সেই ২০০০ সালের ক্যাসেটের যুগের গান,,,সেই সময় ৩০ টাকার ক্যাসেটের দাম আকাশচুম্বী কারণ ছাএ ছিলাম তখন আমাদের এক বন্ধু ক্যাসেটি কিনে ছিল,,,তার থেকে ধার করে গান শুনতাম একদিন শুনি আরেক বন্ধু ক্যাসেটটি মেরে দিছে মানে ফেরত দেয়নি কি পরিমাণ ভালোবাসা ছিল এ ক্যাসেটের প্রতে্ক গানের জন্য❤❤❤❤ ভালো থেকো গুরু, আজ ও তোমার প্রতি একবিন্দু ভালোবাসা কমেনি বরং বেড়েছে হাজার গুনে।🎉🎉🎉🎉
@mahsintapader6103 Жыл бұрын
৩৫ টাকা দিয়া কিনতাম !!!
@mdsaidulislamrana-z3q3 ай бұрын
JI VAI
@md.shohelrana71862 ай бұрын
সেই দিন আর নাই ❤
@mdpalensaddam25044 күн бұрын
২৮,৩০,৩৫ টাকা দিয়ে কিনতাম তখন
@mdramjan548720 күн бұрын
আজ থেকে দীর্ঘ ২৪ কিংবা ২৫ বছর আগের গান গুলো ২০২৪ সালে এসেও শুনে অনেক ভালো লাগে , প্রিয় আইয়ুব বাচ্চু ভাইয়ের গান গুলো।
@mdashraf4557Ай бұрын
সোনালী অতীত ছিলো আমাদের। অগনিত স্মৃতি ছিলো এই সময়ের এই গান গুলোর সাথে।
@SHAHARIAHOSSAIN12342 ай бұрын
এই গান গুলোর সাথে কত সোনালী স্মৃতি জড়িয়ে আছে।নিজের থেকে কেউ যদি না বুঝে লক্ষ লক্ষ শব্দ দিয়ে কাউকে বুঝানো সম্ভব নয়। যেমন তিন পুরুষ❤❤❤❤
@harunmolla289Ай бұрын
৷৷
@rumonahmed23922 ай бұрын
সেই ২০০০ সালের কথা।আমার জন্ম বেড়ে ওঠা বাংলাদেশের ২য় সমুদ্র বন্দর মোংলাতে। সেই সময় স্থানীয় কোন এক ক্রিকেট টুর্নামেন্টে বড় স্পিকারে জেমস্ ভাইয়ের কন্ঠে প্রথম শুনি বাংলাদেশ নামের গানটি।তখন সারাদেশের মতো আমাদের ঐ এলাকাতে তুমুল জনপ্রিয়তা পায়। আমি জানতাম না তখন ঐ ক্যাসেট এ্যালবামের নাম পিয়ানো। সব থেকে মজার বিষয় হলো তখনও আমাদের পরিবারে গান শোনার কোনো মাধ্যম ছিলো না। কিন্তু তার পরে ও স্কুলের টিফিনের টাকা ও বাবার প্যাকেটের টাকা চুরি করে। পিয়ানো এ্যালবামটি কিনে রাখি।পরে কারো না কারো বাসায় বাজিয়ে শুনবো এই ভেবে। কথায় আছে শখের তোলা যায় না ভোলা।তাই ক্যাসেট কিনে অনেক বছর নিজের সংগ্রহে রেখে ছিলাম। অসাধারণ সেই সব গান যা প্রিন্স মাহমুদের সুরে আইয়ুব ও জেমসের কন্ঠে। আজোও শুনলাম খুব পছন্দের সব গান। আর পিছনের ফেলে আসা সব সৃর্তি এখনো মনে পড়ে।
@sandwipgoswami1419 Жыл бұрын
এ গানগুলো খুব শুনতাম ৷ এখন আর ব্যান্ড গান শোনা হয় না তবে এ গানগুলো র মৃত্যু নেই ৷
@MaaHomeoHall15 күн бұрын
মনে পড়ে সেইদিনগুলি
@MdsaifullslamLRB16 күн бұрын
2010 Shal Thake LRB Band ar Sathai achi Bachchu Bhai khubi miss kori😢😢
@AryanGaming-jt5fs Жыл бұрын
My best album Tumi tajmohol goro
@bellalislam28153 ай бұрын
এই গানগুলি শুনলে আগের কথা মনে পড়ে।
@sottosinha5320Ай бұрын
একটা নিজের মানুষ জীবনে আসুক। মানুষটা মনের কথা বোঝার পাশাপাশি চোখের ভাষাটাও না হয় মাঝেমধ্যে একটুখানি বুঝতে পারুক। সেই মানুষটা আমার নিঃশ্বাস হয়ে বিশ্বাসে মিশে থাকুক। মানুষটার জীবনের গল্পের প্রতিটি অধ্যায়ে আমার স্মৃতিটাও না হয় একটুখানি আঁকা থাকুক। বেলাশেষে যখন এই মানুষটার বুকে মাথা রাখবো, তখন আপনাআপনিই সারাদিনের সমস্ত দুঃখ আর আক্ষেপগুলো এক মুহূর্তেই ফুলের মতো সুন্দর হয়ে উঠবে। এই নিজের মানুষটার হাত জাপ্টে ধরে হাজার আলোকবর্ষের অন্ধকার এক শুকতারার নিচে নিয়ে আসবো। এই মানুষটাকে কখনও হারিয়ে যেতে দেবো না। তাকে একদম নিজের মানুষ হিসেবে রক্তে মিশিয়ে রাখবো। এই নিজের মানুষটাকে সাথে নিয়ে নিজের জীবনের শেষ অবধি শেষ নিঃশ্বাস গুনবো।
@sharifhossain5570 Жыл бұрын
ক্যাসেট যুগে স্বর্ণালী গান। নস্টালজিক.........
@TIPUSULTAN00716 ай бұрын
২১শে ফেব্রুয়ারী, বৈশাখী মেলায়, দুই ইদের সময় ব্যান্ডের ক্যাসেট কিনতাম খুব বেশি।