অসংখ্য ধন্যবাদ রনি ভাই কে।প্রকৃতপক্ষে সত্যি কথা তুলে ধরার জন্য।
@baal-jano7 ай бұрын
দেশের ৯০% শতাংশ মানুষের স্বভাব ভালোনা, দেশের মানুষের নৈতিকতার অভাব, বেশিরভাগই এলাকার লোকজনই চোর বাটপার 🤑💸💰
@mohammadmohosin21487 ай бұрын
Vi Sadek Agro n Emran ke dhoren. Gorur bazar n gorur goster bazar osthitishil korse Emran. Pls pls Jono shommukhe anen
@uniqueEntertainment927 ай бұрын
@@mohammadmohosin2148ভাই ইমরান সাহেব কে অবশ্যই আইনের আওতায় আনা উচিত তবে সেটা নিয়ম বহির্ভূতভাবে বিদেশি গরু আমদানির জন্য। তবে মাংসের বাজারে তার কোন ভুমিকা আছে বলে মনে হয় না। কারন তার খামারের কোন গরু আসলে কসাইখানায় যায় না, শুধু তার খামার নয় বড় বড় খামারের কোন গরুই কসাইখানায় যায় না। কসাইখানায় যায় প্রান্তিক খামারিদের গরু আর ইন্ডিয়ান বার্মিজ বর্ডার ক্রস গরু। প্রান্তিক বা ছোট খামারিদের ভাষ্যমতে তাদের উৎপাদন খরচ বেশি কারন গোখাদ্যের উচ্চমূল্য আর বিদ্যুৎ বিল হচ্ছে বানিজ্যিক বিদ্যুৎ বিল। কথাটা একেবারে মিথ্যে নয় কুঁড়া ভুসির দাম যদি ৬০/৬৫ টাকা হয়। কুঁড়া ভুসির দাম বাড়ান পিছনে আমার মনে হয় সিন্ডিকেট দায়ী আর সেই সিন্ডিকেটের মূল হোতা আমার মনে হয় ফিড কোম্পানিগুলো। আর এসবের কারনে সবচেয়ে বেশি কষ্টে আমরা সাধারণ ভোক্তারা।
@ashfaqueuddin84557 ай бұрын
অসাধারণ একটা বক্তব্য। আমি এই ভাইয়ের চেয়ে অনেকটা বয়স্ক, তবুও আমি তাকে তার এমন সৎ সাহসী বক্তব্যের জন্য স্যালুট জানাই। আল্লাহ আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিককে সৎ হওয়ার তৌফিক দান করুন।
@baal-jano7 ай бұрын
দেশের ৯০% শতাংশ মানুষের স্বভাব ভালোনা, দেশের মানুষের নৈতিকতার অভাব, বেশিরভাগই এলাকার লোকজনই চোর বাটপার 🤑💸💰
@md.zakirhossain647 ай бұрын
রনি সাহসী ছেলে। তাঁর কথা গুলো অসাধারণ লেগেছে।
@luckykhanum17107 ай бұрын
ধন্যবাদ রনি। আমরা গরীবের সন্তান হলে গর্ব বোধ করি আমাদের বাবারা সন্তানদের অস্বীকার করে না।রনি সত্যের জয় হয়। তুমি এগিয়ে যাও।
@amirmunshi33037 ай бұрын
রনির বক্তব্য সঠিক।
@ferozmahmud48567 ай бұрын
ধন্যবাদ আমরা আপনার সাথে আছি। ওরা আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে।
@mazharulhaque43477 ай бұрын
খুব সুন্দর বলেছেন,সাংবাদিক ভাইদের অনুরোধ আপনারা দেশের জনগনের সার্থের কথা বলবেন,আমি চাই প্রত্যেকটা সরকারি কর্মকর্তার সম্পদের পরিপূর্ণ হিসেব নিরপেক্ষ তদন্ত করা হউক,,
@MdRipon-qx4dx7 ай бұрын
আস্তে আস্তে সবাই সচেতন হচ্ছে,,,এটা আসলেই অনেক আনন্দের ❤❤
@NannaMiah-q2c7 ай бұрын
রনি ভাইর প্রতি শুভকামনা
@hossenbillal95007 ай бұрын
আলহামদুলিল্লাহ রনি ভাইয়া সুন্দর কথা বলেছেন ধন্যবাদ।
ধন্যবাদ রনি ভাই, ফি আমানিল্লাহ দোয়া ও ভালোবাসা রইলো আপনার জন্য।
@lokmanmahmud9777 ай бұрын
একবার একজন দূর্নীতিবাজকে জনগণ অবরোধ করলেই অন্যান্য লুটেরা দৌড়ের উপর থাকবে। আসুন ওদের বাড়ির সামনে সকলে মিলে অবস্থান নিয়ে ঘৃণা ও প্রতিবাদ জানাই।
@selimreza99547 ай бұрын
এমনে বললেন দেশটা আপনার না।
@abulkalam96167 ай бұрын
সরকারি দলের অনুমতি নিতে হবে?
@lokmanmahmud9777 ай бұрын
@@selimreza9954 ভূল শুধরে দেয়ার জন্য ধন্যবাদ। আসুন আমরা সকলে মিলে দূর্নীতিবাজদের বাড়ির সামনে দাড়িয়ে ঘৃণা ও প্রতিবাদ জানাই।
@monsurdewan65807 ай бұрын
বাংলাদেশের মেধাবী,একজন ছেলে।যার চিন্তা ধারা, গঠন মুলক, সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে।
@hirasdiary6957 ай бұрын
একেবারেই সত্যি কথা। ওদের সাথে এগুলিই করতে হবে।
@nuredhk35397 ай бұрын
সাবাস,,,এভাবেই প্রতিবাদ জানানো উচিৎ
@nulabjie68367 ай бұрын
মহান রাব্বুল আলামীন নেক হায়াত দান করেন আমিন ' অনেক মোবারক বাদ রনি ভাই আপনাকে অসাধারণ বিশ্লেষণ মূলক শিক্ষনীয় সত্য দায়িত্বশীল কথা গুলো তুলে ধরার জন্য
@arvinahmedimram10667 ай бұрын
সময়ের সংকটে একমাত্র রনি ভাই ই ঢাল হিসেবে দাঁড়ায়.. অনেক শুভকামনা রইলো
@muazhossain6417 ай бұрын
আপনার কথা গুলা ৯৯℅ মানুষের মনের কথা।
@md.mahbubulalam41267 ай бұрын
99.99%
@TazreenSultana7 ай бұрын
রনি ভাই খুব পছন্দের একজন মানুষ আল্লাহ্ তাকে হেফাজতে রাখুক এবং তার মত সন্তান ঘরে ঘরে আল্লাহ্ দান করুক। আমিন
@hamelinmedia75847 ай бұрын
সকল রাজস্ব কর্মকর্তার সম্পত্তির হিসাব দেখা দরকার।
@hamimmdmubin94827 ай бұрын
তারাতো সহজ সরোল মানুসকে হেরাজকরে ঘুশনেয়, সেটাতো তাদেন মুনিব ধরবে।এখোনওতো ঘুশ নিচছে সেটাতো কেউ দেখেননা।জখোন ধরা খায় তখোন সভাই লাফান।এন,বি,আরে,লোক লাগায়ে রাখেন, এখোন ধরতে পারবেন,জুন থেকে মানুস রিটান দেয়া আরম্ভো করেছেন।উকিলরাও ব্যেস্তো।তাদের টেবিলের সামনে গিয়ে দাড়ান রটেসনকরে দেখবেন তাদের খেলা।
@alahsan51887 ай бұрын
সত্য প্রকাশে আপোসহীন চেষ্টার জন্য এই রকম সত্যবাদী মানুষদের জন্য এখনো কিছু সত্যবাদী বেঁচে আছে এবং থাকবে। আর কর্মফল তো এক সময় ভোগ করতেই হবে। ইয়ং জেনারেশনকে জেগে উঠতে হবে।