Рет қаралды 13,238,464
এটাই সেই বিখ্যাত গঙ্গা নদী, আর এখানেই ছোট্ট শহর ফারাক্কা, নামটি এটাই আলোচিত যে, ফারাক্কা মানেই বুঝে নিতে হয় ফারক্কা বাঁধের কথা বলা হচ্ছে। বাংলাদেশের রাজশাহী সীমান্তের ১৬.৫ কিলোমিটার দূরে, ভারতের ফারাক্কা গঙ্গা নদীর উপর নির্মিত এ বাঁধের বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে, দীর্ঘ ৫ দশকে গঙ্গার জল অনেক দূর গড়িয়েছে। গঙ্গার পানি কতটা ভারত আর কতটা বাংলাদেশে তার পেয়েছে তার হিসাব কষার প্রয়োজন অপ্রাসঙ্গিক। কারণ ফারাক্কা বাঁধ শুধু বাংলাদেশের উপরই বিপর্যয় ডেকে আনেনি, ভারতেও এর দীর্ঘ মেয়াদি প্রভাব প্রতক্ষ্য করতে শুরু করেছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ফারাক্কা ইস্যতে সচ্চার ছিলো, এখন এর সাথে যোগ হয়েছে পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদে বন্যা ও নদী ভাঙ্গনের স্বীকার লাখো মানুষের দূর্ভোগ। উত্তর প্রদেশের বিহারের বন্য কবলিত মানুষরাও দুষছেন ফারাক্কা বাঁধকে। ফারাক্কা বাঁধ ফেঙ্গে ফেলার দাবী জোরালো হচ্ছে ক্রমশ। ফারাক্কা সমস্যার সূত্রপাত ঘটে পঞ্চাশের দশকের গোড়ার দিকে। কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির অজুহাতে ভারত ১৯৫৬ সালে এই প্রকল্প হাতে নেয়। নদীর ওপর ফারাক্কা বাঁধ নির্মাণের উদ্যোগের খবর জেনে তৎকালীন পাকিস্তান সরকার এর তীব্র প্রতিবাদ জানায়।
পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি গঙ্গা নদীর প্রবাহ পরিবর্তন হয়ে যাওয়ায় আশঙ্কাও সম্প্রতি চিন্তিত করে চলেছেন বিশেষজ্ঞদের। যে কারণে প্রশ্ন উঠতেই পারে, কি আছে ফারাক্কা বাধের ভাগ্যে। ফারাক্কা বাধের আয়ু বা আছে আর কতদিন? সে সবই জানার চেষ্টা করবো ।আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক....
⚠ এই চ্যানেলের কোন ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন অনলাইন মাধ্যমে আপলোড করবেন না।
⚠ DO NOT DOWNLOAD & RE-UPLOAD THIS VIDEO IN ANY OTHER ONLINE PLATFORM
✔✔✔ এই ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করুন।
☢☢☢ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। ☢☢☢
LICENSE CERTIFICATE: Envato Elements Item
=================================================
This license certificate documents a license to use the item listed below
on a non-exclusive, commercial, worldwide and revokable basis, for
one Single Use for this Registered Project.
Item Title: Cinematic Dramatic Theme
Item URL: elements.envat...
Item ID: XAHLKU7
Author Username: lucafrancini
Licensee: Md Razib Farazi
Registered Project Name: Is Farakka's term over?
License Date: June 16th, 2022
Item License Code: L2BGJQ3VPR