Рет қаралды 12,778
আমি এখন পদ্মা পাড়ের মানুষ। সকাল, দুপুর ও বিকেল সময় করে পদ্মা দেখা হয়। বেশ ভালোই লাগে। পদ্মা পাড়ে স্থায়ী হয়েছি তাও চার বছর হতে চলল, কিন্তু নৌকায় করে এ নদীতে ঘুরা সম্ভব হয়নি। আমি পদ্মায় ইঞ্জিনবিহীন পালতোলা নৌকায় খানিকটা সময় ঢেউয়ের সাথে ভেসে বেড়াতে চাই!
আমার ছাত্র অন্তর মালো এ যান্ত্রিকযুগে ইঞ্জিনবিহীন নৌযানে চলাচলের কথা শুনে অবাক হলো। তবুও আমার ইচ্ছের প্রতিফলন ঘটানোর জন্য পাল, নৌকা আর দক্ষ একজন চালকের ব্যবস্থা করলেন। জ্যৈষ্ঠের শেষ দিনের বিকেল তীব্র গরম উপেক্ষা করে পদ্মার বুকে বেশ ভালোই কাটলো।
ভিডিও : সিয়াম রহমান
অন্তর মালো
অয়ন মালো
||১৪ জুন, ২০২২ ইং||