ছোটবেলায় ঠাম্মীর কাছে গল্পঃ শুনতাম। এখন শনিবার এর রাত হলেই ঠাম্মী জিজ্ঞেস করে আজকে নতুন কি গল্পঃ আসছে রে। ইন্দির ঠাকুরন এর মারা যাওয়ায় কেঁদেও দিয়েছিলেন। আজ দ্বিতীয় পর্ব এর কথা কাজের চাপ এ ভুলেও গিয়েছিলাম। রাতের খাবার শেষ হতেই বললেন গল্পঃ টা চালিয়ে দিয়ে যা শুনতে শুনতে ঘুমোবো। অসংখ্য ধন্যবাদ মির দা। ৭০বছর বয়সের অপরেশন হওয়া রুগীর মনে এটুকু আকাঙ্ক্ষা আর খুশি জাগিয়ে রাখার জন্য।
@NutricJourney_Official5 ай бұрын
AQ
@sukritidanspiritual69135 ай бұрын
Thank you ❤
@LekhaBanerjee-y4z5 ай бұрын
Ptherpachalir durgar mittuta soghoo hoy na boro kosto hoy
@satyabratadas37135 ай бұрын
Arms and the Man ai story ta hok.
@animeshfouzdar36055 ай бұрын
❤
@realmir5 ай бұрын
নিশ্চিন্দিপুরের পথের পাঁচালী শেষ হলো অবশেষে। কেমন লাগলো শেষ পর্ব... কমেন্ট করে গপ্পোমীরকে জানাতে ভুলো না কিন্তু।
@Sreeeee1435 ай бұрын
কিছু বলার ভাষা নেই.....
@tinabiswas75355 ай бұрын
Khub sundor
@AmitKumarbanerjee-wt2yp5 ай бұрын
Khub sundor 👏
@indrajitshil11945 ай бұрын
অনেক দিন পর আজ আবার চোখ টা ভিজে গেলো।।। অপেক্ষাই থাকলাম রনি দা কে শোনবার জন্য
@SaifulIslam-19825 ай бұрын
অসাধারণ.... দাদা এই ২ ঘণ্টা ৫৬ মিনিট যেন একটা ঘোরের মধ্যে গেছে... কতবার কাঁদলাম, তার হিসেব নাই। এই দূর প্রবাসে বসে কান্নামাখা চোখে চলেগেছি আমার বাংলাদেশের সেই গ্রামে... দাদা তোমার আর তোমার টিমের প্রতি সালাম।🙏🙏🙏
@sksabir23425 ай бұрын
দুর্গার মৃত্যুতে চোখের জল আর ধরে রাখতে পারলাম না।😭 1:18:43''"অপু আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি""🥹🥹
@jana.anubhav5 ай бұрын
😭😭😭😭😭
@Puchuson5 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@ArchitaChand5 ай бұрын
Ami to class 8 e ey ongso tay portam ar rate suye suye kandtam🙂🙂🥲🥲
@sumitramandal10114 ай бұрын
😢😢😢😢😢
@ParthaDas-l5c4 ай бұрын
Akdom thik kotha. Amro chokh jal asea gachelo. 😢
@manishabasak33375 ай бұрын
গল্প শোনার আগে মানসিক ভাবে প্রস্তুত ছিলাম দুর্গা কে বিদায় নিতেই হবে। কিন্তু সেই চরম মুহূর্তে চোখের জল বাঁধ মানলো না🥺🥺
@avatargaming91943 ай бұрын
Hello
@anushkachowdhury4320Ай бұрын
দুর্গার মৃত্যুর জায়গাটা পড়তে পড়তে অনেক বার কেঁদেছি, তবে আজ যেন নিজের মনকে শক্ত করে রেখেছিলাম, না, আজ ওই অংশে আর আমি কাঁদিনি। কিন্তু নিশ্চিন্দিপুর ছেড়ে যাওয়ার সময় আর না কেঁদে পারলাম না, সত্যি দুর্গাকে কেউ মনে রাখলো না, দুর্গা হারিয়ে গেল
@AmitHaldar-wi1cw5 ай бұрын
অনেক দিন পর একটু প্রাণ খুলে কাদলাম। দুগ্গা যখন আর চোক খুললো না বুকের ভেতর জমা সকল ব্যাথারা ঝরতে লাগলো দুচোক বেয়ে। শত অভাবের মাঝও কত ছোট ছোট জিনিসের মধ্যে এমন অবারিত দিব্য আনন্দ খুজে নেওয়া যায় তা জানাই ছিল না।কেন যে এমন করে অপু দূগ্গার মতো করে ভাবতে পারিনা। তবু হায় কতো ছোট ছোট ইচ্ছা ছোট ছোট স্বপ্ন অধরাই রয়ে যায় চিরকাল।কেনযে মানুষ এমন ভাবে চলে যায়। আমায় খুব কাঁদালে মীর দা। এমন ভাবে কেউ কখনও কাদায়নি। চোখের ধারাতেও যে এমন আনন্দ থাকে তা আজ জানলাম। ধন্যবাদ মীরদা, অসংখ্য ধন্যবাদ। ❤❤❤
@sadatamin707314 күн бұрын
7:26 7:26 7:26 7:27 7:29
@parthachakraborty1189 күн бұрын
ছোট বেলা একবার কেঁদেছিলাম। আজ চল্লিশ চছর পরও কাঁদতে বাধ্য হলাম। শুধু গল্প হলেই হলো না। সেটা পরিবেশন করাও একটা শিল্প। সত্যজিৎ রায়ের সৃষ্ট পথের পাঁচালী চলচ্চিত্র থেকে ও আমার কাছে এটা শ্রেষ্ঠ। অজস্র ধন্যবাদ গপ্প মীরের ঠেকের সবাইকে। 🙏
@rwishitabhattacharjee7a2585 ай бұрын
আপনি কি জাদুকর ? নাহলে কিভাবে কারও গলায় এতটা মুগ্ধতা থাকাতে পারে ? আপনার এই উপস্থাপন মন ছুঁয়ে গেল , মুগ্ধ হলাম খুব......এইভাবেই থাকবেন Sir ❤❤😊
@realmir5 ай бұрын
আহা, কী যে বলো ❤❤❤।
@paramitachakraborty77055 ай бұрын
Uni sottie jadukar...Tai to sobai eto valobase onake
@sharminritu75665 ай бұрын
নবম-দশম শ্রেণীর বইয়ে "আম আটিঁর ভেঁপু" নামের কিশোর সংস্করণ পড়েছিলাম....আজ ৮ বছর পরে আমি এক অসুস্থ মেয়ের মা.... মেয়েটা আমার সেরিব্রাল পালসি নামক দুরারোগ্য রোগে আক্রান্ত। হয়তো হঠাৎ কোনো একদিন দুর্গার মতোই সে আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে 😭 চোখের পানি ধরে রাখতে পারলাম না 😭 মীর ভাইয়া আপনার কন্ঠে অনবদ্য হয়ে উঠলো "পথের পাঁচালী"। বাংলাদেশ থেকে ভালোবাসা ❤️
এই গল্পটা যতবার পড়েছি বা শুনেছি ততবারই চোখের জল বাঁধ মানেনি। 'পথের পাঁচালি' শুধু একটা গল্প নয় তার চেয়েও বড় কিছু ❤ .....❤
@skraishulIslamborshon5 ай бұрын
দুজ্ঞার মৃত্যু র সময় আর আটকে রাখতে পারলাম না কেঁদে ফেললাম কেন যেন । ধন্যবাদ মীর স্যার । একজন বাবা হয়ে যেন দেখলাম অভাব যেন মহাকাল যেন এক সত্য ভয়ঙ্কর ।
@realmir5 ай бұрын
একজন বাবা হয়ে আমারও খুব কষ্ট হয়েছে 🥺🥺
@swarnadeepsaha9935 ай бұрын
দূর্গা
@DebarghaRoy-qx6kn5 ай бұрын
@@realmir **MIR DA PLEASE MAKE A AUDIO STORY ON HARRY POTTER PLEASE** Deri holeo chobe kintu Korbe please REPLY DIO
@pinkighosh92225 ай бұрын
😢
@NiraBeautyParlour5 ай бұрын
😢😢😢
@shantanudey49455 ай бұрын
পথের পাঁচালী অনেকবার পড়েছি,দেখেছি কিন্তু এইবার ঠেকে শুনে,,,,দুর্গার মৃত্যুর অভিনয় আমি নিতে পারিনি, ডুকরে কেঁদে উঠেছি, বিদীপ্তা দি,,,,,,, কোনো ভাষা নেই তোমাকে কিচ্ছু বলার
@KarabiKundu-wq3gh5 ай бұрын
মীর দা......... 'পথের পাঁচালি ' অনেক বার পড়েছি, অনেকের মুখে শুনেছি.....কিন্তু তোমার কন্ঠে একটা জাদু আছে, আর কণ্ঠশিল্পী দের অভিনয় এতটাই জীবন্ত হয়ে উঠেছে যে মনে হচ্ছে ঘটনা গুলো চোখের সামনে দেখতে পাচ্ছি। 'পথের পাঁচালী' এত সুন্দর ভাবে শোনানোর জন্য অনেক ধন্যবাদ তোমাকে।😊
@DWxBANTAI4 ай бұрын
Literally 😭আমি কেঁদে ফেলেছি,এটা নিয়ে জীবনে তিন বার আবার গল্প শুনে।।গ্রাম ছেড়ে বাইরে কাজ করি অনেক মনে ছুঁয়ে গেলো গল্পটা🥹 কিন্তু এটা গল্প না সত্য কোনো ঘটনা😢
@moumitaroy95142 ай бұрын
সত্যি আমি খুবই সৌভাগ্যবতী যে উনার মতন মহান ব্যক্তি যে স্থানে জন্ম ঠিক সেই স্থানে আমার জন্ম। সেই কারণেই তো ভালোবাসার নগর গোপালনগর❤❤❤
@somnathpal60775 ай бұрын
অপুর বাকি গল্পঃ গুলো আসবে না ??? অপরাজিত আর আপুর সংসার। যারা যারা শুনতে চাউ like করো।
@Medical_aspirant_075 ай бұрын
Obviously sunte chai
@soumyadipchattopadhyay68165 ай бұрын
অপুর সংসার বলে আলাদা কোনো গল্প নেই
@somnathpal60775 ай бұрын
সত্যি ? sorry এটা জানা ছিল না ।
@forogboy5 ай бұрын
Oitar original name kajal, written by taradas bandyopadhyay.@@soumyadipchattopadhyay6816
@jagatjyotighantigarden5 ай бұрын
Sunte chai
@studywithroma5 ай бұрын
দুগ্গার চলে যাওয়াতে চোখের জল আর আটকে রাখতে পারলাম না।অনেকদিন পর এমন মন খুলে কাঁদলাম।
@surajitkarmakar88695 ай бұрын
প্রথম দিন থেকে "গপ্পো Mir-এর ঠেক"-এর পাশে ছিলাম, আছি আর অদূর ভবিষ্যতেও পাশে থাকবো। এভাবেই বেঁচে থাকুক মুগ্ধ করা গল্পো আর চলতে থাকুক "গপ্পো Mir-এর ঠেক গল্প শুনতে খুব ভালোবাসি আমি আগামী দিনে আরো গল্প শুনতে চাই ভালো ভালো। এই গানটা যদি পুরোটা শুনতে পেতাম খুব ভালো লাগতো আমার😊😊❤
@SuparnaSaha-w2e5 ай бұрын
হঠাৎ চোখটা যেন ভিজে এলো! এ তো কোনো দুঃখের কান্না নয়, ছোটবেলার সেই রূপকথার দেশে ফিরে যেতে পারে অপার্থিব আনন্দ! তোমায় অনেক ধন্যবাদ ক্যাপ্টেন! তুমিই পারো এরকম করতে!!!
@saptamibadhuk92635 ай бұрын
আমি পথের পাঁচালীর ওপর প্রজেক্ট করেছি, কিন্তু যখন আমি গল্পটা শুনছি মনে হয়েছিল যেন ঘটনা গুলো চোখের সামনে ঘটে চলেছে। আমার খুব সুন্দর লেগেছে মীর স্যার। আপনার কাছে আশাপূর্ণা দেবীর 'প্রথম প্রতিশ্রুতি ' উপন্যাসটি শোনানোর জন্য অনুরোধ রইলো।🙏🙏
@baishalipurkayastha33595 ай бұрын
শতকোটি নমস্কার জানাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 🙏। এই রকম লেখা আর কোনোদিন কেউ লিখতে পারবে না। বেচেঁ থাকুক দুগ্গা বেচেঁ থাকুক অপু আমাদের মনের মণিকোঠায়। মীর দা কে অনেক ধন্যবাদ এমন একটা অনবদ্য সৃষ্টি কে আমাদের সামনে জীবন্ত করে দেওয়ার জন্য 🙏🙏
শেখ পর্যন্ত চোখের জল উপচে এলো, ঠেকাতে পারলাম না মীর দুগ্গা, অপু, সর্বজয়া সবাই কাঁদালো,,,,, শেষে তুমিও
@avatargaming91943 ай бұрын
Hello
@bubuonnet5 ай бұрын
প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি হলো ….এই মুগ্ধতার রেশ কোনোদিন ও যাবেনা কারণ বিভূতিভূষণ একজনই, পথের পাঁচালী একটাই আর মীর আর দ্বিতীয়বার জন্ম নেবেন না , সবাই শতকরা একশো ভাগ দিয়েছেন কিন্তু সূত্রধর যে সবাইকে ছাপিয়ে গিয়েছেন , আহা কী অপূর্ব🙏
@ATANU2425 ай бұрын
আমি সেই অষ্টম শ্রেণীতে পড়েছিলাম প্রায় ভুলে গিয়েছিলাম | কিন্তু আপনাদের জন্য সেই গল্প নতুন করে চোখের সামনে ভেসে উঠল | অনেক অনেক ভালোবাসা মীর স্যার 😌❤❤❤❤
@DanielAugustine-d8f5 ай бұрын
Mejdidi,Ramersumati,Mahesh,Debdash akhn Pather Panchali..shob kota golpei choker jol anediyecho.. Lots of respect and love to team..And Captain salute you boss..
@realmir5 ай бұрын
তোমরা যে এত্ত ভালোবেসে চলেছ, তার জন্য তোমাদেরও ❤❤❤❤
@saswatisengupta77545 ай бұрын
অপু দুর্গার বাছাই অসাধারণ। ছবি টা চোখের সামনে দেখতে পাচ্ছি। ধন্যবাদ মীর ❤
@@realmir opu ebong durgar voice artist k dekhte pele valo lagto mir da
@subhosamanta60075 ай бұрын
মীর দা চোখের জলের বাঁধ ভেঙে গেলো সত্যিই অসাধারণ। আরও বাবা মা এর প্রতি ভালোবাসার মায়া বেরে গেল। কারণ ওনাদের কষ্ট করে আমাকে মানুষ করে তোলা । যত বার পথের পাঁচালী শুনেছি শুধু বাবা আর মা এবং দিদি কে অনুভব করেছি।
@AmitHaldar-wi1cw5 ай бұрын
দুগ্গার যখন মৃত্যু হলো তখন চোখের জল আর ধরে রাংকতে পারলাম না অঝোরে কেদে ফেললাম। চরম আনন্দ তারপর চরম বেদনায় ভাষা হারিয়ে কেলেছি। ভগবানের কাছে শুধু এইটুকু প্রাথ্না এমন ভাবে যেন কোন ভাই বোনের মিষ্টি মধুর সম্পক যেন ভেঙ্গে না যায়।।
@rupalitufu62325 ай бұрын
“রাখাল ছেলে ! রাখাল ছেলে ! বারেক ফিরে চাও, বাঁকা গাঁয়ের পথটি বেয়ে কোথায় চলে যাও?” ওই যে দূরে মাঠের পারে সবুজঘেরা গাঁ, কলার পাতা দোলায় চামর শিশির ধোয়ায় পা, সেথায় আছে ছোট কুটির সোনার পাতায় ছাওয়া, সাঁঝ-আকাশের ছড়িয়ে-পড়া আবীর রঙে নাওয়া, সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা- সেথায় যাব, ও ভাই এবার আমায় ছাড় না।” “রাখাল ছেলে ! রাখাল ছেলে ! আবার কোথা ধাও, পুব আকাশে ছাড়ল সবে রঙিন মেঘের নাও।” “ঘুম হতে আজ জেগেই দেখি শিশির-ঝরা ঘাসে, সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে। আমার সাথে করতো খেলা প্রভাত হাওয়া, ভাই, সরষে ফুলের পাঁপড়ি নাড়ি ডাকছে মোরে তাই। চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা, বলছে ডেকে, ‘গাঁয়ের রাখাল একটু খেলে যা।’ সারা মাঠের ডাক এসেছে, খেলতে হবে ভাই। সাঁঝের বেলা কইব কথা এখন তবে যাই।’ “রাখাল ছেলে ! রাখাল ছেলে ! সারাটা দিন খেলা, এ যে বড় বাড়াবাড়ি, কাজ আছে যে মেলা।” কাজের কথা জানিনে ভাই, লাঙল দিয়ে খেলি নিড়িয়ে দেই ধানের ক্ষেতের সবুজ রঙের চেলী। রিষে বালা নুইয়ে গলা হলদে হওয়ার সুখে। টির বোনের ঘোমটা খুলে চুমু দিয়ে যায় মুখে। ঝাউয়ের ঝাড়ে বাজায় বাঁশী পউষ-পাগল বুড়ী, আমরা সেথা চষতে লাঙল মুশীদা-গান জুড়ি। খেলা মোদের গান গাওয়া ভাই, খেলা-লাঙল-চষা, সারাটা দিন খেলতে জানি, জানিই নেক বসা’। কবিতা- রাখাল ছেলে লিখেছেন- পল্লী কবি জসীম উদদীন
@UpasonaBera5 ай бұрын
চোখ বন্ধ করলে প্রত্যেকটা scene যেন চোখে দেখতে পাচ্ছি❤ দারুন উপস্থাপনা 🫶🏻
@realmir5 ай бұрын
থ্যাংক ইউ ❤❤❤❤
@rajeshmitro23735 ай бұрын
আমিও
@swastikadas70425 ай бұрын
আজ আর হাত সরলো না কিছু লেখার জন্য .. বুক ভেঙে শুধুই কান্না আসে.. কি মর্মস্পর্শী গান তিমির দার কণ্ঠের আরও দুমড়ে মুচড়ে দেয় মন ... মীর দা তোমায় অজস্র ধন্যবাদ এমন উপস্থাপনার জন্য... সাহিত্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপস্থাপন মনে হয়... অনেক ভালোবাসা রইলো ❤️❤️
@hatiengineer26515 ай бұрын
😢
@anandisengupta5 ай бұрын
Mir da jokhon live e eshe golpo pora suru korlen, ei goppo mir er thek hoyar age, tokhon amar chemotherapy cholche, soddo breast cancer dhora pore surgery hoyeche. Grihobondi, saradin sorir kharap, bomi, joint pain. Ei sober modhhe oi live er opekhha e ami boshe thaktam. Amar oi bondi jiboner dom bondho kora poribesh e niswash chilo shei live gulo. Tarpor amar treatment cholakalin e suru holo ei thek, niyom kore proti soptahe golpo sunte sunte ei kothin somoy ta periyechi. Ekhon treatment sesh hoyar pray ek bochor. Mone hoy amar ei kothin somoy e amar haat dhore pashe haatar jonnoi bodhay goppo mir toiri hoyeche. Thank you for being there captain❤ love you ❤
@gourabnandy93135 ай бұрын
নমস্কার আমাদের জাদুকর, একটা কালজয়ী উপন্যাসকে শ্রুতি মাধ্যমের মধ্যে দিয়ে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ক্যাপ্টেন তোমায়। যেমন হাসিয়েছো, যেমন কাদিয়েছো, ঠিক ততটাই বুঝিয়েছো আমাদের শেকড়ের প্রতি টান ঠিক কত খানি। দুটো পর্বই অনবদ্য, আপ্লুত ক্যাপ্টেন। জয় বাংলাভাষা, জয় বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস ও গল্প ভান্ডার। জয় গপ্পো মিরের ঠেক। ------------- গপ্পো মিরের ঠেক এর এক শ্রোতা ❤
@rupendasdey77042 ай бұрын
যতদিন পৃথিবী থাকবে, ততদিন মানুষের মনের মধ্যে গেঁথে থাকবে অপু -দুর্গার পথের পাঁচালি এবং মীর দার কণ্ঠে বারংবার শোনার জন্য আমরা উদগ্রীব হয়ে থাকবো। আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ মীর দা ❤❤❤❤
হ্যাঁ, "বিন্নির খই লাল বাতাসা" খুব ভালো উপন্যাস। দূর্গাপূজার সপ্তাহে যদি সম্ভব হয়, তাহলে কিন্তু সোনায় সোহাগা।
@timirvinyashi72895 ай бұрын
একমত।
@গুনগুনগুঞ্জরণ5 ай бұрын
দূর্গা' র চলে যাওয়া, আজ ও এক ই রকম কষ্ট দেয়। ক্যাপটেন আছেন, তাই বুঝলাম এই গল্প আজ ও মনের গহীনে রক্ষিত আছে।
@realmir5 ай бұрын
এ গপ্পের কোনোদিন বয়স বাড়বে না ❤❤❤
@Medical_aspirant_075 ай бұрын
@@realmirকারণ মানবজাতির পথ চলার বয়স কোনো দিন শেষ হয় না। হতে পারে না।
@iamveryhappyforyoutube5 ай бұрын
Sem 😔😢
@SaifulIslam-19825 ай бұрын
অসাধারণ.... দাদা এই ২ ঘণ্টা ৫৬ মিনিট যেন একটা ঘোরের মধ্যে গেছে... কতবার কাঁদলাম, তার হিসেব নাই। এই দূর প্রবাসে বসে কান্নামাখা চোখে চলেগেছি আমার বাংলাদেশের সেই গ্রামে... দাদা তোমার আর তোমার টিমের প্রতি সালাম।🙏🙏🙏
প্রকৃতি প্রেমি প্রিয় কবি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যে ভাবে বর্ননা করেছেন, মীর দা তিনার সাবলীল ভঙ্গীমাই তা পাঠ করে মন ছুঁয়ে গেল। সাথে অভাগি দুর্গা দাগ কেটে গেল মনে ।
@norhodask82475 ай бұрын
শুনতে-শুনতে বুকের ভিতরটা কেমন ব্যথা করে উঠলো আমি কি কানে শুনছি না চোখে দেখছি নিজেই বুঝে উঠতে পারলাম না নিজেকে যেন হারিয়ে ফেলেছিলাম
@antarabhattacharjee36185 ай бұрын
স্কুলের অষ্টম শ্রেণীতে প্রথম পর্ব পড়েছিলাম তার পরে বাংলা অনার্স ফার্স্ট সেমে পুরো গল্পটা পড়েছি খুব ভালো লেগেছিল তারপর আজ গপ্পো মীরের ঠেকে শুনছি তোমার টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই মীরা দা গল্পটা শোনানো জন্য ❤❤
@realmir5 ай бұрын
থ্যাংক ইউ ❤❤❤❤
@SayanChhetri5 ай бұрын
বাংলা ভাষা...বাংলা সাহিত্য যে কত অপার... তা বিভূতিভূষণ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ.... এরম বহু নাম বার বার প্রমাণ রেখে গেছেন... এরম সৃষ্টি তে ডুব দিয়ে মনে হয়...আমি ধন্য আমি বাঙালি... আর আমার জীবনের অন্যতম উদ্দেশ্য বাংলা সাহিত্যের মাহাত্ম্য কে অতি সংক্ষিপ্ত জীবনে যতটা সম্ভব ততখানি জায়গা দেওয়া 🤍...আর অসংখ্য কৃতজ্ঞতা জানাই আমাদের ক্যাপ্টেন কে🙏
@avijitpramanik3580Ай бұрын
পুরো গল্পটা জানাছিলোনা। তাই শুনে খুব ভাল লাগল। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে ছোট অপুর কণ্ঠস্বর অসাধারণ।
@robinsonroy41162 ай бұрын
গল্প শুনতে শুনতে মনে হচ্ছে চোখের সামনে সব দেখতে পাচ্ছি, দূর্গার মৃত্যুতে সত্যি চোখে জল এসেছিলো🥺🥹🥺
@@realmirএকদম, বিভূতিভূষণ বাবুর দেওয়া কষ্ট, আর মীর আফসার আলীর পরিবেশনায় ব্যাকগ্রাউন্ড মিউজিক এর করুণ সুর.. 😢😢😢😢😢
@DebarghaRoy-qx6kn5 ай бұрын
@@realmirrealmir **MIR DA PLEASE MAKE A AUDIO STORY ON HARRY POTTER PLEASE**
@NiraBeautyParlour5 ай бұрын
@@realmirসত্যিই অনেক কষ্ট দিয়েছেন।
@chaksoumen5 ай бұрын
Uffff ki darun monokotha,buke baje batha. Hats off mir and team'
@mithubhattacharyadas5 ай бұрын
সারা সপ্তাহ এমন তীব্র আশা নিয়ে অপেক্ষা করাতে মীর আফসার আলী আর তার এমন সুন্দর, অনবদ্য উপস্থাপনাই পারে, ❤
@realmir5 ай бұрын
তোমাদের ভালোবাসা না থাকলে হতো না ❤❤❤
@mithubhattacharyadas5 ай бұрын
@@realmir ❤️❤️❤️❤️❤️❤️❤️
@technostar12885 ай бұрын
ক্যাপ্টেন গল্পঃ টা অসাধারন ছিল। দুগ্গার মৃত্যু তে আর চোখের জল ধরে রাখতে পারলাম না। এত মায়া ভরা গলা এ ভুবনে আপনি ছাড়া আর কারোর আছে বলে মনে হয়না। আপনার গলা ভগবানের বরদান❤❤। আর একটি নিবেদন...অপু ট্রিওলজি তে আর দুটো গল্পঃ তো আছে.. অপরাজিত ও অপুর সংসার। এই গুলো না শুনলে শোনা টা অসম্পূর্ণ থেকে যাবে। দয়া করে এ দুটো গল্পঃ ও আপলোড করুন🙏🙏
@rahulmondal4451Ай бұрын
Bibhutibhushan bandapadhhay amar favourite writer onar onek golpo sune6i protibari onno rokom nostalgiay chole jai. Amon ekjon writer je banglate jonmo niye6ilo vebe gorbo hoy.Pother pachali amar first sona uponnash, Mir dar porichalonay bhibhuti babur lekha ek onno matra peye6e.Thank you Mir da aro bangla sahityer osadharon golpo sonar opekhhay roilam onek valobasa nio😊❤
@farhatasnim74655 ай бұрын
পথের পাঁচালী সাহিত্যপ্রেমীদের জন্য এক অদ্ভুত আবেগের নাম। মীর'দা এই অবিস্মরণীয় পরিবেশনার মধ্য দিয়ে যেন আমাদের আবারও এক অন্য জগতে নিয়ে গেলেন। বিভুতিভূষণের লেখনি একবার, একবার সত্যজিৎ রায়ের চলচিত্র প্রদর্শন আর এবার মীর আফসার আলীর শ্রুতিমধুর অডিও পরিবেশনা আমাদের হৃদয় কে বারংবার যেন আবেগ দিয়ে দুমড়ে মুচড়ে দিচ্ছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, এভাবে চোখের পানিতে আমাদের ভাসিয়ে নিয়ে যাবার জন্য💜
@somnaths.m57745 ай бұрын
ক্যাপ্টেন মীরের সুন্দর গল্প পাঠ , তিমির দার গাওয়া গান, আর একের পর এক প্রতিভা ধারি দিকপাল ভয়েস আর্টিস্ট । সব মিলিয়ে " পথের পাঁচালী" নব সঞ্চারীত বসন্ত লতার মতোই সুন্দর। ধন্যবাদ গপ্পো মীরের ঠেক।❤️🙏🏻
@milancreation7195 ай бұрын
"পথের পাঁচালী" পড়েছি বই এ তে কিন্তু তখন এভাবে কাঁদিনি, আর অনুভব ও করিনি এই নির্মম দারিদ্রতা। কতবার যে চোখ মুছেছি, ভেবেছি । সমস্ত ঘটনা যেন চোখের সামনে ঘটছে.. আর ভাবিয়ে চলেছে আমাকে... একটা সময় ভাবলাম গল্পটা আর পুরোটা শুনতে পারবো না। এককথায় হৃদয়স্পর্শী। আর ব্যাকগ্রাউন্ড সং টা আলাদাই। মীর দা এবং টীম কে অসংখ্য ধন্যবাদ এইভাবে অনবদ্য কন্ঠে গল্পটি উপস্থাপন এর জন্য ... এটা গপ্পো মীরের ঠেকএর শ্রেষ্ঠ।
@SHOHAG111825 ай бұрын
আমি বাংলাদেশী,, মালয়েশিয়া থেকে প্রতি শনিবার অপেক্ষায় থাকি কখন ঠেক শুরু হবে,, প্রথম থেকেই গপ্পোমীরের সাথে আছি,, গপ্পোমীর টিমের সকলের জন্য শুভকামনা,, দূর প্রবাসে থেকে আপনাদের কন্ঠে একটু ভালো রাখার জায়গা খুঁজে পাই ভালো থাকবেন সবাই ❤️❤️❤️
@realmir5 ай бұрын
আপনিও ভালো থাকবেন, ঠেকে থাকবেন ❤❤❤
@limadzero1Ай бұрын
বেদনায় কষ্টে বুক ফেটে যাচ্ছে.... অপু দূর্গা র 'পথের পাঁচালী' আজ শুনলাম,,আমি কোনো দিন গল্প পড়তে ভালবাসি নি ,,দিদি পড়ত কিন্তু আজ বুঝলাম গল্পএর কি মাহাত্ম্য।। মীর দা ,,তোমাকে অনেক প্রণাম জানাই ।।
@biplabmondal0073 ай бұрын
তুমি অনবদ্য মীর দা। তোমার এই আয়োজনে ৩৬ বছর বয়সে সুদূর আমেরিকায় বসে এক লহমায় বাংলার গ্রামে দিদির সাথে ছেলেবেলায় ঘুরে এলাম। অনেক ধন্যবাদ। সবকিছু যে পার্থিব নয়, কিছু অনুভূতি অপার্থিবও হয়, সেটা নতুন করে বুঝলাম
@som_19993 ай бұрын
জানতাম কি হবে তাও সর্বজয়ার মুখে দুর্গার জন্য শেষ করুন ডাক কি করে চোখে জল না নিয়ে আসে । 2 টি part শেষ করলাম গপ্পোমীরের ঠেকের কণ্ঠশিল্পীদের অসাধারণ গলা শুনতে শুনতে । তিমির বিশ্বাসের গলায় সোনার পিঞ্জিরার জন্য আলাদা করে ধন্যবাদ । 5/7/24
@akashpatraofficial41875 ай бұрын
বৃষ্টি ভেজা রাত আর 'পথের পাঁচালী ' উফফ।প্রতিটি ছবি চোখে ভাসছে আর ভরে যাচ্ছে জলে। সত্যি অনবদ্য। ধন্যবাদ মীর দা ❤।পুরো টীম কে ধন্যবাদ এতো সুন্দর উপস্থাপনার জন্য। ভালোবাসা নিও ক্যাপ্টেন 🙏❤
@munasibdas5 ай бұрын
স্কুলে পড়ার সময়, ক্লাস ৮ এ গল্প টা পরে ছিলাম। তখন গল্প টা পরে অতটা অনুভব না করলেও আজ অনুভব করলাম। আজ গল্প শুনে চোখের জল আর আটকে রাখতে পারলাম না। 😭🥹
@Neha.official65017 күн бұрын
এই গল্প টা শুনলে এমনি থেকে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে ।😢😢এই গল্প টা মন ছুঁয়ে দেওয়ার মতো । এই চ্যানেলে প্রথম শুনলাম । যে বা যারা এই গল্প টি পাঠ করেছেন খুব খুব খুব সুন্দর পাঠ করেছেন।😊😊
@surodeepdey41585 ай бұрын
দুর্গার মৃত্যুতে মনের ভেতরে হু হু করে উঠলো। প্রথম দুঃখের ছাপ। তারপর দেশ ছাড়ার বেদনা।শ্রী ভিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই রূপ সৃষ্টি অমর থাকুক। 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@LoveMeAgainDear21Ай бұрын
গল্পকে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছেন আপনারা । ধন্যবাদ । বাংলাদেশ থেকে 🫡❤️🥰🌸🌺
@aquariusarpita5 ай бұрын
আমার ছোটবেলার গল্প। আমার ভালোবাসা পথের পাঁচালী। কি সুন্দর। ❤
@realmir5 ай бұрын
আমাদের সবার ভালোবাসার ❤❤❤❤
@ModhumitaBera-k3p5 ай бұрын
Khub valo lage joto bar pori na suni
@sanjuktosamanta41395 ай бұрын
কেন মীর দা চোখে বার বার জল ভরে আসে? শুনতে শুনতে হারিয়ে গিয়েছিলাম....😢😢😢😢😢😢 নিজের ছোটো বেলা গুলো চোখের সামনে ভাসে.......
@Medical_aspirant_075 ай бұрын
Captain er magic 😊
@amiyachatterjee72155 ай бұрын
Captain এর গপ্পো পাঠ, তিমিরদার হৃদয়স্পর্শী গান আর বাইরে ঝিরঝিরে বৃষ্টি= আলাদা অনুভূতি 😌😌 গপ্পো মীরের ঠেকের ইতিহাসে সেরা উপস্থাপনা হতে চলেছে বিভূতিভুষণ বন্দ্যোপাধ্যায়ের "পথের পাঁচালী"❤❤❤❤ অপু, দুর্গা best selection বিদীপ্তা চক্রবর্তী as সর্বজয়া দুর্দান্ত কিচ্ছু বলার জায়গাই নেই আর অনেক অনেক ভালোবাসা সব্বাইকে ❤❤❤❤❤❤
@realmir5 ай бұрын
তোমাদের ভালোবাসাই আমাকে সাহস দিয়েছে ❤❤❤
@amiyachatterjee72155 ай бұрын
@@realmirLove you captain ❤❤
@gurudasbhadra26665 ай бұрын
@@realmirMir da tomar sathe jedin dekha hbe sedin amr sawpno puron hbe😊❤️❤️❤️
@r.c16733 ай бұрын
প্রতিটি ক্যারেক্টার কাস্টিং ,গান এবং বিস্তারিত সাউন্ড ইফেক্ট এই গল্পটিকে একটি অন্য স্তরের করে তুলেছে যেটা তোমার চ্যানেলটিকে সব চ্যানেলের থেকে আলাদা করে মীর uncle ৷ গল্পটা যেন চোখের সামনে বাস্তব ও জীবন্ত করে তুলেছে তুমি এবং সত্যি বলতে গেলে সিনেমার চেয়েও বেশি বাস্তব মনে হয়েছে আমার ৷ এক কথায় অসাধারণ লেগেছে , প্রতিটি emotion কে অনুভব করেছি ৷ সবার performence দুর্ধর্ষ কিন্তু ছোটো দুর্গা ও অপু just ফাটিয়ে দিয়েছে বেশি করে দুর্গা ও তার মৃত্যু কাঁদিয়েছে ৷ তোমার চ্যানেলের প্রতিটি গল্পই অনেক উচ্চ স্তরের হয়ে ওঠে ---- ১) কাস্টিং , ২) detailed sound effect & song , ৩) তোমার পাঠ ও narration..... তোমার চ্যানেলের সব গল্পই অসাধারণ পরিবেশিত হয়েছে কিন্তু আমার প্রিয় আজ পর্যন্ত ১) ইন্দ্রনাথ ও শ্রীকান্ত, ২) মেজদিদি, ৩) রামের সুমতি, ৪) রাজর্ষি ......তবে বিশেষ করে ইন্দ্রনাথ এর শ্রীকান্তের নাম ধরে ঔ ডাক আজ আমার কানে বাজে ......lots of love মীর uncle as a fan of your voice, casting & direction of goppo mir er thek ❤️❤️❤️ 2:54:47
@rajudutta66845 ай бұрын
ফিরে দেখা ছেলেবেলার স্মৃতি ও গভীর আবেগ দুঃখ ও কষ্টের দূর্দশার এক অনবদ্য সৃষ্টি " পথের পাঁচালী " , সত্যি অসাধারণ ও অতুলনীয়। ধন্যবাদ ক্যাপ্টেন স্যার মীর। কাটোয়া থেকে শুনছি আপনার সমস্ত গপ্পোগুলি ❤❤।
@pn67795 ай бұрын
অসাধারণ... সিনেমা টা ২ বার দেখেছি, তবে গপ্পো মীরের ঠেকে পরিপূর্ণ অনুভব করলাম গল্পের মাহাত্ম্য... জীবনের কতোগুলো ধাপ, শিশুকাল, শৈশব কাল, তারপর সাবালক হওয়া, তারপর সুখ-দুঃখ, অভাব-অনটন সব কিছু মিলে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি, আর মীর-দার অক্লান্ত পরিশ্রমে সারাজীবন মনে রাখার মতো এক অনুভূতি অনুভব করলাম.. অনেক অনেক ধন্যবাদ মীর-দা কে এবং তার টিমের প্রত্যেক সদস্য কে...❤❤❤❤❤
@osimakhatun3105 ай бұрын
মীর আফসার আলী,, এই বৃষ্টি ভেজা রাত নটায় .. গপ্পো মীর এর ঠেক চত্বর এ আহ্ল্লাদে-র বিদ্যুৎ চমকায়.. 🤗 🤗 আমরা সবাই ঠেক এর সারথি.. এই ক্ষণিক পরেই শুরু হবে অপু~দুর্গার গপ্পো সাথী.. 😢🙏😢🙏😢🌦️💚🌦️
আমি গরিবের ছেলে আমদের ইতিহাস টা কিছু টা এই রকম । পুরোনো কথা গুলো কিছু টা চোখের সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যি মীর দা গল্প নয় চোখের সামনে লাইভ টেলিকাস্ট দেখনোর জন্য ধন্যবাদ ।
@ciarahanna24993 ай бұрын
যতবারই "পথের পাঁচালী" পড়ি অথবা দেখি অথবা শুনি - কখনোই পুরোনো মনে হয়না। তবে গপ্পো মীরের ঠেক এ ছোটো অপুর গলার স্বর এবং অভিনয় এক কথায় অসাধারণ। সান্নিগ্ধা চক্রবর্তী তোমাকে অনেক অনেক ধন্যবাদ 🙏
@shreyabag98045 ай бұрын
গপ্পো টা পড়েছিলাম যখন তখন ভালোলেগেছিলো ,, সত্যি বলছি আজ চোখের জল আর আটকাতে পারলাম না,,, আমার বেশ কিছু সমস্যা আর চিন্তার মধ্যেও মনটা একটা আলাদা অনুভূতিতে ভরে গেল ।। অসংখ্য ধন্যবাদ মির দা । 😊
@santanureviews84545 ай бұрын
একেই বলে উপস্থাপনা আহাঃ সত্যি মীর দা তোমাকে আর তোমার টীমকে কুর্নিশ জানাই ❤️❤️🙏🙏
@realmir5 ай бұрын
থ্যাংক ইউ, থ্যাংক ইউ ❤❤❤
@barshakarmakar76905 ай бұрын
একটা বৃষ্টি ভেজা রাত ,বাইরে ঝিঞ্জি পোকার ডাক , লোডশেডিং এর অন্ধকার..মির দা র গল্প পাঠ..তিমির দার গান ...অল্প সুখ গভীর দুঃখ ...সব কেমন মিলে মিশে এক হয়ে যাচ্ছে ...কেমন যেনো মন কেমন করছে...এদিকে শ্রোতা হিসাবে আমি আর ভাই ...নিজেদের মধ্যে অপু দুর্গা কে খুঁজতে ব্যস্ত...❤ ক্লাস 8 এ থাকতে ভাই কে পড়ে শুনিয়েছিলাম ...বিভূতি বাবুর লেখা খুব পছন্দের..আরণ্যক শোনার অপেক্ষায় রইলাম ...overall thank you গপ্পো মীরের ঠেক ❤🌻
@realmir5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@Humayunkabir7865 ай бұрын
আমি গর্বিত আমি বাঙ্গালী। 🙏ধন্যবাদ MIR দা কে এই সব অনুভূতি আমাদের সামনে তুলে ধরার জন্য ❤❤❤
@prantikbhandari14115 ай бұрын
পথের পাঁচালি পড়েছি, দেখেছি, আজ শুনলাম প্রতিবারই একটা দুঃখ বেদনায় মন ভারাক্রান্ত হয়ে উঠেছে। আজ শোনার পর যেন আরও বেশি করে ভারাক্রান্ত লাগছে। অসাধারণ উপস্থাপনা মনে থাকবে অনেকদিন। অপু দূর্গা রা এই গল্প শোনার মাধ্যমে বেঁচে থাকুক প্রজন্মের পর প্রজন্ম। দৃষ্টান্ত হয়ে থেকে যাক এই গল্প ❤❤❤❤ আর বলার কোনো ভাষা নেই।
প্রতিবার একই রকম কষ্ট হয়, প্রতিবার কাঁদি, তবুও পড়ি.... কিন্তু এবার কষ্টের শেষ নেই ... মনটা দুমড়ে মুচড়ে যায় ..... আমার নিজের দিদি ঠিক এরকম বয়সেই মারা গেছেন, আমি খুবই ছোট তখন. কিন্তু সর্বজয়ার মধ্যে নিজের মা কে দেখতে পাই বার বার..... কতটাই না কষ্ট হয় একজন মানুষের নিজের সন্তানের মৃত মুখ দেখে 😅😭😭
@BhaswatiMondal-er8fj2 ай бұрын
সত্যিই মন শুঁয়ে যাওয়ার মতো
@mohonadhar27535 ай бұрын
Devdas sonar time last e chokher jol badh maneni…aj o same holo…oshadharon poribeshona tar sathe osadharon music…future generation r jonno apnar ai srishthi tola roilo…👏👍
@indiraroy20605 ай бұрын
এত সুন্দর উপস্থাপনা যে মনে হলো চোখের সামনেই হয়তো সব কিছু হচ্ছে❣️ সব কিছু যেনো সত্যি মনে হচ্ছে😢,চোখের জল বাঁধ মানছে না সাথে এমন হৃদয় স্পর্শী কন্ঠ স্বর ভিতর থেকে অনুভব করতে পারছিলাম, captain তুমি সত্যি জাদুকর। বুকে জমে থাকা কষ্ট গুলো কান্না হয়ে বেরিয়ে গেলো, ভীষণ হালকা লাগছে❤
@realmir5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@indiraroy20605 ай бұрын
Thank you captain ❤❤❤
@AgnimaityAgnimaity5 ай бұрын
kadiye dile mir sir
@wbgenius45912 ай бұрын
স্কুল থেকে যখন বই পেয়েছিলাম তখন পড়ে কেঁদেছি , আজও কাঁদলাম বাবা মা কে খুব মনে পড়ছিল ।
@FIROJ0105Ай бұрын
আমি বাইরে থাকি পড়াশোনার উদ্দেশ্যে গল্প টাতে নিজেকে অনুভব করলাম। কতো কিছুই না ঘটে গ্রামে তা আর চক্ষুস করার সৌভাগ্য হয় উঠে না, ভালো থাকুক আমার পরিবার,ছোটো বেলার সব বন্ধু, গ্রামের লোকজন। ভালবাসা রইল মির দা ❤️
@kankanadas78805 ай бұрын
পথের পাঁচালী গল্প টা আগে পড়েছিলাম পরীক্ষায় নম্বর পেয়ে পাস করার জন্য আজকে গল্প টা এই ভাবে শুনে সত্যিই নিজেকে নম্বর দিতে ইচ্ছা করছে একটি খুব ভালো শিক্ষা দিয়ে গেছেন লেখক এই গল্পটির মাধ্যমে আজ যদি না শুনতাম তাহলে হয় তো জানতেই পারতাম না ,আজ আমি যার সাথে যেমন ব্যবহার করব কাল আমি ঠিক তার দ্বিগুণ ফিরোত পাবো, যেমন সর্বজয়া পেলো , ঠিক তেমন ই যেমন টা সে তার ইন্দিরা ঠাকুর্জির সাথে করেছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই ভাবে গল্প টা পরিবেশনের জন্য। পরের গল্পের জন্য অপেক্ষায় রইলাম।😊
@nanditadas95475 ай бұрын
গল্প শুনে ভিতর থেকে কান্না আসছে। অসাধারণ দাদা। 👏🏼👏🏼👏🏼
@realmir5 ай бұрын
❤️❤️❤️❤️
@sumitamit8095 ай бұрын
সত্যি তোমার নাম সার্থক ক্যাপ্টেন। অপু দুগ্গার ভালবাসা ।সেই হারানো ছোটবেলা ।তখন ফোন ছিলনা বলেই সেই স্বর্ণযুগ কাটিয়ে এসেছি আমরা।ছোটবেলার সব দুষ্টুমি মনে পড়ে যেতে লাগলো।দিদির বিয়ে হয়ে গেছে।কিন্তু তার সাথে সেই খুনসুটি আবারো যেনো ফিরে পেতে ইচ্ছা হয়।সত্যি সময় ঠিক কতটা মূল্যবান। চোখের জল টা বয়েই চলেছে।কেনো একটা ছোট্ট ভয় জাগছে।আমিও কোনোদিন আমার দিদিকে হারিয়ে ফেলব? যাই হোক গল্পটা আমি কতবার শুনব ঠিক নেই।যতবার শুনব নুতুন ভাবে কল্পনায় ছোটবেলা কে ফিরে পাবো আমার বলার ভাষা নেই। অসাধারন অসাধারন।মির দা ধন্যবাদ।
@sreechandrasamanta40625 ай бұрын
অসাধারণ❤
@paramitachakraborty77055 ай бұрын
Sottie tai choto bela ta jeno chokher samne vese uthlo
@anweshadas20025 ай бұрын
সপ্তম কি অষ্টম শ্রেণীতে সহায়ক পাঠ্য হিসেবে “পথের পাঁচালী”র সংক্ষেপে পড়েছিলাম।পরে চলচ্চিত্রটিও দেখি। তখনই মনে হয়েছিল একবার যদি মীর স্যারের গলায় শুনতে পারতাম।পথের পাঁচালী সম্পর্কে বিশ্লেষণ করার সাহস করি না। এ শুধুই অনুভব করতে পারি। আবারও চোখে জল এলো।অপুর সংসারও শুনতে চাই।অসাধারণ।আর গানটি যেন বেদনা কে আরও হাজারগুণ বাড়িয়ে তুলেছে।
@SahebCreation05 ай бұрын
এমন উপস্থাপনা এমন music দুর্গার শেষ যাত্রা,,,,চোখ জলে ভরে গেলো🥺🥺🥺 সত্যিই অনেক সৌন্দর্যতা লুকিয়ে আছে বাঙালী লেখকের কলমে 😢😢
@osimakhatun3105 ай бұрын
uffffff, অসাধারণ অপেক্ষার অবসান.. ব্যাথা গাঁথা সুরের টান দিয়ে গপ্পো-র শুরু.. 🤗 শুরুতেই কষ্টের কষ্টটা নিয়ে সহ্য করতে ভীষণ কষ্ট হল মীর আফসার আলী.. 😢😢🙏🙏🙏 তবু মীর এর দরদী কন্ঠে, আজ অপু~দুর্গার গরীবি হালচাল এর গন্ধ জানতেই হবে যে.. 😢 পথের পাঁচালীর এমন ই আকর্ষণ অপূর্ব অনুভূতির ব্যাথা.. তাতে আবার ওই স্বর্গীয় কন্ঠস্বর মীর আফসার আলীর.. 🙏😊🙏😊🙏👍😢👍🎉🎉🎉
প্রথম দিন থেকে "গপ্পো Mir-এর ঠেক"-এর পাশে ছিলাম,আছি আর অদূর ভবিষ্যতেও পাশে থাকবো। এভাবেই বেঁচে থাকুক মুগ্ধ করা গপ্পো আর চলতে থাকুক "গপ্পো Mir-এর ঠেক"।💝🧿✨
@sitaranijana78245 ай бұрын
ছোট্ট গ্রামের apu -Durga -bini এর চড়ুইভাতি ...নিমেষে যেন কোন ছোটবেলায় ভাসিয়ে নিয়ে যায়.. ...চোখের সামনে ভেসে উঠছে একে একে বর্ণনার ঘটনা গুলো ...ভীষণ ভালো লাগছে ..শুনতে....পল্লী বাংলার এই গল্পগুলোর সাথে ছোটবেলাটা অনেকাংশে মিলে যায় ..ছোট বেলাটা যে এইভাবেই কেটেছে .. Thank you গপ্পো মীরের ঠেক ❤❤❤❤
@realmir5 ай бұрын
গ্রাম বাংলার এই ছবি তো এখন আর দেখা হয় না। এইসব গপ্পের মধ্যেই তাই এই জীবনটা বেঁচে নেওয়া আর কী.. ❤❤❤
@shuvankarsarkar64425 ай бұрын
কষ্ট পাবো জেনেও শুনে চলেছি, এই গল্পঃ গুলো রক্তে মিশে আছে ।
@biplopchowdhury203Ай бұрын
শেষ পর্ব শুনে মন দুঃখ ভরে গেল অভাব অনটনের কারণে দুগ্গা এই পরিণতি মীর ভাইয়ের মন জুড়ে যায় আমি বাংলাদেশ থেকে শুনে সব গল্প শুনি
@debaratipal77815 ай бұрын
ধন্যবাদ মীর দা তোমাকে। ছোটবেলার ভালো লাগা কে এভাবে ফিরিয়ে দেবার জন্য।
@skaltabali96025 ай бұрын
বাচ্চা ছেলেটার অভিনয় অসামান্য। দারুন গলা। শুনতেই ইচ্ছা করছে।
@sonai87135 ай бұрын
ভাল লাগছিল না কিছুই তৎক্ষণাৎ পাঁচালীর দ্বিতীয় পর্বের notification আহা মনটা আনন্দে ভরে গেলো। 😌❤️😍
@sonalisadhu44325 ай бұрын
পথের পাঁচালী পড়ে দেখার সৌভাগ্য আমার হয়নি।। কিন্তু এখন মনে হচ্ছে ভাগ্যিস পড়িনি কারণ না পড়া গল্প শোনার যে অদ্ভুত অনুভূতি সেটা আমার তাহলে আর হতো না খুব অদ্ভুত খুব ভালো লেগেছে মীর অসংখ্য ধন্যবাদ।
@debaratisahachowdhury74902 ай бұрын
Apu - Durga baddo mishty..... অসাধারণ উপস্থাপনা ❤
@sohebalam22175 ай бұрын
শুনতে শুনতে যেন কোথাও একটা হারিয়ে গিয়েছিলাম ❤ অসাধারণ ক্যাপ্টেন, অপূর্ব ❤ শৈশবের অনেক কথা মনে পরে গেল, এজন্যই বাংলা সাহিত্যেক এত ভালোবাসী ❤ এই জন্যেই বাংলী হিসেবে গর্ব বোধ করি।
@bekarchele56215 ай бұрын
আমারও দিদি আছে আমি খুব মিল পাচ্ছি , আমি গ্রামের ছেলে আমার দিদি আছে এখনো সে আমাকে সব সময় মায়ের সমতুল্য ভাবে আগলে রাখে কান্নায় দু চোখ ভিজে গিয়েছে , হে ভগবান আমার দিদিকে জন্য সব সময় ভালো রাখে 😢।
@sleepy_._cat5 ай бұрын
thank u so much mir sir... aami eta aage 2-3 bar request korechilam... finally ami pother panchali er audio adaptation sunte pacchi... mir sir and his team are a blessing to my ears
@realmir5 ай бұрын
কেমন লাগলো জানিও 😊😊😊
@Azizul-OfficiaI5 ай бұрын
বরাবরই কেঁদে দেই- মীর ভাই। বইয়েও বহুবার পড়েছি, সিনেমাতেও দেখেছি আজ ঠেকে আপনার কণ্ঠে শুনে যেনো পরিপূর্ণ হলাম- আবারও কাঁদবো। এই নিশ্চিন্দপুর পুরনো হবার নয় বুড়ি ইন্দির ঠাকুরণ, সর্বজয়া, অপু-দুগ্গা, গরীব হরিহরণ....! বাংলাদেশ থেকে 🙏
@RupsaGhorui-cc3yw5 ай бұрын
গল্পটা এতটা অসাধারণ যে যতবার ই শুনিনা কেনো,কোনোদিন পুরানো হয় না,চোখের সামনে প্রত্যেকবার ভেসে ওঠে অপু দুর্গার মায়াভরা মুখদুটি,দুর্গার মৃত্যু এখনো চোখে জল এনে দেয়,আজও চোখের জল ধরে রাখতে পারলাম না,....অদ্ভুত উপস্থাপনা ,অনেক ধন্যবাদ ❤❤❤❤