হ্যাঁ ভাইয়া। বন্যার কারনে নদীতে যেমন প্রচুর মাছ জমেছিলো, তেমনি শিকারও হয়েছে মাত্রাতিরিক্তভাবে। শিকারী'রা মন ভরে মাছ শিকারের আনন্দ নিয়েছে। মাছের পরিমান কমে যাওয়া ও নদীর পানি অপরিকল্পিতভাবে বেড়ে যাওয়া, কমে যাওয়া... মাছ টোপ না নেওয়ার অন্যতম কারন। মাছ টোপ না নেওয়ার কারন আপনার মতে কি হতে পারে???