ওরে বাবা! তুমি তো চেয়ার এ বসতেই দিচ্ছ না! লোকটা পাছা চেয়ার এ ঠেকানোর সঙ্গে সঙ্গেই হাইকোর্ট ছুটতে ছুটতে প্যান্ট খুলে যাবে এই কন্ডিশনে পড়লো?
@sudipsam672 жыл бұрын
এতো হতোই। চটিচাটা হয়ে এই পদে বসলেন, এবার টর্চলাইট ওনার ওপর পড়বেনা ??
@sudipsam672 жыл бұрын
এগারো বছর পরে তিনি হঠাৎ করে স্বচ্ছতা আনবেন ?? তার চাটা চটি কি পুরোই ক্ষয়ে গেছে ?? 😊😊😊
@rupachakraborty59112 жыл бұрын
এইজন্য ই, শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেব বলেছিলেন যে, "চৈতন্য হোক্ ", এরা শিক্ষিত অচেতন মানুষ,,সমাজের জঞ্জাল,
@tapaspalit77212 жыл бұрын
১১বৎসরে এক একটা আমল রা হাজার কোটি টাকা চোর ঐ টাকা উদ্ধার কোরলে বাংলা এক টাকা দেনা থাকবেনা না না না
@umachakraborty20632 жыл бұрын
আমরা অপেক্ষায় আছি সকলের কুকীর্তি ধরা পড়া দেখার জন্য
@bhabatoshchakrabarti942 жыл бұрын
সত্যিই শুদ্ধ্শীল বাবু আপনি যেভাবে তথ্যনিষ্ট বাস্তব ঘটনা গুলো তুলে ধরে আমাদের চোখে দেখাতে সাহায্য করছেন, তাতে করে আবার কখন আপনার প্রতিবেদন প্রকাশ হবে,সেই আশায় অপেক্ষা করি। ভালো থাকবেন। শুভ রাত্রি।
@arupdey83312 жыл бұрын
একমাত্র যোগ্যতা কে কত বেশি অনুপ্রাণিত।
@papridas67832 жыл бұрын
তোলামূলে স্বচ্ছ লোক, দুর্নীতি মুক্ত লোক খুঁজতে গেলে ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে। দারুন প্রতিবেদন ভাই শুদ্ধশীল। চালিয়ে যান।
খুব দুঃখ লাগে পবঙ্গে কি কোনো সতব্যক্তি নাই যাকে যোগ্যতার মাপকাটির উপর নিয়োগ করা যায় ? সবাই কি অনুপ্রেরণা য় অনুপ্রাণিত হয়ে বসে আছে।
@asokmaiti3892 жыл бұрын
না, বেশীরভাগ অনুপ্রেরণায় অনুপ্রাণিত হন নি। স্বচ্ছ ব্যাক্তি বাংলায় প্রচুর আছেন। তাঁরা নীরবে নিভৃতে সমাজের জন্য গঠনমূলক কাজ করে চলেছেন। তাঁরা ক্ষমতার অলিন্দে থাকেন না।
@bijonrudra20152 жыл бұрын
এতো আরেকজন মনিমানিক্যা। সুদ্ধাদিলবাবু গৌতম পালের স্বচছতার ভিডিওটা library তে ভাল করে tag করে রাখুন।মাঝেমধ্যেই কাজে লাগবে।
@Robin-mg6zc2 жыл бұрын
আমাদের কি ধরে নিতে হবে যে দুর্নীতি বাজ লোক ছাড়া আর লোক পাওয়া যাবেনা? জয় বাংলা।
@porichoyjana63912 жыл бұрын
কি অবস্থা !!
@sudhangshubarman66372 жыл бұрын
গৌতম বাবুর কথার মধে্য মানিক বাবুর কথা প্রতি ধ্বনিত হয়।আখেরেশেষ ফলটাও তেমন হয় কি না ভবিষ্যত বলবে।
যেই রাজ্যে একটাই পোস্ট সেই রাজ্যে গৌতম বাবু কোন ক্ষমতা বলে সচ্ছতার সাথে কাজ করবেন????
@kalidasmandal96832 жыл бұрын
অযোগ্য লোকেরা যখন আশাতীত কিছু নাগালে পেয়ে যায় তখন উদ্বাহু হয়ে নাচতে থাকে। গৌতম বাবু সেই কারণেই নাচতে শুরু করেছে। আরো সঠিকভাবে বলতে হয় "তারে নাচাইতেছে"।
@sujoynayek67512 жыл бұрын
হে ভগবান এই দুর্নীতিবাজদের হাত থেকে তুমি বাংলাকে রক্ষা করে ওদের বিদায় করে দাও।
@alokekumarghosal47262 жыл бұрын
তার মানে চোরের মায়ের বড় গলা।
@s.stickrose41682 жыл бұрын
চোর বলছে আজ থেকে আর কাউকে চুরি করতে দেবোনা হাসবো না কাঁদবো বুঝতে পারছি না।
@uniani012 жыл бұрын
চটি মনি abar bolbe ami jantam na..
@sudhangsukumardebnathassis92762 жыл бұрын
গৌতম বাবুর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হউক।
@chandidaschakraborty97372 жыл бұрын
বাবা ,,,,,র আর কি বলার আছে?
@চলোশিখিকীভাবেশেখাই2 жыл бұрын
উনি কি বললেন ট্রান্সপারেন্সি নিয়ে পূর্বে যা হয়েছে তার জাস্টিফাই করবো 😃 এর অর্থ উনি বোঝেন?? জাস্টিফাই করা মানে যা হয়েছে তা ঠিক প্রমান করা 😴 তাহলে কি তাই করবেন??
@sandipsarkar50352 жыл бұрын
Agiye Bangla.
@tuhinbhattacharjee29712 жыл бұрын
All are corrupt in TMC led govt. in bengal. One of the worst government in country.
@kpbiswas32382 жыл бұрын
ধন্যবাদ
@pijuskantipaul48512 жыл бұрын
এখন অসচ্ছতা থেকে অ বাদ গেছে।
@tarunkumarday3992 жыл бұрын
শুদ্ধ শীল বাবু আপনি নতুন উদ্যমে ব্যাটিং করছেন, বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হাঁকিয়ে যাচ্ছেন। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
@saurabhsarkar53422 жыл бұрын
একেই বলে টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস।🤣🤣🤣🤣🤣
@swapanmandal23602 жыл бұрын
আমি গালিগালাজ বা অশ্লীল ভাষা বা কটূক্তি করতে একদম ভালোবাসি না । না আমি পছন্দ করি । এইসব দেখে অটোমেটিক ঐ ভাষা মনের গভীরে থেকে বেরিয়ে আসে । এই শালাকেও ঐ "তিহার" পার্কে পাঠানো হোক । এইসব কীর্তি কাণ্ড দেখে গা জ্বলে পুড়ে গেল ।
@rameshbiswas90792 жыл бұрын
ছ মাসের জন্য যোগী বাবাকে নিয়ে এলে বোধ হয় সব ঠিক হয়ে যেত।
@labonimaira91672 жыл бұрын
Lau গাছে লাউ ফলে আম নয়?
@arundas7602 жыл бұрын
VERY GOOD PRESENTATION 👏 👌 👍
@sribashmondal46102 жыл бұрын
হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল অর্থাৎ গৌতম বাবু মশাসরুপ।
@g.mukherjee11032 жыл бұрын
টেস্টের 2 nd innings যদি T 20 মত হয়ে যায় তাহলে বলতেই হয় খেলা জমে গেছে । শুদ্ধ ভাই যেভাবে 2nd innings খেলছে মনে হচ্ছে আমারই মাঠে নেমে পড়েছি ।
@manaspal54202 жыл бұрын
আমরা মানুষ না ভেড়ার পাল ভৈরব গঙ্গোপাধ্যায় ঠিকই বলেছিলেন
@swapankumardas12942 жыл бұрын
অপূর্ব পরিবেশন ।
@pijushchowdhury10612 жыл бұрын
দাদা, রাগবে কেন? চুর কে চুর বলাকি অপরাধ? আপনারাতো দেখছি --রপ্তানি ভালই করতে পারবেন,। B D
@sajalchakraborty84712 жыл бұрын
বাংলাদেশ থেকে। টকের জালায় পালিয়ে এসে, তেতুল তলায় বাস।
@bijoyroy6399 Жыл бұрын
আপনাকে অশেষ ধন্যবাদ নির্ভিকভাবে এই রকম তথ্য গুলি তুলে ধরার জন্য ৷ ভবিষ্যতে এইরকম আরও তথ্য চাই ৷ ধন্যবাদ |