Рет қаралды 248,949
সুন্দরভাবে খাবারের পরিবেশনার জন্য খাবার পরিবেশনের গার্নিশিং-এর ১ম ও ২য় পর্বে আমি আপনাদের কাছ থেকে খুবই ভালো সাড়া পেয়েছি। আর সেজন্যই এখন নিয়ে আসলাম খাবার পরিবেশনের গার্নিশিং ৩য় পর্ব। এই পর্বে পিঁয়াজ দিয়ে ফুল তৈরী করে দেখাচ্ছি। আর এটার জন্য অনেক অনেক রিকোয়েস্ট ছিলো দর্শকদের কাছ থেকে। আশাকরি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে।
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ rumanar... -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে rumana.net/2063 ঠিকানায়।