Pangong To Tso Moriri || Chang La Pass || Solo Bike Ride || লাদাখ ভ্রমন EP - 8

  Рет қаралды 217,180

Travel With Koushik

Travel With Koushik

Күн бұрын

👉বাইক /গাড়ি ভাড়া করার জন্য যোগাযোগ করছিলাম - 9971375987 (Stanzin)
👉XYLO গাড়ির ড্রাইভার এর নম্বর - 94195 35076 (Namgel)
👉বাইক ভাড়া প্রতিদিন 1600 (Bullet 500 - পেট্রোল খরচ অতিরিক্ত)
👉অনলাইন পারমিট Per Head 560 টাকা
--------------------------------------------------------------------------------------------------------------------------------
👉নুবরা ভ্যালি তে আমরা ছিলাম - Royal Desert Camp (1200 টাকা Per Head Per Day (ব্রেক ফাস্ট + ডিনার Buffet)
👉নুবরা তে গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন = 94697 25283
👉 হুসেন বেগ - (তুরতুক Village Guide) - 9419510276
👉Himalayan Desert Villa (নুবরা ভ্যালি) - 4500 টাকা Per Day (4 Adult ব্রেক ফাস্ট + ডিনার Buffet) - 094691 77470
--------------------------------------------------------------------------------------------------------------------------------
Pangong Accommodation
👉Pangong Tent - 9419312635 / 6005445900 (Tony) (1200 Per Head Per Night + ব্রেক ফাস্ট + ডিনার Buffet )
👉পংগং লেক এর থেকে খুব কাছেই তিনটি গ্রাম রয়েছে Spangmik Man এবং Merak.... প্যংগং লেক এর ধারে যে সব Tent বা Cottage রয়েছে সেখানে অতিরিক্ত খরচ এবং চাহিদা এ কারণে যদি থাকার জায়গা না পান তাহলে ওই গ্রাম গুলোতে definitely থাকার জায়গা পেয়ে যাবেন... এবং অনেক টা ই কম খরচে...
---------------------------------------------------------------------------------------------------------------------------
👉Leh তে হোটেল -
Ever Glad Guest House - 9805310685
(Address Upper Tukcha Road, Near OM Hotel)
Double Bed Room 1200 Per Night (No Food)
--------------------------------------------------------------------------------------------------------------------------
If you like my work, you may consider donating, your donation will be used to upgrade my gadgets and also to meet the travel expanses. Thank you so much!
👉UPI ID : koushik.health@oksbi
👉PayPal: paypal.me/kou1987
👉For any query: koushik.health@gmail.com
~-~~-~~~-~~-~
Please watch: "Travel With Koushik"
www.youtube.co...
~-~~-~~~-~~-~

Пікірлер: 757
@TravelWithKoushik
@TravelWithKoushik 3 жыл бұрын
আরও তথ্য জানতে ভিডিও র Description বক্স দেখবেন
@golokmondal7044
@golokmondal7044 2 жыл бұрын
Dada garir rent ta koto chilo ?ami july ta plan korchi.. please reply korban khub help hoba.
@TravelWithKoushik
@TravelWithKoushik 2 жыл бұрын
@@golokmondal7044 25000
@sakhigopalbiswas6444
@sakhigopalbiswas6444 2 жыл бұрын
খুব সুন্দর লাগে আমার, তোমার সব স্টুরিস ভিডিও গুলো, আমার তরফ থেকে সকল যাত্রাই র‌‌ইলো শুভ যাত্রা
@amarkumarchatterjee4698
@amarkumarchatterjee4698 2 жыл бұрын
​@@TravelWithKoushik 0⁰697
@Soumislife
@Soumislife 2 жыл бұрын
Tmr sathe prithibir aro Roop dekhte Chai...
@dulaldas8000
@dulaldas8000 3 жыл бұрын
সাহস আর মনেরজোর কে সেলুট জানাই। এই ভিডিও টাই ইতিহাস হয়ে থাকবে।
@shimadatta7146
@shimadatta7146 3 жыл бұрын
Koushik tomer khub shahos
@sonalighosal7859
@sonalighosal7859 Жыл бұрын
Satti tomake Salut....darun
@krishnakabery5122
@krishnakabery5122 3 жыл бұрын
দারুণ, অসাধারণ! জীবনে যেসব জায়গায় কোনদিন যেতে পারব না, সেসব জায়গা আপনার কল্যাণে দেখতে পারছি। অনেক মহৎ কাজ করছেন, দাদা। আমাদের শুভকামনা আছে আপনার জন্য। কোন অমংগল আপনার হতেই পারে না।
@rajlifestyle5960
@rajlifestyle5960 3 жыл бұрын
অবশ্যই পারবেন একটু চেষ্টা করে দেখুন।
@returajdey3127
@returajdey3127 2 жыл бұрын
Akdom thik Kotha Uncle
@HAPPYJOURNEYSHORTS
@HAPPYJOURNEYSHORTS 3 жыл бұрын
আমি সত্যিই মন থেকে চেয়েছিলাম তুমি সোমোরিরি যাও ট্রাভেল ভ্লগারের এরকম সাহস, ইচ্ছা খুব প্রয়োজন। আমিও পড়াশোনা শেষ করে একজন ট্রাভেল ভ্লগার হতে চাই । তোমার ভিডিওস খুব সাহায্য করছে। লাইফে এরকম অ্যাডভেঞ্চার না থাকলে জীবন বৃথা
@hasanimam3747
@hasanimam3747 3 жыл бұрын
দাদা আমি বাংলাদেশ থেকে, তোমায় সালাম জানাবার ভাষা আমার নেই, এক কথায় অসাধারণ ভ্রমন, এরকম জায়গায় সাহস, শক্তি, মনের জোর ছাড়া সম্ভব নয়, তোমায় বাংলাদেশে স্বাগত জানিয়ে তোমায় আবার স্যালুট।
@lipikadutta5641
@lipikadutta5641 3 жыл бұрын
চাক্ষুষ না করার দুঃখ একটা থেকেই যায় কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে যা দেখলাম সেটাও কম কি!!! অসাধারণ বললেও কম বলা হয় ,, মুগ্ধ ,,, আপনার যাত্রা শুভ হোক 🙏
@ramakar744
@ramakar744 3 жыл бұрын
সাহস আর ভীষণ মনের জোর সৈনিক দের মত দুর্গম পথ চলার সাহস দেখিয়েছেন এটাই হয়তো ইতিহাস রচনা করবে আপনার জীবনের চলার পথে। অশেষ ধন্যবাদ এই বীর যোদ্ধা দের মত সাহসিকতার জন্য
@belamitra1984
@belamitra1984 3 жыл бұрын
ভাই কৌশিক আপনি একা চলেছেন এই দুর্গম পথে, অসীম মনের জোর না থাকলে সম্ভব হতো না। তার সাথে ভগবানের আশীর্বাদ। বাকী পথ তাঁর ইচ্ছাতে ভালোই হবে। পরের ভিডিও টার অপেক্ষায় আছি🙏
@manabdutta9728
@manabdutta9728 3 жыл бұрын
আমি বিস্মিত আপনার সাহস ও মনের জোর দেখে। শাবাস,আপনাকে স্যালুট। গেগ্রি পেকের মাকনাস গোল্ড সিনেমার দৃশ্য আর লেহ লাদাকের দৃশ্যর কোনো তফাত আমি অন্তত দেখলাম না। 🙏🙏🙏👌👌👌❤❤❤
@suraiyaislam1384
@suraiyaislam1384 3 жыл бұрын
প্রথমেই তোমাকে সেলুট জানাই এমন কষ্টকর আর লোমহর্ষক একটা journey র জন‍্য। travel ইতিহাসে আজ তুমি জায়গা করে নিলে দাদা।তোমার প্রতিটি vlogযে এতো কষ্ট করে আমাদের জন‍্য তৈরি কর,তার যেন সঠিক মূল‍্যায়ন আমরা করতে পারি।অবিরাম দোয়া রইল তোমার জন‍্য।
@umamobile
@umamobile 3 жыл бұрын
প্রিয় পর্যটক! তোমার চোখে আমরা দেখছি অতুল‍্য ভারতের বিভিন্ন প্রান্ত! অপূর্ব এই অনুভূতি। টিভির বড়ো পর্দায় লাগিয়ে ঘরে বসেই ভ্রমণ, তাও বিনা আয়াসে! নিজের ভাগ‍্যকে ধন‍্যবাদ দিই। তুমি এমন সুন্দর করে দেখাও, তাই তো কোথাও না যেতে পারার ক্ষোভ মিটে যায়। নিজেকে দুর্ভাগ‍্যের brand ambassador আর বোলোনা, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে এমন করে কি দেখতে আর দেখাতে পারতে, এই চমৎকার জায়গা গুলো!
@AjantaUpadhyaya
@AjantaUpadhyaya 3 жыл бұрын
ওহ দারুন অ্যাডভেঞ্চার। এর জন্য অনেক অনেক মনের জোর লাগে। তোমার সেই মনের জোর আছে বলেই যত বাধা বিঘ্ন আসুক তবু সবকিছু সফল ভাবে অতিক্রম করো।
@bablichakraborty1436
@bablichakraborty1436 2 жыл бұрын
কি যে বলব জানি না! ভাষা হারিয়ে গেছে। তোমাকে প্রনাম, তুমি ধন্য, আমরাও ধন্য হলাম। এমন সাহস খুব কম মানুষের মধ্যে আছে। মনে হচ্ছিল যেন কোনো এক গ্রহতে তুমি একা থাকতে গেছো। কি যে বলতে চাই জানি না! অসাধারণ, অতুলনীয়, অসামান্য, অনবদ্য, অদ্ভুত, অপরিসীম সুন্দর! জীবনের ঝুঁকি নিয়ে এমন পদক্ষেপ গ্রহণ করা সাধারণ মানুষের সম্ভব নয়। তুমি ধন্য, আমরা ধন্য হলাম!
@Itzz_Shehab
@Itzz_Shehab 3 жыл бұрын
দাদা আপনি শেষ বললে চলবে নাহ,, আমরা আপনার সাথে আছি। এখনো অনেক রাস্তা যাওয়া বাকি। Love From Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩
@mdbellalkhan1115
@mdbellalkhan1115 3 жыл бұрын
এগিয়ে যাও দাদা প্রতি পর্ব দেখি, বাংলাদেশ থেকে দেখছি দাদা
@purbashadhar6245
@purbashadhar6245 3 жыл бұрын
সুন্দর আর ভয়ংকর এর অপূর্ব মেলবন্ধন।।পথের ভয়াবহতা যেমন ক্ষনে ক্ষনে পরিবর্তন হয়েছে তেমনই প্রকৃতির রূপও সুন্দর থেকে হয়েছে সুন্দরতম।।ধন্যবাদ তোমাকে🌹🌹
@tirthankarchandar1701
@tirthankarchandar1701 3 жыл бұрын
অসাধারণ সাহস এবং ধৈর্যের পরিচয় দিয়েছি তুমি এগিয়ে চলো ,
@chandraojha1079
@chandraojha1079 3 жыл бұрын
কৌশিক ভাই আমি হয়তো তোমার থেকে অনেক বড়, তবুও বলি তোমাকে কাছে পেলে আমি প্রণাম করতাম । তোমার সাহস আর মনের জোর দেখে অবাক হচ্ছি । সিন আর মনের জোর । এই দুটোই ব্লগের জন্য ইতিহাস ।
@DooarsTraveller
@DooarsTraveller 3 жыл бұрын
দারুন দাদা দারুন 👌 অসাধারণ সুন্দর ভিডিও 👍 খুব ভালো লাগলো 👌 পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইলাম 👍
@gourichatterjee8024
@gourichatterjee8024 3 жыл бұрын
কভি আলবিদা না কহনা, কোথাও যাওয়ার সময় এ-ই আলবিদা কথাটা বলবেনা ভাই। তোমার ভিডিওর মাধ্যমেই তো এতো সুন্দর সুন্দর জায়গা দেখতে পারছি। ভালো থেকো। তোমার ভিডিও টা দেখে মন ছুঁয়ে গেল।
@versatile124
@versatile124 3 жыл бұрын
পরের পর্বের অপেক্ষায় রইলাম। তবে আপনার মাধ্যমে দেখা হয়ে যাচ্ছে এই সব জায়গায় যাবার চিন্তাই করিনা। ছোট্ট দুই বাচ্ছা নিয়ে।
@keyaganguly46
@keyaganguly46 3 жыл бұрын
অনন্যসাধারণ ভিডিও। শুধু মাত্র স্বপ্নে যে সব জায়গায় যাই, আপনার জন্য চাক্ষুষ করছি সেই পথ। বাঙালি ভীরু নয়- ঐ ভিষন জনবিরল কঠিন পথে নানা অসুবিধাকে তুড়ি দিয়ে উড়িয়ে একা এগিয়ে যাচ্ছেন আপনি। কি প্রচন্ড দৃঢ় মানসিকতা থাকলে এইভাবে এগিয়ে যাওয়া সম্ভব তা আপনি আপনি দেখালেন। এরমধ্যে ও মজাদার মন্তব্যের অভাব নেই। আপনার উদ্দেশ্য সফল হবেই । ভগবান সহায় হোন। আমাদের সবার শুভ কামনা আপনার সঙ্গে রইল।
@satyapriyasinha1814
@satyapriyasinha1814 3 жыл бұрын
Darun darun aswome khub sundor laglo next video dhakar jonno wait korchiaee
@sanjaynag2759
@sanjaynag2759 3 жыл бұрын
এগিয়ে যাও কৌশিক দা , শেষে ভালো হবেই এই আশা নিয়ে । দারুণ উপভোগ করছি আমরা ঘরে বসে । আর চলার পথে ঘটে যাওয়া ঘটনাগুলো সত্যি আমাদের ও খুব খারাপ লাগছে । তবে নিজের এই প্রাকৃতিক পাওনা হয়তো সারাজীবনই মনের মধ্যে একটা অন্য জায়গা করে থাকবে । ধন্যবাদ ।
@বিথীবৈঠকী
@বিথীবৈঠকী 3 жыл бұрын
ব্লগ গুলো যত দেখছি কৌশিক ভাই এর ব্লগের যোগ্যতা ততটাই প্রমানিত হচ্ছে বলার অপেক্ষা রাখে না। এই বছরে লাদাখ যাওয়ার প্ল্যান আছে। তার আগে অনেকখানি ভালোলাগা জুড়ে গেল।
@Imrankhan-pi6jl
@Imrankhan-pi6jl 3 жыл бұрын
Dada je kaje badha nei se kaje kono maja nei tai toi to tomar video gulo eto vlo lage
@diptisaha7450
@diptisaha7450 3 жыл бұрын
Darun ,asadharon ,adventures vlog. Next vlog er opekhai roilam . Gaye kata dewa romancho onuvob korchilam ..
@kalpanasinharoy5947
@kalpanasinharoy5947 3 жыл бұрын
যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। ইচ্ছে শক্তির জোরে আর মহাদেবের কৃপায় তুমি ঠিক সব বাধা কাটিয়ে সঠিক গন্তব্যে পাড়ি দিয়ে নিজে আনন্দ পাবে আর তোমার অগনিত দর্শক কে আনন্দ দান করবে। এগিয়ে চলো বেটা আমরা তোমার সাথে আছি। হর হর মহাদেব।
@debasmitadatta1094
@debasmitadatta1094 3 жыл бұрын
Rudhdho shashe puro ta dekhe nilam. Hats off to you bhai. Keep faith in God. Next ta dekhar apekhkhate roilam♥️♥️
@RailinLove
@RailinLove 3 жыл бұрын
কথা গুলি শুনে গায়ে কাটা দিচ্ছিল গায়ের লোম দাঁড়িয়ে গেছে । এই সলো টা এক্সত্রিম লেভেল এর ছিল এটা ,সেরা
@madhabis8026
@madhabis8026 2 жыл бұрын
আমি তোমার বড়ো ফ্যান হয়ে গেছি ৷কেদারবদ্রি থেকে লাদাখ তিনদিন ভিডি দেখলাম খুব ভালো লাগলো আমি দুহাজার উনিশে সিমলা কুলু মানালী ঘুরতে গিয়েছিলাম তখন লাদাখ টা দুর থেকে দেখেছি ঔ .....যে লাদাখ কিন্তু আমি আজকে তোমার ভিডিও দেখে লাদাখ টা পুরো ঘুরে নিলাম যদিও রাস্তাটাই দেখলা পরের এপিসোডটা কাল দেখবো প্রতিদিন রাতে একটা ভিডিও দেখি ৷ভালো থেকো সুস্থ থেকো আর্শীবাদ রইলো তোমার সাথে ভগবান তোমার ভালো করবে ৷
@bibekanandamaji5759
@bibekanandamaji5759 3 жыл бұрын
আরেকটা ভয়ঙ্কর দূঃসাহসিক অভিযান। আর এই ধরনের এ্যাডভ্যাঞ্জার তাও আবার একা এধরনের পাহাড়ী রাস্তায় বাইক রাইডিং একমাত্র কৌশিকই করতে পারে। আরেকবার প্রমাণ করে দিলে। সেলুট ভাই সেলুট তোমাকে।
@chandranathdey6437
@chandranathdey6437 3 жыл бұрын
আপনি অসম্ভব সাহসী আর আপনার মনের জোরকে কুর্নিশ জানাই। শুভকামনা রইল। 🙏🙂
@sunnybanerjee9141
@sunnybanerjee9141 3 жыл бұрын
Jar sathe keu nei ..tar upor wala ache.... r ache amader bhalo basa......sabdhane bhalo bhabe hok tomar journey....eai kamona kori...❤❤❤ Blog korte last... je level projonto jaoya jay...tumi sei level diye jaccho.....bhab teo bhalo lage....amra sei dada r subscriber...❤❤❤
@rubinaha377
@rubinaha377 3 жыл бұрын
এই ভিডিও টা ইতিহাস, সত্যি আপনার সাহসের তারিফ না করে পারছি না আর দুর্ভাগ্য এর কথা বলবেন না আপনার সাথে কোনো খারাপ কিছু হতে পারে না সব ঠিক হয়ে যাবে আপনি সাবধানে ফিরে আসুন, আপনার হাত ধরে এই ভিডিও গুলো দেখা সত্যি অপুর্ব অসাধারণ অনেক শুভকামনা রইল
@dibyaroychowdhury6243
@dibyaroychowdhury6243 3 жыл бұрын
Darun khub valo hoyeche video ta Koushik da
@Injoygz4mq
@Injoygz4mq 2 жыл бұрын
আপনি দৃঢ় মনোবলের মানুষ ভাই আপনার পক্ষে সবই সম্ভব, আমি বাংলাদেশের সিলেট থেকে বলছি।
@siktanath638
@siktanath638 3 жыл бұрын
Sattii eee bolchi amr dekhte voi korchilo.. Ai ki hoi ki hoi.. saskasto suru hoe jache to aikhan thekei.. Tomai r ki balbo attoo sahosh tomar.. Salute tomai..Akdin dekha hobei.. love frm krishnagar..
@anshumanmajumder4187
@anshumanmajumder4187 3 жыл бұрын
Eto sanghatik byapar..hats off Bro..next episode er opekhate roilam..
@umachatterjee1748
@umachatterjee1748 3 жыл бұрын
অসম্ভব সুন্দর ❤️ প্রচুর মনের জোর আর সাহস তোমার ঈশ্বরের আশীর্বাদ তোমার সাথে আছে ..
@asitbanerjee125
@asitbanerjee125 3 жыл бұрын
কোনদিন সুন্দৱ এই জায়গায় মেতে পাৱব না, তোমাৱ ক্ক্যামেৱাৱ চোখে দেখা আমাকে এনে দিয়েছে পৱম শান্তি ,সমস্ত কষ্টকে উপেক্ষা কৱে তুমি আমাদের মনে এনে দিলে চৱম প্ৰাপ্তি, তুমি ভালো থেকো
@sanghamitrachowdhury1749
@sanghamitrachowdhury1749 3 жыл бұрын
আজ থেকে দেখতে শুরু করলাম .. রাস্তা খারাপ দেখে ভয় পেয়েছিলাম ... কত বিপদের ঝুঁকি নিয়ে চলা ... তবে মুগ্ধ হয়ে দেখলাম , রুক্ষ পার্বত্য অঞ্চলেরও অদ্ভুত সৌন্দর্য আর আকর্ষণ রয়েছে ৷ অনেক শুভকামনা রইল ৷ ভাল থাকুন ৷ আরো বেড়ানোর ভিডিও দেখতে চাই ৷
@debajyotidey9196
@debajyotidey9196 2 жыл бұрын
এই রকম অভিযাত্রী সুলভ ঝুঁকি আর চ্যালেঞ্জ নেবার দুর্জয় সাহস আর জেদ যাদের নেই, তারা ঘরের কোনে বসে, অক্সিজেনের টানাটানি ছাড়াই, তোমার সাথে নুড়ি পাথরের স্তূপ পেরিয়ে লাডাখ দর্শন সেরে নিতে পারছে। এটা এক পরম প্রাপ্তি আর সৌভাগ্য। Wish you safe and thrilling journey.Enjoy happy ride!
@dibyaroychowdhury6243
@dibyaroychowdhury6243 3 жыл бұрын
Asadharon, Apurbo hoyeche video ta Koushik da
@daliakanrar5423
@daliakanrar5423 3 жыл бұрын
ওহঃ কি দেখালে, বাস্তবে তো কোনো দিন দেখতে পাবো না , তোমার দেখা পেলে ধন্য হোতাম।পরের ভিডিওর অপেক্ষায় রইলাম।
@neilanalyst
@neilanalyst 3 жыл бұрын
Salute to you...you have overtaken most of travel bloggers here by your courage, grit and determination...hats off to you...
@anima688
@anima688 3 жыл бұрын
Hee.... Bholenath......... 🙏🙏🙏🙏 1st fl 👏👏👏👏👏... Akhon mone hoche 1ka nai jete parte...😥😥😥.... Bt don't worry kichu pawar jonno onnek kichu sojjho krte hoy.. Karon... Dar k aage jeet h... All the best 👍👍 for next destination... And keep smiling 😊😊😘😘...
@debjitgupta9188
@debjitgupta9188 3 жыл бұрын
তোমার মনের জোর আর সাহসিকতাকে কুর্নিশ জানাই ! তোমার সঙ্গে আমার একটা জায়গায় মিল আছে, তাহলো life-এ কোনো কিছুই smoothly হয়না..,তবে ultimately হয় | তাই অভিজ্ঞতা থেকে বলছি মনের জোর বজায় রেখে, ঠান্ডা মাথায়, ঈশ্বরের নাম নিয়ে সাবধানে এগিয়ে চলো.., জিৎ ঠিক হাসিল হবে | সাগ্রহে পরবর্তী রোমাঞ্চকর এপিসোডের অপেক্ষায় রইলাম | 'Best of Luck !' "ভারত মাতা কি জয়, Happy Independence Day !!" 🇮🇳✊️
@anirbanghoshal4490
@anirbanghoshal4490 3 жыл бұрын
Boss asamvab moner jor na thakle ei rakam dusahosi solo raide samvab noy. Hats off boss.
@abhijitguharoy5042
@abhijitguharoy5042 3 жыл бұрын
সত্যিই দাদা আপনাকে সেলাম জানাই। এই এতটা দুর্গম পথ একাা একা পারি দেওয়া যে কতটা সাহসের দরকার সেটা আপনার এই যাএা দেখা অনুভব করলাম। এগিয়ে যান দাদা , আমরা সবাই আপনার সাথেই আছি।😊😊❤❤🙏🙏
@DipayanBanerjee560
@DipayanBanerjee560 7 ай бұрын
অসাধারণ রাইডিং সত্যি তোমার সাহসের তুলনা হয় না ওই যে রাস্তা এতো খারাপ তার মধ্যে তুমি আবার একা গেছো সেইটা জন্য একটা স্যালুট বস। সত্যি সাহসের তুলনা হয় না । আর ভিডিও টা সেই লেভেল অসাধারণ ❤❤❤❤
@shree9953
@shree9953 3 жыл бұрын
Jantam apni challenge ta neben....atai apnake sobar theke alada kore.....osadharon
@anujitcoomar5411
@anujitcoomar5411 3 жыл бұрын
অপূর্ব দৃশ্য দেখালেন দাদা....চিরকৃতজ্ঞ...,, অসীম সাহসীকতার ও মনবলের পরিচয় দিলেন,,,, তবে একটা কথা, এই রকমের chalange নেবার আগে গাড়ির condition ভালো করে দেখে নেওয়া উচিত ছিলো,,, আমাদের মনরঞ্জনের থেকেও আপনার জীবনের দাম অনেক বেশী.... শুভ কামনা রইলো..,, আর পরের পর্বের অপেক্ষায় রইলাম....👍
@sagnikkirtania2784
@sagnikkirtania2784 3 жыл бұрын
Asadharan' tumi susthya o nirog thako.praneraashis janai.
@arnabghosh8467
@arnabghosh8467 3 жыл бұрын
তুমি কথা দিয়েছো দাদা, পৃথিবী ঘুরিয়ে দেখাবে... এতো তাড়াতাড়ি "শেষ" বললে চলবে না ❤
@sumidas1119
@sumidas1119 3 жыл бұрын
Tomar mon er jor e tumi aro egiye jao dada.. Porer porber opekkhay roilam.. ❤
@ghare-bahire5055
@ghare-bahire5055 3 жыл бұрын
Hats off koushik da.... তোমার দৃঢ় মনোবলের জবাব নেই।।।।
@dsaikat4334
@dsaikat4334 3 жыл бұрын
আমি দুবছর আগে খাগার সো ,আর সো মোরিরি গিয়েছিলাম , তখন রাস্তা খুবই ভাল ছিল । অসাধারণ জায়গা , পাহাড় আর জলের যে কত রকমের রঙ হতে পারে , ওখানে না গেলে জানতে পারতাম না । অপূর্ব জায়গা সব । তোমাকে hats off , যেভাবে গেছো । খুবই ভাল লাগলো , যতবারই দেখি ভাল লাগে ।
@TanimaDey-nd7et
@TanimaDey-nd7et Жыл бұрын
কৌশিক বাংলার গর্ব।মন ভরে গেল আমার ।ভাল থাকবেন।
@swatichatterjee5060
@swatichatterjee5060 2 жыл бұрын
সত্যি তোমার মনের জোর আর সাহস আছে বলে আমরাও অনেক কিছু দেখলাম । তোমাকে জানাই স্যালুট 🙋‍♀️ । খুব ভালো ও সুস্থ এবং মনের জোর ও সাহস রেখো । সব সময় তোমার যাত্রা শুভ হোক । এই প্রার্থনা করি । তোমার আরো উন্নতি হোক ।।
@bhattacharyasubhra4941
@bhattacharyasubhra4941 3 жыл бұрын
Hats off ভাই আপনাকে।সত্যিই আপনার অদম্য উৎসাহ আপনাকে অবশেষে success এনে দিয়েছে। আর আপনার জন্য আমরাও দেখতে পেলাম জীবনে না দেখতে পাওয়া যায়গাগুলো।ধন্যবাদ।
@arupmitra9023
@arupmitra9023 3 жыл бұрын
তোমার সাহস কে কুর্নিশ জানাই, সত্যিই আমি যখন গিয়েছিলাম তখনো চারিদিকে ধূ ধূ প্রান্তর ই ছিলো, কথা বলার লোক ছিলোনা রাস্তায়, কিন্তু কষ্ট করে গিয়ে যা পেলাম সারাজীবন সেটা ভুলবোনা। তোমাকে অনেক ভালোবাসা ও অভিনন্দন।
@travelwithsaidul7820
@travelwithsaidul7820 3 жыл бұрын
একজন প্রকৃত ট্রাভেলার হতে হলে সাহসি হতে হয় আর এই সাহস আপনার আছে এগিয়ে যান...
@sayebhaque5330
@sayebhaque5330 3 жыл бұрын
অনেক স্যাকরিফাইস করছো দাদা ।🙏 এই রকম সুন্দর দৃশ্য ও মুহূর্ত উপহার দেবার জন্য ।💙
@ADVENTURESWITHNUPUR
@ADVENTURESWITHNUPUR 3 жыл бұрын
Mugdho hoye dekhlam darun 👌 darun
@mindhunt8174
@mindhunt8174 3 жыл бұрын
খুব ই সাহসের পরিচয় দিয়েছেন দাদা যা রাস্তা কিছু জায়গায় সত্যি ই ভয়ানক।👍👍 Have a safe journey.
@subhabratakoley6157
@subhabratakoley6157 3 жыл бұрын
Mante hobe boss eto ta raasta eka solo bike chalano........bangalir gorbo tumi........darun darun hoyeche.....egiye cholo....songe aachi💘💘💝💝💥💯💢💯💝💝💝💝
@meghlaaa
@meghlaaa 3 жыл бұрын
আপনার পুরো সিরিজটি আমি দেখেছি। বাংলাদেশে থেকে। আপনার কষ্টের ফল হিসাবে আমরা সবাই আপনার ভ্লগ পছন্দ করছে। অভিনন্দন এগিয়ে যান।
@MDBijoyHossain
@MDBijoyHossain 3 жыл бұрын
ভাই বাংলাদেশ থেকে দেখতেছি💞🇧🇩👍
@sudeshnaroy2343
@sudeshnaroy2343 3 жыл бұрын
Oshadharon laglo blog ta. Jesob jaega te jibon aar jawa hobe na sei jaega gulo tomar jinno dekhte pachhi. You really very courageous. God bless u koushik
@aninditakarmakar8255
@aninditakarmakar8255 Жыл бұрын
সত্যি কি ভয়াবহ ঘটনা .. কিন্তু সাহস হারালে চলবে না ..আপনার উপর ভগবানের আশীর্বাদ আছে ... এগিয়ে চলুন লক্ষ্যের দিকে সব সময় আমরাও আছি আপনার পাশে সব সময় ☺️
@sudakshinamukherjee5556
@sudakshinamukherjee5556 3 жыл бұрын
Uncle ami tmr sob vd gulo roj dekhi...khub bhalo lage dekhte...I am 13 yrs old....❤❤❤❤❤❤❤... ei video tao kubh bhalo....I love ur videos...
@souravmallick8933
@souravmallick8933 3 жыл бұрын
Khub valo laglo video ta 🇮🇳❤️❤️ silver play button ala janio ,next vlog ar jonno অপেক্ষা করছি ।
@suvramitra1374
@suvramitra1374 3 жыл бұрын
ভাই তোমার দৌলতে আমার অনেক জায়গায় ঘোরা হয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে তোমার ভিডিওগুলো দেখতে।তোমার পরের ভিডিওগুলো দেখার অপেক্ষায় রইলাম। ভালো থেকো ও সুস্থ থেকো।
@susmitapodder2173
@susmitapodder2173 3 жыл бұрын
প্রকৃতি নিজ গুণে অপরূপা, অসামান্যা রূপসী, তাকে ব্যাখ্যা করার ভাষা আমার নেই 🙏🥰
@sagarmajumdar3276
@sagarmajumdar3276 3 жыл бұрын
কি ভালো লাগল বোঝাতে পারব না।প্রথমে তোমাকে একটা সেলুট জানাই।মনে রাখবে ভগবান সব সময় সাহসী দের সাথে থাকে।তুমি একজন ভালো মানুষ এবং ভালো byke রাইডার।ভিডিওটি দেখে মন ভোরে গেলো।এগিয়ে যাও।
@tulikasaha3387
@tulikasaha3387 3 жыл бұрын
Garite tel nei,kothao kono loker dekha nei,eto thanda,Pahari rasta r sob sese solo travel korchen...kothao pan eto moner jor👍👍
@suranjitdas4930
@suranjitdas4930 3 жыл бұрын
মনের জোর থাকলে সব হয় দাদা, এগিয়ে যান।
@Prantik_Maiti
@Prantik_Maiti 2 жыл бұрын
Very impressive video... Daring adventure.... আপনার বাংলা প্রতিবেদন ও দক্ষতার সঙ্গে ভাষার প্রয়োগ অতুলনীয়....👌
@littlekingbd8645
@littlekingbd8645 3 жыл бұрын
নমস্কার দাদা। আপনার কাশ্মীর সিরিজ থেকে ভিডিও দেখা শুরু।। আপনার আগের সবকটি ভিডিও দেখেফেলেছি।। তবে এই সিরিজ আর কাশ্মীর সিরিজ দারুন লাগলো।আপনার ভিডিওর অপেক্ষায় প্রহর গুনি।।খুব ইচ্ছে একদিন যাব। ভালোবাসা রইলো বাংলাদেশ থেকে।
@ujjwalkumardolai3829
@ujjwalkumardolai3829 3 жыл бұрын
সত্যিই অসাধারণ দাদা।আপনার পরিশ্রমকে কুর্নিশ জানাই।ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে ফিরে আসুন
@ashokbanerjee1491
@ashokbanerjee1491 3 жыл бұрын
অসাধারণ লাগছে । পরের ভিডিও ‌র অপেক্ষায় রইলাম । 👍👍 ভালো থেকো 😊
@tuhinphotographys
@tuhinphotographys 3 жыл бұрын
তোমাকে অনেক ধন্যবাদ দাদা । যে বাঙালী হয়ে বাংলায় ব্লগ করছো proud of u dada.
@gargisartstudio9018
@gargisartstudio9018 3 жыл бұрын
আপনি যতো আগে এগোচ্ছেন ততো বুকের ভেতর টা ঢিপ ঢিপ করছিলো।ভাবছিলাম এ কোন জনমানব শূন্য অদ্ভুদ ভয়ংকর সুন্দর জায়গায় আপনি এগিয়ে চলেছেন।আমাদেরই এই অবস্থা না জানি আপনার অবস্থা কি হয়েছিলো।সত্যি অসম্ভব সুন্দর ভিডিও।অনেক ধন্যবাদ আপনাকে এতো কষ্ট করে এতো সুন্দর জায়গার ভিডিও আমাদের সামনে তুলে ধরার জন্য।
@amitseal3574
@amitseal3574 3 жыл бұрын
Oshadharon♥️🙏 tomar journey amake sikha dilo moner jor thakle manush sob pare.
@sarbanidey2589
@sarbanidey2589 3 жыл бұрын
ভিডিও টা দেখার পর কমেন্ট বক্স এ কমেন্ট করতে এসে কি লিখবো ভেবে পাচ্ছি না... জাস্ট অসাধারণ একটা ভিডিও.. নেক্সট পার্ট টা দেখতেই হবে... 👍👍ভালো থাকবেন.. All the best...
@biplabsing6865
@biplabsing6865 2 жыл бұрын
দারুণ লাগল ভিডিও দেখে এত রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছো আপনাকে সেলূট কৌশিক দা
@abhiruppaul265
@abhiruppaul265 3 жыл бұрын
❤️❤️ Kaushik bhai.. 👍👍 dom ache boss..Tumi perecho pouchate amr Biswas.. 🙏🏻🙏🏻
@SayaNtan_Chatterjee
@SayaNtan_Chatterjee 3 жыл бұрын
দাদা পরে কখনো সম্ভব হলে আফ্রিকা ঘুরে এসো বিশেষত তানজানিয়া,উগান্ডা, বতসোয়ানা,দক্ষিণ আফ্রিকা।
@riponbiswas5272
@riponbiswas5272 3 жыл бұрын
সত্যিই দাদা আপনার সাথে থেকে রাইড শেয়ার করতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আপনার জন্য প্রার্থনা আপনি সুস্থ্য থাকেন যাত্রা পথে। আমি ঢাকা, বাংলাদেশ থেকে অধীর অপেক্ষায় থাকি কখন আপনার নতুন ব্লগ আসবে। আমার কাছে আপনার ব্লগ গুলো খুব দ্রুত ফুরিয়ে যায়। ভাল থাকবেন।
@kabitasadhu5051
@kabitasadhu5051 2 жыл бұрын
মনের জোর আর সাহসিকতাকে সেলুট জানায়।vlogটা খুব ভালো লাগলো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো থাকবেন।
@maityraja465
@maityraja465 3 жыл бұрын
একটু দেরি হলেও পুরোটা মন দিয়ে দেখেছি খুব সুন্দর ভিডিও।
@madhusudanchatterjee454
@madhusudanchatterjee454 3 жыл бұрын
আপনার ভিডিও সব সময় দেখি, কারণ ফোটোগ্রাফি ও কথা বলার ভঙ্গিমা ভালো লাগে, আমার শুভেচ্ছা ও শুভকামনা জানাই.....
@MrSouravkarmakar
@MrSouravkarmakar 9 ай бұрын
খুব সুন্দর ভিডিও। সত্যি খুব খারাপ রাস্তা এদিকে আর যারা বাইকে এ যায় এদিকে তাঁদের ইচ্ছেশক্তি এ আসল 👍👍
@uniqueworld7371
@uniqueworld7371 3 жыл бұрын
দাদা...আপনার মনের জোর নিয়ে কোনো কথা হবে না .... আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো❤️❤️❤️
@dipachattoraj2092
@dipachattoraj2092 3 жыл бұрын
অসম্ভব সাহস আপনার। তাই সম্ভব হয়েছে। ভগবানের আশির্বাদ আছে আপনার উপর। দেখেই আমরা ভয় পাচ্ছি।
@md.shofiqulislamshofi5188
@md.shofiqulislamshofi5188 3 жыл бұрын
এই ভিডিওটি দেখতে আমরা যখন কাশ্মীর থেকে সোনা মার্ক গিয়ে ছিলাম সেই রাস্তার মতো মনে হচ্ছিল এবং রাস্তার পাশে সেই রকম ই বরফের জমাট বাঁধা অবস্থায় দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
@bulbulsoren8717
@bulbulsoren8717 3 жыл бұрын
তোমাকে স্যালুট..এক অজানার উদ্দেশ্যে একদম একাকী বাইক চালিয়ে যাওয়া, তোমার কলজের জোর আছে....চালিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি ❤️
@razibmolla1505
@razibmolla1505 3 жыл бұрын
এত সুন্দর ভিডিও যে দাদা বলার কোনো ভাষা নেই. love form Bangladesh 💖💖💖💖💖💖💖💖💖💖💖
@abhishaptachele8065
@abhishaptachele8065 3 жыл бұрын
Dada video ta ajj sokaley daklam karon amar phone ta aktu problem hoya6ilo.but video ta habby , outstanding dada carry on Ami tomar pasa achi. 💯 Persant fandada ... 🙏🙏🙏🙏
@anuritamaiti508
@anuritamaiti508 3 жыл бұрын
Uncle, অদম্য মনের জোর থাকলেই এমন পারা যায়..lotzzzz of love
@arijitkundu6273
@arijitkundu6273 3 жыл бұрын
তোমার ব্লগ মানে অসাধারণ কিছু অভিজ্ঞতা। অনবদ্য এপিসোড।
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН