দারুণ ভালো লাগলো। পুরোটা শুনলাম দেখলাম। জানলাম অভিনয় জগতে সম্মিত্র ভৌমিকের প্রবেশের দিকটা। দীর্ঘ পথ কঠিন হলেও খুব সহজেই নিজের ১০০% দিয়ে সে সেইই যোগ্যতা অর্জন করে ক্রমশ এগিয়ে চলেছে .... তার শিক্ষাগত যোগ্যতাও জানা হলো। সমাজ এর পাঠশালায় নিজেকে শিক্ষিত করে হাসিমুখে সত্যি কথা বলে এটাও দেখলাম। বাবা মা যে ওর পরম গুরু সেটাও দেখালো বাবা মা র সাথে নিজের ছবি শেয়ার করে। আমি আশা করছি - বালুরঘাট এর আমাদের সকলের প্রিয় মিলন ভৌমিক ও বৌদির একমাত্র সন্তান আরো আরো বড় কাজের সাথে যুক্ত থেকে আমাদের গর্বিত করুক। সুস্থ থাকুক। খুব ভালো লাগলো। সেই ভোর থেকে সময় নিয়ে পড়লাম।