না কলা গাছের অংশগুলো দেওয়া যাবে যেমন চোর মজা কাটার পরে অবশিষ্ট অংশ যেগুলো বাদ দেয় সেগুলো জলে ডুবিয়ে রাখতে পারেন সেই জলটা কাছে পেলেও পটাশের কাজ করবে।
@TaifulMondal-bp6iq2 ай бұрын
Didi Bhai aamer 1 t Miss India cool gacha milibug lelgehe upai janaben?
@greengardeningwithmallika2 ай бұрын
১ লিটার জলের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো একপাতা শ্যাম্পু একমুঠো নিমপাতা এবং সামান্য অল্প একটু লঙ্কার গুঁড়ো অথবা দুটো কাঁচালঙ্কা খুব ভালো করে পেস্ট করে নেবে। বিকালে স্প্রে করবে পরদিন সকালে গাছটাকে ভালো করে ধুয়ে দেবে। আবার তিনদিন পরে একই পদ্ধতি অবলম্বন করবে। ১০ দিনের মধ্যে আশা করছি ভালো রেজাল্ট পাবে। এই ধরনের জৈব কীটনাশক এর ভিডিও প্রচুর চ্যানেলে আছে একটু ফলো করে নাও। ভালোভাবে বুঝতে পারবে। ভালো থেকো
@TaifulMondal-bp6iq2 ай бұрын
@@greengardeningwithmallika Osnko Dhanyobad
@sujatadebroy8882 ай бұрын
আমার অনেক জবা গাছ আছে রোদ পড়ে না কারন আমি ফ্ল্যাট থাকি আমি কি করবো বুঝতে পারছি না আপনি যদি আমাকে বলেন তাহলে upoker হয়
@greengardeningwithmallika2 ай бұрын
দেখুন দিদি রোদ না হলে কোন গাছেই হয় না। ইনডোর প্লান্ট ছাড়া ইনডোর প্লান্ট প্লান্ট রোদ না হলে ভালোভাবেই হবে। অন্ততপক্ষে দুই থেকে আড়াই ঘন্টার রোধ পাই সেরকম স্থানে থাকলেও জবা গাছ বেঁচে থাকবে। একটু রোদে রাখার চেষ্টা করুন আর নিয়মিত খাবার টবের মাটিতে যোগান দিন। দেখবেন দারুন রেজাল্ট আসবে। ভালো থাকবেন শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা ও ভালবাসা নিবেন।
@alpanabanerjee61892 ай бұрын
তোমাকেও শুভ বিজয়া তোমরা সবাই আমার আশীর্বাদ নিয় ভালোবাসা নিয়ে যাক এবার আমার সমস্যা গুলি বলি প্রথম সাদা মাছি মরছে না আজকে ওই সাধের বাগান ইউটিউব দেখে বরফ জল খাবার সোডা হ্যান্ড ওয়াশ দিয়ে স্প্রে করেছি জানিনা মরবে কি আর পাতা পচা সবজি পচা ওগুলো পোকা হয়েছিল রোদ্দুরে দিয়ে আর দেখতে পাচ্ছি না ওই জন্য তবে আজকে একটু দিয়ে দিয়েছি কিছু হবে না তো আমার একটা বড় টবে দুটো অপরাজিতা গাছ ছিল অনেক ফুল হয়েছে কিন্তু হঠাৎ গাছটা শুকিয়ে গেছে শুকনো ডাল গুলো কেটে টবে তে রেখে দিয়েছি পাশে ছোট গাছ গুলো আলাদা করে বসিয়েছি কি জানি হবে কি
@greengardeningwithmallika2 ай бұрын
শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভালো থাকবেন দিদিভাই। একরাশ ভালোবাসা। একতারা ব্যবহার কর সাত দিন অন্তর ভালো রেজাল্ট আসবে।