এক মিনিটে ঘুরে আসুন পদ্মা সেতু থেকে--> kzbin.info/www/bejne/ZmmkhKKMgdyIfpY
@munnihalder67292 жыл бұрын
@Mohona Das by o .
@Nurulamin-12 жыл бұрын
পদ্মা সেতুর সফলতার পিছনে আল্লাহর অশেষ রহমত কাজ করেছে। দেশে বড় কোন দূর্যোগ যেমন হয়নি, তেমন বিদেশ থেকে রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে অনেক। জালানি বাজার ছিলো অনেক স্থিতিশীল। যা সরকারকে সবচেয়ে বেশি শক্তি যুগিয়েছে। পদ্মা সেতুতে মিশে আছে দেশের ভিখিরি থেকে সর্বচ্চো ব্যক্তিদের টাকা। ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক এখানে সবার টাকাই আছে হোক তা কোন দলের। হোক তা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বা অন্য কোন দল। দেশে কিছুটা মুদ্রা স্ফীতি বেড়েছে, সেতু খুলে গেলে দক্ষিণ বঙ্গ কিছুটা জনসংখ্যা বৃদ্ধি পাবে। 😜🤫
@amzadhossain64722 жыл бұрын
A
@m.sohelrana79202 жыл бұрын
ঢাকায় পড়ালেখা করার সুবাদে বহুবার হাতের মুঠোয় জীবন নিয়ে উত্তাল পদ্মা পার হয়েছি..... আমি জানি পদ্মা সেতু আমাদের জন্য কতো কাঙ্ক্ষিত কতো আবেগের। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী 😍😍
@subrotabiswas24992 жыл бұрын
আমার কাজের সুত্রে মাসে তিন চার বার পদ্মা নদী পাড়ি দিতে হয় সেই ২০১১ সাল থেকে গুরুত্ব দিয়ে পদ্মা সেতুর খোঁজ খবর রাখি নিয়মিত। সেই পদ্মা সেতু আজ বাঙালির গরব নিয়ে দাঁড়িয়ে আছে পদ্মা নদীর উপর। এই সেতুর গুরুত্ব আমরা দখিন অঞ্চলের মানুষ ছাড়া কম মানুষ বুঝবে এর গুরুত্ব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী সেখ হাসিনা কে।
@nasirhossan52842 жыл бұрын
আমাদের ভালোবাসার সেতু
@sabbirhossainnoyon1002 жыл бұрын
শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। বিএনপি জামাত আগে বলতঃ শেখ হাসিনা নাকি দেশকে বিক্রি করে দিবে। অথচ শেখ হাসিনা আজ স্বাধীনতার পর দেশের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। শেখ হাসিনা থাকলে বেশ, পথ হারাবেনা বাংলাদেশ। উন্নয়নের জোয়ারে দেশ এগিয়ে যাচ্ছে। আর এই যাত্রা অব্যহত থাকবে ইনশা আল্লাহ।
@আধুনিককবিরাজ2 жыл бұрын
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে... মহান আল্লাহ তাকে সুস্থ ও বাঁচিয়ে রাখুন আমিন।
@habibajaved97942 жыл бұрын
এই সেতু আমাদের অহংকার। যারা এই সফলতা কে অস্বীকার করে তারা সত্য কে অস্বীকার করে। বাস্তব কে অস্বীকার করে । ভালো যা কিছু তাকে ভালো বলার সাহস আর বড় মন তো রাখা চাই।
@NewsNoakhali2 жыл бұрын
মুর্খের মতো কথা বলো না,পদ্মা তৈরি হোক সবাই চায়,কিন্তু দুই পদ্মার তৈরির মতো অর্থ দুর্নীতি কেউ চায় না,যেটা এখন সবার কাছে দুর্যোগের সৃষ্টি করেছে,সব কিছুতে দ্রব্যমূল্যের উর্ধগতি জনগণের অসঙ্গতি। তবে একটা উন্নয়ন সরকার করছে সেটা হলো সব কিছুর মুল্য বৃদ্ধি করা।
@ShamimAhmed-mb4wi2 жыл бұрын
আমি ছোট থেকে রেডিও তে আকবার স্যারের প্রতিবেদন শুনতাম লোকটাকে তখন দেখতাম না কিন্তু এখন স্মার্টফোনের যুগে তাকে দেখা আমার কাছে সহজ হয়ে গেছে,,,,,তার প্রতিবেদন অনেক ভালো লাগে। আমি মনে করি তিনি একজন কিংবদন্তী সাংবাদিক। 💕 💕 💕
@MahadiHasan-hx7jf2 жыл бұрын
Ha ha ha...ei beta r Bhasan Char niea report ta vule gesen? Ki vabe vul news dekhaicilo?
@shottobarta83432 жыл бұрын
সকল প্রতিকূলতাকে দূরে ঠেলে মাননীয় প্রধানমন্ত্রী একান্ত প্রচেষ্টায় এই পদ্মা সেতু করা সম্ভব হয়েছে।
@nusratkamal45512 жыл бұрын
এগিয়ে চলো বাংলাদেশ !!!
@tarifshektarifshek43162 жыл бұрын
পদ্মা সেতু বাংলাদেশের তথা বাঙ্গালীর অহংকার
@MuhammadRazib2 жыл бұрын
আমি ব্যক্তিগত ভাবে মন্দের ভাল আওয়ামীলীগকে সমর্থন করি কিন্তু আমি নিজেও সেই সময় ভাবি নাই যে আসলেই পদ্মা সেতু করতে পারবে এই সরকার!!! দারুন কাজ! অবিশ্বাস্য!
@08tahsin2 жыл бұрын
আমি আওয়ামীলীগের উপর না , শেখ হাসিনার উপর ভরসা ছিল । শেখ হাসিনা প্রচন্ড সাহসী একজন মহিলা । উনি একদম তার বাবার মতো হয়েছে ।
@MuhammadRazib2 жыл бұрын
@@08tahsin Ha. Uni na thakle j ki hobe ei desher! Vablei voy lage. Bangladesh ekhon sob theke valo time par korteche specially economically.
@08tahsin2 жыл бұрын
@@MuhammadRazib , আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানি না । এখনো বিরোধী দলের অনেক নেতা কর্মী আওয়ামীলীগকে পছন্দ করে না কিন্তু বঙ্গবন্ধুকে মিস করে । বাঙালি জাতিও একদিন শেখ হাসিনাকে মিস করবে
@h.m.galiburrahman94732 жыл бұрын
সবকিছুই সুন্দর ভাবে শেষ হতে পারতো, যদি না মাননীয় প্রধানমন্ত্রী কয়েকজনকে পদ্মা নদীতে চুবানোর কথা বলতেন।
@08tahsin2 жыл бұрын
@@h.m.galiburrahman9473 , আপনি আমি বুঝবো না , এই পদ্মা সেতু তৈরি করতে প্রধানমন্ত্রীর কতো দিক থেকে পরিস্থিতি সামাল দিতে হয়েছে , কতো ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়েছে , কতো মানসিক চাপ সহ্য করতে হয়েছে , শুধু মাত্র এই কয়েক জনের কারনে ।
@masudranadipu33692 жыл бұрын
ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী। যার সাহসিকতার ফসল আমাদের গর্বের পদ্মা সেতু।
@shakiltalukder51752 жыл бұрын
পদ্মা সেতুর খবর শুনলেই, মনের অজান্তেই চোখে পানি এসে পড়ে, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য মন থেকে দোয়া চলে আসে।
@ashikshikder61042 жыл бұрын
ঠিক বলছেন ভাই,, পদ্মা সেতু আমাদের এই পরের মানুয়ের জন্যে কি টা আমরা জানি, আর বাকিরা তো হিংসায় জ্বলে যায়,
@kabirahmed79822 жыл бұрын
@@ashikshikder6104 কথাটা খুবই সত্যি।
@al-aminmunshi4132 жыл бұрын
😂😂😂😂😂যাক একজন অন্ধ ভক্ত পেলাম,,
@ashikshikder61042 жыл бұрын
@@al-aminmunshi413 আপনার কি মনে হয় চোখ শুধু আপনার ই আছে?
@poonampuzari80402 жыл бұрын
thik bolchen vai🙏 amaro same feelings
@alemran61442 жыл бұрын
আমি বাগেরহাট থেকে বলছি, যে যাই বলুল, পদ্মা আমাদের জন্য জীবনযাত্রায় এক নতুন মাত্রা এনে দেবে।
@revolutionary_nationalist_soul2 жыл бұрын
আমরা দক্ষিনাঞ্চলের অধিবাসীরা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
@AnowarHossain-bn7bj2 жыл бұрын
ধন্যবাদ বি এন পি জামাত কে তারা ক্ষমতায় না থাকার জন্য।তারা ক্ষমতায় থাকলে পদ্মাসেতুর একটা পিলার ও আজ অবধি দেখতে পেতাম না
@gmhasan47902 жыл бұрын
ষোলআনা সত্য বলেছেন। আমীন,
@shamimayasmin11182 жыл бұрын
আওয়ামী, বিএনপি এগুলো ব্যাপার না। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে দেশ ধীরে ধীরে এগিয়ে যায়।
@MdMehedi-mf9di2 жыл бұрын
right vi
@mdjahangiralombabul91972 жыл бұрын
রাইট
@MdYousuf-tl1kh2 жыл бұрын
অনেক ভালো লেগেছে
@tarikmedia23742 жыл бұрын
Khub bhalo. Valobasha roilo
@MohammadDidarulAlam-u5n2 жыл бұрын
ভালো কাজের প্রশংসা না করলে অন্যায় হবে। শুধু এই কাজের জন্য আজীবন শেখ হাসিনার কথা মানুষ মনে রাখবে। এটা বাংলাদেশের তাজমহল! সম্রাট শাহজাহানের মতো শেখ হাসিনা এই স্থাপনার সাথে মিশে থাকবে বহু শতাব্দী। আমি শেখ হাসিনার নেক হায়াত কামনা করি।
@umixed242 жыл бұрын
Na
@hussainmuhamad15152 жыл бұрын
বিএনপির জ্বালার নাম পদ্মা সেতু
@BristyySarkhel2 жыл бұрын
আমি ইউটুবে গান শুনাই, আমার গান ভালো লাগলে দয়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও।।১৯০০+সদস্য হলো,বাংলাদেশের বরিশাল থেকে বলছি 🇧🇩💜r
@firozahmedshohag66542 жыл бұрын
অন্যান্য দেশে বিরোধী দল থাকে ভুল ধরিয়ে দিতে, আর বাংলাদেশের বিরোধী দলের কাজ দেশে ভালো কিছু হলে তা যেনো না হতে পারে তার প্রাণপণ চেষ্টা করা ।
@al-aminmunshi4132 жыл бұрын
তোমরা চোখ থাকতে অন্ধ,, সংসদে রুমিন ফারহানা দুইটা টা প্রশ্ন করেছিলেন,, এক হচ্ছে বিশ্ব ব্যাংক যদি মিথ্যে বলে থাকে ব্যাংকের বিরুদ্ধে মামলা করা হলো না কেনো?? দুই আবুল হোসেনকে কেন মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা হলো ??
@wadudahmed45902 жыл бұрын
বিএনপির জানাই কি আছে যে তারা ভুল ধরবে,সব হচ্ছে মুর্খের দল।
@al-aminmunshi4132 жыл бұрын
@@wadudahmed4590 আমিতো দেখছি যে উত্তর দিচ্ছে সে গো মূর্খ ,,যাকে এক কথায় বলে গণ্ডমূর্খ,, নইলে কি প্রশ্নের উত্তর এড়িয়ে অন্য কথা বলে। কারন ওই দুইটা প্রশ্নের উত্তর আওমীলীগ এর নাই
@wadudahmed45902 жыл бұрын
@@al-aminmunshi413 এইট পাশ করা প্রধানমন্ত্রীর ভাষন শুনলে এসব কথা বুঝতে একটু কঠিনেই লাগবে,যেমন নেত্রী তেমন তার কর্মী ভাষা শব্দ চরনেই প্রকাশ পায়😁
@NewsNoakhali2 жыл бұрын
মুর্খের মতো কথা বলো না,পদ্মা তৈরি হোক সবাই চায়,কিন্তু দুই পদ্মার তৈরির মতো অর্থ দুর্নীতি কেউ চায় না,যেটা এখন সবার কাছে দুর্যোগের সৃষ্টি করেছে,সব কিছুতে দ্রব্যমূল্যের উর্ধগতি জনগণের অসঙ্গতি। তবে একটা উন্নয়ন সরকার করছে সেটা হলো সব কিছুর মুল্য বৃদ্ধি করা।
@visioneryplatform20212 жыл бұрын
শেখ হাসিনার রাজনৈতিক দৃরতা, সাহসী সিদ্ধান্ত & ঐকান্তিক প্রচেষ্টার ফল সপ্নের পদ্মা সেতু। জয়তু শেখ হাসিনা। জয় বাংলা।
@mkabir12022 жыл бұрын
মা হাসিনাকে শত শত শ্রদ্ধা গাপন করছি.মাগো তুমি সত্যি স্নেহময়ি মাতরিত্তের অধিকারি.সালাম মা তোমাকে.মা সিলেট বাসির জন্যে সাহায্য করুন.আমি পাকিস্তান থেকে বলছি.
@hussainmuhamad15152 жыл бұрын
বাংলাদেশের শত্রু পাকিস্তান
@abbdgamingzone47812 жыл бұрын
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
@sabbirhossainnoyon1002 жыл бұрын
শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। বিএনপি জামাত আগে বলতঃ শেখ হাসিনা নাকি দেশকে বিক্রি করে দিবে। অথচ শেখ হাসিনা আজ স্বাধীনতার পর দেশের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। শেখ হাসিনা থাকলে বেশ, পথ হারাবেনা বাংলাদেশ। উন্নয়নের জোয়ারে দেশ এগিয়ে যাচ্ছে। আর এই যাত্রা অব্যহত থাকবে ইনশা আল্লাহ।
@RayhanAhmed-in3pi2 жыл бұрын
ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
@nasiabusalaam11252 жыл бұрын
শেখ হাসিনা আপনাকে অনেক ধন্যবাদ কারন আপনাকে দিয়ে এইদেশের মা মনেকরী
@ishrafulhaqueemon2 жыл бұрын
পদ্মা সেতু। এটা গর্বের বিষয় বাংলাদেশ এর জন্য ।
@mukterhosain72912 жыл бұрын
আমার অনেক ইচ্ছে আমি পদ্ধা সেতু দেখবো
@shirsendumondal72752 жыл бұрын
পদ্মা সেতু শেখ হাসিনা কে অমর করে রাখবে। বাংলাদেশে অনেক প্রধানমন্ত্রী আসবে যাবে কিন্তু পদ্মা সেতু তৈরিতে তিনি যে ভুমিকা রেখেছেন তা ইতিহাস হয়ে থাকবে। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।
@sabbirhossainnoyon1002 жыл бұрын
শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। বিএনপি জামাত আগে বলতঃ শেখ হাসিনা নাকি দেশকে বিক্রি করে দিবে। অথচ শেখ হাসিনা আজ স্বাধীনতার পর দেশের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। শেখ হাসিনা থাকলে বেশ, পথ হারাবেনা বাংলাদেশ। উন্নয়নের জোয়ারে দেশ এগিয়ে যাচ্ছে। আর এই যাত্রা অব্যহত থাকবে ইনশা আল্লাহ।
@zerinzinia86602 жыл бұрын
Ameen.
@truthspeech13222 жыл бұрын
রাইট!
@AbdulLatif-lk8no2 жыл бұрын
প্রধানমন্ত্রীর পরে কি দেশের ষোল কোটি মানুষ ধন্যবাদ পায়না!!! এ দেশ জনগণের টাকায় পরিচালিত হয়, ধন্যবাদ আপনাকে।
@shirsendumondal72752 жыл бұрын
@@AbdulLatif-lk8no আগে ও তো অনেক প্রধানমন্ত্রী ছিল । তারা করলো না কেন?
@tchangma2352 жыл бұрын
পদ্মাসেতু একমাত্র দেশের সাধারণ মানুষের প্রতি আস্থাশীল মাননীয় প্রধানমন্ত্রীর সৎ ও যোগ্য নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে।
@antinastik18782 жыл бұрын
😝😝😄😄😝😝
@mdferdous65452 жыл бұрын
haaahaaa
@wadudahmed45902 жыл бұрын
সহমত
@nahid63362 жыл бұрын
@@mdferdous6545 কি রে বলদ দাত ক্যালাইলি কেন? মুখে মাছি যাইবো
@MdMehedi-mf9di2 жыл бұрын
kico kico abal ta mante caina vi
@showkatali79212 жыл бұрын
পদ্মা সেতুর উপকারভোগীদের জন্য শুভকামনা।
@mdnurullah4848 Жыл бұрын
আকবর সাহেবের, সংবাদ খুবী ভালো লাগে ❤❤❤
@skbarua702 жыл бұрын
সাবেক সেতু সচিব জনাব মোশারফ হোসেন ভুঁইয়া স্যারের জন্য অনেক দোয়া ও শুভ কামনা। স্যার অনর্থক দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে ৪০ দিন জেল খেটেছেন-যা খুবই দুঃখজনক। স্যারের দীর্ঘায়ু কামনা করছি।
@abulhasnattanim68622 жыл бұрын
সাবেক সেতু সচিব জনাব মোশারফ হোসেন ভুঁইয়া স্যার এবং জনাব আবুল হোসেন সাহেবকে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথী করা উচিত
@razubiswas19492 жыл бұрын
বিশ্বের বুকে বাঙ্গালির নাম লেখা থাকবে এই স্বপ্নের পদ্মা সেতুর জন্য।
@syedrahman7832 жыл бұрын
It's world 🌎record already 25 millions news for padma Bridge BBC bangla one of the great contribution for this record Thank you BBC bangla
@nymurrahmanshuvo90672 жыл бұрын
জ্বলে, তাইনা? 😅
@gmhasan47902 жыл бұрын
বিবিসি বাংলার এই প্রতিবেদক ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারন তিনিই বস্তুনিষ্ঠ নিরপেক্ষ প্রতিবেদন/বিশ্লেষণ প্রদান করেন। এই চ্যানেল এ অন্যরা ইনিয়ে বিনিয়ে পক্ষপাতদুষ্ট প্রতিবেদন করেই অভ্যস্ত।
@haque-anis2 жыл бұрын
১৯৭১ এর পর বাঙালি জাতির দ্বিতীয় অর্জন পদ্মা সেতু। দিনটিকে স্মরণীয় করতে সেতু উদ্বোধনের পরদিন সরকারি ছুটি ঘোষণা করা হোক।
ধন্যবাদ জানাচ্ছি BBC বাংলাকে সুন্দর একটা প্রতিবেদন আমাদের উপহার দেবার জন্য। পদ্মা সেতু আমাদের স্বপ্ন ছিল। আজ তা বাস্তবে রূপ নিয়েছে। করেছে আওয়ামীলীগ সরকার। আমি তাদের জানাচ্ছি অভিনন্দন। এটা তাদের জন্য একটা রেকর্ড। নিশ্চয়ই আমি গর্বিত পদ্মা সেতু নিয়ে।
@alauddin.monpura49952 жыл бұрын
আগবর ভাই আপনার মতো একজন চলিট সংবাদিক থাকা কারনে লোকজন বিবিসি বাংলা এতো ভালো বাসে
@jakariyahafij82172 жыл бұрын
গুরুত্বপূর্ণ তথ্য বহুল
@mdrobi99522 жыл бұрын
আমার টাকায় আমার সেতু স্বপ্নের পদ্মা সেতু। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা😍
@etctv87012 жыл бұрын
জয়তু জননেত্রী শেখ হাসিনা ❤️
@mostafizurrahman4702 жыл бұрын
Excellent report I love BBC.
@mdanwarul68442 жыл бұрын
বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিশ্বব্যংকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা উচিত।
@FardeenBhuiyan032 жыл бұрын
উন্নয়ন নয়...?! মানুষ সস্থায় কিছু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চায় । নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমান আগে।
@srafid20002 жыл бұрын
পদ্মা সেতুর কারণে পরিবহন খরচ কমবে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের উপর ইতিবাচক প্রভাব পড়বে
@imammehdibd2 жыл бұрын
আমাদের পদ্মা সেতু!
@RobiulIslam-nj4fw2 жыл бұрын
Thanks. We expect well educated civilised Bangladesh.
@kreativefashionsltd35582 жыл бұрын
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইনশা আল্লাহ উন্নত এক বাংলাদেশ আমাদেরকে দিবেন । শতভাগ বিশ্বাস ছিল এবং থাকবে ।ধন্য বাদ জননেত্রী শেখ হাসিনা ।
@মোহাম্মদইমরান-ষ২ষ2 жыл бұрын
বাংলাদেশে সেতু নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বেশি রাজনীতি ও বিতর্ক হচ্ছে সম্ভবত চট্টগ্রামের কালুরঘাট সেতু নিয়ে!! এত এত আশা দিয়েও আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি কালুরঘাট সেতু।।।
@sabbirhossainnoyon1002 жыл бұрын
শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। বিএনপি জামাত আগে বলতঃ শেখ হাসিনা নাকি দেশকে বিক্রি করে দিবে। অথচ শেখ হাসিনা আজ স্বাধীনতার পর দেশের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। শেখ হাসিনা থাকলে বেশ, পথ হারাবেনা বাংলাদেশ। উন্নয়নের জোয়ারে দেশ এগিয়ে যাচ্ছে। আর এই যাত্রা অব্যহত থাকবে ইনশা আল্লাহ।
@abedreza85322 жыл бұрын
প্রকল্প করার পূর্বে যাচায় বাছাই করতে ১০০ কোটির বেশি লাগবে । নকশা তৈরি করতে কতো টাকা লাগবে আল্লাহ ভালো জানেন ।
@hrishikeshbiswas1702 жыл бұрын
স্বপ্নের পদ্মা সেতু😍 জয়তু শেখ হাসিনা
@sorolkumar2052 жыл бұрын
ভাই আপনারা পজিটিভ কিছু বইলেন, সারাজীবন তো হতাশার বানী শুনাইলেন
@sabbirhossainnoyon1002 жыл бұрын
শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। বিএনপি জামাত আগে বলতঃ শেখ হাসিনা নাকি দেশকে বিক্রি করে দিবে। অথচ শেখ হাসিনা আজ স্বাধীনতার পর দেশের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। শেখ হাসিনা থাকলে বেশ, পথ হারাবেনা বাংলাদেশ। উন্নয়নের জোয়ারে দেশ এগিয়ে যাচ্ছে। আর এই যাত্রা অব্যহত থাকবে ইনশা আল্লাহ।
@chider2342 жыл бұрын
বিবি সি ত তাদের দ্রীষ্টি কোন থেকে প্রতিবেদন বানায়।
@sagorsagor6720 Жыл бұрын
Apnader sobaike Salam
@mdtofayal2 жыл бұрын
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে সাহসী উদ্যোগ নেওয়ার জন্য
পদ্মা সেতু আমাদের গর্ব,আমাদের সম্মান।সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এই সেতু বাস্তবায়ন করার জন্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
@subratamallick93532 жыл бұрын
it's a story of one of the greatest success! Canadian court dismissed the corruption charge. Finally face shields of local and international conspirators have been removed.
@sabbirhossainnoyon1002 жыл бұрын
শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। বিএনপি জামাত আগে বলতঃ শেখ হাসিনা নাকি দেশকে বিক্রি করে দিবে। অথচ শেখ হাসিনা আজ স্বাধীনতার পর দেশের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। শেখ হাসিনা থাকলে বেশ, পথ হারাবেনা বাংলাদেশ। উন্নয়নের জোয়ারে দেশ এগিয়ে যাচ্ছে। আর এই যাত্রা অব্যহত থাকবে ইনশা আল্লাহ।
@Xyz-gf5op2 жыл бұрын
Canadian court dismissed the case because the evidence was recorded without a warrant. It is a legal technicality and saved the participants. Canada is not Bangladesh that they can snoop in and record at will and force the tv stations to broadcast it.
@abulhasnattanim68622 жыл бұрын
BBC Bangla এর খবর দেখলে দিগন্ত টিভির কথা মনে পড়ে... এ যেন দিগন্তটিভির আন্তর্জাতিক ভার্সন
@md.obaidullah55452 жыл бұрын
Yes there will be huge political impact due to bold leadership of our prime minister sheikh hasina in implementation of padma bridge the pride of bangladesh. Joy bangla joy bangabandhu Md obaidullah bir Mukhtijudda
@MdMusa-rt7yb2 жыл бұрын
It is the greatest work in Bangladesh
@BirBangali71 Жыл бұрын
I know how much difficult was before .. Love❤❤❤❤
@mdshaponkhan70982 жыл бұрын
আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ চির কৃতজ্ঞ মহান আল্লাহ তাআলা কাছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে।
@yeakubhusain10672 жыл бұрын
দূর্নীতির অভিযোগ নিয়ে বিশ্বব্যাংকের ভাষ্য আশা করেছিলাম বিবিসির কাছে। এতে করে আমার মত অনেকেই একতরফা দাবির প্রেক্ষিতে সৃষ্ট ধাঁধাঁর উত্তর পেত।
@zerinzinia86602 жыл бұрын
Bhashsho dewar moto mukh tader nai, so apni dhadhar moddhey ghurpak khete thakun. Jara buddhiman tara eto bhashsher dhar dhare na. Because all had been unfolding in front of our eyes.
@towhidulislam73332 жыл бұрын
বিশ্বব্যাংকের অভিযোগতো নিষ্পত্তি হয়েছে। আর কি ভাষ্য আশা করেন।
@md.sohelakramrony29212 жыл бұрын
বিশ্বব্যাংকের কি সেই মুখ আছে? তারা তাদের ভুল বুঝতে পেরে আবারও ঋণ দিতে চেয়েছিলো। বাংলাদেশ নেয়নি।
@dr.mohammadirfanulhoque46652 жыл бұрын
@@towhidulislam7333 কি নিষ্পত্তি হয়েছে? কিছুই যদি না হত তাহলে আবুলের চাকরি গেল কেন? তাকে তো আবার ফুলের মালা দিয়ে মন্ত্রি বানানো উচিত ছিল
@nahid63362 жыл бұрын
আপনার মত লোকের কাজ হচ্ছে গু চটকানো। কোনকিছুই এপ্রিশিয়েট করবেন না, বরং সবখানে সুধু সন্দেহের গন্ধ শুকে বেরাবেন।
@mdjahangiralombabul91972 жыл бұрын
মানবতার মা কে আগে হাজার সালাম আল্লাহু আপনি মা কে নেকহায়াত দান করুন
@humayunkabir4592 жыл бұрын
মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ
@mdrafiulislam9502 жыл бұрын
The nation building ❤❤❤
@foysolmahmmed38762 жыл бұрын
Thanks sir Allah bless you my from beanie bazar joldup kanli sylhet now doha Qatar 💕
@syedimrulkayes57182 жыл бұрын
প্রতিবেদন টি ভাল লেগেছে, তবে এই সেতু করতে গিয়ে কতজন প্রান হারিয়েছেন তাদের নামসহ একটি প্রতিবেদন প্রত্যাশা করছি।
@md.shamsulhuda79502 жыл бұрын
মূল্যায়ন সুন্দর
@mahlive81252 жыл бұрын
Bangladesh Going forward
@sirajiahakim27412 жыл бұрын
আমি বিএনপি তাই এই সেতুতে সব কিছু ভুল হয়েছে। কারণ রাজনীতির দিক বিবেচনা করে আমাকে বলতে হবে ঠিক না এই হছেচ রাজনীতি।
@bilalhussain89412 жыл бұрын
ভাই আপনি আমার একটা মনের কথা বলেছেন আমাদের দেশের রাজনীতি অনেক খারাপ মানুষ মারার ar টাকা পয়সা চুরি করার রাজনীতি
@komolkobi39682 жыл бұрын
ধন্যবাদ শেখ হাসিনা
@pintumiah40892 жыл бұрын
Very nice video
@mdjonayd69982 жыл бұрын
এই সেতুর খবর সুনলে দেশ বিরদী বি এন পির জলা পোড়া শুরু হয়
@mdjahangiralombabul91972 жыл бұрын
রাইট
@sheikhkamrulislam19182 жыл бұрын
Thank you b b c
@salimhowlader56312 жыл бұрын
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ❤ জাতির পিতার যোগ্য উত্তরসূরী
@jakerhassain93752 жыл бұрын
Thanks pm
@evergreenframehouse10072 жыл бұрын
আলহামদুলিল্লাহ
@banglakhan35612 жыл бұрын
আরো একটা সেতু নির্মাণের দরকার দৌলোদিয়া আরিচা ঘাটে
@DeadmanShahriar2 жыл бұрын
লে বিশ্বব্যাংক...😵😵😵 লে ডঃ ইউনুস...🥵🥵🥵 🇧🇩🇧🇩🇧🇩💪💪💪
@mirzaali21262 жыл бұрын
এই জয়ের কারীগর জয়তু দেশরত্ন শেখ হাসিনা জয় বাংলা।
@DuBAAi-992 жыл бұрын
mashallah.. 💓❤️💓❤️💓💗💓❤️💓❤️💓💗❤️💓 ...
@mdhira70642 жыл бұрын
Nice
@asimdattaanirban50072 жыл бұрын
Thanks
@faruktraders55842 жыл бұрын
Now time for relief work
@azizulhaqueprince63682 жыл бұрын
Padma bridge is not only a bridge but also a symbol of development of bangladesh. It is a hope, a pride. Thank you honourable prime minister sheikh hasina for building this bridge.
@dr.mohammadirfanulhoque46652 жыл бұрын
Also a symbol of corruption i guess.The bridge which was estimated to cost 10000crore has finally cost 40000 crore and much more to be added.
@numraju6129 Жыл бұрын
Yes
@robbinstv66582 жыл бұрын
আমি দেশকে ভালোবাসি। আর শেখ হাসিনাকে ভালোবাসি দেশে উন্নয়নমূলক কাজ করার জন্য।
@aminkhan27332 жыл бұрын
পদ্মা সেতু বানিয়ে দশ হাজার কোটি টাকার ৩০ হাজার কোট টাকা সব হল চোর।
@BristyySarkhel2 жыл бұрын
আমি ইউটুবে গান শুনাই, আমার গান ভালো লাগলে দয়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও।।১৯০০+সদস্য হলো,বাংলাদেশের বরিশাল থেকে বলছি 🇧🇩💜d
@monjila59642 жыл бұрын
উন্নয়নের গতি আর দ্রব্যমূল্যের গতি একই রকম। আমরা এই রকম উন্নয়ন চাই না
@MuhammadRazib2 жыл бұрын
পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে দ্রব্যমূল্যর দাম বাড়ে নাই! বরং অন্য দেশের সাথে তুলনা করলে বাংলাদেশে কম। এগুলোতে আসলে সরকারের হাত থাকে না যদি আন্তর্জাতিক ভাবে দাম বাড়ে।
@monjila59642 жыл бұрын
@@MuhammadRazib বর্তমান সরকারের আমলে যে পরিমাণ অর্থ বিদেশে পাচার হইছে এটা তার ফল তা সাধারণ জনগণের মরার উপর খাড়ার ঘা।
@MuhammadRazib2 жыл бұрын
@@monjila5964 ভাই হ্যাঁ অনেক অর্থ পাচার হয়েছে তবে এগুলো সরকার ইনভেস্টিগেশন করেছে বলেই কিন্তু আপনি আপনি জানি! আর কারা পাচার করেছে? সরকার দলের লোকজন, বড় বড় কর্মকর্তা, বিজনেস মান কিন্তু আপনি কি জানেন বিএনপির আমলে কত টাকা পাচার হয়েছিল? জানেন না জানতেও পারবেন না! বাংলাদেশে সবাই দুর্নীতি করবে আর এটা চলবেই তবে যারা কাজ করে দুর্নীতি করে তারা তাদের থেকে অনেক ভাল যারা কাজ না করেই পুরোটা মেরে দেয়! যদি এসব উন্নয়ন প্রকল্পের অর্থ গোপনে সবাই ভাগ করে নিতো তাহলে কি আমরা জানতে পারতাম? এই জন্য এই সব নিয়ে চিন্তা করে লাভ নাই ভাই! কারন এখানে সবাই খারাপ তবে খারাপের মধ্যে কম খারাপ হলেই ভাল।
@abdulkader9222 жыл бұрын
যারা জনগণের টাকা চুরি করেছে তাদের বিচার কেয়ামতে হবে, ইনশা আল্লাহ
@razamilton8082 жыл бұрын
বড় বড় প্রকল্প লুটপাটের মহস্বর্গ রিনের বুঝা এখন জনগণের মাথার উপর গরীব দুঃখি মানুষের মুখের দিকে তাকালে বুঝাযায় তারা কত সুখে আছে।।
@hamidaaktershilpi38022 жыл бұрын
বসে বসে না খেয়ে কাজ করে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। দেখবেন কত সোজা অন্যের সমালোচনা না করে নিজে কিছু করে দেখান!
@al-aminmunshi4132 жыл бұрын
গোল্ডেন টয়লেট বনাম গোল্ডেন পদ্মা সেতু 😂😂 😛
@bismillahglobal47242 жыл бұрын
নিজস্ব হলে চায়না 4.8 বিলিয়ন ডলার লোন কেনো????
@mofidulislam66312 жыл бұрын
করি মোনাজাত হে দয়ালু তোমি দিনকে করো রাত আবার এ নিঝুম রাত শেষ করে এনে দাও সুন্দর সূ প্রভাত। তোমি নিস্প্রাণ থেকে দাও প্রাণ রাজাকে করো প্রজা গরিবকে করো ধনবান। তোমি জিবীতকে করো মৃত আর মূতকে করে দাও জিবিতো। তোমি বাদশার বাদশাহ সম্রাটের সম্রাট তোমি অনন্ত দাতা চিরো মহিয়ান তোমি সর্ব শক্তি তোমি বিরাট। দিয়েছো বিনা পয়সাও সূর্যের আলো মানুষ যাতে পথ না হারায় দিয়েছো নূরনবী আর পবিত্র কোরানের আলো করি মোনাজাত দাও হে দয়ালু দাতা সমস্ত মানব জাতিকে সত্য পথের দিশা সকলকে নাজাত সকলকে মাগপিরাত। আমরা সবাই মানব জাতি একে অন্যে ভাই ভাই বুজিয়া না বুজিয়া করি অপরাধ সব শেষে অসহায় হয়ে তোমার কাছেই বারে বারে ক্ষমা চাই,আর তোমার কাছেই সকল সৃষ্টির ঠাই তোমি ছাড়া আমাদের আর কোন উপায় নাই।।
@dhrubonill812 жыл бұрын
লাল সবুজে রং দিয়ে রাংগানো হওক
@skrahman31252 жыл бұрын
We need to support present government to improve country development and trying to remove poverty. Some people are still trying to conspiracy in the name of democracy and religious freedom different ways that should be careful all patriotic political leaders and government. Through friendship sometimes create problems and sometimes will getting benefit for future that should be measured, otherwise it will be serious problems. Thanks for information.
@heshamuddin2552 жыл бұрын
চায়না ঋণের কথা উল্লেখ করোনি কেন?
@shamimayasmin11182 жыл бұрын
আমার বোধগম্য নয় পদ্মা সেতুর ফাইন্যান্সিং কেন কঠিন হবে। প্রতি বছর বাজেটে ৩/৪ হাজার কোটি টাকা বরাদদ করে পদ্মা ব্রিজ নির্মান করা হয়েছে। প্রতি বছরের বাজেট থেকে ৩/৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা বিরাট ব্যাপার না।
@mdjahedhassan31872 жыл бұрын
"আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু" আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, আবার একদিন থাকব ও না। আসুন আমরা সবাই মিলে সালাত কায়েম করি। অতএব, নিজে সালাত আদায় করুন এবং অন্যকে সালাত আদায় করার জন্য দাওয়াত দিন।