এটাই তো দুটো সরকারের সব থেকে বড় অনৈতিক কাজ - মেনস্ট্রিম মিডিয়াকে নির্বাক করে রাখা।আপনাকে ধন্যবাদ দিয়ে প্রকৃত সাংবাদিকের যেটা কাজ যে কাজ আপনি প্রথম থেকে করে আসছেন সেটাকে ছোট করব না। ❤❤
@SajalChakrabarti2 ай бұрын
অসাধারণ এবং যুক্তিপূর্ণ বিশ্লেষণ খুব ভালো লাগলো । অনেক অনেক ধন্যবাদ
@mdkazemali19972 ай бұрын
সুব্রতবাবু, আপনার চ্যানেলে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যবহুল আলোচনা হয়,যা থেকে আমরা বিশেষভাবে উপকৃত হই। তাই,আপনাকে জানাই অশেষ ধন্যবাদ।
@Subratabasujournalist2 ай бұрын
আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাদের মতো কিছু উচ্চমানের দর্শক পাওয়া সৌভাগ্যের বিষয়। আসলে এই রকম সিরিয়াস বিষয় সাধারণ দর্শকরা নিতে চান না বলে অনেকেই এসব এড়িয়ে যেতে চান। আর ধামাধরা সাংবাদিকরা তো টিআরপি বাড়ানোর জন্য যা খুশি করে থাকে। আর তাতে লাখ লাখ ভিউও হয় । আমি সচেতনভাবে চেষ্টা করি আপনাদের মতো মানুষের জন্য বিষয় নির্বাচন করতে। আপনারা এর স্বীকৃতি দিলে পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে হয়।
@atanubasu84562 ай бұрын
অত্যন্ত ভাল একটি অনুষ্ঠান। আপনার বিষয় বৈচিত্র্য অনুষ্ঠানে একটি বিশেষ মাত্রা যোগ করে। ব্যাংকিং আন্দোলনে রাজেন বাবুর নাম টি বহু শ্রুত, কিন্তু ভদ্রলোককে কোনদিন প্রত্যক্ষ করিনি। অত্যন্ত পরিষ্কারভাবে বিষয়টি তুলে ধরলেন। আপনাকে এবং রাজেন বাবুকে ধন্যবাদ।
@kumkumlahiri59962 ай бұрын
Excellent video. We are literally in a dangerous condition.
@BiswajitGhosh-gf3mp2 ай бұрын
Very good discussion
@rakhibanerjee14992 ай бұрын
Thanks for your discussion
@mostafakamal54942 ай бұрын
মোদী সরকার কর্পোরেটের সরকার সেটা আরও একবার প্রমাণিত।
@biswadebroy42682 ай бұрын
Thank you Subrata Babu for valuable discussion.
@dishanvlog53642 ай бұрын
হ্যা । এই জটিল বিষয়টি বুঝলাম ।
@ddebabratadatta16202 ай бұрын
Thank you for this informative discussion.
@ashokdas70412 ай бұрын
বর্তমান দেশের কর্পোরেটপন্হী রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে কমরেড রাজেন নাগরের প্রাঞ্জল বক্তব্যের জন্য ধন্যবাদ এবং অভিনন্দন। দীর্ঘ সময় পর আপনার চেনেলের সৌজন্যে আমাদের বেংক ইউনিয়ন নেতার বক্তব্য শুনার সুযোগ পেলাম। নমস্কার।
@malayghosh46712 ай бұрын
সুব্রত বাবু, অসাধারণ উপস্থাপনা ধন্যবাদ।
@soumibhattacharya77502 ай бұрын
একটা জলন্ত সমস্যা নিয়ে অসাধারণ বিশ্লেষণ, ভিষন ভালো লাগলো 🙏
@NilaySarkar2 ай бұрын
Khub valo information
@kumkumlahiri59962 ай бұрын
Modi should be ashamed of his criminal activities.
@biswadeepkundu42372 ай бұрын
সঠিক বিষয় টি তুলে নিয়ে এসেছেন দাদা ❤❤
@BiplabBasu-tg8cy2 ай бұрын
Advantage adani by modi through Indian all banks. Shame shame. Good analysis. Thank both all of you❤❤❤❤💕💕💕💕👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍
@sibudey59822 ай бұрын
কর্পোরেট মিডিয়ার এই নিয়ে ঘন্টাখানেক অনুষ্ঠান হবে না।
@swarupkumardas51742 ай бұрын
Only few Hindi Utube channel only show this story. Not a single Bengali channel not show and analysis . Your are follows true Bengali journalism 👍
Capitalist der subhida dile tobei to BJP poisa kamate parbe. MP, MLA kinte poisa lage, vote korte poisa lage.
@debasishdas59342 ай бұрын
লুটেরা সরকারি টাকা অর্থাত জনগনের টাকা, সুব্রত বাবু আপনার এপিসোড খুব মূল্যবান, এইসব এপিসোড সবার ভালো লাগবে না।
@ardhendumandal2 ай бұрын
জনগণকে বোঝানোর জন্য এমন আলোচনা কার্যকর নয়। পিনাকী ভট্টাচার্য দরকার এই বাংলাতেও!
@SubhajitBanerjee-j8v2 ай бұрын
Very unfortunately MSMEs& SMEs fund from Banks are Denyal mood
@soumenchatterjee84992 ай бұрын
একটা মানুষ বা ব্যবসায়ীকে সরকারি শক্তি প্রয়োগ করে বহুল পরিমাণে লোন দিলে ওরা সারাজীবনে সোধ করতে পারবেনা। এই রকম টাকার চাপ জনসাধারণের।
@sukhendughosh28182 ай бұрын
এই 61000 কারা নিয়েছিল, যেটি N P A সেটার ব্যাখ্যা থাকলে ভালো হতো।
@joydeep702 ай бұрын
মিনিমাম বালান্স ফেল করে এক মাত্র ছোট ব্যাবসাইয়ের। আমরা খুব বিপদে পরে যাই। কেউ বাচায় না আমাদের। কে শুনবে আমাদের কথা?
@manasbanerji2 ай бұрын
বাংলাকে বাংলা নিয়ে ভাবতে হবে. বাংলাদেশের লোকে তো খালি Islamic নিয়ে ভাবে, তাদের বাংলা নিয়ে ভাবার ইচ্ছা বা চেষ্টা ও নেই. কাউকে first step নিতে হবে. এই রকম system থাকলে তো এই কয় একজন পুরো financial system কে fail করে দেবে আর তার খেসারত দেবে সাধারণ মানুষ! এটা চলতে পারে না.
@nilotpaldas92902 ай бұрын
এই করে ব্যাঙ্ক হিম ঘরে
@mrigankadeshmukh26022 ай бұрын
Is Adani a bankrupt? Then how did his loan get treated as NPA?
@pradipneogi66332 ай бұрын
Bishoy ta to amader economy pakhhe bhishan khatikarak. Subrata da sound ta ektu dekben.
@Subratabasujournalist2 ай бұрын
চেষ্টা করছি ভাই। আর একটু মানিয়ে নিন, প্লিজ। পারলে হেডফোনে শুনুন। বুঝতেই পারছেন, কোনও বিনিয়োগ না নিয়ে করছি বলেই এই সব বিষয়গুলো আপনাদের সামনে আনতে পারছি।
@pradipneogi66332 ай бұрын
Onek kichu janalam.Bhabhchi ki kore ekhono India r besh kichu lok BJP ke vote diye amader sarbanash korchhe.
@bablumalick17022 ай бұрын
গোবর ভক্ত গোবর গোমূত্র খাবে
@soumenmazumder60352 ай бұрын
Ai Takata ghur pothe kothay jabe? Sabai jane
@tapanbhattacharyya2083Ай бұрын
Subrata babu apnar Rajen Nagar ke niye je programme করেছেন seta khub sundar apnake request korbo er pore Com.Rajen Nagar er speech er samay apni front page e onar name ta rakhle anek bank employees baparta views korte parbe. Amader anek member bhujte na pere views korte pare ni amra chesta korechi sabaike views er jannya. kindly agamidine matter ta dekhben please.
@ytube.pcd.19692 ай бұрын
দাদা আপনারা সুপ্রিমকোর্টে কেস কোরেছেন না কেন?
@Subratabasujournalist2 ай бұрын
এটা আমার কাজ না বলে! দেশের বা বিদেশের কোনও সাংবাদিককে এই করতে দেখেছেন না কি? আমাদের কাজ খবর মানুষকে জানানো। সেটাই ভাল করে সৎ ভাবে করে চলেছি। মেরুদণ্ড বিক্রি করে এসব খবর চেপে যাচ্ছে যে সব মিডিয়া তাঁদের কাছে আপনার কি কোনও প্রশ্ন নেই? এই ব্যাঙ্কগুলো কিন্তু একটা ইএমআই দিতে দেরি হলে আপনাকে ছেড়ে দেবে না!! কিন্তু ব্যাঙ্কের ওয়েবসাইটেই এই ঋণ রাইটঅফের কথা লেখা আছে। একটু কষ্ট করে দেখে নিতে পারেন। আমি আমার সাংবাদকিতার ধর্ম পালন করলাম। এ বার আপনি এটা কী করবেন সেটা আপনার বিষয়। ধন্যবাদ।
@ParthoGuha-k3v2 ай бұрын
@@Subratabasujournalistএকদম ঠিক দাদা।
@smarajitbanerjee13992 ай бұрын
কেন সুপ্রিম কোর্টে যাবে। সরকার যে অপরাধ করে চলেছে তার বিরুদ্ধে আন্দোলন ও জনমত তৈরি হবেই। গণতন্ত্রে বিশ্বাসী জনগন আওয়াজ তুলবেই । টাকাটা জণগনের তাই ব্যাংক সার্ভিস জণগনের।শুরু হয়েছে। জণগনের দরবারে সরকারের বিচার বড় কঠিন।
@nakulchandradas30652 ай бұрын
@@Subratabasujournalistসঠিক জবাব দিয়েছেন,
@syedsafikurrahaman12432 ай бұрын
আপনি তাদের বলুন, যারা অবিজেপি সরকারের অন্যায়গুলি দেখে আন্দোলন করছে! তাদের চোখে ভূভারতে বিজেপি রাজ্যগুলিতে ঘটা নৃশংস অপরাধগুলো চোখে পড়ে না! তারা যুক্তি দেখায় আমরা এই রাজ্যের অপরাধ দেখবো! তাহলে জনগণও বলার অধিকার রাখে যে, এই রাজ্যে কাকে সরকারে বিকল্প হিসেবে দেখবো, ভূভারতে তার রেকর্ড দেখবো না! সুতরাং জনগণ একচোখো এই ভণ্ড গুখোরদের বলার অধিকার রাখে যে আমরা অবশ্যই ভূভারতে বিজেপির ট্র্যাক রেকর্ড দেখবো!
@parthadebdatta66502 ай бұрын
এখানে আলোচনাকারিরা না বোঝেন অর্থনীতি না বোঝেন ব্যাঙ্কিং! দুঃখ হলেও সত্যি! শুধু বাজার গরম।
@InamurRahaman-c4x2 ай бұрын
Lut bjp culture
@sudarsanbasu98092 ай бұрын
Not Niti Ayog but Aniti Ayog
@anilpattra77922 ай бұрын
ভালো ভাবে দেখলে হয়তো একটা ভালো পার্সেন্টেজ সরকার থাকা পলিটিক্যাল পার্টির ফান্ডে গেছে আবার তার থেকে হয়তো ব্যক্তিগত লাভের ব্যাপারটাও অস্বীকার করা যায় না।