Dada amar matir tetul gache ful asche na pray 2 bochor age holo gach onek boro hoye gache....booster 2 sprey korte hobe ki??
@gopaghosh861 Жыл бұрын
Apni eta kon mase pruning korchen, please boben.
@SabujSathiGarden Жыл бұрын
ভিডিও টি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ🙏। সাধারণত ফল পাকার পর সমস্ত ফল তুলে নেবার পর প্রুনিং করতে হয়। আমার গাছের জন্য গ্ৰীষ্মের শেষ এবং বর্ষার আগে ভালোমতো খাবার দেবার চার থেকে পাঁচ দিন পর প্রুনিং করেছিলাম। তবে ছোট গাছে হার্ড প্রুনিং করা যাবে না। অপ্রয়োজনীয় ডাল ই কেবলমাত্র ছাটাই করতে হয়। ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ🙏
@MazedaKhanom-p6d Жыл бұрын
Amra gas nia kisu janaben
@MdDipo-o1m Жыл бұрын
ডাল প্রুনিং কোন মাসে করতে হয় ?
@biswajitdebnath16513 жыл бұрын
Logo ta darun korechen. Ekhon aponar channel r o besi smart lagche. All wishes with you ❤❤❤❤
@SabujSathiGarden3 жыл бұрын
দাদা আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কমেন্ট আমার সত্যিই অনুপ্রেরণা। খুব ভালো থাকবেন। সুস্থ থাকবেন 🙏💕
@mdsahin2183 Жыл бұрын
Ami matite misti tetul gach lagiyeci 6 bosor gach boro hoye gece kintu kono ful fol asena
@Xplorer-sk Жыл бұрын
Eii khabar ta ki sob ga6er jonne deoa jai... Jekono rokom er fur or fruit tree er jonne
@tilakmukherjee83432 жыл бұрын
Ki mase pruning korte hobe??
@supriyachatterjee925 Жыл бұрын
আমি করেছিলাম কিন্তু এখনও ফুল আসেনি এখন কি আবার করবো
@SabujSathiGarden Жыл бұрын
তিনবছর সময় লাগবে, কমপক্ষে। ধন্যবাদ🙏
@Anindya.10972 жыл бұрын
Komola lebu gacher prochur pata o ful aseche ekhon ki kitnasok deoa uchit?
@SabujSathiGarden2 жыл бұрын
ভিডিও টি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধু ফুল আসলে কীটনাশক একদমই দেওয়া উচিত নয়। এতে মৌমাছিরা আসবে না, বা পরাগ মিলনে সাহায্য কারি পোকারা আসবে না। যদি সমস্যা হয় তবে কাঁচা হলুদ বেটে জলে মিশিয়ে প্রয়োগ করতে পারেন। ধন্যবাদ🙏💕
@Anindya.10972 жыл бұрын
@@SabujSathiGarden kintu leafminor problem hochhe
@SabujSathiGarden2 жыл бұрын
আপনি নিম তেল প্রয়োগ করুন। লিফ মাইনর চলে যাবে।
@Anindya.10972 жыл бұрын
@@SabujSathiGarden ধন্যবাদ
@SabujSathiGarden2 жыл бұрын
Thanks❤
@motiurrahman52642 жыл бұрын
আমার ছাদবাগানে মিস্ট্রি তেতুল গাছ প্রচুর ফুল এসেছে কিন্তু একটা ফুলও ফলে পরিণত হয়নি।এর প্রতিকার এবং কারণ জানালে বাধিত হবো।
@SabujSathiGarden2 жыл бұрын
ভিডিও টি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ🙏💕। তেঁতুল গাছের ফুল থেকে ফল আসা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমতঃ গাছ অন্তত ৩ বছরের হতে হবে। দ্বিতীয়তঃ প্রুনিং করেছেন কিনা। তৃতীয়তঃ ফুল আসার আগে মাটিতে সালফার অফ পটাশ দিয়েছেন কিনা? চতুর্থতঃ ফুল আসার পর প্ল্যানোফিক্স বা মিরাকুলান প্রয়োগ করেছেন কিনা? পঞ্চমত ফুল আসার সময় মৌমাছি ছিল কিনা? যদি নি থাকে তবে হরমোন প্রয়োগ করতে হতো। যাইহোক এগুলো আবশ্যিক ছিল। আর ফুল আসার পর বা আগে কোনো নাইট্রোজেন সংবন্ধন খাবার প্রয়োগ করা যাবে না। তাহলে ফুল ঝরবে। পরবর্তীতে এই বিষয়ে মননিবেশ করবেন। ধন্যবাদ🙏। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
@shahanashoily74842 жыл бұрын
কত বছরের চাড়ায় ফুল আসবে?
@SabujSathiGarden2 жыл бұрын
ভিডিও টি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ🙏💕 কমেন্ট করার জন্য আন্তরিক কৃতজ্ঞ রইলাম। অন্ততঃ তিন বছরের চারায় যে ফুল আসে, তা থেকেই ফলে রুপান্তরিত হয়। ধন্যবাদ। ভালো থাকবেন। অন্তহীন শুভেচ্ছা রইল।
@কাজীরুফগার্ডেন2 жыл бұрын
জংগল বা মাটির গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশী তাই ফাংগিসাইড দিতে হয় না ।
@SabujSathiGarden2 жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। কমেন্ট করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন। অন্তহীন শুভেচ্ছা রইল🙏💕
@nityakirtania64612 жыл бұрын
আমার তেতুল গাছে প্রচুর ফুল হয়েছিল কিন্তু সব ফুল ঝরেগেছে।এরপর ফুল হলে কি যত্ন নেবো একটু বলবেন প্লিজ।
@SabujSathiGarden2 жыл бұрын
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ🙏💕। ফুল কি ফুটেছিল? গাছে কি মিরাকুলান বা প্ল্যানোফিক্স দিয়েছিলেন? পটাশ সার শেষ কবে দিয়েছেন? জল কেমন দিয়েছেন? সূর্যের তাপ কেমন ছিল? এই সকল বিষয়ের উপর নির্ভর করে। সবকিছুই ঠিক মতো জানান নি আপনার প্রশ্নের মধ্যে। সঠিক যত্ন নিলে অবশ্যই ফল হতো। তবুও জানান কি করেছেন। তারপর বিস্তারিত জানিয়ে দেব। ভালো থাকবেন সুস্থ থাকবেন। নমস্কার।
@mdsirajulislambiplob8232 жыл бұрын
আজ 23 এপ্রিল। এখন কি প্রুনিং করা যাবে?
@SabujSathiGarden2 жыл бұрын
ভিডিও টি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন কেন প্রূনিং করবেন? প্রূনিং করার সময় চলে গেছে। নতুন পাতা ও ফুল আসতে শুরু করেছে। যা হবার হয়ে গেছে। আগামী বছর করবেন। আর মনে রাখবেন হার্ড প্রূনিং করার আগে অবশ্যই তরল সার প্রয়োগ করে নেবেন। ধন্যবাদ🙏। ভালো থাকবেন সুস্থ থাকবেন। নমস্কার।
@SabujSathiGarden2 жыл бұрын
আপনার গাছের বয়স কত? আপনি একটি কাজ করবেন ডালগুলো নীচের দিকে টান করে বেঁধে দেবেন। দেখবেন নতুন ডাল বার হবে, আর ফুল ও আসবে। জল কম দেবেন। গাছের গোড়া স্যাতস্যতে না থাকে। ধন্যবাদ।