আমি একজন ২০ বছরের যুবক। বিয়ে করতে চাই গুনাহ থেকে বাঁচতে। তাই দ্বীনিদার কোনো গরীব কিংবা যেকোনো বোন হলেই হবে গোপনে বিয়ের জন্য ইনশাআল্লাহ। আমাদের সমাজ ব্যবস্থা অনেক খারাপ তাই আজকে আল্লাহর বিধান পালন করা অনেক কষ্টকর। আমি চাই দ্রুত বিয়ে করে ফেলতে এবং গুনাহ থেকে বাঁচতে। আমার পরিবার দ্বীনদার নয় কিন্তু আমি চাই বিয়ে করতে গোপনে। কোনো দ্বীনি বোন যদি চান গুনাহ থেকে বাঁচতে বিয়ে করতে, পরিবারকে বলেছেন কিন্তু আপনার বিয়েতে কোনো ইচ্ছা প্রকাশ করছেন না এবং আপনি বিয়ে করে গুনাহ থেকে বাঁচতে চান। এবং তা গোপনে করবে তাইলে আপনি আমাকে মেসেজ করতে পারে ইনশাআল্লাহ। আমার Talegram App @khalid313 আপনার সকল কিছু গোপন রাখবেন ইনশাআল্লাহ যদি কোনো প্রকার সন্দেহ থাকে। ঢাকার মধ্যে।
@azadrahman76554 жыл бұрын
জাজাকাল্ল খাইরান।
@דניאליעקב-ד7ק3 жыл бұрын
عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا امْرَأَةٍ نَكَحَتْ بِغَيْرِ إِذْنِ مَوَالِيهَا، فَنِكَاحُهَا بَاطِلٌ»، ثَلَاثَ مَرَّاتٍ «فَإِنْ دَخَلَ بِهَا فَالْمَهْرُ لَهَا بِمَاأَصَابَ مِنْهَا، فَإِنْ تَشَاجَرُوا فَالسُّلْطَانُ وَلِيُّ مَنْ لَا وَلِيَّ لَهُ» হযরত আয়শা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, “যে নারী তার অভিভাবকের সম্মতি ছাড়াই নিজে নিজে বিবাহ করে, তার বিবাহ বাতিল, বাতিল, বাতিল। এরপর স্বামী যদি তার তার সাথে মিলামিশা করে তবে সে মহরের অধিকারী হবে স্বামী তার সাথে মেলামেশা করার কারণে। আর যদি তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, তবে যার অভিভাবক নেই, বাদশাই তার অভিভাবক বলে বিবেচিত হবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-১৮৭৯, সুনানে তিরামিজী, হাদীস নং-১১০২, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-১৮৭৯} এ হাদীস দ্বারাই বুঝা যাচ্ছে যে, এখানে বিবাহ অবৈধ হয়ে যাওয়া উদ্দেশ্য নয়। কারণ হাদীসের পরের অংশে বলা হচ্ছে, স্ত্রী মোহরের অধিকারী হবে। যদি বিবাহ বৈধই না হতো, তাহলে মোহর আবশ্যক হওয়ার কথা আসছে কেন? মোহরতো বিবাহের মাধ্যমে আবশ্যক হয়। বিবাহ ছাড়া আর্থিক জরিমানার জন্য ব্যবহৃত হয় আরবী عقرا শব্দ ব্যবহৃত হয়। অথচ এখানে ব্যবহৃত করা হয়েছে মোহর (مَهْرُ) শব্দ । যা বিবাহের সাথে খাস। সুতরাং বুঝা যাচ্ছে এখানে আসলেই বিবাহ অবৈধ হয়ে যায়, এটি উদ্দেশ্য নয়। বরং ধমকী দেয়া উদ্দেশ্য। যেন অভিভাবকদের না জানিয়ে মেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়। আরেকটি বিষয় হলো উক্ত হাদীস দ্বারা উদ্দেশ্য হলো, অভিভাবক ছাড়া বিয়ে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ হয়, সম্পূর্ণ অবৈধ নয় ৷ কারণ, যে অভিভাবক মেয়েকে লালন পালন করল, তাকে না জানিয়ে বিয়ে করাটাতো ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণই । তাই বলা হয়েছে তা বাতিল। বাতিল মানে ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ। বিয়ে সহীহ ও বৈধ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই
@pirategamer10423 жыл бұрын
ওরে সুবিধাবাদী!!
@ihsan622 Жыл бұрын
@@pirategamer1042 হাদিস অস্বীকার করছেন?
@pirategamer1042 Жыл бұрын
@@ihsan622 হাদিস দূর্বল, অস্বীকার কোথায় করলাম?
@ihsan622 Жыл бұрын
তাহকিক করছেন?
@ihsan622 Жыл бұрын
@@pirategamer1042 প্রিয় ভাই না জেনে কোনো কথা না বলার অনুরোধ শরীয়ত বিষয়ে। এটা সহিহ হাদিস। সুনানে আবু দাউদ শরীফের কিতাবুন নিকাহ অধ্যায়ের ১৮৭৯ নং হাদিস। حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَيُّمَا امْرَأَةٍ لَمْ يُنْكِحْهَا الْوَلِيُّ فَنِكَاحُهَا بَاطِلٌ فَنِكَاحُهَا بَاطِلٌ فَنِكَاحُهَا بَاطِلٌ فَإِنْ أَصَابَهَا فَلَهَا مَهْرُهَا بِمَا أَصَابَ مِنْهَا فَإِنْ اشْتَجَرُوا فَالسُّلْطَانُ وَلِيُّ مَنْ لَا وَلِيَّ لَهُ ১৮৭৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ..... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে মহিলাকে তার অভিভাবক বিয়ে দেয়নি, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। এরপর স্বামী যদি তার সাথে মিলামিশা করে তবে সে মাহরের অধিকারী হবে। আর যদি তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, তবে যার অভিভাবক নেই, বাদশা-ই তার অভিভাবক বলে বিবেচিত হবেন। -সুনানে ইবনে মাজা', হাদীস নং ১৮৭৯ (আন্তর্জাতিক নং ১৮৭৯) তাহকীক: বিশুদ্ধ (পারিভাষিক সহীহ) বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন আয়েশা (রাঃ) (মৃত্যু ৫৭/৫৮ হিজরী)
@mirajhossain50822 жыл бұрын
হুজুর আমি একটা বিষয় নিয়ে একটি নারভাস, এখানে "বাকেরা" শব্দটির সঠিক অর্থ কোনটি হবে আসলে ?? ভিড়িওতে বাকেরার শব্দটির ২টি ভিন্ন ভিন্ন অর্থ বলা হয়েছে। যেগুলো হলো - 01#বাকেরা: যে নারী বৈধভাবে স্বামীর সঙ্গ নেয়নি 02# বাকেরা: বিবাহ এখনও হয়নি, কিন্তু বালেগা হয়ে গেছে। তো, আমার প্রশ্ন এখানে আসলে কোন অর্থটি আর্থিক অর্থে এখানে হবে ??
@Rahima950Ай бұрын
কথা তো একই
@Saiful-9-7-924 жыл бұрын
কোর্টে বিয়ে করার পর! এখন পারিবারিক ভাবে নতুন করে আবার বিয়ে করলে কোনো সমস্যা হবে কিনা? ইসলাম কি বলে?
@saimaislamsaimaislam64573 жыл бұрын
Same question
@Olpochoyay3 жыл бұрын
Biye akbar oi jayej...bojcen...parle manaben..family...k..
@nashanta7203 Жыл бұрын
সঠিক কথাই বলছেণ
@דניאליעקב-ד7ק3 жыл бұрын
একজন মহিলা যখন রাসুল (সাঃ) এর কাছে এসে নিজেকে রাসুল (সাঃ) কে বিবাহ করার জন্য প্রস্তাব করল তখন রাসুল (সাঃ) বললেন: আমার কোন প্রয়োজন নেই। তখন একজন সাহাবী উঠে বললেন: আপনার প্রয়োজন না থাকলে তাকে আমার সাথে বিবাহ দিয়ে দেন। রাসুল (সাঃ) তখন ঐ সাহাবির সাথে ঐ নারীর বিবাহ দিয়ে দিলেন কিন্তু তাকে জিজ্ঞাসা করলেন না যে, তার ওলী আছে কিনা
@truefaith17182 жыл бұрын
যার অভিভাবক নেই, তার অভিভাবক হচ্ছে রাষ্ট্র। আর রাসূল ( সঃ) রাষ্ট্রপ্রধান ছিলেন।
@islamekmatrotruereligion44532 жыл бұрын
মাশা-আল্লাহ
@skhoshain88934 жыл бұрын
Subahhan Alla Alla hu Akbar Alhamdolela vhi
@sazidalrazi57804 жыл бұрын
সারাজীবন শিরিক করে গেলে আল্লাহ্ পাক কি তাকে মাফ করবেন!!!! যদি মৃত্যুর ৫ মিনিট আগেও তার কপালে তাওবাহ নসীব হয়????
@monyemtaimia17184 жыл бұрын
মৃত্যুর কষ্ট না আসা পর্যন্ত, তাওবা কবুল হবে, কিন্তু তাওবা সহীহ হতে হবে।
@shafiulalam-yz9lv3 жыл бұрын
অবশ্যই
@islamic29454 жыл бұрын
ধন্যবাদ
@samsulbd76033 жыл бұрын
আল্লাহু আকবর
@irinsultana9862Күн бұрын
আল্লাহর হাবিবের সিদ্ধান্তের সাথে কি মানুষের সিদ্ধান্ত চলে?
@sfshagor78894 жыл бұрын
বিয়ের সময় কাবিননামায় হয়েছে কিন্তু কবুল বলাটা ও আগদ বা হিজবা পড়া না হয় তাহলে কী করতে হবে?
@rabbi6193 жыл бұрын
chele kobul bollei hobe meyer bola lagbena.
@ihsan622 Жыл бұрын
@@rabbi619 দলিল?
@ihsan622 Жыл бұрын
@@rabbi619 মেয়ের সিদ্ধান্তের গুরুত্ব রয়েছে। না জেনে দয়া করে এই বিষয়ে ফতূয়া দিবেন না।
@rabbi619 Жыл бұрын
@@ihsan622 Faltu kotha bolte ashben na naribadi kothakar off jan.
@ihsan622 Жыл бұрын
@@rabbi619 হাদিস পড়েছেন?
@salauddin56472 жыл бұрын
আমি একজন সৌদি প্রবাসি। আমি আমার এই চ্যানালে পবিত্র কুরআনের সেই সব বিষয় তুলে ধরব যাহা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু সেই সব বিষয় তেমন আলোচনা হয় না। আসা করি আপনারা আমার চ্যানালটির পাশে থাকবেন। আপনারা আমার প্রান প্রিয় দ্বীনি ভাই আপনাদের জন্য দোয়া রইলো। আমিন।.....,,,,
@razzakfarid52555 жыл бұрын
আসলামালাইকুম, প্রিয় চেনেল পেনভিসনের মোহতারেম গন আমার কিছু প্রশ্ন আশা করি ইসলামের আলোকে পরামর্শ দিবেন। আমার বয়স ৩৩ বছর আমি বিবাহত আমার একটা মেয়ে একটা ছেলে আছে।আমি বিবাহ করছি আমার আপন বড় ভাইয়ের স্ত্রীকে। আমার ভাই বিবাহের ৫ মাস পরে দুবাই তে একচিডিন্টে মারা জায় তাই।এখন আমার প্রশ্ন হলো গত ১০ মাস আগে আমারি চাচাত প্রবাস থেকে দেশে এশে একি ভাবে একচিডিন্টে মারা জায় তার স্ত্রী আচে তার বয়স ৩২ বছর তার দুইটা ছেলে আছে। আমি চাচ্চি তাকে বিবাহ করতে, আমি আমার স্ত্রীকে বলচি সেই কিছুতে রাজি হয় না আমি এখন কি কৌশল নিতে পারি।আর আমি বতমানে প্রবাসে আছি আমি আসা করি তাদের উপর ইনসাপ করতে পারবো।আর আমি কি তাকে বিবাহ করে অন্য জায়গা রাখলে আমার স্ত্রীকে জদি না জানাই তাহলে কি আমার কোন পাপ হবে।
@syedaljaber11895 жыл бұрын
kzbin.info/www/bejne/h5O1fYynZ9tsbJo
@rogueheist.44133 жыл бұрын
Amin
@sazidalrazi57804 жыл бұрын
কেউ এড়িয়ে যাবেন না প্লিজ অনুরোধ করছি আমার বন্ধুর এই দুঃখের কথাগুলো একবার হলেও পড়বার জন্য এবং সমাধান দেবার জন্য ‼️😥😥😥 একজন মুসলিমকে চিনি সে মন্দির , মাজার, হিন্দুদের বাড়ি এমনকি হিন্দুদের দোকানেও যায় না । সে কথা বার্তায় শিরিক করে না বললেই চলে । মাঝে মাঝে মনে শিরিকের কিছু জঘন্য চিন্তা মনে এসে গেলেও প্রকাশ করে না। ফেসবুকে তার ফ্রেন্ডলিষ্টে কোনো হিন্দু ধর্মের কেউই নেই । কারণ তাদের মূর্তি , ভাস্কর্য ইত্যাদি যে ব্যাপকভাবে ঘৃণা করে । সাথে আরো ঘৃণা করে কবর মাজারের শির্কের কান্ড । কখনও যদি এরুপ ছবি মূর্তির দৃশ্য তার চোখে পড়ে যায় তখন তার খুব কষ্ট হয়। সত্যি কথা বলতে তার পুরো ফোন ভর্তি আল্লাহু নামের ছবি। সে ঐ ছবির দিকেই তাকিয়ে থাকে অনেকক্ষণ ধরে। যাতে নামাযে তার স্বরণটা এক আল্লাহর দিকেই থাকে। কিন্তু তার একট দুরে সমস্যা আছে আর তা হলো নামাযে দাঁড়ালেই অনেক আজে বাজে চিন্তা তার মাথায় আছে । সিজদায় গেলে বিভিন্ন ছবি মূর্তির দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠে । এমনটা চলছে দীর্ঘদিন ধরে। এমনটা হওয়ার জন্য সে মনে মনে অনেক কষ্ট পাচ্ছে । তার মনে হচ্ছে এমন কাজ কি শিরিক ‼️ এমনটা চলতেই থাকলে সে কি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে ??? এই ব্যক্তি কি কোনোভাবে শিরিকের মধ্যে লিপ্ত ??? এই ব্যক্তি ক্ষমা পাবে কি করে ??? এই ব্যক্তির জন্য আপনার পরামর্শ কি থাকবে ???
@nurulamin93243 жыл бұрын
সমস্যা নাই এটা এক ধরনের ওয়াসা ওয়াসা।বা শয়তান এর কুমন্ত্রণা এটাকে গুরুত্ব না দেওয়াই উচিত ্আর এতে কোন পাপ হবে না
@hurayragang4270 Жыл бұрын
এরকম যখনি হবে। যেই কোন জায়গায়। আউযুবিল্লাহ হিমানুস সাইতোনুররাজিম বলে বাম পায়ে থুথু ফেলতে বলবেন
@דניאליעקב-ד7ק3 жыл бұрын
সালামা বিনতে আব্দুর রহমান রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক মেয়ে রাসূল ﷺ এর কাছে এল। এসে বলল, হে আল্লাহর রাসূল! আমার পিতা! কতইনা উত্তম পিতা! আমার চাচাত ভাই আমাকে বিয়ের প্রস্তাব দিল আর তিনি তাকে ফিরিয়ে দিলেন। আর এমন এক ছেলের সাথে বিয়ে দিতে চাইছেন যাকে আমি অপছন্দ করি। এ ব্যাপারে রাসূল ﷺ তার পিতাকে জিজ্ঞাসা করলে পিতা বলে, মেয়েটি সত্যই বলেছে। আমি তাকে এমন পাত্রের সাথে বিয়ে দিচ্ছি যার পরিবার ভাল নয়। তখন রাসূল ﷺ মেয়েটিকে বললেন--- "এ বিয়ে হবে না, তুমি যাও, যাকে ইচ্ছে বিয়ে করে নাও" (সুনানে সাঈদ বিন মানসূর ৫৬৮, মুসন্নাফে আব্দুর রাজ্জাক ১০৩০৪, মুসান্নাফে ইবনে আবী শাইবা ১৫৯৫৩, দিরায়া ফী তাখরীজি আহাদিসীল হিদায়া ৫৪১)
@truefaith17182 жыл бұрын
এখানে মেয়েটি জোরপূর্বক বিয়ের শিকার হয়েছিলো, তাই, রাসূল ( সঃ) রাষ্ট্রপ্রধান হিসেবে ঐ বিয়ে বাতিল করে তার অভিভাবক হিসেবে ঐ মেয়েটিকে অনুমতি দিয়েছিলেন।
@wakil19945 жыл бұрын
Bebek deye chinta korle sob gulai thik ahle hades der kotha
@wakil19945 жыл бұрын
Ahle hades der kothai sothik
@AlKaydaIslamicSong9 ай бұрын
মেয়েরা যদি বাবার পরিবর্তন অন্য কাওকে অভিভাবক বানিয়ে বিবাহ করে জায়েজ আছে নাকি।
মাজমুয়ায়ে ফাতাওয়া লি বিন বাজ এর ২০ খন্ড, ৪১১ পৃষ্ঠায় বিয়ে অধ্যায়ে এক প্রশ্নের জবাবে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শায়েখ আব্দুল আজিজ বিন বাজ রহ. (১৯৯৩-১৯৯৯) বলেন-- "ওয়ালী ছাড়া কেও যদি কোন মেয়েকে বিয়ে দেয় তাহলে উলামাদের দুই মতের প্রণিধানযোগ্য মত অনুযায়ী এই বিয়ে শুদ্ধ হবে না । ফাসেদ হয়ে যাবে । আর উলামাদের অন্য অংশের মতে বিয়ে শুদ্ধ হয়ে যাবে ।" সৌদি আরবের এই বিখ্যাত সাবেক গ্র্যান্ড মুফতি সাহেবের ফতওয়া অনুযায়ী, দুটি মতই শুদ্ধ । সুতরাং যে অঞ্চলে যে মতের প্রচলন, সেখানে সে মোতাবেক আমল করাই বাঞ্ছনীয়।
@anikahmed96763 жыл бұрын
আপনার মোবাইল নাম্বার দেন প্লিজ আপনার সাথে কথা বলতে চাই
@pirategamer10423 жыл бұрын
সুবিধাবাদী
@razzakfarid52554 жыл бұрын
বিধবাকে বিবাহ করতে কি, বিধবা মহিলার অবিভাবকের উনমতি লাগবে, জানালে উপকার হবে।
@rabbi6193 жыл бұрын
Babar unomoti newa tai better
@shafiulalam-yz9lv3 жыл бұрын
অবশ্যই
@rogueheist.44133 жыл бұрын
Mashallah সবাই ভাল আছেন কি 💓
@peacefurqantv12655 жыл бұрын
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ উস্তাদের সামনে যিনি বসে আছেন উনার মুখে দাড়ি এত ছোট কি জন্য তিনি কি নবীর সুন্নত মানে না না রাখেন না আনস্মার্ট আনস্মার্ট লাগে বলে
কিছু কিছু আলেম এই সম্পূর্ণ হাদিসটির ১ম অংশ বলে আর পরের অংশ বলে না তাই এমন ঝামেলা হয় । সম্পূর্ণ হাদিসটি হলো এই--- عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا امْرَأَةٍ نَكَحَتْ بِغَيْرِ إِذْنِ مَوَالِيهَا، فَنِكَاحُهَا بَاطِلٌ»، ثَلَاثَ مَرَّاتٍ «فَإِنْ دَخَلَ بِهَا فَالْمَهْرُ لَهَا بِمَاأَصَابَ مِنْهَا، فَإِنْ تَشَاجَرُوا فَالسُّلْطَانُ وَلِيُّ مَنْ لَا وَلِيَّ لَهُ» হযরত আয়শা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, যে মহিলাকে তার অভিভাবক বিয়ে দেয়নি, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। এরপর স্বামী যদি তার তার সাথে মিলামিশা করে তবে সে মহরের অধিকারী হবে স্বামী তার সাথে মেলামেশা করার কারণে । আর যদি তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, তবে যার অভিভাবক নেই, দেশের শাসক/বাদশাই তার অভিভাবক বলে বিবেচিত হবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-১৮৭৯, সুনানে তিরামিজী, হাদীস নং-১১০২, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-১৮৭৯} এ হাদীস দ্বারাই বুঝা যাচ্ছে যে, এখানে বিবাহ অবৈধ হয়ে যাওয়া উদ্দেশ্য নয়। কারণ হাদীসের শেষাংশে বলা হচ্ছে, স্ত্রী মোহরের অধিকারী হবে। যদি বিবাহ বৈধই না হতো, তাহলে মোহর আবশ্যক হওয়ার কথা আসছে কেন? মোহরতো বিবাহের মাধ্যমে আবশ্যক হয়। বিবাহ ছাড়া আর্থিক জরিমানার জন্য ব্যবহৃত হয় আরবী عقرا শব্দ ব্যবহৃত হয়। অথচ এখানে ব্যবহৃত করা হয়েছে মোহর শব্দ। যা বিবাহের সাথে খাস। সুতরাং বুঝা যাচ্ছে এখানে আসলেই বিবাহ অবৈধ হয়ে যায়, এটি উদ্দেশ্য নয়। বরং ধমকী দেয়া উদ্দেশ্য। যেন অভিভাবকদের না জানিয়ে মেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়। আরেকটি বিষয় হলো, নারীদের অভিভাবক ছাড়া বিয়ে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ হয়, সম্পূর্ণ অবৈধ নয় ৷ কারণ, যে অভিভাবক মেয়েকে লালন পালন করল, তাকে না জানিয়ে বিয়ে করাটাতো ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণই । তাই বলা হয়েছে তা বাতিল। বাতিল মানে ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ। বিয়ে সহীহ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই ৷
@panvisiontv4 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে।
@דניאליעקב-ד7ק4 жыл бұрын
Panvision TV ওয়েলকাম আপনাকে। আপনাদের পাশে আছি ও থাকবো ইনশা-আল্লাহ
@umranumran98744 жыл бұрын
এটা বিবাহিত মেয়েদের খেতরে
@דניאליעקב-ד7ק4 жыл бұрын
@@umranumran9874 কুমারী হোক, বিধবা হোক আর তালাকপ্রাপ্তা যেই ধরণের মেয়েই হোক না কেন, সবার ক্ষেত্রেই এই হাদিস প্রোযোজ্য । এখানে নির্দিষ্ট করে বলা হয় নাই কোন টাইপের মেয়ে । বরং বলা হয়েছে "যেই মেয়ে" । যেই হাদিসটা আমি লিখেছি ভালো করে দেখেন ।
@pirategamer10423 жыл бұрын
@@דניאליעקב-ד7ק বিবাহ বাতিল বাতিল বাতিল
@nagimuddinbijoy49114 жыл бұрын
Bassy bolle tarpor jodi na mane.tahole ki paliye biye kora jabe na
@marufulkabir3939 Жыл бұрын
কাবিন মোহরানা ছাড়া হুজুর দিয়ে গোপনে হালাল করতে বিয়ে হয়❓ কারন পরিবার পরে আমাদের আবার বিয়ে দিলে মোহরানা কাবিন ঠিক করতে পারবে ❓🙏🥺 প্লিজ জানান
@Vip-ck3gh4 жыл бұрын
হিন্দু মেয়েকে প্রেম করে মুসলিম করে কোডমেরিজ করা জায়েজ আছে ইসলামে কি বলে। যদি একটা ভিডিও বানাতেন অনেক ভালো হতো
@jibayelahmed17464 жыл бұрын
তাদের ক্ষেত্রে অনুমতির প্রয়োজন নেই
@Vip-ck3gh4 жыл бұрын
@@jibayelahmed1746 শিওর তো আপনি কোনো প্রয়োজন নেই যদি ভিডিও করতো একটা তা হলে ভাল হতো
@jibayelahmed17464 жыл бұрын
@@Vip-ck3gh জি শিওর, কিন্ত বিয়ের আগে প্রেম হারাম, সেটা যদি মুসলিম বানানোর জন্য জায়েজ মনে করা হয় তাহলে কবিরা গোনাহ হবে
@Vip-ck3gh4 жыл бұрын
@@jibayelahmed1746 হু জানি প্রেম হারাম বাট এই ছাড়া তো মুসলিম করা যাবে না কি করবো এখন
@jibayelahmed17464 жыл бұрын
@@Vip-ck3gh তাকে ইসলামের দাওয়াত দেন মহিলা আলেমা দিয়ে