চোখের পানি কখনো বৃথা যায় না আল্লাহ পাক সর্বোচ্চ ও সর্বোত্তম বিচারক।
@rafsan15783 ай бұрын
বৃথা যায় ভাই, আওয়ামি সন্ত্রাসীরাই আবার ক্ষমতায় আসবে
@tanhajahan62743 ай бұрын
এই চোখের পানি যেন যারা দায়ী তাদের উপর যেন অভিশাপ হয়ে পড়ে
@SAKIL-ux6ku3 ай бұрын
2008 সালে ক্ষমতায় এসে হাসিনা র প্রথম টার্গেট ছিল পিলখানায় 57 জন সেনাবাহিনী হত্যা করে।। ভারতীয়দের। দেশের প্রবেশ দ্বার খুলে দেয়া হয়।। 2য় গনহত্যা করে শাপলাচত্বর ছাত্র শিবির। বিএনপির তো হিসাব ছাড়া। শেষে করছে ছাত্র গনহত্যা।। সব কিছুর আল্লাহ বিচার করবেন। এই বাংলা র জমিনে।। ইনশাআল্লাহ
@bEHINDtHEsCENES242 ай бұрын
স্বাধীনতার 53 বছর ধরে এইসব দুর্নীতিগ্রস্ত বিএনপি-আওয়ামীলীগ দিয়ে দেশ বারবার ধ্বংসই হচ্ছে.
@ArbaSweaters2 ай бұрын
অনেকে পিলখানা হত্যাকান্ড নিয়ে এখনও গোলক ধাঁধাঁয় আছেন। অনেকে এখনও সত্য মিথ্যা ঠিকভাবে বুঝে উঠতে পারেন না। আর তাই গুজবকেই সত্যি মনে করেন। তাই ভাবছি এই ব্যাপারে কিছু কথা শেয়ার করবো। প্রতিটা মানুষের কৃতকর্মের পিছনে একটা উদ্দেশ্য কিংবা বেনিফিট থাকে। পিলখানা হত্যাকান্ডের পিছনে মাত্র তার দুমাস আগে ক্ষমতায় আসীন হওয়া আওয়ামীলীগ সরকারের কি উদ্দেশ্য কিংবা বেনিফিট থাকতে পারে?? ২০০৯ সালে দীর্ঘ ৮ বছর পর ক্ষমতায় এসে তখন কেনো মাত্র ২মাসের মধ্যে সামরিক বাহিনীর মত এরকম সেনসিটিভ জায়গায় সরকার হত্যাকান্ড ঘটিয়ে উল্টো নিজের সরকার বিতর্কিত এবং টলটলায়মান করতে যাবে শেখ হাসিনা? কেউ কি নিজের পায়ে নিজে কুঁড়াল মারে?? এই সামান্য বিষয়টি বুঝার ক্ষমতা যদি সাধারণ মানুষের থেকে থাকে; তাহলে তা বুঝার ক্ষমতা কি আওয়ামীলীগ সরকারের নেই?? কাজেই এটা একটা লজিক্যাল ক্লু হতে পারে। আসলে আওয়ামিলীগ সরকার কিছু বুঝে উঠার আগেই এই ঘটনাটি ঘটে যায়। একটা সামরিক বাহিনীতে এধরণের ক্যু ঘটাতে হলেও অনেক লম্বা সময় লাগে। সামরিক বাহিনীতে নিজস্ব লোক বসাতে হয় বিভিন্ন পদে পদে এবং সেই লোকগুলো দীর্ঘ মেয়াদী সেই বাহিনীতে নেতৃত্ব দিতে হয়। কারণ ক্যু ঘটাতে হলে সেই নেতৃত্ব দানকারী উচ্চ পদস্থ কিংবা মধ্য পদস্থ কর্ম কর্তাদের নির্দেশনাতো সৈন্যদেরকে শুনতে হবে। আর সেটা করতে গেলে অফিসারদের সাথে সৈন্যদের একটা সম্পর্ক গড়তে হবে। অতএব; সেই ষড়যন্ত্রে সেটআপমেন্ট করতে গেলেও রাতারাতি মানে ২ মাসের মধ্যে কখনও সম্ভব নয়। সামরিক আইনে সিস্টেম ফলো করে সেই সেটআপমেন্টটা তা করতে হয়। ২০০৯ সালে যখন আওয়ামীলীগ ক্ষমতায় আসে; তখন বিডিআর, আর্মি এসব সামরিক বাহিনীতে উচ্চ পদস্থ লোকজন সেটআপ ছিলো কার আমলের?? ২০০১ সাল থেকে বিএনপি জামাত ক্ষমতায় ছিলো। তারেক রহমান ক্ষমতায় এসেই এসব সামরিক বাহিনীর সেটআপমেন্টে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। ২০০৭ সালে যখন মঈন উদ্দিন, ফখরুদ্দিনের ত্বত্তাবধায়ক সরকার গঠিত হয়; তখন এসব বাহিনী থেকে কিছু বিএনপি জামাতী মনা লোকজনকে সরিয়ে নিলেও এরপরও সেই মনা অনেক লোক চাকুরীতে অব্যাহত থাকে। এটা আরও একটা লজিক্যাল ক্লু হতে পারে। এই লজিকটাকে উড়িয়ে দেওয়ার মত নয়। তিন নম্বর ক্লু যেটা; সেটা হলো যখন বিডিআরের মধ্যে ক্যু হয়; তখন দরবার হল থেকে শুরু থেকে বিডিআরদের অত্র এরিয়া ঐ ক্যুকারী দলের নিয়ন্ত্রণে ছিলো এবং তাদের সবার হাতেই অস্ত্র ছিলো ও মুখে লাল রুমাল বাঁধা ছিলো। তখন ঐ ক্যুকারী দলটাই শেখ হাসিনাকে বিডিআরদের অত্র এরিয়াতে আসতে বলে এই বিদ্রোহী দলটির সমস্যার কথা শোনার জন্য। ক্যুকারী বিদ্রোহী গ্রুপটা এটা বলে শেখ হাসিনাকে আস্বস্ত করে যে; উনার জীবনের কোনো হুমকি হবে না যদি তিনি ঐমূহুর্তে পিলখানায় আসেন। এরপরেও কিন্তুু শেখ হাসিনা সেই ঘটনাস্থলে যান নি জীবনের ঝুঁকি চিন্তা করে। এখন প্রশ্ন হলো; পুরো বিডিআর অফিসারদের এরিয়া ঐ ক্যুকারীদের নিয়ন্ত্রণে থাকা স্বত্ত্বেও অর্থ্যাৎ ক্যুকারী বাহিনী যদি শেখ হাসিনার সেটআপমেন্টরই লোক হয়ে থাকে; তাহলে তিনি সেখানে গেলেন না কেনো?? তারতো সেখানে জীবনের ঝুঁকি থাকার কথা নয়। এর মানে হলো; তিনি জানতেন ক্যুকারী বিপ্লবী বিডিআর বাহিনী যে; উনাকে পিলখানায় আমন্ত্রণ জানিয়ে ছিলো; এটা ছিলো শেখ হাসিনাকে মেরে ফেলার একটা পাঁতা ফাঁদ। এই পাঁতা ফাঁদ বুঝতে পেরে তিনি ঐ বিদ্রোহীকারী ক্যু বাহিনীর পাঁতা ফাঁদে পা দেন নি। এটাও একটা লজিক্যাল ক্লু। এই ক্লুগুলো যারা বাস্তব পরিস্থিতির সাথে মেলাবে; তারাই সহজে বুঝতে পারবে; বিডিআর বিদ্রোহ হাসিনার সরকার করার প্রশ্নই আসে না। যারা এই হত্যাকান্ডের অভিযোগ মাত্র দুমাস হলো ক্ষমতায় আসা নতুন সরকার আওয়ামীলীগের উপর অভিযোগপর আঙ্গুল তুলছেন; আসলে তাদের এই সন্দেহ কিংবা অভিযোগ হাস্যকর এবং যুক্তিহীন ছাড়া আর কিছুই নয়।
@Saiful_Islam_Rahat12 ай бұрын
২০০৯ সালের বিডিআর বিদ্রোহের মামলায় আমার আব্বু ১৫ বছর থেকে কারাবন্দি।সে সময় আমার আব্বু বিডিআর সদস্য হিসেবে কর্মরত ছিলেন।উনার সাজা শেষ হওয়ার পরও উনাকে মুক্তি দেয়া হয় নাই। আমার ছোট ভাইয়ের জন্মও আমার আব্বু দেখেন নি। আমার ছোট ভাইয়ের বয়স এখন ১৫ বছর। আব্বু এরেস্ট হয়ার কয়েক মাস পর আমার ভাইয়ের জন্ম হয়।তখন আমি ছিলাম ৪ বছরের একটা শিশু ,আর আজ আমি ভার্সিটির একজন ছাত্র🥺।এত বছর থেকে এতিমের মত আমরা বড় হয়েছি। এখন উপর মহলের সবার কাছে একটাই অনুরোধ। তারা যেন নিরপরাধ বিডিআরদের মুক্তির ব্যবস্থা করেন🙏🙏🙏🥺
@IsmailSorkar-o5u2 ай бұрын
চোখে পানি এসে পরেছে আপনার কথা শুনে
@whatwant6762 ай бұрын
😢😢😢😢😢
@razuislamraj84262 ай бұрын
😢🙂🙂🫡🫡🫡 Dhorjo doren brother.. Nissoi allah sb kisui janen
@mithukhan14182 ай бұрын
😢
@drack.night67562 ай бұрын
ইনশাআল্লাহ অতিদ্রুত মুক্তি পেয়ে যাবে।
@MdJahed-3 ай бұрын
এক দিকে বাংলাদেশ সেনাবাহিনী কে শেষ করে ফেলছে অন্যদিকে দেশের সাহসী বিডিআর কে শেষ দিয়েছে।।। 😭
@tanhajahan62743 ай бұрын
সবার চোখের পানি এই ঘটনার জন্য যারা দায়ী তাদের উপর যেন অভিশাপ হয়ে পড়ে
@Boss-zt5vz3 ай бұрын
Eigula shob suporikolpito vabe kora hoyeche.
@mohammedkhan11502 ай бұрын
@@tanhajahan6274 ghotonar jonnyo daye apnar moto manushera, jader jonmo e hoise golami korar jonnyo...
@shahinorakter10002 ай бұрын
যেমনটা হয়েছে এবার ছাএ আন্দোলনে বাহিনীদের দিয়ে ছাএদের গুলি করেছে আবার ছাদের বাহিনীর বিরুদ্ধে উস্কে দেয়া হয়েছে। আর্মি, পুলিশ, বিডিআর, এর সন্তান, ভাই- বোন কি ছাএ ছিল না, আবার ছাদের আওীয় স্বজন কি বাহিনী তে ছিল না? তারা এভাবে নিজেদের দিয়ে নিজেদের শেষ করতে চেয়েছে। তারা কখনোই এদেশকে দেশের জনগনকে ভালবাসত না।এটাই সত্য।
@mohammadharun60452 ай бұрын
হাসিনা স্বৈরাচার এক ঢিলে দুই পাখি শিকার করছে।
@RaihanSafimusafir2 ай бұрын
তাদেরকে রাষ্ট্রীয় ভাবে সর্বোচ্চ সম্মান পদক দেওয়া হউক🥰
@hhcorpo38983 ай бұрын
উনি ১০০% সঠিক কথা বলতেছেন , এখন সব কিছু সঠিক তদন্তের মাধ্যমে বের করতে হবে ইনশাআল্লাহ !
@sunshine-x6p2 ай бұрын
আমার বাবা ও জেলে আছে। খালাস প্রাপ্ত হয়ে ও ১৫ বছর ধরে জেল খাটছে।তখন আমি ক্লাস সেভেনে পড়তাম আর আমার ভাই পড়তো ক্লাস ফোরে। আমার মা তো শুধু ইন্টারমিডিয়েট পাস ছিল। কোন চাকরির বয়স তখন ছিল না। গ্রামে ফিরে আসার পর মা সারাদিন ছোট বাচ্চাদের পড়াতো আর রাতে সেলাই করতো।এই করেই আমাদের দুই ভাই বোনকে শিক্ষিত করেছে। আত্মীয়-স্বজন কেউ সাহায্য করেনি। বরং অনেক অসম্মান,বঞ্চনা,লাঞ্ছনা,অপমান করতো এবং এখনো করে। জীবনের সমস্তটা পর্যায় আমাদের জন্য এখনো কাটাময় হয়ে আছে।
@mdhabibcsc2 ай бұрын
আল্লাহ সঠিক বিচার একদিন করবেই,আর আপনার পরিবারের মঙ্গল কামনা করছি
@SubarnaakterSubarnaakter-l6x23 күн бұрын
😢😢😢😢😢
@kamrulhasan31673 ай бұрын
উনাকে সাত বছরের পাওনা বুঝিয়ে দিয়ে চাকুরীতে পুনরায় যোগদান করা হক।
@hossenbillal95002 ай бұрын
আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন আমীন
@MuziburRahman-y1d2 ай бұрын
একমাত্র বিডিআর এর পরিবার এবং ভুক্তভোগীরা বুঝবে এই কষ্ট। আমার চাচা আজ ১৫ বছর যাবৎ বন্দি চাকুরীর বয়স ছিল মাত্র ১৯ দিন। আমার দাদী মারা গেছে ৩ বছর হলো,,ছেলেকে দেখার বা কাছে পাওয়ার আকুতি দেখলে হৃদয় ফেটে যেত। যাই হোক সে কথা আর নাই বলি,,,,, এইরকম প্রায় প্রতিটি নির্দোষ পরিবারের কষ্ট জমা আছে।। নির্দোষদের মুক্তির দাবি জানাচ্ছি।
@RahimaKhanam-nt1ug2 ай бұрын
আপনারা এখন তার জামিনের জন্য রাষ্ট্রকে জানান।
@mariamahmed86552 ай бұрын
😢😢😢
@RigaRabbi2 ай бұрын
আপনারা ডঃ ইউনুস কে জানান 😢😢
@TaniaJalil-fd6vk2 ай бұрын
😢😢😢
@AbdurRahim-gt6oh2 ай бұрын
😢
@h.mshafiqulalam25952 ай бұрын
সহমত। সুন্দর উপস্থাপন এবং যুক্তি আছে।
@kabirkhan.......71212 ай бұрын
সঠিক বলেছেন। বিদ্রোহ হলে তো বিশেষ কোন গোষ্ঠীর বিরুদ্ধে হবে না। হবে রাষ্ট্রের বিরুদ্ধে। অবশ্যই বিদেশি চক্রান্ত আছে কিনা তদন্ত করতে হবে।
@bluebird70263 ай бұрын
বিডিয়ার এর বাকি সদস্য যারা এখনো বিনা দোষে জেলে আছে, তাদের ব্যাপারে উদ্যোগ নেয়ার জন্য অনুরোধ করছি।
@Mostafakhandakerbd2 ай бұрын
সহমত
@masudrana121242 ай бұрын
সহমত
@shahinorakter10002 ай бұрын
সহমত
@SamirAhmed-q4k2 ай бұрын
Thik
@bethikhan83562 ай бұрын
Amar baba akhono bondhi.jani na koba mukti paba.
@imam.manjur3 ай бұрын
খুব সচেতন এবং বিচক্ষণ একজন মানুষ। উনাকে যথাযথ সম্মান দেওয়া হোক সুযোগ থাকলে চাকুরি ফিরে দিন।
@evergreen3132 ай бұрын
সহমত
@NasrinNahar-te8hw2 ай бұрын
সহমত।
@razuislamraj84262 ай бұрын
Arkm hajar o nirdhos manus der chari- chutto korasa zell diyasa.. Tader satho hasil korta
@akash_sky35152 ай бұрын
ঠিক বলেছেন। এ থেকে বুঝা যায় কত স্মার্টই না ছিলো আমাদের পুরনো বিডিয়ার ❤❤❤
@MDmamun-kh8hg2 ай бұрын
উনার কথা শুনে চোখের পানি চলে আসছে উনার মত যাদের চাকরি চলে গিয়েছে তাদের সবার চাকরি ফিরিয়ে দেয়া হোক
@Torikulvlogsbd243 ай бұрын
পুরুষ কখনো এভাবে কাঁদে না কতটা আঘাত যন্ত্রণার ভিতরে থাকলে মানুষ কাঁদে একটু চিন্তা করেন 😢😢
@arifurrahman75683 ай бұрын
ভাই একজন বিডিআর ভাইয়ের ২ টা সন্তান ছিল ২ সন্তান মারা গেছে ওনি দেখতে পারে নাই এখন ও ওনি জেলে 😢দেখেন কত কষ্ট সয্য করে আছে আর বাকী বিডিআর ভাইদের জীবন গল্প শুনলে আপনি নিজের অজান্তে কান্না করে দিবেন
@mustafa24ec3 ай бұрын
ঠিক😢😢🇧🇩
@mustafa24ec3 ай бұрын
@@arifurrahman7568ঠিক 😢😢🇧🇩
@neel98593 ай бұрын
@@arifurrahman7568YAA ALLAH!!!!!!
@neel98593 ай бұрын
Sotty!
@KamolChy-p2q2 ай бұрын
স্যার আপনাকে স্যালুট জানাই
@ffgamers.a81993 ай бұрын
বাংলাদেশের সকল বাহিনীর সঠিকভাবে সংস্কার দরকার
@Mahimirzamahi2 ай бұрын
❤❤❤
@shahidulislamatiq50352 ай бұрын
কলিজা ফেটে যাচ্ছে, আল্লাহ্ তুমি সকল শহীদ পরিবারের ধের্য ধারন করার তৈফিক দাও।এদের মতো যারা নিরপরাধ মানুষ আছে তাদের সুদিন ফিরিয়ে দিন।কতোটা অমানুষ হলে মানুষ এমন কাজ করতে পারে,আমিও তাদের মতো একজন নিরপরাধ মানুষ,কিন্তু শাস্তি ভোগ করছি।দুনিয়ার কোন আদালত বিচার করে আমার মনের কষ্ট দূর করতে পারবে না, পরকালের অপেক্ষায় রইলাম।
@AdvSaymaAfrojShanta3 ай бұрын
এই ঘটনা শত শত পরিবারের।আমার বোন ৭ বছরের ছিল,ভাই ৫ মাসের এবং আমি ১৩ বছরের ।আমার মা তো গ্রাজুয়েট ও ছিলনা।আত্মীয় রা যা সাহায্য করতো তা দিয়েই সংসার চলতো ৭ বছর।আমাদের কোন ঈদ ছিলনা,ছিলনা চিন্তা ছাড়া একটি রাত।আল্লাহ আমার বাবার এবং আমার পরিবারের চোখের পানি কবুল করুন,আমী..ন।
@mathultrapromax3 ай бұрын
আমিন।
@jahanarachowdhury24983 ай бұрын
Ameen
@mdtazul7453 ай бұрын
এমন ঘটনা আমার সাথেও হয়েছে । আমার আব্বু ছিল রাংগামাটি সেখানে একটা গুলি ও হয় নাই। তারপরও ৭ বছরের জেল দিয়েছে।
@khaleduzzaman4172 ай бұрын
Amin
@user7646-o5l2 ай бұрын
@@mdtazul745কি কারণ দেখিয়েছিল
@monirahasan99252 ай бұрын
আহারে ভাই,,, আল্লাহ পাক সব কিছু দেখছেন,,, এর বিচার হবেই। ইনশাআল্লাহ ❤️
@Opu103 ай бұрын
এক বাবার কান্না দেখে, আবেগ আপ্লুত হয়ে পড়লাম। আল্লাহ তুমি আমাদেরকে কত বড় জালিমের হাত থেকে রক্ষা করেছে,সেজন্য অসংখ্য শুকরিয়া, রবের প্রতি। 💖
@Zasim-fs7yd3 ай бұрын
বিডিআর সদস্যরা কিপরিমাণ দেশপ্রেমিক ও পেশাদার ছিলো এই লোকের কথা ও বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে 😢
বিডিআর ভাইয়া অনেক স্মার্টলি এবং সুন্দরভাবে যুক্তিসহ তার বক্তব্য তুলে ধরেছেন। এই হত্যাকান্ডটি পুনরায় তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের ব্যবস্থা করার এখনই সময়।
@hasibulalam19963 ай бұрын
বিডিয়ার সদস্যগুলোদের আবার নিয়োগ দেয়া হক।
@ShohelRana-cl9rj2 ай бұрын
নিয়োগ কেনো ভাই সরকারের পক্ষ থেকে লাইফ টাইম ক্ষতিপূরন দিতে হবে।
@omarkhan34642 ай бұрын
Off ja
@samueldark97582 ай бұрын
@@omarkhan3464কেন কারো অন্যায় ইন্ধন দিলে সে যঘন্য কাজ এরা করবে কেন??যে হত্যার অর্ডার দেয় সে যেমন অপরাধী আর যে সেই অর্ডার শুনে সেও সমান অপরাধী।
@samueldark97582 ай бұрын
@@omarkhan3464কেন যে হত্যার অর্ডার দেয় সে যেমন অপরাধী যে তা পালন করে সেও সমান অপরাধী।
@MrChairman-hu3zi2 ай бұрын
@@samueldark9758 ওরা অপরাধী না। মিথ্যা সাক্ষী দিতে বলা হয়েছিলো, রাজি হয় নাই দেখে তাদের জেলে ঢুকিয়ে দিয়েছে।
@AKAzad-ns4wn10 күн бұрын
সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ।
@syedzavedmdsalehuddin11553 ай бұрын
উনাদের মতো সৈনিকদের মুক্তি দিয়ে পুনরায় চাকরি ফিরিয়ে দিয়ে সীমান্তে পোস্টিং দেন।উনাদের মতো সৈনিক বারোটা বাজিয়ে দেবে সীমান্তের বৈরিদের।
@MdFaruk-j6y6q3 ай бұрын
সহমত
@MDAlamin-ic6ni3 ай бұрын
রাইট
@mustafa24ec3 ай бұрын
ঠিক,🇧🇩🇧🇩🇧🇩
@shahinorakter10002 ай бұрын
এই ভয়েইত ওনাদের বন্দি করেছে যেন দেশটাকে ভাল করে বেচতে পারে।
@mdhabibcsc2 ай бұрын
যে চাকুরীতে ডানে বামে সীমান্তে ঘরে বাইরে সব যায়গায় বিপথ অপেক্ষা করে ভিক্টিমেরা এমনকি যে সকল বিডিআরেরা জানে তারা রিক্সা চালিয়ে খাবে এরপরও নতুন করে এ চাকুরিতে আসবার কথা না
@momfashion4242 ай бұрын
আমার ভাইয়ের উপর ও অনেক অত্যাচার করছিলো।অথচ সে সেনাবাহিনীর অনেককে সেফ করে অটিতে লুকিয়ে রেখেছিলো।তারপরও যখন আত্মসমর্পণ করেছিলো তখন সে সহ সকল সৈনিককে যে মারধর করেছে, অমানবিক নির্যাতন করছে,তার বিচার আল্লাহ করবেই।😢
@monowarabegum88982 ай бұрын
আপনার চোখের পানি দেখে আমার চোখের পানি চলে এসেছে 😢😢 ১০০% সঠিক কারণ বলেছেন ধন্যবাদ বউ বাচ্চা নিয়ে সামনের দিনগুলোতে সুখে ও নিরাপদে থাকবেন এইইই দোয়া করি 🤲🤲
@SaddimHossen-sc3qk25 күн бұрын
❤
@MohammedBh-qe7fn2 ай бұрын
আপনার কথার যুক্তি আছে ১০০%
@MdAmin-s1t3 ай бұрын
সঠিক বিচার হউক বিডিআর চাকরি ফেরত দেওয়া হউক বিডিআর নাম ফেরত দেওয়া হউক
@mrjosimuddin30082 ай бұрын
ঠিক
@masudmunshi513Ай бұрын
আর যাদের কে মেরে ফেললো - তাদের পরিবার লাঞ্ছিত করলো, সেটার কি হবে?
@BangladeshloverBangladeshlover24 күн бұрын
@@masudmunshi513 তাদের বিচার তো চাই।সাথে ষড়যন্ত্রকারী বাংলাদেশি রক্তের চতুষ্পদ জন্তুগুলোরও।
@MohamedJakir-jc3ww23 күн бұрын
ভাই প্রতিটা কথা সঠিক বলেছেন।
@sheikhnoorahmed18092 ай бұрын
এই বিডিআর ভাইদের কে ২/৩ বছরের জন্য পুলিশ বাহিনীতে নেওয়া হোক । এতে পুলিশের ঘাটতি কমবে এবং এই বিডিআর ভাই দের মনের কষ্ট কিছুটা হলেও দূর হবে।
@milommia45412 ай бұрын
দুই দুইটা বাহিনী। আজ শক্তি কমেছে দুর্বল হয়েছে। এমন এক সময় ছিল বাংলাদেশ অস্ত্র ছিল না কিন্তু বুকের সাহস ছিল। আজ সেই সেনা সদস্য গুলো নেই। আমরা সঠিক দুরন্ত চাই বিচার চাই 😭😭
@shahinorakter10002 ай бұрын
একদম ঠিক বলেছেন।
@KhaledAhmed-h4e2 ай бұрын
ঠিক আমাদের দুই টা শক্তিশালি বাহিনী শেষ করে দিয়েছে 😢
@Dinerpotheaso0143 ай бұрын
আমার ভাইকে জখন জেলে দেখতে গেছিলাম,,তখন ভায়ের সাথে একজন BDR মুরুব্বিকে দেখেছিলাম,খুব কষ্ট লেগেছিলো,,😢 আমার ভাই BNP র একজন নেতা ছিলো,🎉
@maq54853 ай бұрын
বিএনপির সন্ত্রাসী পিন্টু মিছিল করেছিলো বিডিআর জওয়ানদের পক্ষ হয়ে। কাউকে ছাড়া হবেনা। শালার পুত মারা গিয়ে বেঁচে গেসে। কিন্তু তাকে কে মিছিল করতে নির্দেশ দিয়েছিলো, সেটা এখন খতিয়ে দেখা হবে।
@mohammedkhan11502 ай бұрын
Uni ki netami chere dieche??
@Mujahidautotechnology2 ай бұрын
ওনার কথায় যুক্তি আছে
@Mujahidautotechnology2 ай бұрын
ওনার কথায় যুক্তি আছে
@MdYousufnabi-uv5fr2 ай бұрын
চোখের পানি বৃথা যাবে না আল্লাহ উত্তম বিচারক
@mdazizurrahman54515 күн бұрын
ভাই আপনার কথায় যুক্ত আছে আমি আপনার সাথে এক মত পোষন করছি। সরকারের কাছে আমরা আকুল আবেদন করছি সুষ্ঠু তদন্ত করে দুষি ব্যাক্তিকে আইনের আওতায়ই আনতে হবে। সেই সাথে বি ডি আর সৈনিক দের চাকরি ফিরিয়ে দিতে হবে
@suraiyaislam69013 ай бұрын
সঠিক তদন্ত করা দরকার।
@nztitbu58262 ай бұрын
কথাটা হ্রদয় বিদারক।সব নাটের গুরু ঐ মানবতার মা এইত বিচার পেয়েছেন।
@SaddamHossain-yy2pl3 ай бұрын
ভাইটাকে ক্ষতিপূরণ দেয়া হোক
@shahalomjarif68582 ай бұрын
রাইট
@imoulife-pn2jx2 ай бұрын
সকল বিডিয়ারের নির্দোষ সদস্যকে চাকুরী দেওয়া উচিৎ
@TrueTellerbd243 ай бұрын
আল্লাহ আপনাকে আরো ধৈর্য দান করুক, আপনি যে বেঁচে আছেন এটাই অনেক শুকরিয়া, আপনি যে আজকে সুস্থভাবে সুন্দর করে কথা বলছেন এটাই শুকরিয়া, অনেকে তো মরেই গেছে টেনশন নিতে না পেরে
@LiniyaAkter-zf1eg2 ай бұрын
আপনাকে স্যালুট ভাই ওনাকে দ্রুত ডাক্তারি অনুসরা কিছু একটা করুক ডাক্তার ইউনুস স্যার ছাত্র ভাইরা হেল্প করেন এই ভাইয়া কে হেল্প করেন আল্লাহ আপনাদের হেল্প করবে
@raushanminu75953 ай бұрын
অবিলম্বে সব বিডিআর দের মুক্তি এবং সঠিক তদন্ত হোক......
@mohammedkhan11502 ай бұрын
age todonto na age mukti, konta chan?
@anjumanhossain10222 ай бұрын
Obilombe shob BDR der mukti er dabi Janai.
@md.ismailpatwary21833 ай бұрын
কথা গুলো 100% সঠিক
@ronymamartvchannel80633 ай бұрын
অবিলম্বে সকল বিডিআর দের কে মুওিদেন
@ahmedparbez8677Ай бұрын
ঠিক আপনি ঠিক বলছেন আপনার কথা যুক্তি আছে
@hasanzafrul69903 ай бұрын
চাকুরীতে পুনর্বহাল করে ক্ষতিপূরণ দেয়া হোক। 🤬🤬🤬🇧🇩🇧🇩💙
@GalibAdib-w6b2 ай бұрын
কি মর্মান্তিক প্রতিটি নির্যাতিত মানুষের জীবনী।এর সুষ্ঠু বিচার হওয়া অবশ্যই দরকার।
@abuhuk88823 ай бұрын
BDR নামটা ফেরত চাই❤❤❤❤ এবং পিলখানা হত্যার সঠিক তদন্ত চাই তো চাই😢😢😢 ❤❤❤❤❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩✌️✌️✌️✌️✌️✌️✌️
@mddalowermolla661919 күн бұрын
সঠিক উত্তর আপনার সাথে একমত পোষণ করেলাম আমি 😢😢😢😢😢
@RazzakRjdjman23 күн бұрын
Right Kotha bolar jonne donnobat age jan Bai ❤❤
@TrueTellerbd243 ай бұрын
বাংলাদেশের প্রত্যেক পুরুষ নাগরিকে আর্মি ট্রেনিং বাধ্যতামূলক করা হোক অন্যতায় বাংলাদেশেকে মাথা তুলে দাঁড়াতে দিবে না
@yousufabu-wx1jq2 ай бұрын
আওয়ামিলীগ এর জারজ গুলো ছাড়া
@mdhabiburrahman17052 ай бұрын
Clear kotha😢❤
@SAZZADMATUBBER-d7j2 ай бұрын
সেলুট বিজিবি ভাই অনেক কষ্ট করছেন আল্লাহ আপনাদের এই ত্যাগের পতিদান অবশ্যই দিবেন
@tobarokullah72512 ай бұрын
আল্লাহ, তুমি খুনিদের কঠিন সাজার ব্যাবস্থা রাখিও শেষ বিচারের দিন।
@rose99.3 ай бұрын
তার কথা শুনেই বোঝা যাচ্ছে তিনি অনেক কান্না চেপে কথা বলছেন ! খুব খারাপ লাগল
আপনার কথায় যুক্তি আছে। সঠিক তদন্ত করে বিচার করা হোক।
@Md.RafathAlMamun3 ай бұрын
আমার বাবা BDRছিলেন,সেই ২০০৯সালে তিনি পিলখানায় ছিলেন। এখন পর্যন্ত এই ১৫ বছর জেলে আছেন তিনি,তার কোনো খারাপ কাজের ভিডিও ফুটেজ বা প্রমাণ নাই কিন্তু এখন ও তিনি ঢাকা কাশিমপুর জেলে মরার মত বেচে আছেন।আমরাও অনেক কষ্টের মধ্যদিয়ে জীবনের সাথে সংগ্রাম করে ছোটো থেকে বড় হয়ে গেলাম বাবার কোনো আদর ভালোবাসা ছাড়াই।আহহ কি কষ্টের জীবন আমাদের। মা কত কষ্টো করে ৩ ভাই কে বড় করছেন😅😥
@Hasina2024-b8s2 ай бұрын
Apnar Facebook Link den amra campaign korbo
@mohammedkhan11502 ай бұрын
@@Hasina2024-b8s Kam nai tomar ??
@Mehedihasan-jd9fb2 ай бұрын
❤@@Hasina2024-b8s
@tifts97192 ай бұрын
আপনার আব্বারে গিয়া জিজ্ঞাস করেন কি হইছিল
@mohammedkhan11502 ай бұрын
@@tifts9719 He was busy with ur's..... he doesn't know..... can u tell me what was happening??
@faridhossain3602 ай бұрын
সবাইকে মন্তব্য করার জন্য ধন্যবাদ। দোয়া করবেন ।
@tanhajahan62743 ай бұрын
সবার চোখের পানি যেন যারা এই ঘটনার জন্য দায়ী তাদের উপর যেন অভিশাপ হয়ে পড়ে
@MDALAUDDIN-fe4un2 ай бұрын
মজলুম এর দোয়া আল্লাহ কবুল করেন।
@mahbubspr49502 ай бұрын
বিডিআর ভাইদের প্রতি রাষ্ট্র কর্তৃক চরম অন্যায় করা হয়েছে। এদেরকে ক্ষতিপূরণ সহ চাকরি ফিরিয়ে দেওয়া হোক।
@samerasultana9662 ай бұрын
সঠিক বলেছেন
@aliakbar-n3u2 ай бұрын
সঠিক কথা।
@freelancerfaridbd-82-243 ай бұрын
ভাই জুলুম কারিদের বিচার আল্লাহ করেছেন
@Karima-ze9bp3 ай бұрын
আল্লাহ পাকের নিকট হাজার হাজার শুকরিয়া এই মানুষগুলোকে জালেমের হাত থেকে মুক্তি পেয়েছে
@mdshahjalalislam93022 ай бұрын
আলহামদুলিল্লাহ
@sumaiyapoultryfarm1793 ай бұрын
এর বিচার খুব দ্রুত এবং কঠিন থেকে কঠিন ভাবে চাই
@AhsanHabib-di5ue2 ай бұрын
অনেক সুন্দর করে তুলে ধরেছেন। কঠোর থেকে কঠোর বিচার দাবি জানাচ্ছি
@faridhossain3602 ай бұрын
ধন্যবাদ।
@nasirmahamudnasir566122 күн бұрын
সত্য কথা বলছেন ভাই।সবই তদন্ত দরকার
@DRMohammadAyub-lp5lm8 күн бұрын
১০০%সত্য কথা
@badrulcivil89782 ай бұрын
বিজির সদস্যদের চোখে পানি দেখে নিজের চোখে পানি ধরে রাখতে পারলাম না।
@faridhossain3602 ай бұрын
সমবেদনার জন্য ধন্যবাদ।
@mohammadhabiburrahmanhimel71082 ай бұрын
100 % Right Information Vai
@mdrokonuzzaman60223 ай бұрын
বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর ৫৭ জন মেধাবী অফিসার এবং তাদের পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
@shahinorakter10002 ай бұрын
সহমত
@MdEshak-tp4hl23 күн бұрын
বাহিনীর এই ভাই সঠিক কথা বলেছেন। আল্লাহ পাক এই অন্যায়ের অবশ্যই বিচার করবেন ধৈর্য ধরেন ইনশাআল্লাহ।
@একরাশকাশফুল3 ай бұрын
আপনারাই পাচ্ছেন আসল স্বাধীনতার সাধ ।।। কত কষ্ট করতে হইছে আপনাদের 😢
@mdamranmdamran692826 күн бұрын
আল্লাহ ভরসা ইনশাআল্লাহ সুবিচার অবশ্যই পাবেন
@sk.ruhulamin29573 ай бұрын
❤ May Allah bless you Amin
@maimunasma63632 ай бұрын
আমরাও একই ভুক্তভোগী😥😥
@lukmanahmed54303 ай бұрын
সঠিক তদন্ত করে নিরপরাধ BDR দের কে মুক্তি দেওয়া হউক আর দোষীদে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হউক যাতে ভবিষ্যতে আর কোনো বাহিনী কারো কথায় এভাবে হত্যা না করে/ অপরাধে জড়িত না হয়
@robiulhasan638921 күн бұрын
সঠিক বিচার ইনশাআল্লাহ হবেই
@adifas98483 ай бұрын
এমন আত্মত্যাগী ভালোবাসা স্বামী স্ত্রীর কাহিনী কখনো ভাইরাল হয় না। শুধু পরকীয়া করা ফালতু স্বামী স্ত্রীর কাহিনী ই ভাইরাল হয়। আপনাদের আগামী জীবন সুন্দর হোক দোয়া করি ❤
@faridhossain3602 ай бұрын
আপনার উপলব্দি আমার পরিবার কে উচচ মাত্রায় নিয়ে যাবে ইনশাআল্লাহ ।ধন্যবাদ।
@md.saidurrahman66552 ай бұрын
বাবা ছাড়া যেমন সন্তানের মূল্য নাই,, তেমন বিজিবি দের কমান্ডিং অফিসার সেনাবাহিনী কেনো? যদি এমনটা চলতে থাকে এমন ট্রাজেডি আরো দেখতে হবে আমাদের
@mdhabibcsc2 ай бұрын
দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু এটাও জেনে রাইখেন বিডিআর বিদ্রোহে অসংখ্য নিরপরাধ বিডিআর যারা সাজা ভোগ করছে তারা এ দুনিয়ায় এখন পর্যন্ত কামলা দেয়া ছাড়া আর কিছুই পায়নি এরা পরাধিনতার শক্ত শিকলে বাধায় আছে
@sherloksarker72582 ай бұрын
Sotto Kothata bolar jonno dhonnobad
@Mst.suraiyayasmin-l7g2 ай бұрын
আপনি বেশি বুঝে ফেলেছেন।কমান্ডে সেনাবাহিনী আছে বলেই বিজিবি শক্তিশালী।ইন্ডিয়া এটাই চায় যাতে তাদের কমান্ডে সেনাবাহিনী না থাকে। আর বিদ্রোহ করে সৈনিকরা কি পেল? তারা কি কম কষ্ট ভোগ করেছে??মাঝখানে থেকে সুবিধা পেল অন্যকেউ
@ifteharuddin95712 ай бұрын
সঠিক কথাই বলেছেন।
@rashed75382 ай бұрын
আপনাকে স্যালুট বীর সৈনিক আপনি অত্যন্ত সাহসী কিন্তু ক্ষমতা লোভিরা আপনার সাহসীকতা কে দেশের কাজে লাগাতে পারিনি৷
@TahmidSadi-p7n2 ай бұрын
মনিপুর স্বাধীনতা অর্জন করলে সবার আগে স্বীকৃতি দিবে বাংলাদেশ 🌼🥀
@RotnaAkter-ui4uv22 күн бұрын
চোখের পানি সাক্ষী দিচ্ছে ভাইয়ের কষ্টের দিন গুলি।
@MDEarsad-u1g3 ай бұрын
যারা নির্ধৌষ তাদের জন্য জনগনের দাবি সঠিক তদন্ত করে সাস্থি দাবি জানাই
@mdhabibcsc2 ай бұрын
অসংখ্য ধন্যবাদ এই ধরনের নিউজ প্রচারের জন্য
@MdJalal-kz7in3 ай бұрын
আমার ভাগিনা বিডিআর চাকরি করতো সেই সময় তার 5. জেল হয়। জেল থেকে বের হয়ে দেখে তার বৌ অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। সে মেয়ে পরিবারের সদস্য অন্য জায়গায় বিয়ে দেয়। দুইটি বাচ্চা ছিলো। দুই বছর বেসরকারি চাকরি করে। হঠাৎ রাস্তায় দুর্ঘটনায় নিহত হয়। এই বিডিআর বিদ্রোহের ঘটনায় জন্য অনেক পরিবার হারিয়ে যায়
@SakibHossen-h9c17 күн бұрын
দেশের জন্য আপনার ত্যাগ আল্লাহ কবুল করুক।
@mdseydurrahman3477Ай бұрын
একদম সত্যি বলেছে
@FatehaMohsinfunclub3 ай бұрын
আপনার কথায় ষড়যন্ত্রের সকল দরজায় কড়া নাড়া হইছে। অবশ্যই এগুলো তদন্তের মধ্যে বের হয়ে আসবে যদি সঠিক তদন্ত করা হয়।
@ashrafulhoque00233 ай бұрын
কি অন্যায় করা হয়েছে এই নিরপরাধ মানুষগুলোর সাথে! ছি:
@mdnuruzzaman54782 ай бұрын
অনেক সুন্দর আলোচনা ধন্যবাদ
@shahidaiqbal16663 ай бұрын
Shob kichur bichar chai
@TulipGal3 ай бұрын
Salute to his wife
@faridhossain3602 ай бұрын
আপনার শ্রদ্ধাবোধ আমার Wife ও একমাত্র কন্যা সন্তান কে অনেক অনেক সুখী করবে। ধন্যবাদ।