ভাইজান মনোবল হারাবেন না। কারণ আপনার ভিডিওতে এখন বর্তমান সময়ে ভিউজ অনেক কম আসছে। এটা কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রেও হয়েছিল। আপনি সপ্তাহে কমপক্ষে একটি করে ভিডিও অবশ্যই আপলোড দিয়ে যাবেন। আর আমরা কৃষি বিষয়ে অর্থাৎ গাছ সংক্রান্ত বিষয়ে ভিডিও করে থাকে আমাদের প্রয়োজন একদিন বাদে একদিন একটি করে ভিডিও ইউটিউবে আপলোড করা। তাহলে ইউটিউব আমাদের সেই ভিডিওগুলি অনেক মানুষের কাছে পাঠায়। যদি বিশেষ কারণের জন্য আপনি সময় না পান, তাহলে সপ্তাহে কমপক্ষে একটি করে ভিডিও ইউটিউব আপলোড দেবেন। আর মন বল হারাবেন না। আপনি অনেক মূল্যবান কথাগুলি ভিডিওর মধ্যে তুলে ধরেন, আপনি একদিন সাফল্য পাবেনই।
@SobujFruitsGarden3 ай бұрын
আসলে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা রইল, সব সময় আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনার প্রতিটা কথার ভিতরে আমার কাজের অনুপ্রেরণা যোগাই, দোয়া করবেন সামনে যেন এগিয়ে যেতে পারি, সব সময় চেষ্টা করি সত্যটা তুলে ধরার জন্য, আমি যেটুকু জানি, অন্ততপক্ষে সেটুকু যেন মানুষের উপকারে আসে, অবশ্যই পাশে থাকবেন, আপনারা পাশে থাকলে আমি সাহস ও শক্তি দু'টাই পাবো, ধন্যবাদ ভালো থাকবেন।