কোরআনের আয়াত লিখে তাবিজ বানিয়ে গলায় ঝুলানো যায়েজ ও সুন্নতে সাহাবা, হক্কানি সকল আলিম উলামা একমত দলিল সহকারে, আল্লামা ড, এনায়েত উল্লাহ আব্বাসী, আল্লামা শায়েখ আহমাদুল্লাহ, আল্লামা রেজাউল করিম আবরার, আল্লামা আরিফ বিন হাবিব, আল্লামা মারজান আহমদ চৌধুরী ফুলতলাী, আল্লামা ড, সৈয়দ নজরুল ইসলাম কপাল গন্জ, আল্লামা আলাউদ্দিন জিহাদী, আর ও অন্য অন্য উলায়ে কেরাম যায়েজ বলছেন, হক্কানি সকল আলিম উলামা সভাই বলেছেন কোরআনের আয়াত লিখে তাবিজ বানিয়ে গলায় ঝুলানো যায়েজ ও সুন্নতে সাহাবা দলিল সহকারে, জামায়াত শিবির আহলে হাদিস আহলে কোরআন সকলটি আহলে বাতিল এগুলা মুসলমান ও নয় ফতোয়া দিবে কিসের আগে মুসলমান হও তার পর ফতোয়াবাজী কর।
@shahnuralamfromIndia Жыл бұрын
আল্লাহকে ভয় কর । তুমি যে উনাকে অমুসলিম বলে ফতুয়া দিতেছ উনি যদি মুসলমান হয়ে থাকে তাহলে মহাদিবশের দিনে আল্লাহকে তুমি কি উত্তর দিবে । আলাহকে ভয় কর 😢
@mdamanaman456 Жыл бұрын
তুমি'গাজা'খেয়েছ'নাকী?
@Reshma-b5rАй бұрын
সাহাবায়ে সুন্নত নিয়ে টানাটানি করছেন অথচ আল্লাহর রাসূল এইটা কখনোই করেন নাই। রাসূল যেইটা করেন নাই সেটা সাহাবিরা করে এইটা কোন বুদ্ধিতে বিশ্বাস করেন? আগে আল্লাহ কে বিশ্বাস করুন। কুরআন পড়েন বোঝেন ও রাসূল কে অনুসরণ করেন। নসীহা পাবার পরেও বিশ্বাস না করা এইটা গোমরাহীতে পতিত হওয়া। কুরআন পড়বার জন্য ও বোঝার জন্য। বেঁধে ঝুলিয়ে রাখবার জন্য না। আপনি গলায়, হাতে ও কোমরে যদি কুরআন এর আয়াত লেখে ঝুলান। তাহলে ঐটা পড়া অবস্থায় আপনি বাথরুমে যাবেন। কুরআন নিয়ে কি অপবিত্র জায়গায় যাওয়া কতটা বেয়াদবি আশাকরি বোঝেন সেটা। যেখানে বাথরুমে আল্লাহর নাম উচ্চারণ করলে আল্লাহকে অপমানিত করা হয়। আশা করি আপনার সহীহ বুঝ দেবেন আল্লাহ।