Рет қаралды 2,410
টিভি স্ক্রল বা নিউজ ফিডে আমরা মাঝেমধ্যেই দেখে থাকি যে, “ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি”। এই দেখে কী আপনাদের মধ্যে কোনো ধারণা আসে যে, কোন ধরনের সভাকে বলা হয় ফুল কোর্ট সভা বা Full Court Meeting? কিংবা এই সভায় অংশগ্রহণ করার অধিকারী হন কে বা কারা? অথবা আলোচনার বিষয়বস্তু বা ঠিক কোন প্রকারের সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয় এই ফুল কোর্ট সভায়? আমাদের বদ্ধমূল ধারণা, এমন স্ক্রল বা নিউজ দেখে মনঃকল্পে এই প্রশ্নগুলোর উদয় হলেও, জুতসই উত্তর মেলে না কোনোভাবেই। এই বিষয়টি উপলব্ধি করেই আমরা নির্মাণ করেছি ফুল কোর্ট সভা বিষয়ক এই এপিসোডটি। আমাদের দৃঢ় বিশ্বাস এপিসোডটি দেখার পর এই বিষয়ে আপনারা সকলেই পেয়ে যাবেন একটি স্পষ্ট ধারণা। এপিসোডটি গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, পাঠ করেছেন মিশকাত শুকরানা আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।
#LawTubeBD #fullcourt #fullcourtmeeting #TheSupremeCourtofBangladesh #HighCourtDivision #Rules1973 #ChiefJusticeofBangladesh #legaleducation #lawstudents
আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
/ @lawtubebd
আমাদের ফেসবুক পেইজঃ / lawtubebd