Рет қаралды 2,138
পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কার্তিক মহারাজ রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে কি বললেন জানুন
২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর এই প্রজাতন্ত্র দিবসের দিন মোট ১১৩ জন ব্যক্তি পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের মোট 9 জন পাচ্ছেন এই সম্মান। পশ্চিমবঙ্গের ৯ জনের মধ্যে দুজন মুর্শিদাবাদের বাসিন্দা। একজন বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের মহারাজ প্রদীপ্তানন্দ জি মহারাজ যিনি, কার্তিক মহারাজ নামে পরিচিত। আর অপর জন ভারতের বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। স্বামী প্রদীপ্ত নন্দ জি মহারাজ ওরফে কার্তিক মহারাজ তার এই সম্মান নিয়ে কি বলছেন চলুন জানি। বিউরো রিপোর্ট বার্তাবাহী নিউজ।