Рет қаралды 1,197,546
প্রেমের টানে সুদূর কানাডা থেকে এসে কালনার আশ্রম পাড়ায়।
#Krishaksetu BanglaLive #NewsinBengali #LatestBanglaNews #বাংলাখবর
Krishaksetu Bangla is an exclusive news channel on KZbin which streams news related to West Bengal, Nation and the World. The channel also has contemporary topic based debate and subject special series which are interesting & informative. Our channel aims to update the viewers with the current news.
কৃষক সেতু নিউজ বাংলা একটি আঞ্চলিক নিউজ চ্যানেল যেখানে আপনি পশ্চিমবঙ্গের, দেশের এবং বিশ্বের নানা খবর জানতে পারবেন। খবরের সঙ্গে আপনি এই চ্যানেলে সমসাময়িক বিতর্ক ও তথ্যপূর্ণ স্পেশাল সিরিজ দেখতে পারবেন।
রাজকুমার ঘোষ, পূর্ব বর্ধমান :- প্রেমের টানে সুদূর কানাডা থেকে এসে কালনার আশ্রম পাড়া গ্রামের ছেলেকে বাঙালি নিয়মে বিয়ে করলো এক যুবতি,বাড়ির মোতেই বিয়েকরে খুশি ক্যাথেরিন কোইল্লেত্তে,
এক বছর আগে ঋষিকেশে যোগ শিক্ষক হিসেবে যোগদেই কালনার আশ্রম পাড়ার যুবক টিঙ্কু রায়,সেই খানে পরিচয় হয় কানাডার বাসিন্দা পেশায় শিক্ষিকা ক্যাথেরিন কোইল্লেত্তের সাথে,ভারতীয় মানুষ ও কালচার ক্যাথেরিনর মন জয় করেনি,পরে যোগশিক্ষক টিঙ্কুর সাথে ধিরে ধিরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে,প্রেমের টানে কয়েক বার টিঙ্কুর সাথে দেখা করতে আসে এই বিদেশিনী,বিদেশিনীর টানে কানাডায় যেতে হয়েছিল টিঙ্কুকে,এক বছরের প্রেমের সম্পর্কের পর টিঙ্কুর সমন্ধে নিজের বাড়িতে জানাই ,পরে ক্যাথেরিনের কানাডায় বাড়িতে বিয়ের প্রস্তাব দেয় টিঙ্কু,বিয়েতে দুই পক্ষ রাজি হয়,বিদেশিনীর পরিবারের সাথে ভিডিও কলের মাধ্যমে বিয়ের অনুমতি নিয়ে টিঙ্কু,সবুজ সংকেত পাওয়ার পর বাঙালি মতে টিঙ্কু নিজের বাড়িতেই বিয়ে সেরে নেই,রাজ প্রাসাদ ছেড়ে এখন ঝুপড়ি বাড়িতে বৌ ক্যাথেরিন,শুধু প্রেমের টানে।