একেই বলে শিক্ষা যা শিক্ষিত হয়ে সত্য-মিথ্যা বিবেক দিয়েছে এবং সত্য তুলে ধরার সাহস একমাত্র উনাকে দেখলাম, জ্ঞান এবং শিক্ষায় শিক্ষিত আসল পুরুষ আপনি স্যার সেলুট
@Antohin20243 ай бұрын
এটা সনাতন ধর্ম, এখানে মত প্রকাশের স্বাধীনতা আছে। কারো কল্লা কাইটা ফেলার নির্দেশ নেই।
@MsshirinakterTeacher3 ай бұрын
গরুর ছনা খাওয়ার স্বাধীনতা আছে?😅😅😅😂😂😂
@Antohin20243 ай бұрын
@@MsshirinakterTeacher Kata nunu lage 7ta r 1 ta okata nunu diye 7tar kaj hoy...ei jonno Hindu der 1ta husband Life Time chole r tomader change korte hoy...okata nunu diye ekbar try kore dekho sei moja paba...life Time mone thakbe
@AbdulBasit-w8w2 ай бұрын
@@Antohin2024 তাহলে কেন ভারতে গরু খাওয়ার জন্য মুসলমানদের হত্যা করা হয়।
@mahabulalamalam8788Ай бұрын
@@Antohin2024 সনাতন কথার অর্থই হলো প্রাচীন পুরোনো অবাস্তব কাহিনী ও যাঁর কোন বিজ্ঞানের সাথে - কোন সমোজশ্ব বা মিল খুঁজে পাওয়া না একেই বলা হয় সনাতন যাঁর কোন আদি অন্ত নেই সেই হল সনাতন তাছাড়া এই সনাতন ধর্ম যে কত টা ঈশ্বর নিন্ধা ও অস্বীকার করে, তায়া এক মাত্র সেই ঈশ্বর টাই ভালো ভাবে যানে -- আর সমস্ত ধর্মের মধ্যে গ্রন্থের মধ্যে, নূহ এর সম্প্রদায় জাতি দের কে ঈশ্বর অভিশপ্ত ও বর্বর জাতি হিসেবে গন্য করেছিলেন কারন তারা নিজ হাতে মাটির মুর্তি তৈরি, তাঁদের পুজো অর্চনা করে আসছিসল আর তাঁদের কে ঈশ্বর বলে দাবি করেন - তাই- ঈশ্বর তাদের কে অনেক বার হুশিয়ার করে দিয়ে ছিল - নূহ এর সম্প্রদায় জাতি রা যেন - মুর্তি পুজা ছেড়ে দেয় - আর শুধু মাত্র এক জন ঈশ্বরের আরাধনা কোরে - তাই ঈশ্বর তাদের কে , উদ্দেশ্য করে অনেক গুল - নবী দের কে পাঠিয়ে দিলেন, সব নবী রা তাঁর অনুসারী সম্প্রদায়ে ও কম দের কে, মুর্তি পুজা ও বিভিন্ন জীব জগতের সৃষ্টির পুজো করতে নিষেধ করে ছিল - আর প্রত্যেক নবী রাই তাঁর অনুসারী সম্প্রদায়ে মানুষ দের কে শুধু একজন ঈশ্বরের উপাসনা করতে বলে গেছেন , কিনতু তারা কখনওই মূর্তি পূজা ত্যাগ করে নি, আজও তাঁরা অনবরত - মুর্তি পুজা ও বিভিন্ন জীব জগতের পূজা করে আসছেন - শুধু মাত্র তাদের কে সঠিক পথে ফিরে আসার জন্য সর্ব শক্তি মান মহান স্রষ্টা আল্লাহ বা ঈশ্বর এই দুনিয়া তে অনেক নবী রাসূল এবং বার্তা বাহক কে পাঠিয়ে দিলেন - যে যেই ভাষাতে কোথা বলতেন, তাঁর ওপর সেই ভাষা তে ঈশ্বর - তাঁর সম্পর্কে গ্রন্থ পাঠান - এই ভাবে নবী রায়া তাঁর নিজস্ব ও আঞ্চলিক ভাষাতে , তাঁর অনুসারী সম্প্রদায়ে মানুষ দের, একজন ঈশ্বরের উপাসনা করতে বলে গেছেন, আর মূর্তি পূজা করতে নিষেধ করে গেছেন -; সমস্ত নবী রা কিনতু তাঁর অনুসারী সম্প্রদায়ে মানুষ কে, একটি ধর্মই অনুসরন করতে বোলে গেছেন - সেটি হলো আল্লাহর পছন্দের ধর্ম দ্বীন ইসলাম কিনতু মানুষ দ্বীন ইসলাম কে ও আল্লাহর একত্ববাদ কে সঠিক ভাবে বুঝতে না পেরে এক জন ঈশ্বরের আরাধনা না করে বহু ঈশ্বরের পুজো অর্চনা কোরা শুরু করলো - এই ভাবেই মানুষ ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছে আর নিজের হাতে গ্রন্থ লিখে মিথ্যা ভাবেই ঈশ্বরের বানী হিসাবে, মানুষ দের কে মানুষদেরকে পথভ্রষ্ট করে যাচ্ছে তাই সবার আগেই যেই দ্বীন সৃষ্টি করে ছিলেন, সেই দ্বীন কে সব্বার শেষে তার মনোনীত জাতি হিসেবে ও তাঁর দোস্ত কে মানব জাতির সমস্ত পাপ থেকে উদ্ধার করতা বা নাজাত দাতা হিসাবে এক নবী কে নিযুক্ত করলেন, যে এই নবী কে অনুসরন করে চবে, সে যেন তাঁর পাপের জন্য মুক্তি পায় - আর যারা তাঁকে অস্বিকার করবে তাঁরা কখনোই নাজাত পাবে না, তাদেরকে তাদের ঈশ্বর , আজীবনের জন্য, নরকে নিক্ষেপ করবেন
@eliasshamvugonn39563 ай бұрын
উনি প্রকৃত শিক্ষা গ্রহণ করেছেন, আমি দোয়া করি উনাকে যেন আল্লাহ ইসলাম ধর্মে আল্লাহ কবুল করে।
@MdAzizulIslam-wz9pq2 ай бұрын
মাশাআল্লাহ,, প্রিয় দাদা প্রকৃত শিক্ষাটাই গ্রহন করেছেন।দোয়া আল্লাহ দাদাকে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন আমিন ইয়া রব।
@SahidulIslam-MALАй бұрын
আমিন
@harundfl2779Ай бұрын
উনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং গবেষক। উনি সত্য কথা বলতে পারেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময়।
@mdmannankhan3245Ай бұрын
আমিন
@solaimanalimukul4531Ай бұрын
আমিন।
@ashokdas70413 жыл бұрын
অত্যন্ত যুক্তিসঙ্গত ভাবে গরু প্রসঙ্গে সত্যি কথা গুলো বলেছেন। অনেক ধন্যবাদ।
@faridakarim49822 жыл бұрын
Soti bola jay na sohoje.. See sotta kothatatay tini nolechen .. Thanks a lot.
@mahabuburrahman58312 жыл бұрын
ashok das গরুকে মা বলে হিন্দুরা। গরুর বাচ্চা গরু সেই হয়, যে বা যারা গরুকে মা বলে তারাই গরুর বাচ্চা গরু।
@sojibhossain53252 жыл бұрын
ভাই সময় এসেছে মিথ্যাকে পিষে সত্যকে গ্রহণ করা। আপনি বেদ দেখুন মূর্তিপূজা দেখুন কিভাবে হিন্দু ধর্মে আসছে, বেদে দেখুন বলা আছে ইশ্বর এক তিনি ব্যাতীত কোনো উপাস্য নেই আর কেউ নেই কোথাও কেই নেই তিনিই একমাত্র উপাস্যের অধকারী।মূর্তিপূজা এগুলা সব মানুষের বানানো হিন্দুদের বানানো নিজেরা তৈরি করে নেওয়া, যেমন রাজা কৃষ্ণচন্দ্র একটা কি যেনো পূজা তৈরি করেন সব মনগড়া। আপনি বেদ পড়ুন বেদ সম্পর্কে জানুন আপনি সত্যটা জানতে পারবেন পথ পাবেন ইসলামের দিকেই আপনাকে নিয়ে আসবে। "" না, কোন আশ্রয়স্থল নেই।সেদিন ঠাঁই হবে আপনার রবেরই কাছে।"" - সূরা কিয়ামাহ।
@Shohel9969 ай бұрын
😂😂
@moidurislam90415 ай бұрын
valobasi_tomake_hindu_vai
@attaurrahman786010 ай бұрын
পিনাকি দা শতশ্রদ্ধা জানাই এতো সুন্দর করে জটিল ও মিথ্যা একটা বিষয় কে বুঝিয়ে বলার জন্য।
@sotonchowdhury81442 жыл бұрын
আমার মতো মানুষ আপনাকে স্বীকৃতি দিলে আপনি বড় কিছু হবেন না, কিন্তু আপনি যে একটা বড় মাপের পাণ্ডিত্য অর্জনকারী সেটাই স্বীকৃতি দিচ্ছি। বাংলাদেশের খুব প্রয়োজন আপনার। রাজনীতিতে এবং সর্বক্ষেত্রে। আপনার মেধা এদেশের ও এদেশের মানুষের খুবই প্রয়োজব।ধন্যবাদ
@imranrafi48383 жыл бұрын
স্যার, আপনাকে জানাই হাজার স্যালুট। এভাবে সত্যিটা কেউ প্রকাশ করে না। আপনার মধ্যে সেই সৎ সাহস আছে যা অনেকের মধ্যে নেই।
@mithunmahmud32393 жыл бұрын
সার্বজনীন স্বীকৃত অ্যানালাইসিস দাদা। অসাধারণ। এটা জানার পর হিন্দু মুসলিম বিদ্ধেস আর না থাকারই কথা।
@RShivShankarBanerjee4 ай бұрын
সবাইত আর আপনার মতো বোঝেনা দাদ❤
@allexclusive0073 жыл бұрын
গরু নিয়ে দুটো বক্তব্য শুনলাম যা অনেক তথ্যবহুল এবং যুক্তিপূর্ণ । ধন্যবাদ
@anneshaclassicalmusicresea16522 жыл бұрын
সর্বপ্রথম আমি আন্তরিক শুভেচ্ছা জানাই পিনাকী দাদাকে। যার মধ্যে জাতি ধর্মের উপরে দেশপ্রেমকে স্থান দিয়েছেন। তিনি তার বক্তব্যে নিজেকে বাংলাদেশের একজন নাগরিক মনে করেন এবং কিসে সাধারণের মঙ্গল হবে তা নিয়ে কথা বলেন, সব ধর্মের অনুসারীদের মধ্যে কখনোই বিষের বীজ রোপন করেন নাই। তাই তিনি ভিন্ন ধর্মালম্বী হলেও তার সততা ন্যায়পরায়ণতার ও নিঃস্বার্থ বস্তুনিষ্ট বক্তব্য ও কর্মকান্ডের জন্য আমি তার চ্যানেলের একজষ নিয়মিত শ্রোতা।
@sanowaracademy45152 жыл бұрын
অনেক জ্ঞানসম্পন্ন পন্ডিত ব্যাক্তি।যুক্তি আর তথ্যবহুল আলোচনা সবাইকে মুগ্ধ করে। স্যার কে ইসলাম নিয়ে গবেষণা করার অনুরোধ রইলো।।
@MithuMandal-pk5lz2 ай бұрын
আমি আপ ক্ষায় আছি ধন্যবাদ স্যার
@mdmosarrfhossain31813 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ সত্য এবং বাস্তব চিত্র তুলে ধরার জন্য
@kabirdarpan67723 жыл бұрын
খুব বিশ্লেষণ ধর্মী আলোচনা। ধন্যবাদ দাদা।
@FunEntertainmentSho3 жыл бұрын
আপনার মতো ভাবতে পারলে হিন্দু মুসলমানদের কখনো সংঘাত হতো না। ভালো থাকবেন আপনি।
@nasimhossain6380 Жыл бұрын
হুম
@Raahasya4448 ай бұрын
😂😂😂😂
@HossainAmir-vb1ux6 ай бұрын
👍
@ArijitMondal-pk9fo6 ай бұрын
😂😂😂
@halimaakter-pl6ht Жыл бұрын
আপনি কি অসাধারণ অসম্ভব সাহসিকতার সাথে সত্য তুলে ধরেন।আপনার জন্য অনেক অনেক শুভকামনা প দোয়া রইলো স্যার🤲🏻💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@thinkingoo1256 ай бұрын
কোরান (৩৩:৫০) : হে নবী (সা.)! আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীগণকে যাদের মোহরানা তুমি প্রদান করেছ; আর বৈধ করেছি আল্লাহ ফায় (বিনা যুদ্ধে লব্ধ) হিসেবে তোমাকে যা দান করেছেন তার মধ্য হতে যারা তোমার মালিকানাধীন হয়েছে তাদেরকে, আর তোমার চাচার কন্যা ও ফুফুর কন্যাকে, তোমার মামার কন্যা ও তোমার খালার কন্যাকে যারা তোমার সঙ্গে হিজরাত করেছে। আর কোন মু’মিন নারী যদি নবীর নিকট নিজেকে নিবেদন করে আর নবী যদি তাকে বিয়ে করতে চায় সেও বৈধ, এটা মু’মিনদের বাদ দিয়ে বিশেষভাবে তোমার জন্য যাতে তোমার কোন অসুবিধে না হয়। মু’মিনগণের জন্য তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার তা জানা আছে। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। কোরান(৭০:৩০) : তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্র ব্যতীত; এতে তারা নিন্দনীয় হবে না। [১] [১] অর্থাৎ, মানুষের যৌন-ক্ষুধা নিবৃত্তির জন্য দুটি বৈধ মাধ্যম রেখেছেন। একটি হল স্ত্রী। আর দ্বিতীয়টি হল অধিকারভুক্ত ( যুদ্ধবন্দিনী অথবা ক্রীত )দাসী। বর্তমানে এই অধিকারভুক্ত দাসীর ব্যাপারটা ইসলামের নির্দেশিত কৌশল অনুসারে প্রায় শেষই হয়ে গেছে। তবে আইনগতভাবে এই প্রথাকে একেবারে এই জন্য উচ্ছেদ করা হয়নি যে, ভবিষ্যতে যদি এই ধরনের অবস্থার সৃষ্টি হয়, তাহলে অধিকারভুক্ত দাসী দ্বারা উপকৃত হওয়া যেতে পারে। মোট কথা ঈমানদারদের এটাও একটি গুণ যে, তাঁরা যৌন-ক্ষুধা নিবৃত্তির জন্য ( উক্ত দুই মাধ্যম ছাড়া ) কোন অবৈধ মাধ্যম অবলম্বন করে না। এই দুটো ব্যাখ্যা আপনি পড়ুন ও চিন্তা করুন. সন্দেহ থাকলে বাড়িতে কোরান থাকলে সেটা নিয়ে নিজে পড়ুন. আপনি নিশ্চই কখনও চাইবেন না আপনার স্বামী আপনাকে ছাড়া অন্য কোনো নারীর সাথে যৌন সম্পর্ক করুক. এটা উচিত নয় মনে হয় কারণ এতে সামাজিক মূল্যবোধ নষ্ট হয়. আমরা বনের পশু নয়, আমরা মানুষ,আমাদের নিজস্ব বোধবুদ্ধি আছে ,তাই আমরা নিজেদের সংযমে রাখতে পারি. কিন্তু যদি কোনো ধর্মগ্রন্থে এইরূপ কথা লেখা থাকে সেটা কি গ্রহণযোগ্য??? অনেকে বলবে এইসব সেই যুগের জন্যে ছিল এখন নেই. তবুও বলি - যেই যুগ হোক না কেনো। ধর্মগ্রন্থ তো সর্বদা এমন বিধান দেয় যা মানুষের উন্নতি করে ও সুস্থ ভাবে বাঁচতে শেখায়. ধর্মগ্রন্থ সর্বদা সকল মানুষ এর হয়ে কথা বলে ,কোনো নির্দিষ্ট জাতি বা সমপ্রদায়ের হয়ে নয়. এটা কি আপনি বুঝতে পারছেন ?? আমরা জানি যাহা স্বামীর তাহা স্ত্রীর. তাহলে ভোগ করার জন্যে স্ত্রী কি মূল্য দিতে হবে কেনো ?? যে মূল্য আমার কাছে আছে সেগুলোর ওপর অধিকার তো স্ত্রী এরও আছে. আপনি ভেবে দেখুন কোনো নারী কে ভোগ করার পর তাকে সেই মূল্য দিলে সেই নারীর পরিচয় কি হয়!!!! এইসব কি সামাজিক মূল্যবোধ এর বিরোধী নয়??? আপনি যদি সুস্থ মস্তিষ্কে ভেবে থাকেন ও নিজে বই খুলে পড়েন ও পড়াশুনো করেন তাহলে অবশ্যই আপনিও বুঝতে পারবেন এই প্রত্যাশা রাখি. শুভকামনা রইলো.
@mariasultana302 жыл бұрын
হিন্দুর ছেলে হয়েও মুসলমানদের প্রতি এত ভালবাসা।বিনম্র শ্রদ্ধ স্যার।আপনাকে মহান আল্লাহতালা সঠিক ধমে নিখিত।করুক।আমিন।
@tero432082 жыл бұрын
Uni video shrute bollen je Hindu dhormer Kon0 O scripture ay go mata bole lekha nai apni eykhane somman ar ki Pelen
@afzalazad6932 жыл бұрын
ওনি সত্যটা তুলে ধরছেন নিরপেক্ষ ভাবে। এখানে মুসলমান/হিন্দু বলে কোনো কথা না।
@mdmanikhossain5055 Жыл бұрын
Oni jeta sotto seta bolce
@amlansarkar196010 ай бұрын
উনি কোনদিনই ইসলাম প্রেমী নন , ইনি সত্যিকারের ব্যবসায়ী ।
@uploadlec481410 ай бұрын
O Hindu na , pant er vitor or kata nunu ache , r o holo akta perfect fosol sei bij er j bij pak army 71 er somoy bopon korechilo Bangladesh e, aj sei fosol foleche r bes bhalo quality er e foleche @@afzalazad693
@abdulkader37043 жыл бұрын
কুরআনই একমাত্র ধর্ম গ্রন্থ যা মানুষ নামক পশুকে মানুষে পরিণত করতে পারে।
কি সব বলেন আজে বাজে, তার মানে আগেট নবীদের উপর অবতীর্ণ গ্রন্থ যেমন যাবুর, বইবেল, ইনজিল এসব আল্লাহ মানবতার সভ্য হওয়ার জন্য পাঠান নি??? ওসব কি আল্লাহর বানী সিলো না???
@zaheenchowdhury44173 жыл бұрын
@@jsprosenjit1983 hadis abong kuran manoshke manobota sekhai. Kuran abong hadise sontrashi abong ei dhoroner manoshderke dhikkar janano hoiche. Abar samprodaikotakeo hadis abong kurane nished kora hoiche. Tar poreo bolchen hadis manoshke poshute rupantor kore. Jodi muslimra poshu hoto tahole hajrat muhammad keno manoshke khoma kora abong onno somprodaike ghrinar chokhe dekha theke biroto rekhechen. Bolun
@BDWATCHLEARN3 жыл бұрын
@@parvezahmed5287 ছিল কিন্তু ওইগুলা ছিল সেসময়ের মানুষের জন্য। কিন্তু কোরআন হল সব জাতির জন্য। আইচ্ছা আপনি এখন আইফোন ১২ ব্যবহার করবেন নাকি আইফোন প্রথম টা ব্যবহার করবেন? নিশ্চই আইফোন ১২. কারন এতে ফিচার বেশি। ঠিক তেমন কোরআন হল লেটেস্ট এবং এইটা পরিপূর্ন।
@nayonmia8076 ай бұрын
পিনিকি স্যার আমার দেখা একমাত্র লোক যিনি মুসলমান লোকদের ভালোবাসে।ওনার মতো সবাই হলে কখনো একে অন্যের প্রতি সম্মান প্রদর্শন করতো তাহলে শান্তিতে সবাই থাকতাম
@md.jubaerrahman62246 ай бұрын
উনি সবাই কে ভালোবাসে মুসলমান বলে কোন কথা না খারাপ ভালো সব ধর্মই আছে কিন্তু উনার বিবেক সত্যিটা তুলে ধরে এটি আসল কথা আর উনি ইনশাআল্লাহ কুরআনের ভুল কখনো ধরতে পারবে না
@MsUddin-sh7qg6 ай бұрын
তিনি সত্যের সৈনিক,,তাই তাকে আমার খুব ভালো লাগে,, আমার পচন্দের একজন,,সত্য বাদি যেই হোক তাকে সাপোর্ট করবো👍👍
@monirmonirjassan58036 ай бұрын
@@MsUddin-sh7qgগোলাম আজমের জাউ রা সন্তান
@jubayerjubu4038Ай бұрын
কেন রে ভাই এত এত হিন্দুরা মুসলমানদের ভালোবাসে আপনার চোখে পড়ে না? আফসোস
@Sahekur3 жыл бұрын
যেদিন প্রথম আপনার একটা ইন্টারভিউ দেখি,সেদিনই আপনার ফ্যান হয়ে যাই।অনেক ভালবাসা আপনার জন্য ❤️❤️❤️❤️
@সময়টাচলেযাচ্ছে3 жыл бұрын
@@nasimreza2727 ইউটিউব কে জিগ্যেস করেন কেন হা হা দেওয়া যায় না।
@mohammadamin8483 жыл бұрын
You are a great political analyst & a neutral political historian
@bayezidhasansaiem44593 жыл бұрын
Amio
@harunal-rashid72783 жыл бұрын
@আমি একজন ভারতীয় দালাল এই খুশিতে পিনাকিদাকে বিম্পি জামাত এবং রাজাকারদের আমীর হিসেবে দেখতে ছাই। এবং ২০৪১ সালে বিম্পি জামাত এবং রাজাকারদের দল ক্ষমতায় আসার পর পিনাকিদাকে বাংলাদেশের প্রথম মন্ত্রী হিসেবে দেখতে ছাই।
@user-dt7qf1me1v3 жыл бұрын
@@harunal-rashid7278 শেখাছিনার পূজা করার থেকে যেকোন কিছু ভালো।
@dpancar4812 жыл бұрын
সত্যি আমি কোন ইউটোব চেনেল সহজে সাবস্ক্রাইব করিনা। আর আপনার ভিডিও গোলা এতই তথ্য বহুল জে আমি আপনার ফ্রেন্ড না হয়ে পারলামনা ইতিহাস সংস্কৃতি রাজনৈতিক আলেচনা আমার অনেক পছন্দ। তই আপনার চেনেলটা সাবস্ক্রাইব করলাম।
@masudrana36483 жыл бұрын
স্যার, আপনার অপরিসীম ধর্মীয় জ্ঞানকে সেলুট জানাই।
@sifatgamil47573 жыл бұрын
অনেক গভীর অনুসন্ধাণ । অনেক ভালো ছিল ।
@kazialamin25212 ай бұрын
এখানে মনে হয় কোনো হিন্দু ভাই নেই
@Shahidul6053 жыл бұрын
অনেক তথ্যবহুল বিশ্লেষণ এবং এনালাইসিস মানুষকে ভাবতে।
@comillariday3 ай бұрын
আপনার প্রত্যেকটা প্রোগ্রাম দেখলে হৃদয়ের কম্পন দিয়ে ওঠে, আপনার প্রত্যেকটা প্রোগ্রামে সত্যকে সত্যই বলেন, মিথ্যাকে মিথ্যায় বলেন। সে যেই হোক না কেন। তাই আমার খুব পচন্দে একটি মানুষ হচ্ছেন আপনি।
@AjeitChandraNamo3 ай бұрын
পিনাকী ভট্টাচার্যকে কে বাংলাদেশের অর্থমন্ত্রী দায়িত্ব দিলে ভালো হতো
@nbose30103 жыл бұрын
Ami Indian, Hindu but appreciate your ideas. I am totally against the present Indian government.
@reta589110 ай бұрын
Ekono ek e kotha bolben naki mon bodleche😂😂
@dipakbiswas307710 ай бұрын
😂
@desayeedcharles52427 ай бұрын
You are a real patriotic Indian. We people of Bangladesh appreciate and support your struggle against tyranny 👍
@thinkingoo1256 ай бұрын
কোরান (৩৩:৫০) : হে নবী (সা.)! আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীগণকে যাদের মোহরানা তুমি প্রদান করেছ; আর বৈধ করেছি আল্লাহ ফায় (বিনা যুদ্ধে লব্ধ) হিসেবে তোমাকে যা দান করেছেন তার মধ্য হতে যারা তোমার মালিকানাধীন হয়েছে তাদেরকে, আর তোমার চাচার কন্যা ও ফুফুর কন্যাকে, তোমার মামার কন্যা ও তোমার খালার কন্যাকে যারা তোমার সঙ্গে হিজরাত করেছে। আর কোন মু’মিন নারী যদি নবীর নিকট নিজেকে নিবেদন করে আর নবী যদি তাকে বিয়ে করতে চায় সেও বৈধ, এটা মু’মিনদের বাদ দিয়ে বিশেষভাবে তোমার জন্য যাতে তোমার কোন অসুবিধে না হয়। মু’মিনগণের জন্য তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার তা জানা আছে। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। কোরান(৭০:৩০) : তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্র ব্যতীত; এতে তারা নিন্দনীয় হবে না। [১] [১] অর্থাৎ, মানুষের যৌন-ক্ষুধা নিবৃত্তির জন্য দুটি বৈধ মাধ্যম রেখেছেন। একটি হল স্ত্রী। আর দ্বিতীয়টি হল অধিকারভুক্ত ( যুদ্ধবন্দিনী অথবা ক্রীত )দাসী। বর্তমানে এই অধিকারভুক্ত দাসীর ব্যাপারটা ইসলামের নির্দেশিত কৌশল অনুসারে প্রায় শেষই হয়ে গেছে। তবে আইনগতভাবে এই প্রথাকে একেবারে এই জন্য উচ্ছেদ করা হয়নি যে, ভবিষ্যতে যদি এই ধরনের অবস্থার সৃষ্টি হয়, তাহলে অধিকারভুক্ত দাসী দ্বারা উপকৃত হওয়া যেতে পারে। মোট কথা ঈমানদারদের এটাও একটি গুণ যে, তাঁরা যৌন-ক্ষুধা নিবৃত্তির জন্য ( উক্ত দুই মাধ্যম ছাড়া ) কোন অবৈধ মাধ্যম অবলম্বন করে না। এই দুটো ব্যাখ্যা আপনি পড়ুন ও চিন্তা করুন. সন্দেহ থাকলে বাড়িতে কোরান থাকলে সেটা নিয়ে নিজে পড়ুন. আপনি নিশ্চই কখনও চাইবেন না আপনার স্বামী আপনাকে ছাড়া অন্য কোনো নারীর সাথে যৌন সম্পর্ক করুক. এটা উচিত নয় মনে হয় কারণ এতে সামাজিক মূল্যবোধ নষ্ট হয়. আমরা বনের পশু নয়, আমরা মানুষ,আমাদের নিজস্ব বোধবুদ্ধি আছে ,তাই আমরা নিজেদের সংযমে রাখতে পারি. কিন্তু যদি কোনো ধর্মগ্রন্থে এইরূপ কথা লেখা থাকে সেটা কি গ্রহণযোগ্য??? অনেকে বলবে এইসব সেই যুগের জন্যে ছিল এখন নেই. তবুও বলি - যেই যুগ হোক না কেনো। ধর্মগ্রন্থ তো সর্বদা এমন বিধান দেয় যা মানুষের উন্নতি করে ও সুস্থ ভাবে বাঁচতে শেখায়. ধর্মগ্রন্থ সর্বদা সকল মানুষ এর হয়ে কথা বলে ,কোনো নির্দিষ্ট জাতি বা সমপ্রদায়ের হয়ে নয়. এটা কি আপনি বুঝতে পারছেন ?? আমরা জানি যাহা স্বামীর তাহা স্ত্রীর. তাহলে ভোগ করার জন্যে স্ত্রী কি মূল্য দিতে হবে কেনো ?? যে মূল্য আমার কাছে আছে সেগুলোর ওপর অধিকার তো স্ত্রী এরও আছে. আপনি ভেবে দেখুন কোনো নারী কে ভোগ করার পর তাকে সেই মূল্য দিলে সেই নারীর পরিচয় কি হয়!!!! এইসব কি সামাজিক মূল্যবোধ এর বিরোধী নয়??? আপনি যদি সুস্থ মস্তিষ্কে ভেবে থাকেন ও নিজে বই খুলে পড়েন ও পড়াশুনো করেন তাহলে অবশ্যই আপনিও বুঝতে পারবেন এই প্রত্যাশা রাখি. শুভকামনা রইলো.
@Amjad-h4g6 ай бұрын
@@dipakbiswas3077 bl
@jakariahussain45803 жыл бұрын
কিছু হিন্দু আছে গাভী কে মা ডাকে তেমনি কিছু মুসলমান আছে পীরদের বাবা ডাকে সবাই সমান
@techdoctor2.03 жыл бұрын
আসসালামু আলাইকুম। আমাদের দেশে এদের স্বাধীনতা আছে।
@hayattv3603 жыл бұрын
Both are delate from mind
@abuhanif53663 жыл бұрын
কিরে পাগল বাবা মানে কি বুজস
@jakariahussain45803 жыл бұрын
@@abuhanif5366 বাবা মানে নামাজবিহীন জান্নাতি!
@biswajitpatra47483 жыл бұрын
Gavi dudh day r ma o dudh day.R pir ra taka mare o madrashate dharsan kore.
@ismailhossain38153 жыл бұрын
অসম্ভব সুন্দর, সত্য এবং বাস্তব আলোচনা,,,, ধন্যবাদ
@peaceinislam3842 жыл бұрын
খুবই গুরুত্বপূর্ণ তথ্য পেলাম ধন্যবাদ
@BishwaroopGHOSH3 жыл бұрын
Brilliant! Absolutely to the point & very well conceived. Salute!
@biddrohibiddrohi67983 жыл бұрын
অসাধারণ বিশ্লেষণ। গভীর চিন্তা প্রসূত। এ রকম বিষয়ে আরো ভিডিও চাই প্রিয় দাদা।
@jannatuljafrin14423 жыл бұрын
আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন হেদায়েত প্রাপ্ত হন।
@AkhlakAhmed3 жыл бұрын
দোয়া করলে মনে মনে করেন। এভাবে পাবলিকলি বলা দৃষ্টিকটু।
@jannatuljafrin14423 жыл бұрын
@@AkhlakAhmed কোন হাদিসে পেয়েছেন আপনি?আজাইরা মন্তব্য করলেই হবে? ছালাম এর উত্তর মুখে না মোনে নেওয়া,উত্তম?
@jannatuljafrin14423 жыл бұрын
@আমি একজন ভারতীয় দালাল 😁😁😁😁
@akmnazrul54623 жыл бұрын
নামটাতো খুব বাহারী। দুয়া করি কোথায় কিভাবে এপ্রোচ করতে হয় আল্লাহ যেন আপনাকে এবং সাথে সাথে এমন অতি আবেগিদের সঠিক বুঝ দান করেন।
@mohduzall96103 жыл бұрын
@আমি একজন ভারতীয় দালাল আন্তর্জাতিক মানের মূর্খ ওই ব্যাটা গাভী তোর মা হলে ষাড় তোর বাপ kulangar balo hoya ja... nastik
@TawhidShipon Жыл бұрын
সুন্দর আলোচনা 👍👌
@samiamourin56233 жыл бұрын
কি সুন্দর।।। অথচ সাবস্ক্রাইবার ১৫০ k এর মতো আসলেও ভালো জিনিস মানুষের কাছে পৌছায়না💔
@nuraminsuza2 жыл бұрын
আরে ভাই এই কথাগুলো সবাই বুঝেনা।
@MahmudSabbir-ki1gv10 ай бұрын
Ekhpn 2m chui chui
@Rasel_Rahman_RaselАй бұрын
Now it's 2.81M
@difficultjibon2 жыл бұрын
সবার কমেন্ট পড়ে বুঝলাম ৯০% আপনার কথা গুলো বুঝতে সক্ষম হয় নাই । খুবই সুন্দর কথা বলেছেন দাদা ❤️
@shamim51942 жыл бұрын
আমি আপনার বিডিও গুলো মন দিয়ে দেখি। আপনার আলোচনা ধরন বিষয় সব ভালো লাগে।
@সহজ.কম2 жыл бұрын
পিনাকী ভাই! অনন্ত ভক্তি তোমাকে। সত্যের পক্ষে শিশাঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকার এক পাহাড় হিম্মত বাড়িয়ে দিক তোমায় আল্লাহ রাব্বুল আলামীন।
@mahmudaohi89213 ай бұрын
ইসলাম নিয়ে এখন কিছু বললেই ভাই থেকে খুনি হয়ে যাবেন
@shaonsikdar1502 жыл бұрын
পিনাকী দাদা সত্যি আপনি একটি আসাধারন মানুষ আপনার সত্যি তুলনা হয় না।আপনার মতো মানুষ বাংলাদেশে খুব দরকার আপনি এগিয়ে চলুন সফল কাম হবেন।
@jackjons67633 жыл бұрын
আপনার কথা গুলো হাড়হীন করা সত্য। বাংলাদেশ থেকে অশেষ ভালবাসা।❤️🇧🇩
@jayedchy69513 жыл бұрын
যেভাবে গুম হত্যা চলছে, আমার ভয় হয় আপনাকে নিয়ে। সাবধানে থাকবেন।
@jayedchy69513 жыл бұрын
ওহ আচ্ছা!!! কোথায় থাকে ভাইয়া?
@thelegendarrya40723 жыл бұрын
Parise thaken boley sab kichu bolte paren nastik boley bolte parchen. Karo biswas ke aghat korchen
@MdSohag-te9cd2 жыл бұрын
@@jayedchy6951 ওনি ফ্রান্সের প্যরিসে থাকে। এবং ওখানে নিরাপদে আছেন।
@MdSohag-te9cd2 жыл бұрын
@@jayedchy6951 ওনি ফ্রান্সের প্যরিসে থাকে। এবং ওখানে নিরাপদে আছেন।
@abjohnny57782 жыл бұрын
@@thelegendarrya4072 যে বিশ্বাসের ভিত্তি নাই,সেটাকে ওনি যুক্তি এবং প্রমান দিয়েছেন,আপনার বিবেক আছে কিন্তু অবিবেচকের মত বিশ্বাস করেন কিছু।সেটাকে কি বিশ্বাস বলে??নাকি পাগল বলব আপনাকে?? সেখানে একজন বিবেচকের কাজই হচ্ছে আঘাত করা,ওটাকে ক্লিয়ার করা। ওনি সেটাই করেছেন।
@hayatulislam35112 жыл бұрын
সত্যিকারের জ্ঞানীরা কখনো অন্ধবিশ্বাসী হয় না যার প্রমাণ আপনি নিজেই
অন্তর থেকে বলতেছি আপনাকে অনেক আগে থেকেই ভালোবাসি আজকে আমার মনের কথার সাথে আমি জানি এটা অনেক আগে থেকেই কিন্তু আপনি হিন্দু হয়ে সত্যিটা সবার সামনে এভাবে উন্মোচন করবেন এটা আসলেই বিরল সেলুট সত্যবাদী বীর শ্রদ্ধেয় ভাই সম্মানিত জনাব আপনার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেল
@roychowdhury43483 жыл бұрын
Thank you for another excellent and enlightening analysis. May God protect you and keep you safe.
@nss00073 жыл бұрын
Such a brilliant explanation... I highly respect your opinion... Thanks a lot sir...আমি মুসলিমদের মধ্য থেকে আপনাকে ধন্যবাদ জানাই।😊
@sharifsp47756 ай бұрын
আপনার কথাগুলো সব কথাই ভালো লাগে, এজন আপনার প্রায় ভিডিও দেখি, আমি মুসলমান আপনাকে অনেক অনেক শ্রদ্ধা জানাই, আর আল্লাহ যেন আপনার হেদায়েতের পথে আনে এই দোয়াই করি ঈমানের পথে আসেন। হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিষ্টান ধর্ম আরো অনেক আছে আসলে এটা কোন ধর্ম না, আপনি রিসাস করেন তাহলে বুঝবেন।ইতিহাস পড়েন আপনি তো জ্ঞানী মানুষ দেখেন 8:19
@jowelbd3 ай бұрын
যেনে উপকৃত হলাম যে গরু হিন্দু ধর্মের কোন দেবতা নয়, এবং এর সাথে কোন ধর্মীয় বিষয় জড়িত নয়,,, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সুগঠিত সুন্দর বিশ্লেষণের জন্য।
@all-public-entertainments2 жыл бұрын
যোগোপযোগী বুদ্ধিজীবী, স্যালুট স্যার।
@King_Of_Akash.883 жыл бұрын
সুন্দর ও সত্য বক্তব্যের জন্য ধন্যবাদ
@wahdiulisiamhridoy44643 жыл бұрын
সত্যের কথা বলা মানুষ আপনি 💝
@jonayedbablu98272 жыл бұрын
আসসালামুয়ালাইকুম, ধন্যবাদ প্রিয় মানুষ।।
@FerozFeroz-bh2xc2 ай бұрын
কিসের এতো চিন্তা? যেখানে আমার রব সর্বশ্রেষ্ঠ ও উত্তম পরিকল্পনাকারী 🌸 -আলহামদুলিল্লাহ ❤️🌺হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত হিসাবে একবার শুকরিয়া আদায় করি "আলহামদুলিল্লাহ"
@ANISURRAHAMAN-ln6kk2 ай бұрын
ডঃ পিণাকী ভট্টাচার্যকে ধন্যবাদ জানাই তার গোমাতার সত্য তথ্য তুলে ধরায়।
@user-mt7gf2iy8s3 жыл бұрын
বাচনভঙ্গি আর উপস্থাপনা অসাধারণ, keep it up ❤
@ronikhndaker82622 жыл бұрын
আপনি বৈজ্ঞানভিত্তিক নিয়মকে ও স্রষ্টা বিশ্বাস করেন। খুবই ভালো লাগলো।
@abdulbased5905 Жыл бұрын
দাদার আলোচনায় মহা সত্যের জয় গান দেখা যায় ধন্যবাদ দাদাকে বগুড়া থেকে জানাই ধন্যবাদ
@sheikhsharif37464 ай бұрын
একজন সত্যিকারের সুশিক্ষিত মানুষ যে সাদাকে সাদা কালোকে কালো বলতে পারে এই জন্যই আপনাকে এতো বেশি ভালো লাগে আপনি একজন সাহসী বীর পুরুষ ❤❤
@shemulhaque73062 ай бұрын
আপনাকে সম্মান করি সত্যকে সত্য বলে স্বীকার করা এবং জাতীর ভুল সুধরে দেওয়ার জন্য। মহান আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক।
@belalhossain27873 жыл бұрын
Thank you sir Outstanding analysis I hope that our Hindus brother and sisters will be deeply trying to understand from your lecture ❤️
@zoro.mf693 жыл бұрын
দাদা অবাক হয়ে গেলাম আপনার ব্যাখ্যা শুনে! ধন্যবাদ আপনাকে! আল্লাহ আপনাকে সুশীতল ছায়াতলে আসার সুজোগ করে দিক। আমিন।
@md.nazmulhaq18602 жыл бұрын
Pure masterclass dada, I'm on goosebumps now..you are storing a lot of depth information in our general people's knowledge..May Allah give all Ummaati Hidayaah..ameen
@AbdulHakim-oo4ol Жыл бұрын
আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করেন, এত সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য,আল্লাহ তাআলা আপনাকে ঈমানের দৌলত দান করেন, আমিন
@Shohorab-xk1cr2 ай бұрын
প্রকৃত জ্ঞানী লোক একেই বলে যিনি জ্ঞান অর্জন করে বিনামুল্যে দান করছেন। আল্লাহ আপনাকে সঠিক ধর্মে দীক্ষিত করুন। আমিন।
@abdulmuqit25322 ай бұрын
অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বক্তব্য পেশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ।
@minhajulabedin21372 жыл бұрын
দাদা আপনার যুক্তি দিয়ে বিশ্লেষণ করা প্রতিটি বিষয় মানুষ খুব সহজে বুঝতে পারে। ভালবাসা রইল দাদা।
@barakatullah25293 жыл бұрын
স্যার আপনি মুসলমানদের কুরআনুল কারিম নিয়ে গবেষণা করুন প্লিজ।আপনাকে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করুক আমিন ❤️
@jannatmahi29092 жыл бұрын
৭২ হুরের জন্য নাকি.? ইসলামে কি আছে নষ্টামি করা।বহু বিবাহ করা বাচ্চা মেয়ে বিয়ে করার জন্য নাকি।
@nursham99052 жыл бұрын
Amin
@borun122 жыл бұрын
আসলে সে ইসলামের ছায়াতলেই আছে সেই ১৯৭১ সাল থেকে যখন তার মাকে পাক বাহিনী ধর্ষন করে তার জন্ম দেয় ॥
@AbdulHakim-oo4ol Жыл бұрын
আমিন
@mdrahmatullah59117 ай бұрын
আমিন আমিন ধ্বনিতে আমিন ❤
@mdshaunmia45542 жыл бұрын
স্যার আপনি গবেষণা প্রথমে কিভাবে শুরু করছিলেন এটা নিয়ে একটা ভিডিও বানালে খুবি উপকৃত হতাম। আমিও আপনার মতো সর্বদা সত্যের পাশে থাকতে চাই
@farukmia3004 Жыл бұрын
জাতির উন্নয়নে আপনার প্রয়োজনীয়তা অপরিসীম।
@balmydigitalcolorlab49283 ай бұрын
একজন সত্যিকারের সুশিক্ষিত মানুষ যে সাদাকে সাদা কালোকে কালো বলতে পারে এই জন্যই আপনাকে এতো বেশি ভালো লাগে আপনি একজন সাহসী বীর পুরুষ
@Foresty-il3cb3 жыл бұрын
কবি নজরুলের মতো আপনার ভিতরে সত্য প্রতিভা আছে চালিয়ে যান সত্যকে তুলে ধরুন
@MdShuvo-de2te6 ай бұрын
thank you sir.
@MoinulQaderRezvi3 жыл бұрын
আমার কাছে অবাক লেগেছে আপনি প্রবন্ধটির যে অংশটা মুখস্থ করেছেন তা। আপনার জ্ঞানের প্রশংসা করতে হয়।
@ahmedsabuj19553 жыл бұрын
খুব ভাল বলেছেন,, শ্রদ্ধা আপনার প্রতি।সৃষ্টিকর্তা আপনাকে সঠিক ধর্মে আনয়ন করে শান্তি দান করুক।
@forhadkhan5706 Жыл бұрын
খুব সুন্দর উপস্থাপন। আপনারা সম্মানের ব্যতি। আপনার ভিডিও গুলো আমার খুব ভালো লাগে
@Fishingnoorbangla3 ай бұрын
আল্লাহপাক আপনার জ্ঞান বুদ্ধি আরে বাড়িয়ে দিন এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি
@Peace_Of_Mind7893 жыл бұрын
Bravo dada from Sydney, Australia 🇦🇺. Can you plz make this video in English or at least add the subtitles....It is very very important topic to spread among all india and rest of the world
@fatemaakter89083 жыл бұрын
Brilliant Analysis Sir. You are a great political analyst of present time.
@meheditheking84693 жыл бұрын
আপনি জ্ঞানী মানুষ দাদা,,,,ভালোবাসা রইলো,,,,
@hayvonlarseving61492 жыл бұрын
ভাই খুব সুন্দর আলোচনা করেছেন।
@Mdhasanmia111-y9rАй бұрын
পিনাকিদার মত বিশ্লেষণ , আমি কখনোই কারো কাছ থেকে দেখিনি । আল্লাহ তায়ালা উনাকেই ইসলামের জন্য কবুল করুন 🤲
@mygoldenbangla25463 жыл бұрын
সকল হিন্দু ভাইরা যদি আপনার মত সচেতন হত তাহলে দেশটা সুন্দর হত।।।।
@animeshghosh84653 жыл бұрын
এবং সকল মুসলিমও যদি নিজের ধর্মের এইরকম আত্মসমোলচনা করত তাহলে পৃথিবীটা সুন্দর হতো৷😁
@onuvubindu3 жыл бұрын
@@animeshghosh8465 ভাই ধর্মের সমালোচনা নয়। ধর্মগ্রন্থের মাঝে যারা ভুলভাল বাণী যোগ করতে চায় কিংবা ছড়াতে চায় তাদের সমালোচনা করা উচিত। ধর্মগ্রন্থ তো আমাদের মুসলিমদের একটাই "আল-কোরান" ♥️
@kavin._ Жыл бұрын
acuda
@taytanairtravels3 жыл бұрын
সত্যবাদীর সন্মান সবসময় প্রাপ্য - আপনাকে স্যালুট।
@shakilakbar5350 Жыл бұрын
আপনার শেষটা অনেক সুন্দর আপনার ধারণা চিন্তা ২টাই ঠিক, হিন্দু ধর্ম আর মুসলিম ধর্ম ১টা বিবাদে পরিনত.কারো ধর্ম কে ছুটো করে দেখা উচিত না,আমাদের মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, এবং বলেছেন যদি তোমার এলাকায় কোনো হিন্দু বসবাস করে সে যদি তোমার জন্য নিরাপদ আশ্রয়ে না পায় তাহলে তোমাকে কাল হাশরের দিনে জবাব দিতে হবে, আর এটাই আমাদের মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ, আল্লাহ তায়ালা সবাইকে বুঝ দান করুক আমিন
@mohammadkasem72482 жыл бұрын
অনেক ভাল লাগলো, ,,,, ধন্যবাদ
@formalinhypocrite97563 жыл бұрын
কাক্কু আমরাও বলি প্রতিহিংসার রাজনীতিতে আপু এবং দাদু দুইজনই সফল 😎😎
@ffsvlog70233 жыл бұрын
I’m getting attractive to your lecture day by day. As a new generation we need true facts so thank you sir.
@jabedhossain75033 жыл бұрын
সুন্দর আলোচনা করেছেন। ধন্যবাদ
@tariqul3603 ай бұрын
সেলুট পিনাকী স্যার, সেসব বিষয় গুলো আমারা্ কোন দিনও সহজে বুঝতে পারতাম না, তা আপনার কয়েক মিনিটের ভিডিও দেখে বুঝতে পারছি, আপনি বাংলার ইতিহাসে অমর হয়ে থাকবেন। বাংলায় আপনার মতো মানুষদের খুবই দরকার। তাছাড়া সোনার বাংলা কখনোই সোনার বাংলা হবেনা , হবে জয় বাংলা। ইনকিলাব জিন্দাবাদ
@md.saifulislam16193 жыл бұрын
আপনার আলোচনা খুব চমৎকার লাগে ভাই ইনশাআল্লাহ আগামীতে আরো বেশি করে দেখব 💖💖💖
@helenamahfuza22003 ай бұрын
চমৎকার বিশ্লেষণ । সেলুট। পিনাকী। দাদা
@mdmaharramhossain55823 жыл бұрын
#আবু তহা মোহাম্মদ আদনান ভাই এর সন্ধান চাই
@Rasel_Rahman_RaselАй бұрын
❤
@mdaow76342 жыл бұрын
সত্য ঘটণা উন্মোচন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার!
@animalworld3835 ай бұрын
আপনার ভিডিও আগে কখনো দেখিনি, এখন যতই আপনার ভিডিও দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ দাদাভাই, সত্যিই আপনার জ্ঞান এবং সত্যবাদীতা প্রসংসনীয়, অন্তরের অন্তঃস্থল থেকে আপনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
@sumonislam90762 ай бұрын
দাদা সবসময় সত্য কথা তুলে ধরেন।স্যালুট দাদা
@aditmahmudakram963 жыл бұрын
দাদা আপনি লিজেন্ড ❤️
@nahinmostofa97463 жыл бұрын
No doubt💙
@mohammadabduljabbar18843 жыл бұрын
Wonderful. He is a great Wiseman. May Allah show him the right path.
ধন্যবাদ, পিনাকী ভট্টাচার্য, দাদা আপনি গো মাতা সম্মন্ধে সুন্দর বিশ্লেষণ মূলক আলোচনা করেছেন । সামনে এগিয়ে যান সত্য ইতিহাস তুলে ধরুন আমাদের জাতীয় সমাজে,পরিবর্তন হোক আমাদের মানব জাতির। মানবতার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ধংস হয়ে যাক । জেগে উঠুক পুনর্উথ্থিত হয়ে মানুষের মানবতার জয় গান ।
@mdsamrat73273 ай бұрын
❤❤❤ পিনাকী দাদা আপনি স্টিক ও সুন্দর আলোচনা করিয়াছেন আপনি আরও এগিয়ে যান আর গরু হচ্ছে একটা প্রাণী প্রাণী পশু থেকে মানুষ কিভাবে হয় এটা বোকামি ছাড়া আর কিছুই নয় ❤❤
@nazilla19743 жыл бұрын
Very insightful presentation to the world! Much respect to this awesome human being! He has been educating the Bangladeshi around the world in a very selfless way. Saluting you. Stay safe and sound. May the Almighty bless you with safety, sound health & happiness. Know that we love you, we respect you unconditionally.