Рет қаралды 117
পদ্মা নদীতে ফরমালিন মুক্ত তাজা চিংড়ি ধরার এ পদ্ধতি আপনাকে সত্যিই অনেক অবাক করবে | Fishing process
#trending #fishing #riverside
হ্যালো বন্দুরা কেমন আছেন সবাই, আশাকরি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আমার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অন্তর্গত পদ্মা নদীর পাড়ে অবস্থিত। বছরের বিভিন্ন সময়ে যখন ছুটি পাই তখন সোজা গ্রামের বাড়িতে চলে আসি। কারন আমার গ্রামের প্রাকৃতিক পরিবেশ, বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদী এবং নদীর পানি ছোয়া প্রবাহিত বাতাস আমার মনকে বিমোহিত করে। বছরের মাঝামাঝি কোন এক সময়ে ছুটি নিয়ে আমারা স্ব-পরিবারে গ্রামের বাড়িতে এসেছিলাম। বাড়িতে আসার পরের দিন বিকেল বেলা পদ্মার পাড়ে ঘুরতে বের হয়েছিলাম এবং খুবই চিত্তাকর্ষক ও আনন্দ দায়ক একটি সময় পাড় করেছিলাম। পদ্মার পাড়ে ঘুরতে ঘুরতে আমাদের এলাকায় প্রচলিত চিংড়ি মাছ ধরার এ পদ্ধতি আমার চোখে পরে যেটা পদ্মার পাড়ে আসলেই সচরাচর দেখা মেলে। মাছ ধরার এ পদ্ধতি সহ সম্পূর্ন এই আনন্দ ঘন মুহুর্তটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত এই ভিডিওটি করা। অপরুপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই গ্রাম এবং এই পদ্মার পাড়।
আশাকরি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ন আমার এই পদ্মার পাড়ের ভিডিওটি দেখে আপনিও হারিয়ে যাবেন অন্য এক ভূবনে। কারন আপনি ভিডিওটি দেখার সময় ফিল করবেন আপনি সেখানে আছেন।
আমাদের পদ্মার পাড়ে আপনাকে স্বাগতম।
যে কোন প্রয়োজনেঃ
jakircastudent64@gmail.com