Рет қаралды 2,543
Singer: Susmita Patra
Lyrics and Composition: Rabindranath Tagore
Recorded, Mixed and Mastered by Chandan Ghosh
Studio- Renaissance
পথে চলে যেতে যেতে কোথা কোন্খানে
তোমার পরশ আসে কখন কে জানে ॥
কী অচেনা কুসুমের গন্ধে, কী গোপন আপন আনন্দে,
কোন্ পথিকের কোন্ গানে ॥
সহসা দারুণ দুখতাপে সকল ভুবন যবে কাঁপে,
সকল পথের ঘোচে চিহ্ন সকল বাঁধন যবে ছিন্ন
মৃত্যু-আঘাত লাগে প্রাণে--
তোমার পরশ আসে কখন কে জানে ॥
#susmitapatra #rabindrasangeet #tagoresong