Рет қаралды 12
বাবু অনাথ বন্ধু চক্রবর্তীর বাড়ি
স্থান আলিপুর দেশ ক্লিনিকের পাশে, ফরিদপুর সদর।
জানা যায় বাবু অনাথ বন্ধু চক্রবর্তীর সাত পুত্র ছিলো,
সম্ভবত ১৯৫৭ -৫৮ সালে বাবু অনাথ বন্ধু চক্রবর্তীর বড় ছেলে বাবু তারা প্রসন্ন চক্রবর্ত্তী তার প্রিয় বন্ধু বাবু কিরন লাহিড়ী কে একটি ঔষধ ল্যাবরেটরী করার অনুমতি দিয়ে সপরিবারে ভারত গমন করেন
ল্যাবরেটরির নাম ছিলো ফিনিক্স কেমিক্যাল ল্যাবরেটরী যা বর্তমানে আর এই ভবনে নেই। বাড়িটিতে বর্তমানে বসবাস করে সাধারণ একটি পরিবার । বাড়িটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে হয়তো একদিন বাড়িটির অস্তিত্ব থাকবে না। ছবিটি তুলে রেখে দিলাম টাইমলাইনে সবার জন্য যেনো ভবিষ্যৎ প্রন্ম জানতে পারে দেখতে পারে আমাদের ফরিদপুর শহর কতটা পুরনো শহর ছিলো। বাড়িটিতে যারা থাকেন তারা যদি বাড়িটির একটু যত্ন নেয় বাড়িটি আরও কিছু বছর টিকে থাকবে। বাবু অনাথ বন্ধুর এই বাড়ির ঠিক সামনেই ছিলো আরও একটি পুরনো বাড়ি ছিলো যে বাড়িটিতে বসবাস করতেন জনাব কিরন লাহিড়ী। পরবর্তী পোস্ট থাকবে জনাব কিরন লাহিড়ীকে নিয়ে।
ফরিদপুরকে দেখুন, ফরিদপুরকে জানুন।