Рет қаралды 23,855
প্রিয় দর্শক শ্রতা STOP TORTURE এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
পিতা মাতার মৃত্যুতে কন্যা সন্তান থাকলে সমবপত্তি বন্টন। উদাহরন স্বরুপ ধরে নেয়া যাক আয়শা বেগম মারা যাবার সময় এক কন্যা সন্তান ও স্বামি রেখে গেছেন। মৃত্যুর সময় তিনি সম্পদ হিসেবে ১০০ টাকা রেখে গেছেন। উক্ত ১০০ টাকার চার ভাগের একভাগ অর্থাত ২৫ টাকা স্বামী পাবে। মৃত আয়শা বেগমের ১০০ টাকার অর্ধক অর্থাৎ ৫০ টাকা কন্যা টাবে (একের অধিক কন্যা যদি থাকে তাহলে আয়শা বেগমের রেখে যাওয়া ১০০ টাকার তিন ভাগের দুই ভাগ কন্যারা পাবে যেমনঃ ১০০/৩ সমান ৩৩.৩৩গুন ২ সমান ৬৬.৬৬ টাকা) স্বামীর ২৫ টাকা ১ কন্যার ৫০ টাকা বাকি ২৫ টাকা আয়শা বেগমের উর্ধ পুরুষ যেমন বাবা বেচে থাকলে বাবা পাবেন। বাবা না থাকলে দাদা পাবেন। বাবা দাদা না থাকলে নিন্ম পুরুষ হিসেবে তার ভাই, ভাই না থাকলে ভাইয়ের সন্তানরা পাবেন। বাবা, দাদা, ভাই, ভাইয়ের ছেলে না থাকলে অবশিষ্ট ভোগিরা উক্ত ২৫ টাকা পাবেন। তেমন যদি আয়শা বেগমের স্বামী মারা যান এবং আয়শা বেগম এবং তার কন্যা থাকেন সে ক্ষেত্রে অনুরুপভাবে স্বামীর সম্পত্তির অর্ধেক কন্যা পাবেন আর একের অধিক কন্যা থাকলে সম্পুর্ন সম্পদের তিনের দুই ভাগ কন্যারা পাবে। আয়শা বেগম আট ভাগের একভাগ পাবেন। বাকি সম্পত্তি অবশিষ্ট ভোগিরা পাবেন।
STOP TORTURE এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।