পুদিনা পাতার দাম বেশি এই আশাতে উনি যেমন চাষ করেছেন এবং রমজান মাসের চাহিদার কথাও ভেবেছেন। কিন্তু ওনার মত অন্যান্য চাষিরাও তো পিছিয়ে নেই, তারাও একই আশা করে চাষ করেছেন। ফলে চাহিদার তুলনায় যোগান অনেক বেশি হয়ে গেছে তাই দাম কম পাচ্ছেন। এর জন্য উচিত একরকম ফসল বেশি চাষ না করে আরও কিছু এমন ফসল চাষ করা যেগুলি মানুষের নিত্য প্রয়োজন।