"সংসারে এমনিই হয় ".....…! ওনার লেখার যে কি যাদু , মন হারায় তার মনের মায়ায়........ অসাধারণ সম্মোহন ক্ষমতায় , অনায়াসেই মন চলে যায়.....' সেই সময়ে , সেই স্থানে '........… অপূর্ব ইন্দ্রজালের খেলায় ! মন ভরে গেলো সেই সুখ ফিরে পাওয়ায়....... আন্তরিক ধন্যবাদ তোমায় 👍♥️🙏🏻
@keyachatterjee43193 жыл бұрын
কি সুন্দর উচ্চমার্গের একটি গল্প শোনালে , মনটা স্নিগ্ধ হয়ে গেল , চারিদিকে এতো হানাহানি , মৃত্যু , অবক্ষয় মনকে ভারি অবিশ্বাসী করে তোলে , মানুষের মানবিকতা নিয়ে সন্দেহ জাগে , তখন এই ধরণের গল্প মনকে আশান্বিত করে তোলে , হারানো বিশ্বাস ফিরে আসতে চায় , লেখককে আমার বিনম্র শ্রদ্ধা আর তোমাদের জন্য অনেক শুভকামনা , ভালো থেকো, সুস্থ থেকো ❤️❤️❤️❤️
অসাধারণ একটি গল্প। তেমনই অনবদ্য পাঠ। মরমী লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি জানাই।
@susmitamitra93033 жыл бұрын
বাঃ। মন শান্তিতে নেয়ে উঠল। তা কথক ঠাকুর, গল্প চয়ন দেখে বোঝা যায় আপনিও বৈরাগ্যের স্বাদ বোঝেন।
@sanjaybhattacharya17673 жыл бұрын
অপূর্ব ,অতি উচ্চ আধ্যাত্মিক চেতনার রচনা৷ অসাধারণ পাঠ৷ এ গল্প সাধারণ মানুষের জন্য নয়....যোগ্য ব্যক্তি এর মাধুর্য বুঝবে ৷ খুব খুব খুব ভালো হয়েছে.....এ ধরনের গল্প আরও শোনান....আপনি অন্যদের থেকে উচ্চ মানের... এই উচ্চতাকে ছাড়বেন না ৷ আমি বলছি-- আপনার অগ্রগতি কেউ রোধ করতে পারবে না ৷❤❤❤
@bestflowersforever57792 жыл бұрын
ami rattir belai sunechi golpota, r joto dhoroner biseson amar jana chilo sobgulor babohar korechi moner ajantei praner lekhoker proti sroddhai........
@mirade1698 Жыл бұрын
@@bestflowersforever5779 আমার বয়স অষ্ট আশি
@mirade1698 Жыл бұрын
আপনার অসাধারণ গল্পপাঠে মুগ্ধ আমি
@mirade1698 Жыл бұрын
নারী কণ্ঠটিও খুব মধুর
@mirade1698 Жыл бұрын
গ্রাম্য উঢ্ঢারণে আরো হৃদয়গ্রাহী শ্রুতিনাটকের মতো উপভোগ করছি।
@manjusrichakraborty64803 жыл бұрын
কৌশীক তোমার গল্পের আলাদা আলাদা কন্ঠ সরের জন্য গল্পের সারমর্ম বুঝতে খুব সুবিধা হয় এই গল্পটা পুরো আধা্্যতিক ।ধন্যবাদ তোমাকে ।এই রকম আরোও গলপ চাই ।
@bharatsevikaab3202 жыл бұрын
আপনার সাবলীল পাঠ শুনে চোখের সামনে সব চরিত্র ছবি দেখতে পাচ্ছি.........
@moudey11743 жыл бұрын
Asadharon golpo Bibhutibhusan Bandyopadhyay mahasayer, serokomi asadharon golpo path r mon chuye galo r seshe chokh theke jol goriye porlo
@shibaprasaddey43633 жыл бұрын
Khub sundor laglo, excellent 👍🏼😊💕
@IndiaFirst-sz4di4 ай бұрын
কৌশিক আপনার কাছ থেকে আরো বেশি গল্প চাই। আপনার কণ্ঠস্বরে সেকালের যুবক, প্রৌঢ়, বৃদ্ধ গ্রামের ও সমাজের নানা শ্রেণির মানুষের বাচনভঙ্গি আর তাঁদের অসহায়তা, তাঁদের নম্রতা সব কিছু এমন ভাবে ফুটে ওঠে যে আমরা যেন কোথায় কোন এক সময় চলে যাই! বড্ড মায়াময়। আপনার সহশিল্পীরাও অসাধারণ। আরো বেশি গল্প চাই।
@goutamporel12092 жыл бұрын
Khub Valo lage apnader golpo Gulo Khub sundor vabe path koren moner ontore Chole jay Kotha Gulo ❤️❤️❤️❤️
@sohambhowmik70963 жыл бұрын
সবায়ের বাংলা লেখা মতামতগুলো পড়লাম মনে হল সবাই সাহিত্য রসিক। দারুন লাগলো। গল্পকথকের বলার গুনে আরও প্রাঞ্জল লাগলো গল্পটি।
Subho Saptami R ak alosh sokal e bose galpo ta sunte sunte jeno nijer chok dekhlam Gram bangla r prokito puraton chobi. Mon ta khub bhalo o udash hoye galo. Dhanyobad.
@AhanaBhattacharyaforever3 жыл бұрын
গল্পটা শেষ হওয়ার পরেও একটা ঘোরের মধ্যে আছি। অনেক ধন্যবাদ কৌশিকদাকে এরকম মনে দাগ কেটে যাওয়া একটা গল্প বেছে নেওয়ার জন্য। উপস্থাপনা নিয়ে কিছু বলার নেই, এক কথায় অসাধারণ ❤
@jayitachanda96683 жыл бұрын
অসাধারণ, মন ভরে গেলো💓💓💓💓💓💓💓💓💓💓💓
@sanjaybanerjee45263 жыл бұрын
Radharaman Pandey zi, bohut bohut badhai ho. Many many thanks to you for loving our language.
@subratamitra6871 Жыл бұрын
আবার শুনলাম। বড় সুন্দর। কথকের গুনে গল্পটা সোনা হয়ে উঠেছে।
@GopalGope-k5f4 ай бұрын
বিভূতি বাবুর গল্প ,সাহিত্যে প্রকৃতির বর্ণনা আসবেই ,সেটা আধ্যাত্মিক গল্পই হোক,প্রেমেরগল্পই হোক বা সামাজিক গল্পই হোক। গল্প গুলি অসাধারণ।পাঠের গুণে গল্পটি জীবন্ত হয়ে উঠেছে।
@zhc43668 ай бұрын
Khoob sundor Amar GURUDEBER KOTHA MONE PORCHILO.
@kankanadey65923 жыл бұрын
Asadharan laglo 👌❤️❤️
@mollybiswas24252 жыл бұрын
ki sundor golpota...monta valo hoye galo
@SoumikSikdar3 жыл бұрын
Khub sundar mon udaas Kora galpo..🙏
@tapangupta27262 жыл бұрын
অপূর্ব সুন্দর। যেমন কাহিনী তেমন ই কথকতা। দুজনে ই একে অপরের পরিপূরক। এরকমই হয়। ভগবানকে যাহারা চিনতে পারেন তাহারা ই পূন্য। এবং কয়েক জন মাত্র হয়। তাহারাই এই দুর্লভ সাধুসঙ্গ লাভ করেন।
@sandhyachakraborty61493 жыл бұрын
Beautiful. Please keep up. Amar maa khub bhalobase apnar pora galpo.
@santoshkumarpathak6846Ай бұрын
এক অসাধারণ উপহার--- আহা! বেশ মায়াময় কণ্ঠ। বিভূতিবাবুর মতো লেখক আর হবে না। এত সুন্দর গল্প--- পাগল ঠাকুরের মতো চরিত্র বর্তমানে দুর্লভ। সরলতাই সবচেয়ে সুন্দর।
@kathakkausikАй бұрын
Thank you...
@ourozinhoaq3d7003 жыл бұрын
Ki sundor golpo... Kaushik da, tomar choice ta bhishon bhalo
@gmvn193 жыл бұрын
গল্প টি বেশ কিছু দিন আগে পড়েছিলাম । আজ শুনে মনটা ভালো হয়ে গেলো । রাতে আজ আবার পড়বো । আসলে বিভূতিভূষণের গল্প গুলি আমার সারা জীবনের সঙ্গী এবং সম্বল । যখনই কোনো কারণে মনে টা ভারাক্রান্ত হয় , বিষাদে পূর্ণ হয় তখনই আমার একমাত্র আশ্রয় এই গল্প গুলি । সারা জীবন বজায় থাকবে এই আশ্রয় । আপনি যদি সম্ভব হয় তবে দেবযান উপন্যাস টি শোনাবেন । সম্প্রতি আমার বাবা মারা গেছেন তাই এই অনুরোধ । মৃত্যুর আগে খুব অসুস্থ অবস্থা য় তিনি বারবার জিজ্ঞেস করতেন, মানুষ মারা যাওয়ার পর কোথায় যায় । আমি তাঁকে দেবযান পড়ে শোনাতাম ।
@tuhinariyan18643 жыл бұрын
দাদা আপানার গল্প পাঠ এত ভালো, মন মুগ্ধকর মনে হয় আপনি জন্মেছেন গল্প শোনাতে আর আমরা এসেছি শুনতে ; যেখানে যেমন ঠিক তেমনটি, আশা করবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরো গল্প আপনি পাঠ করবেন, ভালো থাকবেন... ।।
@anjanaganguli52733 жыл бұрын
যেমন সহজসরল ভাষা তেমনি কথন! - - এমন ধরন ের গল্প তার অসাধারণ গভীর আবেদনের জোরেই বিশ্ব-সাহিত্যর দরবারে অনায়াসে স্থান করে নেবার যোগ্য যা বি।ভূষণ বন্দ্যোপাধ্যায়এর বিরলতম এক গুণ।
মনটা যে ভারী হয়ে গেল গো কথকমশাই সাহিত্যপ্রমী না হলে এত মর্মগ্রাহী হোতো না তোমার কথকতা সাধু!
@gitanjalichatterjee77603 жыл бұрын
Darun golpo.anbadya kathan kousal.
@PARTHADEYVlog-m9n Жыл бұрын
Darun laglo❤❤❤❤❤❤❤❤
@syedahuq46863 жыл бұрын
Excellent !!! You are the best of the best dearest. I can see almost a most powerful and a vivid video in both of your presentations. It is even better than a move this is my third time listening. I just can’t stop listening to it. Bravo!!! I’m so proud of you 👍 ❤️ from USA
@kathakkausik3 жыл бұрын
Thank you so much...
@sukantamalik11072 жыл бұрын
অসাধারণ গল্প। শেষ হইয়াও হইলো না শেষ।পাগল ঠাকুরের সহজ সরল জীবনবোধ তাকে সত্যিই দার্শনিক করে তুলেছে।
@biswajitpal24723 жыл бұрын
অসাধারণ এক রচনা। অনেক অনেক ধন্যবাদ তোমাকে এই রকম গল্প উপস্থাপন করার জন্য। ❤️❤️
@IndiaFirst-sz4di4 ай бұрын
বড় ভালো লাগে কথক কৌশিক আপনার কথন। যেমন গল্প তেমন পাঠ। সাধু!
কি অপূর্ব ভাষা,কি সুন্দর বর্ননা। মুগ্ধ হয়ে যেতে হয়। তার উপর অতুলনীয় পাঠ। ধন্যবাদ।
@minotiminoti94893 жыл бұрын
ooooo
@suparnamaiti12573 жыл бұрын
Ki asadharon, fantastic, nice , ekta golpo, just heart touching audio story, khub sundor 👍👍👍👍🙏🙏🙏🙏🙏, amar mon bhore galo
@24by2653 жыл бұрын
জীবনে যে কতই ভালো লোকের সঙ্গে দেখা হয়, তার কী খেয়াল রাখি আমরা। তাদের মধ্যেই কিছু লোক আমাদের স্মৃতিতে আলো করে থেকে যায়। বিভূতি ভূষণ আমার প্রিয় লেখক। গল্পটি আগে পড়েছিলাম। কিন্তু তোমাদের মুখে শোনার পর, যেন মনে হল আমি গ্রামে মাসীর বাড়ীতে বেড়াতে গিয়েছিলাম। গ্রাম বাংলায় এই রকম পাগল ঠাকুর আগে খুব দেখা যেত। তোমাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। যেমন লেখকের চরিত্র ফুটিয়ে তুলেছ, সেই রকম পাগল ঠাকুর, চোখে জল চলে আসে। মাসিমার চরিত্র যিনি করেছেন, তার গলায় যেন যাদু আছে।
@sanjibsarkar1081 Жыл бұрын
অসাধারণ । ধন্যবাদ আপনাকে ।
@swapnacreatechanneladhikar9552 жыл бұрын
আরো নতুন নতুন গল্প হলে বিশেষ উপকৃত হবো, কেননা আর কারো গল্প পাঠ আমি শুনিনা।তুমিই বললাম,আমার৬০ বছর বয়স,আমার স্নেহাশিস ও শুভেচ্ছা নিও তোমাদের সবার জন্য ই দিলাম, খুবই ভালো থেকো ও সুস্থ ও। প্রতিদিন তোমাদের গল্প না শুনলে মনটা কেমন কেমন করে,কিছু নতুন না পেলে পুরনো গুলোই আবার শুনি।
Kotobar je sunlam, joto bar e suni alada alada feel hoy ❤❤
@shampabanerjee14783 жыл бұрын
কি অসাধারণ রচনা। আপনার গল্প নির্বাচন অনবদ্য । শুনতে শুনতে মন ভারাক্রান্ত হয়ে গেল। সত্যি জাতের বিচার যে কবে যাবে? আপনার সুস্থতা কামনা করি।
@banglargaanflok3 жыл бұрын
ভাই, আপনার পাঠ অসাধারণ 🙏, অভিনয় গুণে সমৃদ্ধ। ভালো থাকুন❤️
@k.m.bhatta.4396 Жыл бұрын
Apurba.
@animeshhazra31162 жыл бұрын
Darun
@biswajitpal24723 жыл бұрын
Aaj abr 1bar sune6i.. Pran jurano golpo.. ❤️❤️
@sadhanabanerjee57842 жыл бұрын
কি অসাধারণ গল্প পাঠ,শুনলাম
@madhumitabose69772 жыл бұрын
অসাধারণ গল্প, অসাধারণ পাঠ।
@susmitadewasi4788 Жыл бұрын
অপরূপ❤❤❤❤
@rp.technology Жыл бұрын
অসাধারন লাগছে। মনে হচ্ছে ইস যদি পাগল ঠাকুরের গানটা শুনতে পারতাম!
@anupmitra26233 жыл бұрын
আশ্চর্য গল্প তো ,সত্যি আগে কখনো শুনিনি ,আর আপনার গল্প বলার ভঙ্গিমা তো অসাধারণ ,আজ একটা কথা না লিখে পারছিনা ,না লিখলে অবিচার করা হবে একজনের প্রতি ,তিনি হলেন আপনার বর্ণিত গল্প গুলোর মহিলা কণ্ঠস্বরের অধিকারিনি যিনি ,আমি তার কথাই বলছি ,আপনার সঙ্গে সঠিক তালে তাল দিয়ে যাচ্ছেন ,খুব সুন্দর কণ্ঠস্বর ওনার বেশ লাগছে ,সবরকমের বয়সের গলায় বেশ সুন্দর ভাবে অভিনয় করে যাচ্ছেন ,বেশ ভালো লাগছে।
@sovonadas35233 жыл бұрын
অসাধারণ গল্প। অনবদ্য পরিবেশনা । শেষে চোখের জল ধরে রাখতে পারলাম না। অনেক অনেক শুভ কামনা রইল ।
@SulekhaGoswami-n2n9 ай бұрын
খুব সুন্দর উপস্থাপন। 🙏🙏
@arpitadewali25083 жыл бұрын
দারুণ গল্প
@arpitadewali25083 жыл бұрын
😍😍😘😘🥰🥰💋💋💞💞❤❤💘💘💯👍
@rumargolperduniya12763 жыл бұрын
Khub bhalo laglo golpota...
@rubidey2618 Жыл бұрын
অসাধারণ গল্প ❤
@bidhanroy81218 ай бұрын
অসাধারণ সুন্দর গল্প 🙏🌹
@nibeditamajumder4843 жыл бұрын
এত সুন্দর অসাধারণ গল্প আর আপনার পাঠ অপূর্ব
@nooraktara32083 жыл бұрын
Khub sundor golpo
@joydevaditya23153 жыл бұрын
একটি উচ্চ মার্গের রচনা ও অপূর্ব পাঠের অনবদ্য যুগলবন্দী। মন ভরে গেল। আপনার আগের পাঠগুলোও আমাকে মুগ্ধ করেছে। বিশেষভাবে ''হিমালয় "। বুঝতে পারি আপনিও আধ্যাত্মিক চেতনায় পুষ্ট। পরম কারুণিক ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনার কাছে আমার আবদার, সপ্তাহে একটি, নিদেনপক্ষে 15 দিনে একটি পাঠ আমাদের উপহার দিন। ভালো থাকবেন। ধন্যবাদ
@jahangirmolla14303 жыл бұрын
বিভূতি ভুষনের গল্প আরো চাই ধন্যবাদ
@rabisankarbhandari73383 жыл бұрын
Ashadharon koushik daa
@sribassantra26003 жыл бұрын
খুব সুন্দর 🌻🌻🌻
@shiprasaha40353 жыл бұрын
আমারও যে যেতে ইচ্ছে করছে কথক ঠাকুর তোমার ঐ পাগল ঠাকুরের আখড়াতে। এক অপার সৌন্দর্য্য দর্শন করালে যে। ধন্যবাদ।
@bibekanandabharati5613 жыл бұрын
খুব ভাল লাগল।যেমন গল্প চয়ন তেমন ই পঠন। উভয় ই উচ্চমানের।❤️❤️
@Mdibrahimkhalil42410 ай бұрын
২ বার শোনার পড়েও বার বার শুনতে মন চায়"পিদিমের নীচে"।
@sadhanabanerjee57842 жыл бұрын
অসম্ভব ভাল লাগল
@faridabegam62233 жыл бұрын
Anek din pore akta valo galpo sunlam monta vare gelo... Satti asadharon... Thank u so much
@sutapabhattacharyya12003 жыл бұрын
Apurbo uposthapona...
@laxmisarkar7903 жыл бұрын
অসাধারণ সুন্দর অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে খুব খুব খুব ভালো লাগল
@pamelibasu67693 жыл бұрын
Apurbo golpota
@bidisharoy19483 жыл бұрын
Khub e sundoor lekha tar sathe path o asadharon hoyeche.
@mrashokpaul23713 жыл бұрын
Aha ku apurba kahini mone bhore gelo tomake dhanyavaad
@soumikamukherjee42793 жыл бұрын
Darun darun darun 👍
@anjaliauddy448210 ай бұрын
কৌশিক, দেখ যে কতো কতো আগের রচনা আমাদের প্রাণের লেখকের, তাও আসল ঈশ্বর সম মানুষকেও চেনা গেছিল কাহিনীতে। এ তো এক নিমেষে মানুষের মন পবিত্র করে দেবে। মনুষ্যত্বই যে আসল ধর্ম।❤️
@prithwishghosh17223 жыл бұрын
কথক কৌশিক অসাধারন। আনুষঙ্গিক পাঠও অতুলনীয়।
@kabitabhuniya26703 жыл бұрын
Osadharon golpo o golpopath
@prativas37633 жыл бұрын
এক কথায় অনবদ্য
@MinakshiBose-lg3lp4 ай бұрын
Apurbo golpo
@bengalistorystudio83833 жыл бұрын
Khub valo uposthapona
@somnathghosh57053 жыл бұрын
Khoob sundar. 💐👍
@jayantamandal41223 жыл бұрын
পাগল ঠাকুরের গলাটা ভারী সুন্দর করেছ গো!!! মনটা যেন বিষাদে ভরে যায়। যেমন সুন্দর গল্প তেমন সুন্দর পঠন।