগত 👍
@kanhailalmukherjee46542 жыл бұрын
I will be pleased to listen the entire collection of kirtans and lokgeeti. From Bankura
একটি কথা না বলে পারছি না। পদাবলী বলতে আমরা সাধারণত বৈষ্ণব মহাজন পদাবলী বুঝি। সেক্ষেত্রে শৈলেন রায় বা কাজী নজরুল ইসলামের লেখা গানগুলি কীর্তন বা কীর্তনাঙ্গের গান। কিন্তু পদাবলী কীর্তন বলাটা সমীচীন কি না জানি না। আর একটা কথা। এই গানগুলির অধিকাংশই শ্রদ্ধেয় কৃষ্ণচন্দ্র দে-র কণ্ঠে বিখ্যাত। গায়িকা সেই প্রভাব একেবারেই কাটিয়ে উঠতে পারেন নি।
@peacelover16053 жыл бұрын
পদাবলী বলায় যায়, এক্ষেত্রে পদকর্তার ধর্ম কি,তিনি কোন সময়ের সেটা বিচার্য নয়, বরং গানের আঙ্গিক ও ভাব "পদাবলী" ধর্মী হলেই গান টিকে পদাবলী বলা যাবে। আধুনিক কালের রবীন্দ্রনাথ ঠাকুর এর ভানুসিংহের পদাবলী উল্লেখযোগ্য। এছাড়া লোকসংগীত ,শ্যামাসঙ্গীত এর মতোই পদাবলী কীর্তন ,বাংলা গানের এক বিশেষ ধারা...
@rajibendra3 жыл бұрын
@@peacelover1605 স্বয়ং রবীন্দ্রনাথ ভানুসিংহের পদাবলীকে একেবারেই গুরুত্ব দিতে চান নি।তাঁর মতে ওগুলো ছিল অল্প বয়সের অন্ধ অনুকরণপ্রবণতা, নেহাতই কাঁচা হাতের রচনা -- যার মধ্যে মহাজনপদাবলীসুলভ ভাবের গভীরতা একেবারেই নেই ( তথ্যসূত্র -- জীবনস্মৃতি )। এখানে ওই ভাবের গভীরতা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ধর্মের কোন কথা ওঠাই বাঞ্ছনীয় নয়। কারণ গোষ্ঠলীলার সম্ভবত সর্বোত্তম পদ " কি বা খেলত রাম " নসির মামুদের রচনা। এই পদটির শেষে তিনি বলছেন বড় গভীর তত্ত্বকথা -- " আগম নিগম বেদসার / লীলায় করত গোঠবিহার / নসির মামুদ কহত আজ / চরণে শরণ দানরি।"
@peacelover16053 жыл бұрын
@@rajibendra , হ্যা, নাসির মামুদ সহ আরো বহু মুসলিম পদ কর্তা ছিলেন, সুফি বাদের সঙ্গেও বৈষ্ণব সাধনার বেশ মিল আছে। অনেকে অজ্ঞতাবশত পদকর্তা দের ধর্ম দিয়ে বিচার করেন,পদাবলীকে কেবলমাত্র "বৈষ্ণব" ধর্ম সংগীত বলে মনে করেন ,সেটা ঠিক নয় ,তাই ধর্মের দ্বারা বিচার করা উচিত নয় এমনটা বলেছি। অবশ্যই ,ভানুসিংহের পদাবলী ,রবীন্দ্রনাথ ঠাকুরের অতি অল্প বয়েসের লেখা,পরবর্তী কালে এই বিষয়ে তাঁর ,ভিন্ন মত তৈরি হতেই পারে, কিন্তু উক্ত রচনা টি যে আধুনিক যুগে ,পদাবলী রচনার একটি ভালো উদাহরণ বা স্বার্থক প্রয়াস ,তা স্বীকার করতে হয়,এখনো রচনা টি বহু চর্চিত ,অভিনীত হয়ে থাকে। আর পদাবলী ,বাংলা ধর্মীয় গানের একটি বিশেষ ধারা, যে কেউ সেই ধারার আঙ্গিক ও ভাব কে নিয়ে "পদাবলী" রচনা করতে পারেন...
@ananyaddas78402 жыл бұрын
সঠিক কথা। আর কীর্তন গাইলেই কীর্তনিয়া হওয়া যায় না। কীর্তনের জাত গান যেগুলো বড় তালে নিবদ্ধ, তার আখ- রের বৈচিত্র্য অনেক বেশি। গায়িকা কৃষ্ণচন্দ্র দে, কমলা ঝরিয়াকে অনুকরণ করেছেন। শুনতে নেহাত মন্দ লাগছে না।