আহ্লাদী পানা বেশি করেন সোহেল সাহেব। লজ্জা থাকা উচিত ফোনে কি কথা হয়েছিল এখন এসব কথা বলে সে , তার বোন সিমিন হোসেন রিমি এবারও ২০২৪ এ প্রতিমন্ত্রী ছিলেন।
@souroshine2098Ай бұрын
★রিমিকে শেখ হাসিনা নানাভাবে ব্লেকমেইল করে জাস্ট ব্যবহার করেছে। হাসিনার প্ল্যান ছিলো সোহেল তাজের এই চলে যাবার মত আচরণের প্রতিক্রিয়ায় তাজউদ্দীন পরিবারের সদস্য রিমিকে রাজনীতিতে টেনে আনা ও একটা সময় দুর্নীতির অভিযোগ দিয়ে রাজনীতি থেকে মাইনাস করে দেয়া, যাতে এই পরিবারের কেউ পলিটিক্স না করে। ★২০১২ সালে হাসিনা নমিনেশন পেপার নিয়ে রিমির বাসায় যায়। সেদিন হাসিনার মধ্যে ছিলো এক হিংস্রতা মিশ্রিত হাসি-খুশি কোমলরূপ। রিমি যদি হাসিনাকে খালি হাতে ফিরিয়ে দিতো, তাহলে রিমি ও তার পরিবারের সদস্যরা কেউ নিরাপদ থাকত না, মৃত্যুর হুমকি ছিলো প্রতিনিয়ত। রিমির যদি সাধ্য থাকত, তাহলে তো ২০১২ সালেই শেখ হাসিনাকে বিদায় জানিয়ে ফিরিয়ে দিতো, পারেনি। কারণ, নিরাপত্তার ইস্যু যে কতটা প্রকট সেটা বুঝতে সময় প্রয়োজন। #২০১৪ সালে হাসিনা রিমিকে ক্যাবিনেটে নিতে পারেনি। ২০১৮ সালেও তো পারেনি। ##কিন্তু ২০২৪ সালে রিমিকে হাসিনার ডাকে সাড়া দিতে হয়েছে। উল্লেখ্য যে, ২০২৪ সালে কাপাসিয়াতে কোনো ডামি ইলেকশন হয়নি। ভোটের লড়াইয়ে রিমি জিতে এসেছে। যেখানে শেখ সেলিম গ্রুপ আলম সরকারকে দাঁড় করিয়ে রিমিকে মাইনাস করতে চেয়েছিল, সেখানে রিমি ইতিবাচক কাজ করে এই ষড়যন্ত্রের জবাব দিতে চেয়েছিলেন। অভিমান দেখিয়ে দূরে সরে যাওয়া যেমন তার জন্য সম্ভব ছিলো না, তদ্রুপ তিনি তাঁর ইতিবাচক কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন প্রচেষ্টাকেও অবহেলা করতে পারছিলেন না। ★কাপাসিয়াতে রিমি প্রসবকালীন মাতৃ মৃত্যুর হার শূন্যতে নামিয়ে এনেছিল। তার এই প্রকল্পকে WHO গুরুত্বসহকারে মডেল প্রকল্প হিসেবে অভিহিত করেছিল। বিবিসি নিউজও করেছিল। এমপি হিসেবে রিমি বরাবরই তার সীমিত ক্ষমতার মধ্যেই মা ও শিশুর স্বাস্থ্যখাতকে গুরুত্ব দিয়ে কাজ করেছেন। ক্যাবিনেটে যাবার পর রিমি মা ও শিশুর সেই প্রকল্প 'গর্ভবতীর আয়না, গর্ভবতী গয়না' মন্ত্রণালয়ের মাধ্যমে দেশ ব্যাপী প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এখন প্রশ্ন তুলতে পারেন, রিমি ক্যাবিনেটে গিয়ে কী ভালো কাজ করেছে নাকি মন্দ। তার কাজের মধ্যে ত্রুটি আছে কিনা সেই প্রশ্ন রাখতে পারেন। এর জন্য তদন্তের দাবি রাখতে পারেন। রিমির ফিলসোফি এখানে স্পষ্ট, সোহেল তাজের মতো তিনি ভারী কোনো মন্ত্রণালয়ে তিনি না গিয়ে, অন্তত রয়ে-সয়ে মানুষের জন্য কাজ করা যায় এমন সাধারণ মন্ত্রণালয়ে তিনি সক্রিয় হোন। তিনি রাজনৈতিক জীবনে পা দিয়েছেন একটি বিশেষ চাপে পড়ে, সকল কষ্ট সহ্য করেও তিনি যতটুকু সম্ভব মানুষের জন্য কাজ করতে চেয়েছেন।
@anamulanam-zh9cyАй бұрын
আমার প্রিয় একজন নেতা। আওয়ামী লীগের হাল ধরেন প্লিজ
@Jack061-f5nАй бұрын
বেশি সম্মান দিয়ে দিয়েছিল সোহেল তাজকে😂😂
@ShowkothAlimirАй бұрын
সুন্দর ভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে এগিয়ে নেয়ার জন্য অনুরোধ করছি সোহেল তাজ স্যারকে। ধন্যবাদ
@MunnaMunna-v9cАй бұрын
জেগে জেগে সপ্ন দেখেন ভাই
@mssarkar1753Ай бұрын
সহেল তাজ মীরজাফর
@Amit1952__Ай бұрын
ho tor baal arki😂
@faysal_dailyАй бұрын
😂😂😂
@hettty1122Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@BgPrintingАй бұрын
অত বেশি নীতিবান নেতা চলে না
@akramulhoq5680Ай бұрын
মানষিক রুগি
@mdhaiderali2613Ай бұрын
আমার মনে হয় সে পাগল হয়ে গেছে
@MdMosaharof-fy8lxАй бұрын
Right
@ahadlovejesus7433Ай бұрын
mAshAllah maybe he was good man😢😢❤
@TubeNanАй бұрын
Sohel Taj Indiar secret agent
@souroshine2098Ай бұрын
প্রমাণ কী? ব্যাখ্যা কী?
@kohinooraktar7579Ай бұрын
Sohel taj ar moto balo Manus rajniti assa darker.shekh pariber awame-league ta dangsaa koira dissa.
@AshfiqurRahmanRishadАй бұрын
Mir jafor😂😂
@KamrulIslam-o8sАй бұрын
মাঙ্গের পোলা বিয়াম করতে করতে মাথা নষ্ট হয়ে গেছে 😂
Manush er sympathy nen besi kore. Mone rakhben ai awami league e kintu apnake valobesecilo. Aj kharap somoi e apni esob bole beraccen. Apnar Moto neta charai awali league cholece, future EU cholbe.
@souroshine2098Ай бұрын
আওয়ামীলীগকে পুনরায় জন্ম দিয়েছে সোহেল তাজের মা, এই আওয়ামীলীগের জন্য সোহেল তাজের যতটা দরদ ততটা কারোর নেই। হাসিনা আওয়ামীলীগের নীতিকে ধ্বংস করে, দলটাকে মাফিয়ালীগে পরিণত করেছে। ক্রিমিনাল মাফিয়ালীগার এখন দৌড়ের উপর আছে। হাসিনার মাফিয়ালীগ কোনোদিনও এদেশে প্রতিষ্ঠা পাবে না। সৈয়দা জোহরা তাজউদ্দীনের আওয়ামীলীগই প্রতিষ্ঠিত হবে।