বর্তমানে আমি জন্ডিস এ ভুগছি আর পেঁপে সিদ্ধ খাচ্ছি আপনার এই রান্না সত্যি আমাকে খুব উপকৃত করলো
@LostandRareRecipes6 ай бұрын
আপনার অতি দ্রুত আরোগ্য কামনা করি। 🙏🏻🙏🏻🙏🏻
@jharnasaha67353 ай бұрын
Khub simple ranna but khate testy hobe
@diptachokrovortty77497 ай бұрын
Amazing recipe. Thank you for sharing.
@dipanwitachaudhuri39508 ай бұрын
ফেলে আসা দিনগুলো মনে পড়ে গেল।অল্প তেলে মা এই রান্নাটা কী সুন্দর রাঁধতেন। চেষ্টা করে দেখেছি,ঐ স্বাদ যেন আসে না। এবার এভাবে করে দেখব। আপনার গল্পে বেদনা মধুর স্মৃতি জেগে ওঠে। অনেক ধন্যবাদ।
@sudeshnadas29008 ай бұрын
আমার ঠাকুমার বিয়ে হয়েছিল একটি প্রাচীন গ্রামীন জমিদার বাড়িতে।নববিবাহিতা কিশোরী ঠাকুমা দায়িত্ব পেল একপাল শিশুদের খেয়াল খবর রাখার।বুঝতেই পারছেন তারা প্রায় পালা করে রোগে পড়তো।ঠাকুমা শিখে নিলেন ন্যাবার (জন্ডিসের)ঝোল।লোহার কড়াইতে মাছ অল্প তেলে সেঁকা সেঁকা করে ভেজে।প্রায় শুকনো কড়াতে পাঁচফোড়নদিয়ে গন্ধ উঠলে আনাজে আর নুন হলুদ দিয়ে সিদ্ধ করে তাতে জোয়ান মৌরী বাটা আর সামান্য চিনি দিয়ে নাবান।জোয়ানের ঝালে মুখ ছাড়তো আর মৌরীর সুগন্ধে অরুচি।সত্যি ভাল খেতে।পারলে কখন খেয়ে দেখবেন।আপনার রান্নাগুলো খুব নস্টালজিক ।তাই লিখে ফেল্লাম।
@susmitabanerjee72778 ай бұрын
খুব ভালো লাগলো আপনার এই রেসিপি। আপনার লেখা দেখে আমিও শিখে নিলাম।( শ্রীমতি সুদেষ্ণা দাস কে বললাম ) তবে ঘরে তো বাচ্চা কাচ্চা নেই। এত পাতলা রান্না আমার ছেলে, ছেলের বাবা কেউই খেতে চায় না। তাই করা হয় না। তবু কখনো জ্বর জারি থেকে উঠলে করবো নিশ্চয়ই। আসলে আমি তো বাঙাল বাড়ির মেয়ে। কর্তা ঘটি। তাই ছেলে হোল বাটি। এটাই সমস্যা। কিন্তু দাদা, আমার একটা প্রশ্ন আছে ---- আলু, পেঁপে, কাঁচকলা যদি এক ই রকম size এ কাটা যায়, তাহলে তো এক ই সাথে তেলে ছাড়া যায়। কারণ ৩ টেই তো শক্ত তরকারি। এই ৩ টে ভাজা হয়ে তেল বেরিয়ে এলে তাতে চেরা পটল গুলো দিলেই তো হোল। তাই না ? এটাই আমি বুঝলাম না, যে আপনি কেন আলু আলাদা, পরে পেঁপে, তার ও পরে কাঁচকলা দিলেন। সবকটি কে নুন হলুদ মাখিয়ে একসাথে ছেড়ে না দিয়ে। শেখার কোন বয়েস নেই। কোন লজ্জ্বা ও নেই। তাই জানতে চাইছি ছোট ভাইয়ের কাছে যে দুটো পদ্ধতির সুবিধা অসুবিধা টা ঠিক কী ? বুঝিয়ে বললে উপকৃত হবো।
@jaita20228 ай бұрын
Khub bhalo ekta recipe pelam
@brindabose76417 ай бұрын
Ki shundor likhechen❤
@kalyanibanerjee78417 ай бұрын
আমরা করি জিরা গোলমরিচের ঝোল কাচাকলা আলু দিয়ে বেশ অন্যরকম লাগে তবে ছোটরা পছন্দ করেনা ছেলেপেলেরা আজকাল মাছই খেতে চায়না
@manasreebanerjee67987 ай бұрын
এই গরমে উপযুক্ত একটা রান্না সবার জন্য। শেষের বেলায় আদার রস দেওয়া টা শিখলাম। সাদা ভাত, গন্ধরাজ লেবু আর এই মাছের ঝোল অসাধারণ
@LostandRareRecipes7 ай бұрын
কিভাবে ধন্যবাদ জানাবো জানিনা। শুধু বলবো, সঙ্গে থাকুন। যদি সাবস্ক্রাইব করেন, খুব আনন্দ পাবো। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
অনেক ধন্যবাদ।নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@LostandRareRecipes7 ай бұрын
অনেক ধন্যবাদ।নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@DebjaniGupta-u7n8 ай бұрын
May be this recipe named and dedicated for patients but in this extreme summer this recipe is so good and looks delicious. Thank you so much for this awesome recipe.
এই প্রচন্ড গরমে পথ্যির ঝোল দারুন আমার এই ঝোল দারুন লাগে।একটু লেবুর রস দিয়ে ।
@rinabiswas18088 ай бұрын
মায়ের ও দিদার এই ঝোলের কতো স্মৃতি মনে পড়ে গেল,🙏🙏
@AditiChattopadhyay-es8sy8 ай бұрын
এটা আমার ছোটোবেলার গরমের সবচেয়ে প্রিয়।এই রান্নাটি মনের আরাম, পেটের শান্তি, গরমের সঙ্গে লড়াই করার শক্তি।।
@krishnadas29278 ай бұрын
Khub sundor recipe
@khalidhasanmilon78318 ай бұрын
Love from Bangladesh 🇧🇩
@sanchitadey75338 ай бұрын
খুব ভালো লাগলো। অবশ্য আপনার সব রান্না ই খুব ভালো লাগে। অবশ্য ই বানাবো
@shibanighosh16128 ай бұрын
এক কথায় অপূর্ব।
@mitalibhattacharjee18408 ай бұрын
খুব ভালো লাগলো 🙏
@radhabasu84838 ай бұрын
Apurbo.
@Digitalঅধ্যয়নodhyon-61688 ай бұрын
খুব সুন্দর রান্না,গরম কালের একদম উপযুক্ত,
@momskitchen35418 ай бұрын
Darun recipe
@LostandRareRecipes8 ай бұрын
কিভাবে ধন্যবাদ জানাবো জানিনা। শুধু বলবো, সঙ্গে থাকুন। যদি সাবস্ক্রাইব করেন, খুব আনন্দ পাবো। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@sanyuktachakraborty62288 ай бұрын
Khub bhalo recipe ta. Gorom er jonno perfect 👌🏼. R patient der jonno toh khub upokari.
@brindabose76417 ай бұрын
Ei recipe ta er moddhyei banabo, Bombay te baaje weather..
@LostandRareRecipes7 ай бұрын
Kemon laglo janiyo kintu 😊
@sumitanandy30778 ай бұрын
Satti gorome Amrita,ei ranna,anek dhanyabad o nomoskar 🙏💐
@chanchalabhar59488 ай бұрын
Khube bhalo
@sumitabasumallick62448 ай бұрын
Mayer hater ranna manei khub khub bhalobasa. Ami ar mayer ranna khete pai na . but prothom khete sekha mayer ranna appurb.
@sudipkarmakar25998 ай бұрын
Darun ranna Sir,,, khub bhalo laglo,,, Nischoi banabo,,tar por comments a janabo,,,, thankyou sir
@rinkumitra97348 ай бұрын
ছোটো বেলার জ্বর হলে যেদিন ভাত খেতাম, গলা ভাত আর পথ্য র ঝোল। সিঙি বা মাগুর দিয়ে।সে স্বাদ ভোলার নয়।আমার মা অবশ্য জ্বর হলেও স্নান করাতেন,ভাত ও দিতেন ভাত খেতে না চাইলে অন্য কিছু দিতেন।কিন্তু গলা ভাতের সঙ্গে এর স্বাদ অপূর্ব
@LostandRareRecipes8 ай бұрын
❤️❤️❤️
@tanimasamanta60658 ай бұрын
Darun 👌👌👌👌
@renukadan64978 ай бұрын
আপনার কথা গুলো খুব মিষ্টি।
@suchandrachakraborty8218 ай бұрын
রান্না তো নয় ফেলে আসা দিনের স্মৃতি চারণা।দারুন ।
@shantosribagchi35378 ай бұрын
খুব ভালো লাগলো। এরকম হালকা ঝোল আমি ও করি।আমার কন্যার খুব প্রিয় এই ঝোল।
@sikhabanerjee57078 ай бұрын
Asadharan ranna ame kal e banabo dada❤
@rinadeb2858 ай бұрын
Khub bhalo laglo
@pratibhamondal51068 ай бұрын
খুব ভালো লাগলো রান্নাটি।আমার ভাই খুব ছোটবেলায় জন্ডিসে ভোগাতে এই ধরনের। পথ্য র ঝোল মা রান্না করতেন।যেটা খেতে আমাদের সবার অসাধারণ লাগতো লাগতো।আজ আবার সেই রান্নার গন্ধ যেনো ভেসে এলো।ধন্যবাদ আপনাকে ।এমনি সুন্দর রান্না উপহার দেবার জন্য।ভালো থাকবেন 🙏
@anubhattacharya23788 ай бұрын
Ei jhol ta hochhe 'pleasure in simplicity'.
@subrotobasu89538 ай бұрын
Ei style er Macher jhol amader barite niyomito hoy. Apnar ta aro anek besi polished ar authentic.
Apnar galpo bolar bhongite sob kichu ami dekhte pai❤
@jonakidas56848 ай бұрын
Aj e banabo.bhabchhilam koyek din dhore...apnio banalam
@sreepornasenroy94968 ай бұрын
এই ঝোল টা আমাদের বাড়ির। 😀। একটু আলাদা। আর Food is the medicine. আমার দেখেই লোভ হচ্ছে ☺️❤️
@senchoudhurirannaghar8 ай бұрын
বাহঃ খুব সুন্দর করে বলনেন তো দাদা❤।
@mitabhattacharjee19138 ай бұрын
দাদা পথ্যির ঝোল মোটামুটি সবাই এই গরমে বাড়িতে রান্না করি। কিন্তু এই পথ্যির ঝোল অসাধারণ হয়ে উঠলো আপনার অনবদ্য উপস্থাপনায়। রান্না শুরুর আগে অনবদ্য ভূমিকায় আমি সমৃদ্ধ হলাম। পরবর্তী গল্পের ছলে নতুন রেসিপির অপেক্ষায় রইলাম।❤
Onek din agyer akti ranna aj apner ai porbe amar MA er kotha mone koriye dilo. Ki opurbho hoye ai machher jhol ti. Amar MA amader pet kharap hole e banaten khub sundor halka patla swader hoye ai ranna ti. Tobe amar MA jeera phoron ti diten na uni diten Methi r Shorshe phoron. Apner proti vedio e ami dekhi.. just akta onno level hoye proti porbo. Apner golpo bolar style darun lagye bose thaki kokhon abar aschhy aro akti sundor vedio dekhar. Apnader presentation just onobodo lagye. Bhalo thakben.
@shreeboutiquebymb9480Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@snehaghoshtinni15188 ай бұрын
আপনার এই চ্যানেলটা সত্যিই খুব ভালো লাগে❤
@sudhindas18598 ай бұрын
এই রান্না তে আমাদের বাড়িতে আদার রসে র পরে পরেই দিয়ে দেওয়া হয় গন্ধ রাজ লেবুর পাতা। অসাধারণ হয়।
@suklabasu73698 ай бұрын
কাল ই করবো🙏
@lipijena36738 ай бұрын
Please upload the nolen gur Sandesh recipe?
@snehasett18478 ай бұрын
👌👌🙂
@harshurajey62418 ай бұрын
Darun amrao khai
@minakshisinha11868 ай бұрын
আপনি শুনে অবাক হবেন আমি আজ ঠিক এই মাছের পাতলা ঝোল করে খেয়েছি।আমার শাশুড়ির কাছে শেখা ।আমার শ্বশুর মশাই আমার বিয়ের পর দেখেছি কুড়ি বছর এই ঝোল খেতেন।আমাদের বাড়ির খুব প্রিয় রান্না।তবে আমার শাশুড়ি সব শেষে এক পলার ও কম তেলে তেজপাতা ও পাচ ফোডনদিয়ে সাঁতলাতেন।আমিও তাই করি।
@LostandRareRecipes8 ай бұрын
এক পলা তেল… আহা… কি মন জুড়ানো কথা… কতদিন বাদে শুনলাম দিদি! কি ভালো লাগলো! ❤️❤️❤️
@guharup8 ай бұрын
yo! looks interesting
@sharmisthasinha51408 ай бұрын
Potthir jhol hisebe maach r ektu besi boro..... ei jhol e amra dhone r golmorich Bata di.
@manjirmitra23238 ай бұрын
আজকের এই পথ্যির ঝোল এই দুঃসহ গরমে মনের আনন্দ ও প্রাণের আরাম। কাল দুপুরেই করতে হবে পথ্যির ঝোল।
@paromitachakravartty62318 ай бұрын
Bhishon suswadu hoy ei jhol
@sumana2858 ай бұрын
💐👍YAMMY this recipe but one is miss I know my grand mom was cooking this recipe was call madicine for sick people best DHANKONI PATA MISSING ❤️
@rangadirrannaghor8 ай бұрын
Khub bhalo laglo dada. choto baler kotha mone pore jay
@nasimanasir80888 ай бұрын
স্নেহের শুভ / তোমার আম শোল খেয়েছি দারুণ! মেসোর শোল প্রিয়। ২। আম মাখা স্কুল কলেজ জীবনে ফিরিয়ে নিয়েছে। কাঁচা মিঠা আম এখন দুষ্প্রাপ্য : বয়সের আধিক্যে দাঁত/ সুগারের ভয়ে মাঝে ২ দুই সুগার মিলিয়ে জুস খাই।৩ : উচ্ছে ডাল রান্না করি - আমি উচ্ছে ভাপিয়ে নেই সবুজ কালারের জন্য। অল্প হলুদ মরিচ গুড়ো আদাবাটা। ফোড়নে লাল লংকা ও জিরা ঘি থাকে। চিচিংগা মসুর ডাল খেয়েছো কি? এক কাপ ডাল চিচিঙ্গা -। তেলে ক'টা রসুনের কোয়া পাতলা গোল করে কাটা ; অল্প পেঁয়াজ কুচি দিয়ে গন্ধ বের হলে ডাল দেই অল্প জল দিয়ে ঢেকে দেই ডাল গলে মাখা ২ হবে কাঁচা মরিচ দেবে। পাতে গন্ধরাজ লেবু। কবি সংগের বৈঠক কোন চ্যানেলে হয় জানিও।প্রথিতযশাদের মাঝে তুমি ও একজন। ক'জনতো আমাদের খুবইপ্রিয়।রন্ধনে বন্ধনে পেঁয়াজের পায়েসে তোমাকে দেখলাম। রামায়ণের কথা আর বলোনা! টিভির এন্টেনায় অনেক কিছু যুক্ত করে জিটিভি দেখতে হতো অরুণ গোবিল আমার প্রিয় ব্যাক্তিত্ব।লেখা বড়ো হবে ; মুডের উপর নির্ভর। সবসময় দেখা হয়না। মীরকে তোমার সাথে (মীরও আমাদের প্রিয়) দেখে কৌতুহল বশত: তোমার রেসিপি দেখা শুরু। এতো অল্প সময়ে বিবিধ খেত্রে তোমার বিস্তৃতিলাভে আমরা আনন্দিত ;গর্বিত " কভিড যেমন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে -তোমাকে দেখিয়েছে জীবনর দর্শন "।(অমিতের বুদ্ধি ও গুরত্বপূর্ণ)। হিমালয়ের চূড়ায় উঠতে না পারলেও তার সমকক্ষ মানুষের হৃদয়ের চূড়ায় উঠতে পেরেছো বৈকি!। তোমার মননশীলতা;নৈতিকতা ;মেধাশক্তি; তদুপরি দিদির মতো লক্ষ্মীমন্ত মায়ের আদলে গড়া -তোমাকে আটকায় কে? কাঁটা তারেরবেড়া শিল্প সাহিত্য সংস্কৃতি ও ভাষাকে কখনও আটকাতে পারবেনা কারণ এর জাত;ধম্ম নেই দুই বাংলারই - কিছু বাংগালীর।বৈশিষ্ট্য হলো।অন্যের উত্তরন।সুনজরে দেখেনা। সমালোচনার ঝড় আসবেই! পথ্যিজল বানিয়ে খাব। ভালো থেকো 'বাবা;।মাসীমা। 🎉
@LostandRareRecipes5 ай бұрын
মাসীমা, এত ভালো লাগলো যে বলবার ভাষা নেই। আমার প্রণাম রইলো। এ ভালোবাসা আমার পাথেয় হোক। 🙏🏻🙏🏻🙏🏻
@dipanwitamullick8 ай бұрын
রান্নাটা প্রথমবার দেখলাম, কাঁচা আদা রসের ব্যবহার ও কেন কম ফোঁটানো দরকার, এই কথাগুলো আপনার শেখানোতে আলাদা মাত্রা দেয়। রোগ না হলেও হলুদ ধনে গুঁড়ো পাঁচ ফোড়ন দিয়ে প্রেসার কুকারের সিদ্ধ ঝোল আমার এমনি খেতেও খুব ভালো লাগে।
@rinabanerjee25648 ай бұрын
Amar maa eta pray korto 🙏pet thanda rakhe🙏
@sebaghosh6018 ай бұрын
দাদা খুব ভালো লাগলো,এই নামটাও অনেক কিছু মনে করিয়ে দিলো, এটা আর কি কি মাছ দিয়ে রান্না করা যায়, যদি বলেন।
@LostandRareRecipes8 ай бұрын
প্রায় যে কোন মাছ। বড় মাছ হলে ভালো। 🙏🏻🙏🏻🙏🏻 শেয়ার করবেন। বাধিত হব।
@usharanimishra50396 ай бұрын
Apoorva.
@LostandRareRecipes6 ай бұрын
কিভাবে ধন্যবাদ জানাবো জানিনা। শুধু বলবো, সঙ্গে থাকুন। যদি সাবস্ক্রাইব করেন, খুব আনন্দ পাবো। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@SKGuha18 ай бұрын
Real pothyir jhol would have been using shingi or magur.
@tanyapal12818 ай бұрын
Absolutely
@LostandRareRecipes8 ай бұрын
যা দিয়ে মা করেছে, তাই খেয়েছি। তবে জিয়ল মাছ দিয়েও দুর্ধর্ষ হবে। 🙏🏻🙏🏻🙏🏻
Ha nishchoi.. Je kono halka mosla oti olpo tel e je kono ranna khete paren
@AlpanaSom8 ай бұрын
দাদা অনেকদিন পরে একটা জিনিষ জানতে চাই যে আমি যখন ঘরে খেজুর আমসত্ত্বর চাটনি করি তখন অনুষ্ঠান বাড়ির মতো অত সুন্দর রং ও স্বচ্ছ হয় না কেন।একটু বলবেন প্লিজ
@schakrabortty0038 ай бұрын
Achha naam ta erokom keno jhol tar.
@kasturipaul45038 ай бұрын
আমার মা অসাধারণ রান্না করেন। আমি তখন জন্মগ্রহণ করিনি। মায়ের জন্ডিস হয়েছিল সাংঘাতিক রকমের। দাদু ছিলেন হোমিওপ্যাথি ডাক্তার। মা যখন একটু সেরে উঠতে শুরু করেছেন, বহুদিন আলু, অন্যান্য সবজি সেধ্য দিয়ে ভাত খাবার পর একটু তরকারি খাবার অনুমতি পেলেন। আমি জন্মাবার পরের ঘটনা-- আমি ছোটবেলায় খুব জ্বরে পড়তাম, আর বাবার মাঝে সাঝেই পেটের সমস্যা হত। মা বানাতেন অপূর্ব সুস্বাদু এক ঝোল। সমস্ত সবজি দিয়ে। তবে আমরা যারা অবিভক্ত ভারতবর্ষের ভারত বাসী তারা 'আদা কাঁচকাল ' একসাথে খাইন। দিদা বলতেন 'গুরু পাক'। একখানি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝোল রান্না হত। অমৃতের মতো লাগত জ্বরের মুখে। আমাদের বাড়িতে জ্বর হলেও ভাত ঝোল খাওয়া, চান করা সব হত। আর এখন পথ্য হিসেবে নয় গরম থেকে বাঁচার জন্য এ ঝোল খাওয়া হয়। বাবা মাছ ছাড়া খেতে পারতেন না, তাই বাবা যতদিন ছিলেন (২ বছর আগে হঠাৎ করে চলে যান) তখন মাছ দিয়ে এই ঝোল আমার আর বাবার জন্য হতো। মা চিরকাল নিরামিশভোজী। মায়ের তা মাছ ছাড়া। দুটোই অপূর্ব। আজ এ খেলাম এমিন ঝোল।
@nasimanasir80888 ай бұрын
মনে ছিলোনা; চিচিঙ্গায় অল্প হলুদ ও মরিচ ওজিরা গুঁড়া দিতে হয়।
@ranjanbandyopadhyay42248 ай бұрын
পথ্যির ঝোলে পাকা মাছ?
@LostandRareRecipes8 ай бұрын
এর উত্তরে যে বলেছি কথা!
@chandrimabhattacharjee31438 ай бұрын
Amar Maa korten chotobelai asuk sere utor por khetam
@maitreyeemaity33538 ай бұрын
Ei jhol ebar gorome home delivery te asuk
@leenaguha7478 ай бұрын
পথ্যির ঝোলে এত লঙ্কা দেয় না।
@LostandRareRecipes8 ай бұрын
কাঁচালঙ্কা? তাতে বিন্দুমাত্র ক্ষতি নেই, বরং লাভ, কারণ লঙ্কাগুলি আস্ত। বিন্দুমাত্রও ঝাল হবে না। তবু মনে হলে নিজের ইচ্ছামতো না হয় কম লঙ্কা দেবেন। কিন্তু সঙ্গে থাকুন। 🙏🏻🙏🏻🙏🏻
@raawiyachowdhury66558 ай бұрын
Same story as it mine
@LostandRareRecipes8 ай бұрын
❤️❤️❤️ যদি ভালো লাগে, শেয়ার করবেন। 🙏🏻🙏🏻🙏🏻
@manasidhak39578 ай бұрын
আমি এই ঝোল রান্না করি, মাগুর, সিঙ্গেল, ছোটো চারা মাছ, কাঁচাকলা, পেঁ পে, আলু আর গাঁদাল পাতা বাঁটা দিয়ে, ধনে, জিরা, হলুদ বাটা দিয়ে, পাঁচফোড়ন, কাঁচালংকা একটু পেঁয়াজ দিয়ে, আদা দি না, হালকা রসুন দেওয়া যায়,
@sumitbanerjee7088 ай бұрын
mayer ranna kokhono kharap hoyna..
@arnabseal68458 ай бұрын
কিন্তু শুনেছি আদা আর কাঁচকলা একই রান্নায় ব্যবহৃত হয়না
@LostandRareRecipes8 ай бұрын
না না হয়। খুব ভালো হয়। 🙏🏻🙏🏻🙏🏻
@singingpari56968 ай бұрын
Sukto teo to use hoy,,tai na?? Ota hyto vul probad hoye geche 😅
@GoutamBasu-gk6tv7 ай бұрын
পটল
@ramendrapaul3018 ай бұрын
Accha eita holo moshla die halud jhol 🤢🤢🤢🤢
@sumitchatterjee79808 ай бұрын
এই হাল্কা মাছের ঝোল ষাট/সত্তরের দশকে প্রায় সব বাঙালি বাড়িতেই হত। আমার মা বহুবার এই মাছের ঝোল করেছে। কাটাপোনা মাছের থেকে জ্যান্ত চারা মাছ অথবা শিঙি-মাগুর মাছ দিয়ে রান্না করলে স্বাদ আরো ভালো হয়, সঙ্গে অবশ্যই গন্ধরাজ/কাগজী লেবু। প্রচণ্ড গরমের দিনে একদম অমৃত। ❤
@38TiashaSamanta4 ай бұрын
Darun 👌👌👌
@LostandRareRecipes4 ай бұрын
অজস্র ধন্যবাদ। এ পর্বটি বড় যত্নে করা, বড় মনের কাছের। আপনাদের এইসব কমেন্ট পেলে মনে হয়, ঠিক পথেই চলেছি। সঙ্গে আপনাদের পেয়ে ধন্য। কিন্তু এ ঐতিহ্য বাঁচাতে রাখবার দায়িত্ত্ব যতখানি আমার, ততখানি আপনাদেরও। কারণ এ পথে আমার সঙ্গী আপনারা। তাই যদি ভালো লাগে, শেয়ার করবেন আর সবাইকে জানাবেন আমাদের কথা। এভাবেই আরও মানুষ খুঁজে পাবেন এইসব হারানো রান্না ও বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি। নীচে রাখা রইলো আমাদের লিঙ্ক। m.kzbin.info