সিলিং দেয়ার পর থেকে ফ্যান অনেক নড়ে আর শব্দ হয় উপরে বাতাস বাড়ি খায় কি করতে হবে
@dts69 Жыл бұрын
এক্ষেত্রে ফ্যানের ঝোলানো যে পাইপটা আছে সেটা হয়তো নড়বড়ে আছে, টাইট দিলে ঠিক হয়ে যাবে। আর সবথেকে ভাল পরামর্শ হল একজন অভিজ্ঞ ইলেক্ট্রিশিয়ান ডেকে বিষয়টা দেখান, উনি ঠিক করে দিতে পারবেন
ভাই এই মালামাল সমুহের দাম উঠানামা করে। তাই দাম বলা হয় না। কারন আজকে আমি আপনারে যে দাম বলবো কালকে সেটার দাম ২৫ শতাংশ বেড়ে গেল কিংবা কমে গেল। এগুলো সবই আমদানী করা হয় চায়না থাইল্যান্ড থেকে। সুতরাং কেও যদি কোন কিছুর দাম জানতে চায় তাহলে সেই দিন অবধি যে আপডেট দাম থাকবে সেটাই জানাবো। আপনি যেহেতু জানতে চেয়েছেন, তাহলে জানুন মেইন টি -৯০ টাকা ক্রস টি ১৭ টাকা ওয়াল এংগেল ৫৫ টাকা বোড ১১০ টাকা প্রতি পিস।