উফ....আমার প্রজ্ঞাসাগরকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি চেষ্টা করি বালুচরে বসে শুধু দেখার।
@sharmisthaghatak6501 Жыл бұрын
Apurbo apnake pronam apnar eto sundor alochana mon bhore jachhe
@rajibdhar3148 Жыл бұрын
Onobodyo laglo sir, pronam neben.
@LalitaChattopadhyay2 жыл бұрын
সশ্রদ্ধ প্রণাম উনাকে । উনার কৃপায় মনে হচ্ছে না আজ 2022 সালে দাঁড়িয়ে আছি। সেই পবিত্র পুরাণ তথা চারযুগে বিচরণ করছি ।ঁহে ঈশ্বর আমাদের মতো গরীব অভাগাদের জন্য উনাকে তুমি কৃপা করে সুস্থ ও দীর্ঘায়ু করো এই প্রার্থনা করি তোমার চরণে ।
@biswassukumar98202 жыл бұрын
QA
@biswassukumar98202 жыл бұрын
±!
@1976chandrasekhar2 жыл бұрын
🙏🙏🙏
@sudhirkumarrudrapal62372 жыл бұрын
খুবই ভালোলেগেছে ।
@soumyadeepchakrabarty78242 жыл бұрын
সমৃদ্ধ হচ্ছি। বড়ো ভালো লাগছে।
@BithiGanguly76o.-_10 ай бұрын
খুব ভালো লাগলো। জানতাম না অনেককিছু। খুব ভালো থাকবেন। আমার প্রণাম নেবেন। 🙏❤️🙏
@ajoy.k.m282 жыл бұрын
মাননীয় ভাদুড়ী মহাশয় প্রণাম । রামায়ণ , মহাভারতের নতূন নতূন তথ্য জানতে পেরে খুব ভালো লাগছে ।
@Photophile3602 жыл бұрын
Sir ,pronam neben .ajke onk gyan orjon korlam , kichui jantam na amader ai puran , mahabharat etc somporke . Ajke apnar kache theke onk kichui jante parlam . Thank u so much. Pronam neben .🙏🏻
@pradyutroy81952 жыл бұрын
অপূর্ব এ শ্রবণ। ভগবান পরশুরাম সম্পর্কে জানার তৃষ্ণা আর ও বেড়ে গেলো.. প্রণাম নেবেন গুরুসম শ্রদ্ধেয় মহাশয় 🙏
@diptikumarbhattacharjea63752 жыл бұрын
পরশুরামকথা শোনাবার জন্য নৃসিংহাবলোকনে আমরা যে প্রসাদ লাভ করি তা, এককথায় অমৃততূল্য। নিবিষ্টচিত্তে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকি। শেষ হইয়াও হয় না শেষ মনোভাবে যবনিকা টানি । আপনি দীর্ঘায়ু হ'ন এবং জ্ঞানপিপাসুদের তৃষ্ণা নিবারণ করতে থাকুন। প্রণাম।
@BiniyogBangla Жыл бұрын
😊
@saikatsain1218 Жыл бұрын
সশ্রদ্ধ প্রণাম আপনাকে🙏 আপনার কথা সত্যিই অমৃতসমান।
@selfielifestyle2360 Жыл бұрын
অসাধারণ বিশ্লেষণ আপনার। আমার গায়ের লোম খাঁড়া হয়ে গেল পরশুরাম কথা শুনে। 🙏🙏🙏
@himadripaul2 жыл бұрын
গুরুকে সশ্রদ্ধ প্রণম । অসাধারণ এই বক্তৃতা ধারা। এ উত্তরকালের জন্য রক্ষা করা আমাদের কর্তব্য।
@Picklu17Arna2 жыл бұрын
আপনার কথা গুলো আমার কাছে অমৃত মতো লাগছে ,আমি জানি না আমি কতটা আত্মস্থ করতে পারছি , তবে আপনি যা বলছেন তাতে অন্তর শুদ্ধি করণ হচ্ছে হয় তো আমার ,আপনি সুস্থ এবং ভালো থাকুন। . আপনার সমস্ত কথা আমি মন দিয়া শুনে খুব শান্তি পাই , আজ আমি ধন্য আপনার কথা শুনে। আপনি আরো অনেক জ্ঞান দান করুন এটা আমার অনুরোধ।🙏🤲
@amarprasadbandyopadhyay7811 Жыл бұрын
⁹Such vast wisdom being preserved this. way will enrich generation after generation.
@madhumanjareebhattacharjee94282 жыл бұрын
Koto ki6u jante parlam, thank you so much, Sir🙏🏼
@revolutionist24682 жыл бұрын
বাহ! চমৎকার 🙏
@ashimbarua4001 Жыл бұрын
I always listen to you spellbound🙏🙏🙏Me's so very blessed, sir💓💓
@kalyanichatterjee4882 жыл бұрын
Sir,মন্ত্রমুগ্ধের মতো ভৃগু এবং পরশুরাম বিষয়ে শুনলাম ।অনেক কিছু জানতে পারলাম যা আগে জানতাম না। আপনাকে প্রণাম জানাই। আপনি সুস্থ থাকুন এবং আমাদের কে আরও সমৃদ্ধ করুন।
@reet2172 жыл бұрын
আপনাকে ধন্যবাদ জানাই, প্রণাম নেবেন মহাশয়।
@gopamaitra34932 жыл бұрын
Beyond description !!! Such a nice presentation with quotation in sanskrit is helping to enrich us. Thanks a lot as well as pronam.
@daliadutta34792 жыл бұрын
অসাধারণ।প্রণাম জানাই🙏
@akbrahma773910 ай бұрын
Apurba ❤ 🌺
@gourimukhopadhyay30292 жыл бұрын
খুব সুন্দর বলেছেন এমন ই তথ্য সমৃদ্ধভাবে পরশুরামের সম্পর্কে আরও জানতে চাই, ত্রেতাযুগ থেকে দ্বাপরে একটা যুগ থেকে আর একটা যুগে তিনি যেভাবে তাঁর কার্যকলাপ করে গেছেন আর কাউকে সেভাবে পাওয়া যায়নি তাই আরও জানতে ইচ্ছা হয়।যদি সম্ভব হয় আরো কিছু বলার অনুরোধ করছি।
@ranjanadhar93452 жыл бұрын
পরশুরামের মাতৃ হত্যা নিয়ে অনেকেই অনেক রকমভাবে বিশ্লেষণ করেন। সেই সব বিশ্লেষণে কোথাও এমন কোনো ভাব প্রদর্শন হয় না যে তিনি তাঁর মাকে ভালোবাসতেন এবং সম্মান করতেন। আপনার বিশ্লেষণেই অনুভব করলাম সেই সম্মান ও ভালোবাসা। না হলে যেহেতু তাঁর মা 21 বার কেঁদেছেন তাঁর পিতার মৃত্যুর জন্যে। তাই তিনি 21বার ক্ষত্রিযের বধ করেছিলেন। অনেক সময় বোঝার এবং নজরের হেরফেরে সঠিক বার্তা সাধারণের কাছে পৌঁছয় না। এখনো অনেক বাকি । অপেক্ষায় রইলাম। প্রণাম রইলো। শুভ রাত্রি।
আপনি আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন । আপনার কথা শুনে অমৃত লাভ করি । আপনার লেখা বই পড়ে কখনও শেষ হয় না । যতবারই পড়ি নূতন মনে হয় । যদি আপনার এই গল্পগুলো লিখে প্রকাশ করেন খুব ভাল হয় । যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন তা অমর হয়ে থাকবে।
@sanjuktamondal65112 жыл бұрын
খুব ভালো লাগলো, পরশুরাম খুবই পিতৃ মাতৃ ভক্ত ছিলেন। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজেও অন্যায় করে ফেলেছিলেন। আরো অনেক কিছু শুনতে চাই। সুস্থ থাকুন, স্বশ্রদ্ধ প্রণাম জানাই🌹🌹
@1976chandrasekhar2 жыл бұрын
অসাধারণ বলেছেন, কলারিপ্পায়াত্তু দক্ষিণ ভারতের একটি আদি মার্শালাট. কাঞ্চিপুরম এর রাজা বধিধর্মা মাধ্যমে এই মার্শালাট চীনে পৌঁছায় এবং সেখান থেকেই নাম পরিবর্তনের মাধ্যমে সারা বিশ্বে ছড়ায়. বহিরাগত আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য সাধারণ মানুষদেরকে পরসুরাম নিজে এই যুদ্ধ কৌশল শেখান. 🙏🙏🙏
@kiritiroy362410 ай бұрын
স্যার, আপনার কাছে কৃতজ্ঞচিত্তে অনুরোধ, দয়া করে কথা অমৃতসমান লেখা সম্পন্ন করুন। এতো ভালো একটি কাজ অসম্পূর্ণ থাকলে আমাদের দুঃখের সীমা থাকবে না। বর্তমান প্রজন্ম পৃথিবীর শ্রেষ্ঠতম এই আখ্যানের রসাস্বাদন থেকে বঞ্চিত হবে। আপনি কি তাই চান? 🙏🏽
@souravdas39952 жыл бұрын
Wonderful . You are greatest living Sanskrit pandit of West Bengal . Ramayan Mahabharater Nayak and Villain der somporke apnar bisleshon jante chai .
@debasisnath8582 жыл бұрын
প্রণাম নেবেন স্যার, আশা রাখি আপনার থেকে আমরা দিনে দিনে সমৃদ্ধ হবো, আপনার দীর্ঘায়ু কামনা করি 🌹
@madhukapoor47132 жыл бұрын
অসাধারণ !! দাদা , অপেক্ষায় রইলাম |
@dipsikhabhattacharyya53852 жыл бұрын
এ ভালো লাগা অন্তহীন… আপনার যেরকমভাবে বলতে ইচ্ছে করে বলুন… আপনার মুখনি:সৃত প্রতিটি শব্দই আমার কাছে গীতাশ্রবণের মতো….😊😊
@vr23942 жыл бұрын
Pranam neben sir ❤️❤️🙏
@suklalahiry6008 Жыл бұрын
আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই, গণেশের পরশুর গল্প যদি বলেন ভাল হয়
@nabanitamajumdar88482 жыл бұрын
অসাধারণ লাগল!!🙏💐
@sagnikbej21002 жыл бұрын
Sir, Katha Amritsaman part 7 kobe berobe
@samiranpramanik33482 жыл бұрын
এত সুন্দর ব্যাখ্যা করলেন কিছু বলার রইল না ।🙏🙏🙏
@surupasaha61242 жыл бұрын
অপূর্ব কথন ও ব্যাখ্যা। খুবই ভালো লাগল। সশ্রদ্ধ প্রণাম জানাই আপনাকে।🙏🙏🙏
@haimantidutta48982 жыл бұрын
Beautiful. Shune dhonya hoye gelam
@rumabhattacharjer700910 ай бұрын
Pronam neban sir... apner video gulo ami dakhe..khub valo lage, Parashuram haat theake kuther fele chilen Arunachal er Tezu te.setar nam parasuram kundo...khama korben sir.
@kaustavchakraborty84792 жыл бұрын
Thank you sir, it was awesome
@raunakmitra78682 жыл бұрын
এটাকে podcast রূপে উপস্থাপন করার অনুমতি রইল।
@smritiranisaha55032 жыл бұрын
যত শুনছি তত আগ্রহ বাড়ছে , প্রণাম রইলো
@amitavbiswas2 жыл бұрын
জয় পরশুরাম অবতারের জয় ...
@SWAPANKUMARDUTTAKOLKATA2 жыл бұрын
অসাধারণ ... , প্রণাম নেবেন স্যার
@mausumydebdey39222 жыл бұрын
এভাবে আমরা যেন সমৃদ্ধ হই । আপনি সুস্থ থাকুন ।
@dipanwita0928 Жыл бұрын
সুস্থ শরীরে দীর্ঘায়ু হয়ে আমাদের আলোর পথে নিয়ে চলুন 🙏🙏🙏🙏
@sankarde1908 Жыл бұрын
প্রণাম জানাই স্যার।
@bdipankar2 жыл бұрын
আপনাকে সশ্রদ্ধ প্রণাম| মহর্ষি কশ্যপ সম্পর্কে কিছু তথ্য জানতে পারলে খুশি হবো|
@rk86042 жыл бұрын
শ্রী রাম ও শ্রী কৃষ্ণ এর ঐতিহাসিকতা ইতিহাস নিয়ে একটি video বানালে ভাল হয় স্যার
@sauvikpaul69802 жыл бұрын
এ বিষয়ে আমিও জানতে চাই।
@rupalideb11442 жыл бұрын
Pranam.
@indranichakraborti41692 жыл бұрын
প্রণাম গ্রহণ করবেন 🙏
@sanjaybhattacharya10422 жыл бұрын
আপনাকে শতকোটি প্রণাম🙏 আরো আগে থেকে যদি আপনাকে পেতাম তাহলে আরো বেশি সমৃদ্ধ হতাম।আপনি এগিয়ে চলুন আমরা আমরা আপনার পথ অনুসরণ কোরছি,আর আপনার লিখিত বই যদি কিছু থাকে তাহলে কোথায় পাবো একটু জানাবেন 🙏।
@paroj95642 жыл бұрын
CLASSIC Pronam.....
@ranjanabhandari98402 жыл бұрын
Khub valo laglo
@rabinchakraborty432811 ай бұрын
বিমল সুরির জৈন রামায়ন নিয়ে অনুগ্রহ করে আলোচনা করুন!
@silverballer73422 жыл бұрын
Pronam Sir. 🙏
@dulalkumarpal99572 жыл бұрын
PRANAM RAJYA AR BARTAMAN PARISHTHITI NIYE KI KATHA BALUN .....
@baishnabroy9655 Жыл бұрын
নমস্কার স্যার যদি Vedic Maths এর উপর একটা দুটো এপিসোড করেন বড় উপকৃত হবো ।
@suvradas72652 жыл бұрын
সশ্রদ্ধ প্রণাম জানাই,সুস্থ থাকুন দীর্ঘায়ু হন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।
@kalyanibhaduri2 жыл бұрын
সত্যিকারের জ্ঞানী মানুষ।
@priyankamazumder66032 жыл бұрын
Besh valo lglo
@kuntalduttachoudhury27142 жыл бұрын
প্রণাম নেবেন। আপনার, মহাভারতের চরিত্র গুলো নিয়ে লেখা প্রবন্ধ গুলি সব ই পড়েছি। সমৃদ্ধ হয়েছি। আরো সমৃদ্ধ হতে চাই। ব্যখ্যা গুলো ভীষণ ভালো লাগছে।
@tanaybiswas39942 жыл бұрын
ইন্দ্র এবং কার্তবির্যারজুন সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে চাই
@mamataroy3945 Жыл бұрын
Sir, Gandhari r pita o Gandhari r chokh badhana, ei bishoye jodi kichhu bolen. Khub bhalo hoy.
@GOD_Himself_72 жыл бұрын
নমস্কার স্যার 🙏🏻 বাংলাদেশ হইতে।
@rudranilbhattarjee4463 Жыл бұрын
Nice
@shibanighosh11602 жыл бұрын
স্যার প্রণাম নেবেন 🙏🙏🙏
@sibaramchatterjee9500 Жыл бұрын
Sir আমার প্রণাম নেবেন, ইতি sibaram
@koustavsarkar80582 жыл бұрын
আপনার থেকে পরশুরাম সম্পর্কে অনেক অজানা তথ্য জানলাম। খুব ভালো লাগলো। আচ্ছা পরশুরাম কি করে ত্রেতা এবং দ্বাপর দুই যুগেই জীবিত ছিলেন ?
@sumanari41162 жыл бұрын
Uni ekhono achen.
@piyanikasingharoy95472 жыл бұрын
সমৃদ্ধ হলাম
@anudhayan22 Жыл бұрын
গায়ত্রী নিয়ে একদিন আলোচনা করুন ।
@milibhattacharya70812 жыл бұрын
প্রণাম নেবেন স্যার। পরশুরাম সম্পর্কে কিছু নতুন possitive তথ্য জেনে ভালো লাগলো।একটু অতুক্তি করছি বামন অবতার মনে গেঁথে আছে--তার উৎকর্ষ সত্য রক্ষা ভগবানের ভক্তের প্রেমের কাছে আত্মসমর্পণ সব দিক দিয়েই।
Sir Apnar kache ami sanskrito shikhte chai .কিভাবে sikhbo জানাবেন plz.
@uttamkumarroy73372 жыл бұрын
Sir, thank you very much for your great discussion. 🙏
@sauvikpaul69802 жыл бұрын
বৈদিক সরস্বতী নদী নিয়ে আপনার কি ধারণা?
@ujjwalchowdhury52872 жыл бұрын
Sir JHARKHANDote parusamer farsa rakha ache matite pota ache bohu preaching kal thake ja akhono porjonta Jan pore nai
@MrBidyut52 жыл бұрын
একটা প্রশ্ন আছে স্যার, মহর্ষি কশ্যপ সমস্ত ভূমির দান গ্রহণ করার পর সেগুলো কাদের দান করলেন?
@gouridas2275 Жыл бұрын
ওম্।
@mitalibhattacharya8232 жыл бұрын
চিত্তাকর্ষক যাকে বলে একদম তাই...🙏
@namashiva12 жыл бұрын
সশ্রদ্ধ প্রণাম
@malldeb2 жыл бұрын
apnar episode gulo ekta number kora thakley porey jara dekhben tader subidhey hotey parey
@arindamsengupta82702 жыл бұрын
🙏🙏🙏🙏
@SumanDas-wp2jw2 жыл бұрын
Kinduy can anybody help me with the address of his honorable wisdom reservior
@dipikachitrakar12702 жыл бұрын
ছোট ছোট পর্বে বললে আরো ভালো হয়.🙏
@sowrodiproy3932 жыл бұрын
Sir etao to hote pare je jehetu koli jug er suchona tar kichu din badey hote choleche...tai tini emon likhe chen ??...je ey judhdher sese avimannu putro porikhkhit er rajotter ses ey koli jug er suchona hote chole che...???
@subratanaskar962 жыл бұрын
Sir apnar dristibhongi te,bhola sankar k onubhab korte chai....❤🙏
@paragchaudhuri50752 жыл бұрын
🙏
@lahirisomankar2 жыл бұрын
আপনি মাঝে মাঝেই বলে ওঠেন "আমি বেশী বলে ফেলছি" - দয়া করে একটু বেশীই বলুন, যাতে আমরাও কিছুটা শিখতে পারি। জানতে পারি। প্রণাম জানাই।
@soumilchowdhury9965 Жыл бұрын
আমিও একমত আপনার সাথে। একটু বেশী না বললে ওইটুকুই কম থেকে যাবে। জানিনাতো তেমন কিছুই।
@debatramandal85552 жыл бұрын
পরশুরাম মহাদেবের ছাত্র ছিলেন , পূর্বে তাঁর নাম ছিল রামভদ্র, 'পরশু' অর্থাৎ কুঠার তিনি মহাদেবের কাছ থেকে উপঢৌকন পেয়েছিলেন তাই স্বয়ং মহাদেব প্রথম তাঁকে পরশুরাম নামে অভিহিত করেন ।
@malabanerjee84242 жыл бұрын
প্রথমেই আপনার সুস্থ্য দীর্ঘায়ু কামনা করি- নিজেদের স্বার্থে। এমন সহজ করে কঠিন বিষয় আর কে আমাদের জানাবে ? কঠিন বিষয়ে, তার চেয়েও কঠিন ব্যাকারণ -- আপনি এত সহজ করে মাথায় ঢুকিয়ে দেন, মনে হয় আমিও বুঝি সংস্কৃত নিয়ে পড়তে পারতাম। ধন্য ধন্য আমাদের জীবন। আমরা আপনাকে পাচ্ছি। আপনি আমাদের সকলের ভূমিষ্ঠ প্রণাম গ্রহণ করুন দয়াকরে।
@HungryHULO2 жыл бұрын
স্যার আলাদা করে bissamitra chapter টা করলে বেশ love story episode হয় একটা
@sajalkar52011 ай бұрын
অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদীর মধ্যেই পরশুরাম কুন্ড আছে এখানে পৌষ সংক্রান্তিতে স্নান আর বিরাট মেলা হয় ।
@M_O_N_T_A_N_A10 ай бұрын
আর্য সংস্কৃতিতে (বেদ - উপনিষদ আদিতে)কি লিঙ্গ ও যোনি পূজার কোনো প্রমাণ পাওয়া যায় ? অনুরোধ রইলো প্রশ্নের উপযুক্ত উত্তর দেওয়ার 🙏
@rdey4182 жыл бұрын
Please Spotify te asun
@chandrachurdas13592 жыл бұрын
আপনি ভালো থাকুন sir
@ujjwalchowdhury52872 жыл бұрын
Sir kon jug Kato bachor dhore chole Ta niea sadharaner madheye bhul dharma ache ai niea Jodi video koren
@dsengupta4074 Жыл бұрын
পিতৃ দোষ নিয়ে কিছু বললে ভাল লাগবে 🙏🙏🙏🙏
@dibyendupanda47422 жыл бұрын
Respected Mr BHADURI, if you have not already discussed the CAST SYSTEM in the PURAN, please shade some light on that. I was amazed and saddened at the same time knowing that NIKASA tribe still remains in the northern part of INDIA and they remained suppressed and deprived as well. in the conclusion give your opinion how GRADUALLY they can be assimilated with the main stream of the present day life.