সুমনবাবুকে ধন্যবাদ, বাংলাদেশের নতুন নতুন দিক বিভিন্ন সময় তুলে ধরার জন্য । বাংলাদেশকে নতুন করে জানতে সাহায্য করে । আমি পশ্চিমবঙ্গ থেকে দারুণ উপভোগ করি। সঙ্গী ধীরাজ বাবুকেও ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য ।
@sharifulIslam-yi2uf3 жыл бұрын
i love india
@kawsaralam30143 жыл бұрын
বাংলার প্রায় প্রতিটি জেলার ঐতিহ্যগত খাবারগুলোতে নিজস্ব স্বকীয়তায় ভরপুর। যার একের সাথে অন্যটার কোন তুলনা হয়না।অসাধারণ ভিডিও হয়েছে আপনার,সেইসাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকে দোতারার সুরের মূর্ছনায় প্রিয় গ্রাম বাংলাকে আরো বেশি প্রিয় করে দেয়।
@shihabahmed19914 жыл бұрын
গ্রাম বাংলার সেই সুরে, শুরুতে বিমোহিত হয়ে গেলাম।
@shubhamkar84854 жыл бұрын
দুই বাংলার সৌভাতৃত্ত এভাবেই বজায় থাকুক । আপনাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা কলকাতা থেকে 🇮🇳 । জয় হিন্দ জয় বাংলা।
@saddamhossain10944 жыл бұрын
আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জ মহান আল্লাহতালা সৃষ্টির অন্যতম সুন্দরতম সৃষ্টি। আলহামদুলিল্লাহ।।।
@md.saydulislam93584 жыл бұрын
মুন্সীগন্জ কোথায় পাওয়া যায়।
@bankubiharisanyal1234 жыл бұрын
Sobi vogobaner daan....hare krishna, hare krishna.....sobai miley harinaam koro 🙏
@rajurahim78474 жыл бұрын
আগে ঠিক করো বিক্রমপুর না মুন্সী গঞ্জ।
@altrnatvthinker4 жыл бұрын
কি মূর্খ আপ্নারা।আল্লাহ সশুধু বিক্রম পুরকে সুন্দর করেছে তাই না?? আরও পড়ুন বি পরুন,চিন্তা কে সম্প্রশারিত করুন,আল্লাহ তাআলান্তিনার আর দুনিয়ার সউন্দরজ সব যাইগাই রেখেছে টা একটু দেখলে বা ভাব্লে ই পাওয়া যায় ।
@rashedamin59124 жыл бұрын
ধুর শালা মূর্খ কোথাকার আমাদের বগুড়া জেলা বাংলাদেশের অহংকার
@superman-mk5ms3 жыл бұрын
আমি আমার আগের পুরুষের মুখে শুনেছি ভাগ্যকুলের কথা আর সেটা নিজের চোখে দেখতে পেরে নিজেকে ধন্য মনে করছি খুব সরল এবং 1 মহিমাময় ভাষায় আপনি বর্ণনা করেছেন আপনার ভিডিও দেখলে মনে হয় আপনার সাথেই আমি আছি ভাগ্যকুলের মিষ্টি এত সুস্বাদু আপনার ভিডিও থেকে তা জানতে পারলাম ধন্যবাদ সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ
@parnadas80244 жыл бұрын
আমি আপনার আর আপনার ভিডিওর ভক্ত হয়ে গিয়েছি, সত্যি খুব ভালো লাগে আপনার কথা বলার ধরন,আপনার রুচিশীলতা,আপনার আচার ব্যবহার,যেভাবে আপনি সব ধর্ম, সব সংস্কৃতিকে ভালোবেসে তুলে ধরছেন অসাধারন।।
@SalahuddinSumon4 жыл бұрын
Valo thakun, sob somoy☘️
@parnadas80244 жыл бұрын
@@SalahuddinSumon এভাবে এগিয়ে যান, পাশে আছি ♥
@BLOGGERARINDAM4 жыл бұрын
আহা কি সুন্দর ভাষ্য, আবহ সঙ্গীত সর্বোপরি বিষয়। মন ভরে গেল।
@shiv_anshiii4 жыл бұрын
I'm from kolkata... But my roots are from Bangladesh.. I've not visited this adordable country yet.. But sir from your video I've felt a magical attraction toward my root land.. Thank you very much sir 😊 lots of love and respect from kolkata 💝
সত্যিই জিভে জল এসে গেল,কোনদিন বাংলাদেশে গেলে মুন্সীগঞ্জে অবশ্যই যাবো ঘোল খাবার জন্য,ধন্যবাদ আপনাকে।🌷🌷🌷 (পশ্চিমবঙ্গ থেকে )
@rimaakterrimarakter69964 жыл бұрын
doi chini pani lebur ros bit lobon diye baniye kheye dekhben darun lagbe pani obossoi cool hobe
@altrnatvthinker4 жыл бұрын
বাংলাদেশ আর বাংলাদেশের হিন্দুরাই ছিল পারদর্শী তাই সে হাড়ি পাতিল বানানোর কথা বলেন আর দই আর ঘি এর কথা বলেন
@nirmalenduroy55114 жыл бұрын
@@rimaakterrimarakter6996 পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে,শুভেচ্ছা রইল ভালো থাকবেন।🌷🌷🌷
@dipakbarmanvlogs2124 жыл бұрын
সত্যি আমি দাদার ভক্ত। 😍😍😍😍😍
@Zahidzuberi14 жыл бұрын
na vaai, aita ghol na. kosto kore ashe pore boka diben. goto kaal giyesilam. Misti doi k blend kore serve.kore. Oder k jokhon bollam, aita ki vabe ghol, kisu ta challenge e korlam bolte paaren, tokhon sheekar gelo, original ghol ora kore e na.
@mohammadali-ke6fn3 жыл бұрын
আহ! প্রান ভরে যায় প্রত্যেকটা ভিডিও দেখে। ঢাকায় বড় হলাম জানলাম শাখারী বাজারের ইতিহাস কাল আজ জানলাম ভাগ্যকুলের ইতিহাস। এত কিছু অজানা থাকতে আমরা খুজে বেড়াই আরব, আমেরিকা ইউরুপের ইতিহাস, কালচার। ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই চেনেলের সবাইকে।
@ghumakkarsc94454 жыл бұрын
সত্যি লোভ লেগে গেল। বাংলাদেশে গেলে ভাগ্যকূলের ঘোল অবশ্যই খাব।
@nirupamdeb2133 жыл бұрын
সুমন ভাই,। অনেক ভালো লাগলো আপনার ভিডিও দেখে । আপনার মতো ইউটিউবার প্রয়োজন । সত্যি আমরা বাঙালিরা এক । ধন্যবাদ ভারত থেকে
@subratapaul74724 жыл бұрын
আপনার উপস্থাপনাগুলি দিয়ে বারম্বার ফিরে দেখি আমার পূর্বপুরুষদের দেশের মাটি। ধন্যবাদ আপনাকে।
@subratapaul74724 жыл бұрын
@ARKAPRAVA DAS কবে কি হয়েছিল সেটা মনে করে কষ্ট পাই না যতটা বেশী পাই বাবার শেষ জীবনে নিজের দেশে একবার যাবার আকুতি দেখে। যেটা সম্ভব হয় নি। বাবা তার 12 বছর বয়সে এপার বাংলায় এসেছিলেন, 2014 সালে 97 বছর বয়সে মারা যান। ওনার কাছে আমাদের পূর্বপুরুষদের গ্রামের কথা শুনতে শুনতে কখন যে সেটা আমার মনের অন্তরে স্থান করে নিয়েছে... সুমনবাবুর উপস্থাপনাগুলি আমাকে মুগ্ধ করে। প্রৌঢ়ত্বে এসে ভাবি একবার যদি পূর্বপুরুষদের ভিটা দেখে আসতে পারতাম। জানিনা আমার সে স্বপ্নপুরন হবে কিনা।আর ঘোল,মিষ্টি বা চাঁদপুরের ইলিশের হাতছানি তো আছেই ।
@irfanislam93064 жыл бұрын
💝 dada Bangladesh a ashe ghure jan 💝khub valo lagbe. Welcome Bangladesh.
@subratapaul74724 жыл бұрын
@@irfanislam9306 ভাই ধন্যবাদ, ইচ্ছে তো আছে, দেখি সে সৌভাগ্য হয় কিনা।
@bhaskarbhattacharjee54204 жыл бұрын
@@subratapaul7472 Israil jadi pare,aamra ke pari na purbo purushr vete phirey mithe.
@subratapaul74724 жыл бұрын
@@bhaskarbhattacharjee5420 দাদা বর্তমানে সেটা সম্ভব না, তবে অবশ্যই সেখানে জীবনে অন্ততঃ একবার যাওয়াই যায়। তবে এতেও অনেক যদি কিন্তু আছে। যেমন আমার ক্ষেত্রে, খুব সামান্য জানি পুর্বপুরুষদের ভিটের ব্যাপারে। বাবার মুখে শুনেছি আমাদের বাড়ি ছিল বরিশালের মেঘনা নদীতীরে গোবিন্দপুর গ্রামে। বাবার মুখে পাতারহাট সাব ডিভিশন, ভোলা সাব ডিভিশন, গলাচিপা ইত্যাদি নাম শুনেছি। খোঁজ করার চেষ্টা করছি, দেখি পাই কিনা।
@angkurbarua4 жыл бұрын
যন্ত্রসংগীত মন কেড়ে নিলো!! আর, আপনার বর্ণনার সিম্পল ধাপ আমার খুবই ভালো লেগেছে 😍 আপনার সর্বদিকে উন্নতি হউক...
@shobujbiswas93204 жыл бұрын
আপনি একদিন সুপরিচিত হবেন বাংলার বুকে,ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য, আপনি অসাধারণ, অসাধারণ আপনার কথা গুলো।
@shakiltalukder51754 жыл бұрын
ধন্যবাদ দাদা,মুন্সীগন্জের এতিহ্য কে সুন্দর ভাবে তুলে ধরার জন্য 💜
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সত্যি মন ছুঁয়ে গেলো আপনার এতো সুন্দর উপস্থাপনা দেখে। আমি ভাগ্যোকুল গ্ৰাম এর মেয়ে। ইউটিউব এ এটা সেটা দেখতে দেখতে হঠাৎ এই ভিডিও টা চোখে পরলো পুরো ভিডিওটা দেখলাম । সত্যি কতোটা ভালো লাগলো সেই অনুভূতিটা বলে বুঝাতে পারবো না।
@aslamakand61284 жыл бұрын
ওয়াও ভাই, আপনার গত নবাবগঞ্জের ভিডিও তে ভাগ্যকুলের কথা বলেছিলাম, আর এই ভাগ্যকুলেই আমার বাসা, প্রায় ৪ বছর হলো সওদি থাকি আপনার ভিডিওর মাধ্যমে আমার এলাকা দেখলাম৷ চোখে পানি চলে আসলো ভাই। আর প্রত্যেক্টা মিস্টির দোকান আমার চিরোচেনা, এরা সবাই আমাকে চিনে। কারন এই বাজারের সাথেই আমার বাসা। আর গোবিন্দ এবং চিত্তরঞ্জন এরা দুই দোকান ই সেরা। আর আপনি সব সেরা সেরা খাবারগুলাই খেয়েছেন। ধন্যবাদ আমাদের এলাকায় আসার জন্য। এবার এখান কার অনেক পুরোনো জায়গা রয়েছে সেগুলো দেখার অপেক্ষায়।
@mafuzarubel2793 жыл бұрын
আমাদের বাসা ভগ্যাকুল
@aslamakand61283 жыл бұрын
@@mafuzarubel279 ভাগ্যকুল কোথায়,
@tapaskumar16663 жыл бұрын
সত্যিই জিভে জল চলে এল 👌👌👌, যদি একবার যেতে পারতাম ধন্য হয়ে যেতাম ❤️👍🙏
@biswajeetchatterjee19624 жыл бұрын
ভাই সুমন অপূর্ব ভিডিও ঠিক ভাগ্য কূলের ঘোলের মতো।
@kamrankhan72064 жыл бұрын
video ta onek valo hoise...............ato valo ghul r ,misti er sondhan deyar jonno dhonnobad........suvokamona roilo............
@priantymondal59594 жыл бұрын
ধন্যবাদ দাদা, আমার শ্রীনগর উপজেলার সৌন্দর্যকে সবার সামনে তুলে ধরার জন্য।🙏🙏🙏🙏
@msaifuldsaiful34434 жыл бұрын
Ok
@blogsforalleverything54324 жыл бұрын
পোস্তগোলা থেকে কোন গাড়ীতে উঠে কোথায় কিভাবে যেতে হয়?
@habibabegum9564 жыл бұрын
Dakha onak valo lagasha. Amar soshur barir alaka.
@priantymondal59594 жыл бұрын
পোস্তখোলা থেকে সেবা পরিবহন এ উঠলে আপনাকে সরাসরি ভাগ্যকুল বাস স্টেন এ নামিয়ে দেবে।🙏
@rjbadhan98254 жыл бұрын
@@priantymondal5959 tumi ki amader sreenagor upozilar.~?😇😇😇
@madhusudanpaul98453 жыл бұрын
My both parents had born and brought up at Bhagyakul / Dhaka Bikrampur. They were uttering about their birth place and repenting as they were very much prosper there. They left their birth place in 1950 and settled in Kolkata but they were not happy. From this video I got some hints about the prosperity of this place. I sincerely offer my heartiest gratitude to my parents birth place. Thank you very much for presenting this video.
@upamaish3 жыл бұрын
❤️❤️
@krphotography15594 жыл бұрын
India theke ভালোবাসা 🇮🇳❤️
@mohetulislamfahim74052 жыл бұрын
অনেক সুন্দর এবং তথ্যবহুল ব্লগ। ভাই আপনার প্রতিটি ব্লগই অত্যন্ত সুন্দর।আপনাকে অনেক ধন্যবাদ এরকম তথ্যবহুল ব্লগ উপহার দেওয়ার জন্য।
@sharminsultana75684 жыл бұрын
এত তথ্যবহুল, রুচিসম্মত চ্যানেল আরও আছে কিনা জানা নেই
@bholanathbiswas66114 жыл бұрын
সারমিন কেমন আছেন ?
@alifalif88394 жыл бұрын
A
@najimabegam61543 жыл бұрын
Khub valo laglo.thanks apnake ( ami West Bengal er)
@nayeemislam20884 жыл бұрын
আমিও একদিন যাবো এই ঘোল খেতে ইনশাআল্লাহ।
@MRHasan-p1u3 жыл бұрын
আপনার ৪ টা ভিডিও দেখলাম এখন বসে বসে ভিডিওর মধ্য আপনার কথা গুলো অসাধারণ লাগে 👉💝💝
@khalidS69694 жыл бұрын
সুমন সাহেবের ধারাভাষ্য ও বিষয় ভিত্তিক ছায়াছবি অনন্য।
@Power-mz2bq3 жыл бұрын
দাদা যন্ত্রসংগীত অসাধারণ লাগে আমার কাছে
@mrigankaroy17283 жыл бұрын
আমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে, সত্যি অসাধারণ লাগলো ভিডিও টি। সুযোগ পেলে ভাগ্য কূল গ্ৰামে যাবো একদিন।
@SRana3 жыл бұрын
এতো বছর যাবৎ ইউটিউবের ভিডিও দেখি, কিন্তু একি চ্যানেলের ভিডিও আমি এতোটা দেখি নাই, যতোটা আপনার চ্যানেলে দেখলাম, এই ৭ দিনে। এ যেন ৯০ দশকের বিটির বাংলাদেশের প্রামাণ্য চিত্র দেখতাছি। আমার কাছে সেই রকমের লাগছে। ইউটিউবে যতো চ্যানেল আছে, তার মধ্যে আমার দেখা ১ নাম্বারে এই চ্যানেল আর ২ নম্বরে আদ্যপান্ত চ্যানেলটি সেরা।
@OmarFaruk-dx2zp4 жыл бұрын
তিন মিনিটের মাথায় দেখা শুরু করছি। এত বেশি অপেক্ষা করি আপনার ভিডিও গুলো দেখার জন্য।
@asiftrainmania3 жыл бұрын
দাদা আপনার ভিডিও দেখে জিভে পানি এসেগেছে, খুব খেতে ইচ্ছে করছে। বর্ডার বন্ধ, যেন বর্ডারের তালা ভেঙে ভাগ্যকুলে চলে যাই।
@mdnuruzzamaapon61284 жыл бұрын
খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ,,,, আমার এলাকা,,,,,,,,❤️❤️❤️❤️My village actually looked very nice
@puja-tr9jp3 жыл бұрын
সকল বাংলাদেশি মানুষের থেকে আপনি অনেকটা আলাদা। অনেক ভালো লাগে আপনার কথা বাত্রা এবং আপনার ভিডিওঃ। Love from কলকাতা❤️❤️❤️
@amazingbird33083 жыл бұрын
ATA vul bolechen didi Amra bangalira sobai Antorik Please never mind
@kalyan55464 жыл бұрын
দারুণ সুমন ভাই ভারত থেকে তোমাকে শুভেচ্ছা জানায়,তোমার ভিডিও গুলো খুবই ভালো লাগে,চালিয়ে যাও🙏🙏🙏🙏👍👍👍
@chandansaha36103 жыл бұрын
দেশকে বিশ্বের কাছে মেলে ধরার জন্য আপনাদের মত উপস্থাপক জরুরি। অসাধারণ উপস্থাপনা আপনার। শুধু আপনার জন্যই আমি নিয়ম করে আপনার ব্লগ টা দেখি। সালাহউদ্দীন সুমন ও আপনি ও আপনার সহযোগি বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। চন্দন সাহা, কোলকাতা, ভারত।
@SalahuddinSumon3 жыл бұрын
অনেক অনেক ভালোবাসা রইলো চন্দন দা💕❤️💕
@Mahfuz-kc7qe4 жыл бұрын
কমেন্ট সেকশন দেখে বুঝলাম মিস্টির নাম শুনলে জাত-পাত ভুলে কলকাতা বাংলাদেশের সব বাঙালি এক হয়ে যায়🥰
@rajotavo4 жыл бұрын
Bhagyokul er mishti o doi toh Dhaka te o khub 'famous' dekhlam...goto bachhar kichhu kaje Dhaka e gechhilam...''Bhagyokul' er doi o mishi chakhlam...oshdharon...o onchal er lokeder shadhubad janano uchit...
@meheditheking84693 жыл бұрын
@@rajotavo রসমালাই র জন্য আমাদের কুমিল্লা বিখ্যাত,,,আসলে বেড়িয়ে যেতে পারেন।
@শিমুল-ল৯ষ3 жыл бұрын
@@meheditheking8469 ভাই, কুমিল্লার যে আসল মাতৃ ভান্ডার এর রসমালাই পাওয়া যায় ওই এলাকাটার নাম একটু বলবেন।
@mrdalim80793 жыл бұрын
Vi amra muslim hindu kolkata bangladesh amadar vasa bangla amra vi vi
@brkenheart33593 жыл бұрын
@@শিমুল-ল৯ষ Chandina
@khokonbaruabangladeshpolic31083 жыл бұрын
পুলিশের চাকরী র সুবাদে বিভিন্ন জেলাতে যেতে হয়েছে। ১৯৯৯ সালে থাকতে হয়েছিল মুন্সিগজ্ঞ তখনি পরোখ করা হয়েছিল বিখ্যাত ঘোল এবং মিষ্টি। আজ আবার আপনার ব্লগে দেখে মনে পড়ে গেল প্রায় দুই যুগ আগের কথা। এর পরে আর কখনো যাওয়া হয় নি। আপনার উপস্থাপনায় মনে হচ্ছিল এখনও সেই স্বাদ ও মান রয়ে গিয়েছে তাদের ঐতিহ্যবাহী মিষ্টান্নে। ধন্যাবাদ সুমন ভাই আপনাকে।
@kanthiroybarua38274 жыл бұрын
Love from Assam India .Tomar jonay anek shuvokamona thaklo .
শত্যিই অসাধারণ,,, 👌 নিজে না খেলে বুঝতেই পারবে না,,, গিয়েছিলাম ভাই ব্রাদার নিয়ে,,, অসাধারণ একটা মূহুর্ত ছিলো😍
@HasanALI-nr9qw Жыл бұрын
Watched with thanks.
@jiaurrahaman35704 жыл бұрын
ভাইয়া আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখার আছে। আপনার সবগুলো ভিডিও থেকে আমাদের অনেক কিছুর শিখার আছে। এতো সুন্দর ভিডিও বানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
@SalahuddinSumon4 жыл бұрын
ভালো থাকুন, এই কামনা
@user-lf5hm3fp6d3 жыл бұрын
দাদাভাই এই ভাগ্যকূল গ্রামেই ছিল আমার পূর্ব -পুরুষদের ভিটে আমার বাবা এবং তার অন্যান্য ভাইবোনেদের ছেলেবেলাও কেটেছে এই গ্রামেই । তবে আজ আমরা কলকাতায় , আমাদের কিছু আত্মীয় - স্বজন এখনও ঐখানে আছে । আমার বাবা এখনও রোজ কোনও না কোনও কথাতেই সারাদিনের মধ্যে একবার হলেও ঐ গ্রামের কথা মুখে আনবেনই । আমরা কোনও দিন যাইনি ঐ গ্রামে তবে গ্রামের কথা শুনে - শুনেই প্রায় মনে হয় পুরো গ্রামটাকেই চিনেফেলেছি মনে হয় ঐ গ্রাম আমাদের খুব আপন 💝 💝 ।
@Kitkat778814 жыл бұрын
আমার সৌভাগ্য হয়েছে এই দোকানের ঘোল খাওয়ার।
@mdrubelrafi94713 жыл бұрын
আপনার ভিডিও দেখে ঢাকা থেকে ভাগ্যকুল আসলাম ঘোল খেতে। সত্যি অসাধারণ।
@hossainahmed46793 жыл бұрын
আমাদের প্রিয় ভাগ্যকুল, আমাদের বাসা থেকে ৫ মিনিট সময় লাগে এখানে যেতে❤️❤️
@angelsbd10492 жыл бұрын
vaia Unader Mobile number ta thakle then please Ame order Korte chai
@hossainahmed46792 жыл бұрын
@@angelsbd1049 Number to nei tube. O khane gele collect kore dite parbo ☺️
@bristykhanam8272 жыл бұрын
Dhaka there kivabe jete hoy..?
@mtmiraz53854 жыл бұрын
সংগীত সুর আমাকে মুগ্ধ করে দিলো
@jahangiralam-pr9pp3 жыл бұрын
আপনার প্রতিটি ভিডিও ক্লিপ বাংলাদেশের আবেগ ও ভালবাসামর প্রতিফলন। অসাধারণ ভাই......
@drRajatsubhra3 жыл бұрын
Khub valo valo topic apnar. Khub valo lagche. Ar ei video dekhe mone hocche giye kheye asi. 👍🏻💚🙏🏻
@showkatjoshim25784 жыл бұрын
আমি বিক্রমপুরের পোলা হয়েও এখনো ভাগ্যকুলের ঘোল খাওয়া হয় নাই... এবার দেশে আসলে অবশ্যই খেতে যাবো...
@sarthakaju4 жыл бұрын
খুব সুন্দর উপস্থাপনা। মনে হলে একেবারে গ্রাম বাংলায় পৌঁছে গেলাম। অনেক ধন্যবাদ
@mammanzaeem67214 жыл бұрын
আল্লাহ..! আমাদের গ্রামের আমাদের এই দোকান.!!ইউটিউব এ দেখবো.!ভাবতেও পারি নাই। 😍😍 অনেক অনেক ধন্যবাদ।😍❤
@vodor0074 жыл бұрын
Hi. Kisu na mone korle location na bola jabe plz. Details.
@taufiquehasan99583 жыл бұрын
😳😳😳😳
@juyelrana71253 жыл бұрын
@@vodor007 ৌ
@masumbillah74634 жыл бұрын
যন্ত্রসংগীত অনেক ভালো লাগলো।
@samirraha57844 жыл бұрын
খুব ভালো।মিওজিক অসাধারন। আমি মিষ্টি খাওয়ার জম। সম্মভ হলে খেতে যাবো। আমার এই বয়েসেও (৬৬) ২০ টা কালোজাম খেতে পারি।
@who.6744 жыл бұрын
dhur🤣🤣 mane like paoar dhanda abalchoda
@sadatjony1573 жыл бұрын
Valo thakben kaku.
@rokensiadam24693 жыл бұрын
মিথ্যা কথা কম কম বলেন আপনি মিথ্যা বাদি কুথাকার
@skdutta13854 жыл бұрын
Aponar video gulo eto valo lage je bhashay prokash kora jabe na . Aponake ontorer shradha o valobasha janai, suveccha 🙏 NAMASTE 🇮🇳 FROM BOTTOM OF THE HEART ❤️💓🌺🌺🌺🌺
@rajotavo4 жыл бұрын
Khub bhalo information...'Bhagyokul' er oi jamidar der bonshodbat ra Kolkata oneke acchen o age onek namkora lok chhilen jemon Indian cricket captain Pankaj Roy, batsman Ambar Roy etc. "The family was instrumental in setting up the East Bengal Club in August 1920. It is also known that the family provided Pandit Ishwar Chandra Vidyasagar with a loan to start the Vidyasagar College.
@mdmainul89393 жыл бұрын
ভাইয়া আপনার উপস্থাপনা খুবই। সুন্দর। আর নবাবগঞ্জ। আমার চির চেনা খুব ভালো লাগছে
@tanimalodh35494 жыл бұрын
Love from Tripura, India. Regular viewer of your channel. Just Amazing👌🙏
@abdullahmolla39013 жыл бұрын
আলহামদুলিল্লাহ ভিডিও কুয়েত থেকে দেখে অনেক ভালো লাগছে অসাধারণ
@taposhraj42723 жыл бұрын
ভাই আপনি এখনো আগের আগের প্রকৃতি গুলো দেখান, আমার খুব ভালো লাগে।
@khurshedahmed62223 жыл бұрын
খুব ভালো লাগছে এ গরমে ঘোল খেতে যাবো ইনশ আল্লাহ।
@avimannumukherjji60304 жыл бұрын
Dada apner video amr khub valo lgey.................✌✌✌ Ami sobsomoy wait kore thaki apner video jonno............✌✌✌ Love from kolkata....................❤❤❤ .
@shamimashraf33964 ай бұрын
চাকুরী সুত্রে ভাগ্যকুল তিন বছর ছিলাম....ভাগ্যকুলের মানুষ খুবই ভালো। গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি অনেকবার খেয়েছি।
আমাদের এলাকা ❤ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে উপস্থাপন করার জন্য।
@ramisharammi5273 жыл бұрын
Viya location ta kothy..munshigonj er kothay.. Muktarpur bridge theky kivaby jyty hoy..plz bolbn
@amanmollah53413 жыл бұрын
@@ramisharammi527 Muktarpur thake sreenagar Bazar aste hobe ase balasur road jiggas korle sobay dakhia dibe tarpor balasur asban asar por jakono ato ba riksa k bolle vaggakul dia asbe
@paswanpiu4 жыл бұрын
Apnake onek onek bhalobasa from West Bengal....osadharon starting Background music 🎵
@mimibrahim14304 жыл бұрын
আমি গোবিন্দর দোকানের ঘোল ও রসমালাই খেয়েছি। অসাধারণ 😋😋
@jaforsheak2344 ай бұрын
আলহামদুলিল্লাহ খেয়েছি অনেক মজা,,,আমার বাসা শ্রীনগর থানায়
@Anonymous-xz6mk4 жыл бұрын
ভাই সালাউদ্দিন, আমি পশ্চিম বঙ্গ থেকে আপনার ভিডিও দেখি। বাঙলা দেশ সম্বন্ধে অনেক বেশি জানতে পারি। আগামী দিনে আরও অনেক কিছু জানতে চাই। ভালো থাকবেন
@MonikaMitraVlogs3 жыл бұрын
👍👍🙏❤️
@movewithhk6693 жыл бұрын
Wow......nice. Apnar video Ami sobsomoy dekhi Apnar video gulo khub sundor lage
@sumansarkar87444 жыл бұрын
কলকাতা থেকে দেখি আপনার ভিডিও গুলা, খুব ভালো লাগে। আমার নাম ও সুমন। অনেক ভালোবাসা রইলো।
@anandabanerjee79734 жыл бұрын
ভাগ্যকুলের মিস্টান্ন দেখলাম। দেখে তো জিভে জল চলে এলো। খুব ভালো লাগলো আপনার ভিডিও। ভাগ্যকুলের জমিদারদের ইতিহাস সম্পর্কে যদি একটা ভিডিও তৈরী করেন তাহলে খুশী হতাম। আশায় রইলাম। ভালো থাকবেন।
@dhansirimultimedia61064 жыл бұрын
মানিকগজ্ঞের সাটুরিয়া বালিয়াটি জমিদার বাড়ি বাংলার বড় জমিদার বাড়ি।যদি আপনার চ্যানেলে প্রকাশ করতেন।বাংলার প্রাচিন ঐতিহ্য দেখতো মানুষ
@mdikramulhasanmasum97104 жыл бұрын
মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা পরিষদ এর পাশেই
@bulukhan13024 жыл бұрын
Most Welcome Mr. Symon....Baliati Pellets
@bayezidahmed62234 жыл бұрын
Right
@mdsajib56624 жыл бұрын
Vai ar basa koi
@bulukhan13024 жыл бұрын
@@mdsajib5662 Manik Gonj ❤️ Garpara ...& West Dasura
@jebunnesa47064 жыл бұрын
এত ভালো লাগলো। যেহেতু আমি দেশের বাইরে থাকি।গ্রাম দেখতে অসাধারন লাগে। ধন্যবাদ আপনাকে।
@himel44284 жыл бұрын
ভাই দোয়া রইলো আপনার জন্য। অনেক ভালো লাগে আপনার ভিডিও গুলো
@prasantasarkar23604 жыл бұрын
খুবই ভালো লাগলো.সুমন ভাই আপনার কথাবার্তা বলার ধরন এককথায় অসাধারণ.এগিয়ে যান আরও এইরকম video দেখতে চাই.আমি ভারত থেকে বলছি.
@smsorifsmsorif54434 жыл бұрын
ভাই এর জন্য শুভ কামনা রইলো এটা হলো আমাদের এলাকা
@arifulislam43834 жыл бұрын
হুনডা করে যাওয়া যাবে ঢাকা থেকে??
@ajmaineibnrahman13814 жыл бұрын
Vai misty er kg kemon ?
@mohammadsaud83784 жыл бұрын
@@arifulislam4383 জ্বী ভাই যাওয়া যাবে। হুন্ডায় গেলে হাইওয়ে তে চালালে মনে হবে বাহিরের দেশে চালাচ্ছেন
@mdsaifulkhan13384 жыл бұрын
@@mohammadsaud8378 আমি একদিন সময় করে যাবো ইনশাআল্লাহ।
@mdsaifulkhan13384 жыл бұрын
আমি টঙ্গী থেকে যাবো
@rukshanaparvinrupa6048 Жыл бұрын
Suman+ Biraj da jindabad jindabad 👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌😍😍🥰🥰🥰 from lndia
@arafathossain85983 жыл бұрын
আহ দেশে থাকা কালিন কত খেয়েছি এই দোকানের ঘোল। আসলেই সেরা❤️
@sayantikadas25173 жыл бұрын
I am from India, amar sokol purbopurush ei Bikrampur r Bhagyokul jelai thakten. . Amra dadu, dida, thakuma r kache suni ei sokol jaigar kotha. . Thank you so much dada ei video dekhanor jonno
@bangladeshivloggersumona14763 жыл бұрын
আশা করি একদিন ওখানকার গোল এবং মিষ্টি খেতে যাব
@jyotibag28283 жыл бұрын
গোল নারে বলদ,ওটা ঘোল
@exploreworld51293 жыл бұрын
আমি ও যাবো
@mdsaymonkhan31684 жыл бұрын
ভাই আপনার প্রোগ্রামটা আমি নিয়মিত দেখি সব থেকে বেশি ভালো লাগে আপনি খুব সুন্দর করে অনুষ্ঠানটা উপস্থাপন করেন। অল দ্যা বেস্ট ভালো থাকবেন ভাই
@dolonmukhopadhyay89944 жыл бұрын
অসাধারণ !মন ভালো করা একটা vlog দেখলাম।খুব ভালো লাগলো,এভাবেই আপনার অনন্য উপস্থাপনায় দেখতে পাই আমাদের প্রিয় বাংলাদেশ কে...অনেক ,অনেক শুভেচ্ছা আগামীর জন্য👍👍
Bangladesh jawar shopno ase Dada akdin shunar Bangla dekhte jabo.... Love from India 🇮🇳 Assam
@ronysheikh21304 жыл бұрын
আসসালামু আলাইকুম ওরহমাতুললাহি ওবা রাকাতুহ ধন্যবাদ ভাই আমাদের বিক্রমপুরে প্রতিবেদন করার জন্য
@nafisraihan75514 жыл бұрын
স্যার আপনি আমার অত্যন্ত প্রিয় একজন ইউটিউবার❤ আশা করি খুব দ্রুত ১ মিলিয়ন হবে আপনার😇
@shekharsarkar51763 жыл бұрын
Munshiganj bhatarkhola
@surujzamansujon48763 жыл бұрын
আপনার ভিডিও দেখে ভাগ্যকূলের গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি আনতে গিয়েছিলাম। কিন্তু খুব হতাশ হয়েছি মিষ্টির মান দেখে।এরচেয়ে অনেক ভালো মানের মিষ্টি আমাদের নারায়ণগঞ্জ এর জগদ্বন্ধু আর মিষ্টিমুখের মিষ্টি। আপনার দাওয়াত রইল
@md.rajuhossain24254 жыл бұрын
I am from Munshigonj. I drunk it(ghul) from this shop(Govindo mistanno vandar). It's very delicious.
@mdshagor65104 жыл бұрын
আসসালামুয়ালাইকুম সুমন ভাই কেমন আছেন প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে এমন সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য ভিডিওটি আমার মন ছুঁয়ে গেছে এই ভিডিওটি সবার কাছে সাধারন মনে হলো আমার কাছে সাধারণ নয় আমার কাছে এটি একটি অসাধারন ভিডিও কারণ এই জনপদে আমার বেড়ে ওঠা ভাগ্যকুল বাজারের সামনে নদীর মাঝে যে চরটি জেগে উঠেছে আপনার ক্যামেরায় ধারণ করেছেন এই চড়েই আমার বাড়ি এখানেই আমার বেড়ে ওঠা এই ভাগ্যকুল বাজারে হাজারো স্মৃতি জড়িয়ে আছে আমার শৈশবের। এখন আমি একজন প্রবাসী তাই এই ভিডিওটি দেখে আমার মন হুহু করে উঠলো। গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার এর মালিক খুবই ভালো মানুষ আমি একদিন ওনার দোকান থেকে মিষ্টি কিনে 500 টাকার নোট দেওয়াতে উনি আমাকে 200 টাকা বেশি ফেরত দিয়ে দেন তারপরে আমি আবার সে টাকা তাকে রিটার্ন দি। সুমন ভাই ভাগ্যকুল বাজার এর আরো একটি বিখ্যাত জিনিস আপনি মিস করেছেন সেটা হল চিংড়ি মাছ ভুনা দিয়ে ভাত এক দিন খাবেন সাধ মনে থাকবে সারা জীবন। এই পদ্মা নদী আমাদের শৈশব এর হাজারো স্মৃতি ঘেরা চরটিকে গ্রাস করে নিয়েছে আমি প্রবাসে থাকার কারণে যা দেখার সৌভাগ্য আমার হয়নি আপনার মাধ্যমে আজ এই জায়গাটি দেখতে পেয়ে আমার মনে 10 বছর 15 বছর আগের স্মৃতি গুলো মনে পড়ে গেল। আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর কোন ভাষা আমার জানা নেই ভালোবাসা অবিরাম ভাই আরো সুন্দর সুন্দর ভিডিও চাই।
@fardousatik82083 жыл бұрын
আহ্ একেবারে জিভে জল চলে আসলো ❤️❤️❤️
@razibulrockib8823 жыл бұрын
জোশ একটা চ্যানেল। আপনার উপস্থাপনা, ক্যামেরার কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে অসাধারণ 👌