গল্পটা অসাধারণ, শেষপর্যন্ত লোভের কাছে মধ্যবিত্ত অভাব - টানাপোড়েন হেরে যায়নি, উল্টে লোভ ই তড়িঘড়ি করে পালিয়েছে, এটা শুনে খুবই ভাল লাগল। আর কল্লোল ভাইয়ের পাঠের কথা আবার নতুন করে কিই বা বলব। কিন্তু এই গল্পের লেখকের (মানিক বন্দ্যোপাধ্যায়) একটা জিনিস আমার ভালো লাগে নি। আমি উনার অনেক অনেক লেখা পড়েছি, প্লাস শুনেছি। আমার মনে পড়ছে না আর কোথাও উনি এরকম করেছেন বলে। সেই জিনিসটা হল উনি সরোজবাবু সম্পর্কে যেভাবে "করেছে, বলেছে, বললো" লিখেছেন সেটা আমার কাছে খুবই শ্রুতিকটু লাগছিলো। কারণ সরোজবাবু এই গল্পে একজন বয়স্ক লোক, একজনের পিতা, একজনের শ্বশুর। ঐ শব্দ গুলোর বদলে যদি লেখক "করেছেন - বলেছেন - বললেন" এভাবে লিখতেন তাহলে বোধহয় জিনিসটা শ্রুতিকটু লাগত না। আর এই সুবিধে টুকু ত আমাদের বাংলা ভাষায় আছেই, আমরা বাঙালি রা ত আর সবাইকে you বা he - she - they বলে চালিয়ে দিই না, আর আমার বাঙালি কান এতে অভ্যস্তও নয়। তাই কথাটা লিখতে বাধ্য হলাম। জানি শ্রদ্ধেয় লেখক আমার এই কথা শুনার জন্যে আর বেঁচে নেই, তবুও কেন জানি না নিজেকে আটকাতে পারলাম না। কিন্তু সবশেষে এটাও বলব যে মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের আকাশে একজন উজ্জ্বল তারকা ছিলেন। উনার অনেক রচনা এখনও স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোর সিলেবাসে থাকে, পড়ানো হয়। আমি নিজেও আমার 2nd মাস্টার্সের সাবজেক্ট বাংলা তে উনার অনেকগুলো কালজয়ী রচনা পড়েছি। তাই শেষে এটাই বলব যে এই ছোট্ট একটা ভুলের(??) জন্যে উনাকে আমি আমার শ্রদ্ধার আসন থেকে এতটুকু সরাবো না। আরো অনেক কালজয়ী লেখকদের সাথে মানিক বন্দ্যোপাধ্যায়ও আমার চিরনমস্য হয়ে থাকবেন আজীবন।
@bluesorbliss43313 жыл бұрын
আমি অবাক হই আপনার কমেন্ট সেকশন এ শুধু আপনার ভয়েস এর প্রশংশা এর গল্পও কতো ভালো ছিল তাই লেখা, কোথাও দেখলাম না গল্পও টা নিয়ে কোনো আলোচনা। গল্পের বিষয় বস্ত নিয়ে কোনো কথা নেই। নির্বোধ ।
@suvashreechakrabarti55933 жыл бұрын
Bhari pran chhoya lekha..... tobei na tini Manik Bondopadhyay.....!! 👌👌👌👌👌
@Sunitiscreations1813 жыл бұрын
অসাধারণ 💖
@debasismitra81732 жыл бұрын
খুব ভালো।
@anjalidas76253 жыл бұрын
চারিদিকে নানা অশান্তি গন্ডগোল। সান্ত্বনা একটাই আছে গল্পঃ কথন by কল্লোল।
@nasrinhoque34443 жыл бұрын
Excellent choice and presentation. Thank you.
@ashfaqulalam56113 жыл бұрын
Very good to. Listen.
@kieraroxy3 жыл бұрын
Nice Presentation.
@krishnabhattacharya16533 жыл бұрын
অপূর্ব, কবিতার মত গল্প
@asifkhanapu71402 жыл бұрын
❤️
@debjanimondas2533 жыл бұрын
khub sundor story ta 💙
@sabyasachipal91393 жыл бұрын
দিদি, বেশ ভালো হয়েছে।
@madhurima093 жыл бұрын
Apner voice er to prem a pore jacchi....
@hortonergolam3 жыл бұрын
বাহ! খুব সুন্দর 😇
@biswakarmainfoworld2 ай бұрын
Okay
@tofazzalhossin3333 жыл бұрын
মুহাম্মদ জাফর ইকবালের ছোটগল্প"বাবা যখন ছোট ছিল "শুনতে চাই।
@johnsteinbeck80583 жыл бұрын
দারুন, মানিকের গল্প আরো বেশি চাই। উপন্যাস চাই। তারাশঙ্করের কবি চাই। শরৎচন্দ্রের শ্রীকান্ত চাই। বিভূতির দৃস্টিপ্রদীপ, অপরাজিত চাই
@babitasaha5353 жыл бұрын
বা:, খুব ভালো লাগলো
@mrashokpaul23713 жыл бұрын
Besh bhalo
@kakolighosh31433 жыл бұрын
কিছু লেখক আছেন যারা রেশ রেখে যান, ভাবতে বাধ্য করেন, মানিক বন্দ্যোপাধ্যায় তেমনই একজন লেখক। আপনার সুন্দর পাঠে ওনার আরও গল্প শুনতে চাই