সেলিনা হোসেনের হাঙ্গর নদী গ্রেনেড সিনেমার শেষ দৃশ্যের বুড়ি, আর লিওনার্দো কোহেনের পার্টিসানের বুড়ি, দুই জনের অবস্থান শত আলোক বর্ষ দূরে হলেও তাদের কাহিনী হুবহু একই। ভাষা সংস্কৃতি যতই আলাদা হোক না কেন - যুদ্ধ, মৃত্যু, প্রেমের ক্ষেত্রে আমরা সবাই এক। শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদের স্মৃতির উদ্দেশে আজ শুধু একটাই ভার্স- "Ohh the wind, the wind is blowing. Through the graves the wind is blowing. Freedom soon will come! Then we will come from the shadow!" জয় বাংলা। ✊🏼