দেবব্রত রবীন্দ্র সঙ্গীতের জন্য। রবীন্দ্র সঙ্গীত দেবব্রত র জন্য।
@prabirdatta864210 ай бұрын
অতুল প্রসাদ,পাহাড়ি সান্যালের স্মৃতি-ধন্য সুদূর লক্ষ্ণৌএর স্বল্প প্রবাসে সকাল বেলায় শ্রদ্ধেয় দেবব্রত বিশ্বাসের সুকন্ঠে গীত রবি ঠাকুরের গান শোনার অভিজ্ঞতা মনে রাখার মত।প্রণাম।
@surtalarchive11 ай бұрын
অসম্ভব ভালো লাগলো, ধন্যবাদ ।
@saikatroy85738 ай бұрын
এই গানগুলো একটু অন্যরকম ভাবে গাওয়া। ওনার গলায় এই গান গুলো আরেকরকম ভাবে শুনে এসেছি। সবই অসাধারণ।
@mozafforhossain72869 ай бұрын
তুমি কেমন করে গান করো হে গুনী আমি অবাক হয়ে শুনি কেবল শুনি
@ashokekumarroy219911 ай бұрын
জর্জদা, রবীন্দ্র সংগীত কে এক অসাধারণ স্থানে নিয়ে গেছেন, অনেক লড়াই করে। আমাদের হৃদয়ের গভীরে। শিল্পী দেবব্রত বিশ্বাস কে প্রনাম জানাই। অমর শিল্পী।❤🎉🎉🎉🎉🎉🎉
@PrasadSen-gi4wk9 ай бұрын
অনন্যসাধারণ কন্ঠস্বরে রবীন্দ্র সংগীতকে সমৃদ্ধ করেছেন শ্রদ্ধেয় শিল্পী জর্জদা।
@barunneogi98511 ай бұрын
রবীন্দ্র সংগীত ওনার গলাতে আলাদা অনুভুতি এনে দেয় । রবীন্দ্র সংগীতের গুনী শিল্পীকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম । 🙏🙏🙏 🌲 ধন্যবাদ 🌲