Рет қаралды 561
অপরূপ সৌন্দর্য্য ধামরাইয়ের ঐতিহ্যবাহী কালামপুর হাট এই হাটে সব কিছুই পাওয়া যায়। ঘরের আসবাবপত্র থেকে নিত্য প্রয়োজনীয় যা কিছু লাগে সবকিছুই হাটে পাওয়া যায়। গ্রামীণ পরিবেশ এজন্য গ্রামীণ হাট বলে এবং নানান গ্রাম থেকে নানান উপজেলা থানা উপজেলা থেকে হাট করতে আসেন অনেকে।