ভিডিওটা দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না ভাই। আমি গত ২৭শে ডিসেম্বর ওমরাহর উদ্দেশ্যে মক্কায় গিয়েছিলাম। ওমরাহ শেষে এ বছরের ৪ ঠা জানুয়ারি মদিনায় গিয়েছি। মদিনায় তখন প্রচন্ড ঠান্ডা। প্রত্যেক ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়ার জন্য ওয়াক্ত হওয়ার ২/৩ ঘন্টা আগে যেতাম মসজিদে। তাহাজ্জুদের নামাজে মসজিদের ভিতরে বসার জন্য রাত ২ টায় চলে যেতাম। সেই সময়টায় মদিনায় কনকনে ঠান্ডা আর প্রচন্ড বাতাস। মক্কা, মদিনায় কি যে শান্তি এটা ভাষায় অপ্রকাশিত! এখনো রাতে ঘুমালে সারারাত মক্কা মদিনায় আছি মনে হয়। নামাজ পড়তে পড়তে অজান্তেই মনে হয় কাবা ঘরের সামনে অথবা মসজিদে নববীতে বসে নামাজ আদায় করছি। আমার কাছে মনে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মক্কা ও মদিনা 💖💖 মহান আল্লাহ সকল মুসলিমকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন। আমিন!
@SaifBinHabib1122 Жыл бұрын
আল্লাহ সবাইকে হজ্জ করতে যাওয়ার তাওফীক দান করুন!
@PetukCouple Жыл бұрын
Amin ❤️
@SaifBinHabib1122 Жыл бұрын
@@PetukCouple ভাইয়া আমি আপনার সাথে দেখা করতে পারবো! আপনার সব ভিডিও আমার ভালো লাগে 😍😍😍
@trinahoque172 Жыл бұрын
আমিন
@mdnazmulhossain8888 Жыл бұрын
Amin
@prityrahman8118 Жыл бұрын
Amin😊
@humayraahmed2092 Жыл бұрын
আলহামদুলিল্লাহ দুর থেকে দেখেই বুক ফেটে যাচ্ছে চোখের পানি থামাতে পারিনি❤️❤️😭😭😭আর কাছে গেলে কেমনে সরে আসবো জানিনা তোমাকে ভালোবাসি হে প্রিয় রাসুলুল্লাহ সাঃ❤️❤️
@PetukCouple Жыл бұрын
❤❤❤ Prokhash korar moto onuvuti noy eita.
@mostafizurrahman2928 Жыл бұрын
❤️❤️❤️❤️
@tawhidayshavlogz237 Жыл бұрын
আসসালামু আলাইকুম,,গতো রমজানে আমার মা পৃথিবীতে বেঁচে ছিলেন,,আমার সন্তানও বেঁচে ছিলেন,, কিন্তু এই রমজানে তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন,,আসলে দুনিয়ার জীবন এমনই,, সবাইকে চলে যেতে হবে কেউ পৃথিবীতে চীরদিনের জন্য আসে নাই,,অথচ আমাদের কতই না আয়োজন দুদিনের এই দুনিয়া নিয়ে,, কতো গৌরব,, কতো সম্পদের পাহার,,কাউকে ঠকিয়ে,, কারে হক মেরে, কতই না ভাবে আমরা জীবনে জয়ী হয়ে সুখ নিতেছি,,আবার কিছু ধনীরাতো অনেক টাকার সম্পদ জমিয়ে রেখে দিয়েছে যে সম্পদের সঠিক পরিমাণ যাকাতও দেয় না,,কিন্তু এই যাকাত ধনীদের জন্য ফরজ, আর গরীবের হক,,অথচ রমজান নিয়ে ঈদকে কেন্দ্র করে কতো টাকা ব্যায় করা হয়, আর অন্যদিকে যারা অসহায় যাদের অন্ন, বস্ত্র,বাসস্থান, চিকিৎসা থেকে বঞ্চিত তাদেরকে কেউ যাকাত দিতেছেনা,,পৃথিবীতে ধনীরা যদি যাকাত দিতো তবে আজ আমাদের মতন অসহায় মানুষ গুলো দুনিয়ায় চিকিৎসার অভাবে সন্তান হারিয়ে কাঁদত না,, আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, ৩০টা রোজা রাখার তৌফিক দান করুন আমিন 🤲
@streetunboxing1 Жыл бұрын
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখার পর চোখ থেকে পানি বের হয়ে গেছে।❤
@PetukCouple Жыл бұрын
🥲❤️
@rifatvlogs926 Жыл бұрын
@@PetukCoupletor u tube fb ar haram tk diye hajj hobe na
চোখের পানি ধরে রাখতে পারিনি, অন্য রকম টান মায়া যা বুঝানো অসম্ভব, মহান আল্লাহ্ তায়ালা যেনো আমাদের সবাইকে আমাদের প্রিয় নবীজি (সাঃ) এর কাছে যাওয়ার জন্য কবুল করেন আমিন আমিন আমিন💚💚💚💚💚💚💚💚💚💚💚
@md.sharifzaman7117 Жыл бұрын
এটা আপনাদের সবচেয়ে সেরা ভিডিও এখন পর্যন্ত। নবীজীর রওজা মুবারাক দেখে আমারও চোখে পানি এসেছে। আম্মুকেও ডেকে দেখালাম। আল্লাহ্ আপনাদের ভালো করুন। আমাদের জন্যে, দেশের মানুষের জন্যে দোয়ার দরখাস্ত রইলো।
@shamimhossenronyshamim7345 Жыл бұрын
ভালো বাসি আপনাকে হে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) 🤲
@mohammadalamgir2801 Жыл бұрын
বুকফাটা কান্না চলে আসে,,,,,শুধুমাত্র নিষেধ আছে বলে মানুষ আওয়াজ করতে পারেনা।আল্লাহ সকলকে কবুল করুক।
@fardinahmed5328 Жыл бұрын
আহ; আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা সৌভাগ্য দিয়েছে যাওয়ার!এরথেকে বেশি সুন্দর মূহুর্ত কিছু নেই,আমাদের রাসুলুল্লাহ সাঃ কে কাছ থেকে দেখা,নিজ হাতে আল্লাহর ঘর ছুয়ে দেখা,এরথেকে সুন্দর কিছু হতে পারেনা। আল্লাহ পাক সবাইকে তৌফিক দিক অন্তত একবার যেনো যেতে পারে সবাই।
@gobxking1402 Жыл бұрын
Fast time konno Video dakhe choke thake pani pore galo InshaAllah Jabo akdin Allah sei toufik dan kurok amin
@rabeyabushrinishat13 Жыл бұрын
আসসালামুওয়ালাইকুম।ভাই আপনার সাথে সাথে আমার ও চোখে পানি চলে আসছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যানি এই সৌভাগ্য আমাকে দেন রাসূলের এতো কাছে যাওয়ার
@mamalek8590 Жыл бұрын
দূর থেকে দেখেই চোখে পানি চলে এসেছে । অসংখ্য ধন্যবাদ আপনাদের।। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক।
@tarminbahar1040 Жыл бұрын
দূর থেকে দেখেই চোখে পানি চলে এসেছে ।।। ইনশাআল্লাহ আমিও একদিন যানো সোনার মদিনায়।। ওখানে নাকি বাতাসে বেহেশতের সুঘ্রাণ পাওয়া যায়❤️।। অসংখ্য ধন্যবাদ আপনাদের।। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক।।।
@tawhidayshavlogz237 Жыл бұрын
আসসালামু আলাইকুম,,গতো রমজানে আমার মা পৃথিবীতে বেঁচে ছিলেন,,আমার সন্তানও বেঁচে ছিলেন,, কিন্তু এই রমজানে তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন,,আসলে দুনিয়ার জীবন এমনই,, সবাইকে চলে যেতে হবে কেউ পৃথিবীতে চীরদিনের জন্য আসে নাই,,অথচ আমাদের কতই না আয়োজন দুদিনের এই দুনিয়া নিয়ে,, কতো গৌরব,, কতো সম্পদের পাহার,,কাউকে ঠকিয়ে,, কারে হক মেরে, কতই না ভাবে আমরা জীবনে জয়ী হয়ে সুখ নিতেছি,,আবার কিছু ধনীরাতো অনেক টাকার সম্পদ জমিয়ে রেখে দিয়েছে যে সম্পদের সঠিক পরিমাণ যাকাতও দেয় না,,কিন্তু এই যাকাত ধনীদের জন্য ফরজ, আর গরীবের হক,,অথচ রমজান নিয়ে ঈদকে কেন্দ্র করে কতো টাকা ব্যায় করা হয়, আর অন্যদিকে যারা অসহায় যাদের অন্ন, বস্ত্র,বাসস্থান, চিকিৎসা থেকে বঞ্চিত তাদেরকে কেউ যাকাত দিতেছেনা,,পৃথিবীতে ধনীরা যদি যাকাত দিতো তবে আজ আমাদের মতন অসহায় মানুষ গুলো দুনিয়ায় চিকিৎসার অভাবে সন্তান হারিয়ে কাঁদত না,, আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, ৩০টা রোজা রাখার তৌফিক দান করুন আমিন 🤲
@minakhisuchona3092 Жыл бұрын
Chokhe Pani chole asche...Allah amdr sobai k a khane jawar towfik Dan korun..amin
@PetukCouple Жыл бұрын
Amin ❤️
@nazifaskitchen3495 Жыл бұрын
মাশাল্লাহ্ দেখে মন জুড়িয়ে গেল। ইনশাআল্লাহ আমি ও একদিন যাব আমার পরিবার নিয়ে আল্লাহ্ চাইলে🕋🤲
@PetukCouple Жыл бұрын
InShaAllah ❤️
@ayeshajahan9607 Жыл бұрын
চোখের পানি ধরে রাখতে পারিনি।🥺 জানিনা আল্লাহ কোনদিন যাওয়ার তৌফিক দান করে কি না। খুবই ভালো লাগলো। দোয়া করি আল্লাহ আপনাদের কবুল করুক।
@sultanaaktersathi8991 Жыл бұрын
পুরানো দিনগুলোর কথা মনে পরে যাচ্ছে,,অই অনুভূতি গুলো জীবনে ভুলার না❤❤❤,,মদিনা যাওয়ার জার্নি টা দারুণ
আল্লাহ পাক আমাদের রাসূলে পাক (সা:) এর রওযা মোবারক যিয়ারত করার তৌফিক নসিব করুন। আমিন
@PetukCouple Жыл бұрын
Amin ♥
@rohanahaque Жыл бұрын
এই ভিডিও দেখে চোখের পানি আটকাতে পারলাম না। অসংখ্য ধন্যবাদ এভাবে দেখানোর জন্য। ইনশাআল্লাহ একদিন যাবো।
@shaheraakter2263 Жыл бұрын
সত্যি ভাইয়া চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ সবাইকে নবী (সা:) দেখার তৌফিক দিক। আমিন
@PetukCouple Жыл бұрын
♥♥ Amin
@mostafizurrahman2928 Жыл бұрын
❤️❤️❤️
@mithunrahman4818 Жыл бұрын
Ameen
@sakibhasanmd3607 Жыл бұрын
Amin
@halimaislam1418 Жыл бұрын
Purai nostalgia. Allah amake shekhnei mrittu dek.. Ami oikhanei morte Chai!!
@fariyabinte4912 Жыл бұрын
দূর থেকেই চোখের পানি ধরে রাখতে পারিনি। আল্লাহ সবাইকে উমরাহ ও হজ্জ করার তৌফিক দেন আমিন।
@jamil2998 Жыл бұрын
আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না, আমি যখন চোখ বন্ধো করে ভাবি আমি নবী কারিম (স) এর রওজার সামনে। তখনই আমার চোখের পানি ঝরে। আর আমি ভাবি আমি কখন যাবো ওইখানে। দোয়া করবেন যেন তারাতারি যেতে পারি 🥹🥺
@shopnochuraeventz8344 Жыл бұрын
ওই দেশের সবুজ ভাব চলে আসা কেয়ামতের লক্ষণ, আল্লাহ সবাইকে ঈমান নিয়ে পৃথিবী ছাড়ার তৌফিক দান করুক। প্রিয় ভাই এবং বোন দুইজনি ভালো থাকবেন সব সময়, অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আপনাদের জন্য।
@nizamkhan5327 Жыл бұрын
সুবহানআল্লাহ,আল্লাহ মনের সব নেক আশা পুরন করুক,এত কাছ থেকে, এত ডিটেইল বোধহয় সামনে থেকেও অনেকে দেখতে পারেনা,যদিও ক্লিয়ার দেখতে পারিনি কারন পুরোটা সময়ই চোখ ঝাপসা ছিল,অসংখ্য ধন্যবাদ
@abdullah-kt8nh Жыл бұрын
আমার জন্মভূমি ,আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে আমি সৌদি আরব এর মত জায়গায় জন্মেছি।আমার এখনও মনে আছে ছোট বেলায় আব্বু আম্মু র সাথে মক্কা মদিনা তে আসতাম। অনেক মিস করি। মদিনার vlog টা দেখে চোখে পানি চলে আসলো।যদি নিজের পায়ে দাড়াতে পারি ইন শা আল্লাহ্ এই সৌদি আরব এ আবার ফিরে আসবো।
@taslimaakter1933 Жыл бұрын
ভাইয়া আপনার কান্না দেখে সত্যি ই কান্না চলে আসছে। পাশে একটা লোকও কানতেছিলো। আল্লাহ সবাইকে রাসূলের দেশে যাওয়ার, রাসূলের নিকটে যাওয়ার তৌফিক দান করুন। সকলকে হেদায়েত দান করুন। আমিন
@asptvbd6752 Жыл бұрын
ধন্যবাদ ভাইয়া আপনাকে। ❤❤ কত কষ্ট হয়েছে ভিডিও করতে বুঝতে পেরেছি। কেননা রাসুলুল্লাহ সাঃ রওজামোবারক এর সামনে নিজেকে সামলানো কষ্টশাধ্যকর। তারপর আপনার মাধ্যমে আমরা দেখতে পারছি আলহামদুলিল্লাহ যেন সরাসরি দেখার তৌফিক হয় দোয়া করবেন।
সুবাহানাল্লাহ মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইজান আপনার মাধ্যমে জীবনের সবচেয়ে সুন্দর মূহুর্ত টাকে দেখলাম আল্লাহ আপনার ভালো করুক আমিন😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@abidejannat4550 Жыл бұрын
Sobhanallah.allah amader jawar towfik dan koren.
@milonbahar6145 Жыл бұрын
অগণিত দরুদ ও সালাম রাসূল সাঃ এবং তাঁর পরিবারের প্রতি ❤❤🌹❤️❤️
@shanjiidaalam Жыл бұрын
থাংকিউ রাসিফ, এত কাছ থেকে দেখানোর জন্য , অনেক মনোযোগ দিয়ে দেখলাম, শান্তি লাগসে, অনেক ইমোশনাল হয়ে গেসি! দোয়া করো আমি যেন যেতে পারি একবার, আল্লাহ যেন কবুল করেন
@ayeshagazi253 Жыл бұрын
আপনাদের মাধ্যমে অনেক কাছ থেকে প্রিয় নবীজি (সা) এর রওজা মোবারক দেখতে পেলাম।এত আবেগপ্রবণ হয়ে গেলাম।আল্লাহ আপনি আমাদের সবাইকে এখানে যাওয়া তাওফিক দান করুন।আমিন।
@safat19 Жыл бұрын
চোখে পানি এসে পরলো।আস সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ 🥰
Ei vdo ta chokhe pani ene dise..😢 Allah sbai ke jawar toufik Dan korun (Amin)❤
@PetukCouple Жыл бұрын
Amin ❤
@rabeyaera Жыл бұрын
মাশাল্লাহ্ 💙 চোঁখ জুড়ানোর মতো দৃশ্য রওজা মোবারক দেখে চোঁখ দিয়ে অনবরত পানি আসছে মহান আল্লাহ্ তায়ালা সবার নসিবে এই দৃশ্য দেখার তৌফিক দান করুণ আমিন 🤲💖 ধন্যবাদ রাসিফ ভাইয়া❤
@mahirfaysal7743 Жыл бұрын
বিডিও তে দেখেই শরীরের পসম দাঁড়িয়ে গেলো আল্লাহ একটা বার হলেও যাওয়ার তৌফিক দিও
@sunflower3729 Жыл бұрын
How lucky u r! May Allah SWT grant every muslim to meet our beloved Prophet hazrat Muhammad (SM)
@PetukCouple Жыл бұрын
Amin ❤
@mohsinaislam7357 Жыл бұрын
আপনার এই ভিডিও দেখে আমিও চোখের পানি আটকে রাখতে পারিনি। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা অনুভুতি সেয়ার করার জন্য।
@yourSENSEI Жыл бұрын
Alhamdulillah I performed Umrah in January. It is true that being so close to Muhammad (SWA) is another level of peace. May Allah SWT give a chance to all the Muslim to see and witness that peace. By seeing this video i can recall my all memories. It is like I am there now. ❤️
@shaonbillal7936 Жыл бұрын
মাশাআল্লাহ,আলহামদুলিল্লাহ খুব ভাল লাগল,দুনিয়াতে সবচেয়ে অসাধারন জায়গা,সুবহানআল্লাহ,আল্লাহ সকলকে জাওয়ার তৌফিক দিক,আপনারা জেই হোটেলে ছিলেন ওইটার ভাড়া কেমন
@monishasmakeovers8084 Жыл бұрын
দেখে কান্না চলে আসছে আলহামদুলিল্লাহ 😊
@MohammedMuslim-xn5cd Жыл бұрын
আল বাইকের খাবার খুবি মজা সবাই পছন্দ করে। মদিনার যে শান্তি আমার মনে হয় সেটা দুনিয়ার আর কোথাও পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাকে এখানে যাওয়ার তৌফিক দিয়েছে এই জন্য আল্লাহ পাকের দরবার কোটি কোটি শুকরীয়া।
@mohammadja3126 Жыл бұрын
ইয়া রাসূল আল্লাহ(সাঃ)❤️❤️❤️
@irinjesmin1443 Жыл бұрын
MashAllah Alhumdulillah dekhe mon vore gelo khub jete ichha korche
@আল্লাহসবদেখেন-ণ১ঠ Жыл бұрын
আলহামদুলিল্লাহ,গতো বসর রমজানে ইফতার করার সৌভাগ্য হয়েছিলো, আর রাসুল ( সঃ) রওজা মুবারক এর কাছে জখন জাই তখন আমি কি ভাবে কাঁদছি আমার মনে নাই,একটি করে পা ফেলি আর মনে হয় আমি আরো আমার নবীর কাছে এতো কাছে জা আমার সপ্ন ছিলো,ছোট্ট বেলা টিবিতে দেখতাম প্রতি আজানের সময় মক্কা মদিনা, বাস্তবে দেখবো ভাবিনি কুনো দিন,আমার আবারো মন চায় জাইতে, আর কিছু লিখতে পারছিনা আপনাদের এই মোমেন্ট দেখে আমি নিজেকে ধরে রাখতে পারছি না,😭😭😭😭
@rubaiatahamed9633 Жыл бұрын
MashAAllah..... Best video ever.....Sallalahu alaihi wasallam.
@sinthialam9048 Жыл бұрын
MashAllah ❤️ Vaia apnader sathe sathe amio emotional hoye gelam😢.Allah tayala sobai k Hajj korar towfik Dan koren . Ameen
@fatihatasnim5709 Жыл бұрын
Ekta kotha khubi valo laglo, onno deshe jawar age ekhane asha lagto. Honesty speaking this is true. May Allah always bless u
@abdulmubinimran6299 Жыл бұрын
যিনি আমাদের জন্য কত কিছুই না করছে....😭😭😭😭 চোখ দিয়ে পানি চলে আসলো ভাই ❤😭😭
@newsbangla7103 Жыл бұрын
আপনার আমার সবচেয়ে প্রিয় কাছের এবং আপন মানুষ মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাচ্ছেন। ভালোতো লাগবেই। আমাদের আল্লাহ কবুল করেন মদিনা দেখার জন্য।
@FarzanaAnushka Жыл бұрын
While watching this video I couldn’t stop my tears, I don’t know suddenly I realised my tears coming out seeing beloved Raoja Mubarak. And I was feeling something happening all over inside me.❤ May Allah grant both of your duaas. Ameen.
@azimunnaharkeya-cp4nf Жыл бұрын
dekhchilm r shorir er lom gulo dariye jacchilo....Allah apnake shei toufiq dise r theke boro r kicu nei....subhan Allah
@katiba2107 Жыл бұрын
আল্লাহ যেন আমাকেও নবীর শহরে যাওয়ার তাওফিক দান করেন।।।।।।অনেক ভালো লাগলো, আপনার ভিডিও। আমার মতো যারা এখনো যেতে পারছেনা,তারা অন্তত দেখে কিছুটা হলেও প্রশান্তি লাভ করতে পারে। ধন্যবাদ ভাইয়া।।।।।
@almamun2448 Жыл бұрын
আপনার কথাগুলো শুনে চোখে পানি এসে গেল,,,কবে যাবো মদিনা শরীফে,,,
@heidimehmet Жыл бұрын
MashaAllah my beautiful petuk couple went to ummrah, my dear brother and sister, may Allah accept your ummrah, may Allah subhan wala ta'ala accept everyone's ummrah, hajj, fasting and duas, Ameen 🤲
@nusrattabassum9664 Жыл бұрын
চোখের পানি ধরতে পারি নাই। মনে হয় আমি নিজেই চলে গেছি মনের অজান্তে। এতো শান্তি লাগতাছে আল্লাহ। আমার জীবনের সব কষ্ট গুলো মাফ করে দেন।
@whwalidhasan6556 Жыл бұрын
আল্লাহ সবাইকে মসজিদে নববীতে যাওয়ার তৌফিক দান করুক আমিন❤❤
@PetukCouple Жыл бұрын
Amin ❤️
@kazitofayelahmed2587 Жыл бұрын
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখার পর চোখ থেকে পানি বের হয়ে গেছে
@PetukCouple Жыл бұрын
❤❤❤
@marufurrahmanmaruf9686 Жыл бұрын
Since when you started entering inside, I have felt the same feelings. It was hard to hold my tears.
@PetukCouple Жыл бұрын
🥹❤
@shafinahmed7511 Жыл бұрын
রাসূলুল্লাহ (সাঃ) এর রওযা মোবারক দেখে সত্যি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো অনেকক্ষণ , আল্লাহ আমাদের সকল কে রাসূল (সাঃ) নিকটে যাওয়ার তৌফিক দান করুন, আমিন
@anweshadebnath9975 Жыл бұрын
i am from India and i had no knowledge about this place but after seeing your video i am going to research about this place. there is always different kind of inner and mental peace when you are so close to God. ❣❣
@muhammadhasan3604 Жыл бұрын
Hazrat Muhammad ( SM ) is Not God... He is a Messenger of Allah and Prophet we all are his ummah ( Search On Google)
@Rishan.c_kent Жыл бұрын
Brother, there our prophet Muhammad. We are his people. Allah is our Creator and Sustainer. So he is not what you mean by God in your language. Know and understand first. Almighty is our only God means we worship Allah. Brother, Our people have no god except Allah. Subhanallah ❤
@johurajony1604 Жыл бұрын
Subhanallah Allhamdulillah Allhuakber la illaha hu Muhammad rasulullah
@mohib3061 Жыл бұрын
Mashallah and very emotional ❤❤❤
@PetukCouple Жыл бұрын
❤️❤️❤️
@smmehadihasan3537 Жыл бұрын
এখানে আসলেই প্রত্যেক টি মুমিনদের অন্তর ফেটে চোখের জল বেরিয়ে আসে আল্লাহ আমাদের কবুল করুক ❤❤❤❤❤
@SUNNY.KHAN3133 Жыл бұрын
জীবনে একবার হলেও যেন সপরিবারে হজ্ব করতে পারি আল্লাহ যেন আমাকে এই তৌফিক দান ন করেন,আমিন ❤
@jollyahmed204 Жыл бұрын
ভিডিও টা দেখে খুব কানলাম। আল্লাহ আমাকে ও ওখানে যাবার তৌফিক দিন।
@mdhabiburrahman916 Жыл бұрын
আমার মনে হয় আমি ঐখানে গেলে আর ফিরে আসার মত শক্তি থাকবেনা।আল্লাহ কবুল কর😢❤
@shshoron Жыл бұрын
আলহামদুল্লিলাহ এই ভিডিও দেখে গাঁয়ের লোম যেন দাঁড়িয়ে গেলো এক অন্যরকম অনুভূতি হলো।😭😭
@saifakabir3696 Жыл бұрын
মনটা ভরে গেল ভিডিওটি দেখে, আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ❤❤❤
@PetukCouple Жыл бұрын
❤❤❤ Most welcome
@nargisfatema-ic9ns Жыл бұрын
Thik bolchen vaia, mon vore sudu dekhen e jeno Rahmoter santi r santi SubhanAllah
@modhurmilon1 Жыл бұрын
Allah jodi towfik dan kore. Amiw jabo ak din. Amader piw nobijir Deshe Inshallah ❤❤❤
@jarinanjum5554 Жыл бұрын
Video ta dekhe chokhe pani chole aslo 🥺 Allah sobai k toufik dik
@RAIHANA-go5oi Жыл бұрын
চোখে পানি চলে এসেছে। সত্যি আমি ভিডিও দেখেই এত ইমোশনাল হয়ে গেছি, আপনারা যারা সরাসরি দেখেছেন না জানি কেমন লেগেছে আপনাদের।
Allah shobaike toufik Dan koruk Rasul (SAWS)Rouza Mubarak kache theke dekhar. Kmn Jno akta feelings. Chokh diye automatically Pani chole ashe. Goosebumps hochche barbar. SubhanAllah. Allahuakbar...
@PetukCouple Жыл бұрын
Yeah! Onno rokom ek onuvuti ❤️
@muniramahmood6948 Жыл бұрын
ইনশা আল্লাহ্ যাবো এই বছরই আল্লাহ্ যদি কবুল করেন, ইনশা আল্লাহ্
@OmarFaruk-gs9bz Жыл бұрын
আহা কত ভাগ্যবান আপনি! চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ আমাকে কবুল করুন,সবাইকে কবুল করুন।আমীন
@ferchenfood3903 Жыл бұрын
১৯বছর সৌদি আরবে ছিলাম, অনেক বার গিয়েছি, আলহামদুলিল্লাহ, এখন দেখে শুধু কান্না করেছি,
@nabillaheamad6969 Жыл бұрын
চোখে পানি চলে আসছে ভাই,,যেই মানুষটা সারা জীবন কাটিয়ে দিয়েছে উম্মাতি উম্মাতি বলতে বলতে,,,আল্লাহ যেনো জীবনে একবার হলে ও সেই মানুষ টার এতো কাছে যাওয়ার তৈফিক দান করে আল্লাহ,,😥😥😥
@islamicworldshortsbd Жыл бұрын
খুব ইমোশনাল ভিডিও নবীজীর প্রতি জানাই দরুদ ও সালাম-আল্লা-হুম্মা সল্লি ওয়া সাল্লিম আ’লা নাবিয়্যিনা মুহা’ম্মাদ।
@rehnumasdailyvlog7160 Жыл бұрын
chokh theke pani chole ashlo.Allah shobai jeno Amra Nobijir Shuparish pai Ameen.Amader khoma kore diyen Allah.
@chaityparul1439 Жыл бұрын
ভাইয়া আল্লাহপাক আমাকে যেন সেই জায়গাটা দেখাও ইনশাআল্লাহ আমিও রিসেন্টলি যাব আপনার কান্না দেখে আমার চোখের পানি চলে আসলো
@sarminakter1378 Жыл бұрын
আমিও গিয়েছি, পৃথিবী যত দেশে ঘুরো না কেন ভাইয়া এর নবীর রওজা ও মক্কায় গেলে যে শান্তি পাওয়া যায় তা ভাষায় প্রকাশ করার মতো না। একবার গিয়েছো দেখবা বার বার যেতে মন চাইবে।দোয়া রইলো
@farihajahan5762 Жыл бұрын
ধন্যবাদ আবেগগন মূহুর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য । আমার ২০১৫ সলের মদিনা ভ্রমণ মনে পড়লো ।
@robinpasha Жыл бұрын
একমাত্র চোখের পানি জাহান্নামকে প্রতিরোধ করতে সক্ষম
@ashiki9890 Жыл бұрын
ভাইয়া আমার চোখ দিয়ে ঝরঝরে পারি পড়তেছে😭😭 আল্লাহ আমাকে রাসুলুল্লাহ স. এর রওজা মোবারক দেখার তৌপিক দান করুক😭😭
@cobitachowdhury9689 Жыл бұрын
১ম গিয়েছিলাম ২০১৪সালে,তারপর আরও অনেকবার গিয়েছিলাম,যতবার গেছি ততবারই অন্যরকম অনুভূতি ছিল বলার মত না।শুধুই অনুভব করার জিনিস❤️❤️❤️❤️
@sharminjahan8873 Жыл бұрын
ভিডিওটা যতক্ষণ দেখছিলাম পুরো টাইম জুড়েই আমার চোখে পানি ছিল। 😢
@PetukCouple Жыл бұрын
❤️❤️❤️
@ishratishi6871 Жыл бұрын
চোখের পানি ধরে রাখতে পারিনি ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কে নবীজি এর রাওজা এত সুন্দর করে দেখতে দেয়ার সুযোগ করে দেয়ার জন্য। আমার মনে হয়, এই ভিডিও এ পর্যন্ত যারা দেখেছেন তারা সবাই কেঁদেছেন আপনার সাথে। আসলেই এই ফিলিংস বুঝানোর মত নয়। আল্লাহ আপনার ভালো করুন আর দুনিয়ার সব মুমিন মুসলমান দের কে মক্কা ও মদিনা জীবনে একবার হলেও দেখার তৌফিক দান করুন। আমীন। ❤️
@nanditoadib2829 Жыл бұрын
Amaro jaoyar icha asa Rasolollah (s.) ar sobchaya kacha jaoyar jonno
@aklimashilpy4917 Жыл бұрын
এতো ধুর থেকে দেখে চোখের পানি ধরে রাখতে পারি নি 😭😭😭😭😭😭😭