হুজুর স্ত্রীকে রাগের মাথায় যদি স্বামী তিন তালাক দিয়ে দেয় এটা কি তালাক হবে প্লিজ রিপ্লাই দিবেন
@SoniaAkter-v9f11 күн бұрын
😢😮😂😢 0:37 🎉😢😅😊@@অজানতা-ষ৫ষ
@naseehahbd10 күн бұрын
রাগের মাথায় তিন তালাক দিলে তা ইসলামিক আইন অনুযায়ী বৈধ হতে পারে কিনা, তা নির্ভর করে বিভিন্ন পরিস্থিতি ও নিয়মের উপর। 1. যদি স্বামী রাগের সময় সচেতন অবস্থায় ও ইচ্ছাকৃতভাবে তিন তালাক দেয়, তবে এটি কার্যকর হতে পারে। 2. যদি রাগের কারণে স্বামী নিজে কী বলছে তা বুঝতে সক্ষম না হয়, তবে এটি কার্যকর না-ও হতে পারে। 3. অধিকাংশ আলেম একসঙ্গে তিন তালাক দেওয়া বিদআত বলে মনে করেন। এ বিষয়ে সঠিক ফতোয়ার জন্য কোন বিজ্ঞ আলেমের সঙ্গে সরাসরি কথা বলুন।
@rifafariha10 күн бұрын
Alhamdulillah onek valo laglo❤❤❤
@naseehahbd10 күн бұрын
Jajakallahu Khairan
@MasudRana-fi3wl16 күн бұрын
আমার মনে হয় একটা প্রশ্ন একটা উত্তর এটাই ভাল হয়
@naseehahbd16 күн бұрын
@MasudRana-fi3wl জাযাকাল্লাহু খাইরান ভাইয়া সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আমরা প্রথমে সকল প্রশ্নের হাইলাইটস দিয়ে তারপর সকল প্রশ্ন ও উত্তর ভিডিও এর মধ্যেই থাকে। ভিডিওটি না টেনে দেখলে সকল উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
@মাবাবারদোয়া-ব৬র14 күн бұрын
আমি ও তা চাই
@AbdulHakim-u8n2p9 күн бұрын
আমিও টাই চাই
@JasimUddin-wd6vn3 күн бұрын
Ekmot
@MdDulalMollah-c5b10 күн бұрын
Alhamdulillah ❤❤❤❤
@naseehahbd9 күн бұрын
Jajakallahu Khairan
@mdnazmul-wz6mu9 күн бұрын
আমিন ❤️❤️❤️
@naseehahbd9 күн бұрын
Ameen
@SahabUddin-i9g9 күн бұрын
আমিন
@naseehahbd8 күн бұрын
Ameen💚
@abirhossain79515 күн бұрын
মাশাআল্লাহ প্রিয় শায়খ সুন্দর প্রশ্ন সুন্দর আলোচনা আমার স্বামী আর আমার মধ্যে কোন ভালোবাসা নেই কিভাবে বৃদ্ধি হবে সে চেষ্টা করতে ইচ্ছে করে না কারণ অনেক চেষ্টা করেছি তার মনে আমার জন্য কখনোই জায়গা হয়নি আমার জন্য তার মনে কোন মায়া নেই😢
@naseehahbd15 күн бұрын
আল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করুন। আপনার সকল সমস্যা দূর করে দিন।
@RaishaMoni-h1g15 күн бұрын
বোন আমি একই বলি
@naseehahbd13 күн бұрын
১টি আমল করলে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বেই ইনশাআল্লাহ! দেখুনঃ kzbin.info/www/bejne/mJmchqeOh9lljZY
@MDRubelIslam-d9n10 күн бұрын
হুজির,আমার,জন্য, একটু,,দয়া,করিয়েন
@naseehahbd10 күн бұрын
আল্লাহ্ তায়ালা আপনাকে ঈমানি শক্তি দান করুন, আপনার জীবনে কল্যাণ ও বরকত নাজিল করুন, এবং সমস্ত বিপদাপদ থেকে হেফাজত করুন। আমিন।
@abulhasan614012 күн бұрын
প্রিয় হুজুর, শুক্রবার আছর নামাজের পরে ৮০বার দুরুদ শরীফ পাঠ করলে কী ৮০ বছরের গুনাহ মাফ হয়।কথাটি কী সত্য।
@naseehahbd12 күн бұрын
জুমার দিনে ৮০ বার দরুদ পাঠে ৮০ বছরের গুনাহ মোচন সম্পর্কিত হাদিসগুলো সঠিক নয়। মুহাদ্দিসদের মতে, এ হাদিসগুলো হয় বানোয়াট (মাওযু) অথবা অত্যধিক দুর্বল (দইফ)। তবে জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করাকে সহিহ হাদিসে অত্যন্ত ফজিলতপূর্ণ আমল হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ কর। কেননা, তোমাদের দরুদ আমার নিকট পেশ করা হয়।" [সহিহ আবু দাউদ, হা/৯২৫] আমল করার ক্ষেত্রে বানোয়াট ও দুর্বল হাদিস এড়িয়ে সহিহ প্রমাণিত আমলকে অগ্রাধিকার দেওয়া উচিত। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহু আলাম।
@obaidurrahmangetcogroup32429 күн бұрын
মিথ্যা কথা
@mihadhassan18193 күн бұрын
হুজুর গোসল করার সময় জদি নামাজের টাইম হয়ে যায় তবে বুকের ওপর থেকে হাটুর নিচের প্রোজনত ওড়না বা গামছা দিয়ে জড়িয়ে অজু করলে হবে ? যেহেতু মাথায় কাপড় থাকে না। তবে সবসময় করিনা মাঝে মধ্যে গোসল করতে গিয়ে যদি নামাজের টাইম হয়ে যায়। বিশেষ করে জোহরের নামাজের সময়। দয়া করে যদি বলতেন আমার জানা দরকার।
@MohammadMirHossain-s2t12 күн бұрын
❤❤❤❤❤
@naseehahbd12 күн бұрын
Jajakallahu khairan💚
@MdArif-gp5tu6 күн бұрын
Ami ekta proshno korte chai,,, kothay korbo??
@naseehahbd6 күн бұрын
bolun ki proshno.
@ShahinHafej12 күн бұрын
আসসালামু আলাইকুম, হজুর আমি সপ্নে দেখি যে কোন দুর্ঘটনায় আমার বোন দেরকে হারিয়ে ফেলি,তাদের আর পাই না,দয়া করে সপ্নের ব্যাখা দিবেন প্লিজ
@naseehahbd12 күн бұрын
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। স্বপ্নে দুর্ঘটনার মাধ্যমে বোনদের হারানোর ঘটনা দেখে আতঙ্কিত হবার কিছু নেই। ইসলামে স্বপ্ন তিন ধরনের হতে পারে: 1. রাহমানি স্বপ্ন: যা আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা বা ভালো দিক নির্দেশনা দেয়। 2. নাফসানি স্বপ্ন: যা আমাদের মনের চিন্তা বা অনুভূতির প্রতিফলন। 3. শয়তানি স্বপ্ন: যা ভয় বা দুশ্চিন্তা সৃষ্টি করতে পারে। আপনার স্বপ্নটি হয়তো বোনদের নিয়ে বেশি চিন্তা করেন বা ভাবেন এজন্য হইতে পারে। তাই এটি নিয়ে অযথা দুশ্চিন্তা না করে আল্লাহর কাছে দুআ করুন এবং সকালে ও রাতে দোয়া "আয়াতুল কুরসি" এবং "সূরা ইখলাস, ফালাক, নাস" পড়ুন। এছাড়া যেকোনো দুশ্চিন্তার জন্য আল্লাহর ওপর ভরসা রাখুন এবং সৎ আমল করার চেষ্টা করুন। সবচেয়ে ভালো হয় কোন বিজ্ঞ আলেমের সাথে সরাসরি দেখা করে বিষয়টা জেনে নিলে ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহু আলাম।
@RoyalIslam-cz6sd6 күн бұрын
যারা
@NojrulIslam-t6g9 күн бұрын
দাতঁ,বাঁধানো জায়েজ আছে কিনা
@naseehahbd8 күн бұрын
প্রাকৃতিক দাঁত কোনো কারণে ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে কৃত্রিম দাঁত বাঁধানো যেতে পারে। দাঁত বাঁধানো বা দাঁতের চিকিৎসা ইসলামিক দৃষ্টিকোণ থেকে জায়েজ, যদি তা চিকিৎসার প্রয়োজনে হয় এবং সৌন্দর্য বা কৃত্রিম সৌন্দর্যের জন্য না হয়। যদি দাঁত বাঁধানো ব্যক্তির স্বাস্থ্যের জন্য অপরিহার্য হয় বা স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়, তবে তা বৈধ। তবে শুধুমাত্র সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে দাঁত বাঁধানো জায়েজ নাই। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য অভিজ্ঞ আলেমের সাথে সরাসরি পরামর্শ নিন।
পুরুষ ও মহিলা সবার জন্যই কালো রঙ এর পোশাক পরিধান করা জায়েজ আছে। শরয়ী কোন বিধিনিষেধ নেই।
@ajankhan52394 күн бұрын
হুজুর আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে এখন অন্য পুরুষের সাথে বিয়ে করতে হবে না আমার স্বামী কে আবার দ্বিতীয়বার বিয়ে করতে পারব আমি এই প্রশ্নের উত্তরটা জানতে চাই
@naseehahbd3 күн бұрын
যদি তিনি আপনাকে তিন তালাক দিয়ে থাকেন, তাহলে আর তাঁকে বিয়ে করা বৈধ হবে না, যতক্ষণ না আপনি অন্য কারো সঙ্গে বৈধভাবে বিয়ে করে থাকেন এবং সেখান থেকে তালাকপ্রাপ্ত হন। একজন বিজ্ঞ আলেমের সঙ্গে সরাসরি কথা বলে জেনে নিন বিস্তারিত। এটাই ভালো হবে আপনার জন্য।
@MdNahidul-f4r13 күн бұрын
আমার কোমরে ব্যথা সেজদায় গিয়ে হাত মাটিতে বর দিয়ে উড়তে পারবো
@naseehahbd13 күн бұрын
জী পারবেন। 'বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ ব্যক্তি ছাড়া অন্যদের ক্ষেত্রে তিনি সেজদা থেকে ওঠার সময় হাতের ওপর ভর দেওয়াকে অপছন্দ করতেন।’ (মুসান্নাফ ইবনে আবি শাইবা: ৪০১৫)
@babulhoque-gf5op5 күн бұрын
Ho parba
@ajankhan52394 күн бұрын
আসসালামুয়ালাইকুম হুজুর আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে আট বছর আমাদের আর বিয়ে হয়নি ছেলে মেয়ে বড় হয়েছে বিয়ে দিয়েছি আমি একসাথে থাকতেছি কাজির গেছিলাম বিয়ে করার জন্য
@naseehahbd3 күн бұрын
যদি তিনি আপনাকে তিন তালাক দিয়ে থাকেন, তাহলে আর তাঁকে বিয়ে করা বৈধ হবে না, যতক্ষণ না আপনি অন্য কারো সঙ্গে বৈধভাবে বিয়ে করে থাকেন এবং সেখান থেকে তালাকপ্রাপ্ত হন। একজন বিজ্ঞ আলেমের সঙ্গে সরাসরি কথা বলে জেনে নিন বিস্তারিত। এটাই ভালো হবে আপনার জন্য।
@nozirlaskarlaskar31975 күн бұрын
Mahila jamate namaz chele mein ke liye namaj padhte Parveen
@naseehahbd4 күн бұрын
Do you want to know if women can lead prayers for men?
@ArifulIslam-qg5jv13 күн бұрын
মৃত ব্যক্তির রুহু ৪০ দিন পর্যন্ত তার বাড়িতে আসা-যাওয়া করে তাই ৪০ দিন পর্যন্ত কুরআন তেলাওয়াত করা দরকার ।
@naseehahbd12 күн бұрын
ঠিক এভাবে হাদিসের মধ্যে আসেনি। হাদিসে যেসমস্ত বিষয় এসেছে সেটি হলো, মৃত ব্যক্তিকে দাফন করার পর মানুষ যখন চলে আসে তখন আল্লাহুতায়ালার হুকুমে, কীভাবে সেটি আল্লাহই জানেন, তাদের ফিরে যাওয়ার পায়ের আওয়াজটি পর্যন্ত মৃত ব্যক্তিরা শুনতে পায়। কিন্তু মৃত ব্যক্তির আত্মা বাড়ি আসবে, এসে দেখবে কে কী করছে- এটা ৪০ দিন পর্যন্ত করবে! এই বিষয়গুলো কোরআন বা সুন্নাহে নেই। মৃত আত্মার জন্য যদি আমরা দোয়া করি, সেটি আল্লাহুতায়ালা কবুল করবেন এবং কবরে তার পজিশন বাড়তে থাকবে। তখন সেই আত্মা আল্লাহুতায়ালাকে বলবে, ‘হে আল্লাহ! আমার পজিশন বাড়ছে কেন? তখন আল্লাহ জবাবে বলবেন, তোমার জন্য তোমার সন্তানরা দোয়া করছে, এই জন্য আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করছেন।’ এগুলো হাদিসের মধ্যে এসেছে।
@mdShamim-w2q2 күн бұрын
ভাই আপনি ভালো করে জেনে নিন
@JomatMiya9 күн бұрын
স্বামী তালাক দিছেন ১ বার তাকে নিয়ে কি খায়া যাবে
@naseehahbd9 күн бұрын
দয়া করে কোন বিজ্ঞ আলেমের সাথে সরাসরি কথা বলে জেনে নিন। এটাই সর্বোত্তম হবে ইনশাআল্লাহ।